নজরুল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার নিয়ম পরিবর্তন চান শিক্ষার্থীরা

বিবিধ, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ময়মনসিংহ | 2023-08-23 03:26:35

ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফলোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণের নিয়ম পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা ফলোন্নয়নের মানদণ্ড সিজিপিএ ২.২৫ বাতিল করে সিজিপিএ ৩.০০ নির্ধারণ ও ফলোন্নয়ন পরীক্ষার প্রাপ্ত সিজিপিএ সম্পূর্ণ গৃহীত করা। এবং ২০১৪-১৫ শিক্ষাবর্ষ থেকে চলমান শিক্ষাবর্ষ পর্যন্ত এ কালো আইনে ভুক্তভোগী শিক্ষার্থীদের ফলোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানায়।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। পরে প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান ও ছাত্রবিষয়ক উপদেষ্টা শেখ সুজন আলী’র আশ্বাসে বিক্ষোভ স্থগিত করেন শিক্ষার্থীরা।

জানা গেছে, এ বিশ্ববিদ্যালয়ের বর্তমান নিয়ম অনুযায়ী কোনো শিক্ষার্থী কোনো কোর্সে সিজিপিএ ৪.০০ এর মধ্যে ২.২৫ এর নিচে পেলে ফলোন্নয়নের জন্য পুনঃপরীক্ষা দিতে পারবে। সেই পুনঃপরীক্ষায় প্রাপ্ত সিজিপিএ থেকে সম্পূর্ণ গৃহীত না করে সর্বোচ্চ সিজিপিএ ৩.০০ গৃহীত হয়। যা এ বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের জন্য এক বড় দুর্ভোগের কারণ। ২০১৪-১৫ শিক্ষাবর্ষ থেকে এ বিশ্ববিদ্যালয় প্রশাসন ফলোন্নয়নের জন্য পুনঃপরীক্ষায় নতুন নিয়মটি চালু করেন।

এর আগে এ বিশ্ববিদ্যালয়ে ফলোন্নয়নের পুনঃপরীক্ষায় ক্ষেত্রে যে কোনো কোর্সে সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৩.০০ এর নিচে পেলেই যে কোনো শিক্ষার্থী পুনঃপরীক্ষায় অংশহগ্রহণ করতে পারতেন এবং পুনঃপরীক্ষায় প্রাপ্ত সম্পূর্ণ সিজিপিএ গৃহীত হত।

এ বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর জানান, ‘ফলোন্নয়নের বিষয়টি পরবর্তী সিন্ডিকেট সভায় উত্থাপিত হবে, সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে’।

এ সম্পর্কিত আরও খবর