গুচ্ছের প্রথম মেধাতালিকায় ৬৫ শতাংশ আসন ফাঁকা কুবিতে

, ক্যাম্পাস

কুবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা | 2023-09-01 16:58:57

গুচ্ছ ভর্তি পরীক্ষায় স্নাতক ২০২১-২০২২ শিক্ষাবর্ষের প্রথম মেধাতালিকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রায় ৬৫ শতাংশ আসনই ফাঁকা রয়েছে। মোট ১ হাজার ৪০ আসনের বিপরীতে ভর্তি হয়েছে মাত্র ৩৬৫ জন। ফাঁকা আছে ৬৭৫টি আসন।

বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত টেকনিক্যাল কমিটির প্রধান ড. মো. সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, প্রথম মেধাতালিকায় 'এ' ইউনিটে ভর্তি হয়েছেন ১৫২ জন, 'বি' ইউনিটে, ১৪৬ জন এবং 'সি' ইউনিটে ৬৭ জন ভর্তি হয়েছেন।

তিনি আরও বলেন, কোটার মেধাতালিকা এখনো প্রকাশ করা হয়নি। সর্বশেষ মাইগ্রেশনের আগের মাইগ্রেশনে কোটার রেজাল্ট প্রকাশ করার বিষয় নিয়ে জিএসটি সিদ্ধান্ত নিবে।

ভর্তি প্রক্রিয়া শেষে জানুয়ারির এক তারিখ থেকে ক্লাস শুরুর সম্ভবনা আছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর