কারাগারে বসে ঢাবি ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী

, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 00:25:43

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম শ্রেণি ভর্তি পরীক্ষায় সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় কারাগার থেকে অংশ নিয়েছেন এক শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

শনিবার (১১জুন পরীক্ষা শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং করার সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, গতকাল কারা কর্তৃপক্ষ আমাদের সঙ্গে এক শিক্ষার্থীর পরীক্ষার ব্যাপারে জানায়। আমরা সেটি আমলে নিয়ে শিক্ষার্থীর পরীক্ষার ব্যাপারে ব্যবস্থা নেই। আমাদের একজন শিক্ষক এবং দায়িত্বরত কর্মকর্তা সকালে কারাগারে গিয়ে তার পরীক্ষা নিয়েছেন।

তবে কোন কারাগারে পরীক্ষা হয়েছে জানতে চাওয়া হলে তিনি পরীক্ষার্থীর নিরাপত্তা ও আইনি বিষয়ের কথা উল্লেখ করে বিষয়টি গোপন রেখেছেন।

উল্লেখ্য, গত শুক্রবার (৩ জুন) সকালে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের মাধ্যমে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু করে ঢাবি। আজকের পর ১৭ জুন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত আরও খবর