৯ দিনের শীতকালীন ছুটিতে যাচ্ছে জবি

, ক্যাম্পাস

জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-12-21 19:17:48

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শীতকালীন ছুটি শুরু হচ্ছে আগামী ২৪ ডিসেম্বর (রোববার)। ওইদিন থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। ছুটির আগে ও পরে শুক্র ও শনিবার হওয়ায় মোট ৯ দিন ছুটি পাবেন শিক্ষার্থীরা। তবে ক্যাম্পাস বন্ধ থাকলেও খোলা থাকবে বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল।

বুধবার (২০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, "যীশুখ্রিস্টের জন্মদিন (বড়দিন) ও শীতকালীন ছুটি উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম ও প্রশাসনিক দফতরসমূহ বন্ধ থাকবে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিসেবা (বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি) চালু থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।"

বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার জানান, প্রতিবারের ন্যায় এবারেও শীতকালীন ছুটিতে হল খোলা থাকবে।

তিনি বলেন, ছাত্রী সংখ্যার ভিত্তিতে ডাইনিং খোলা থাকবে। শীঘ্রই ডাইনিং খোলা রাখার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর