বিষণ্ণতায় ঢাবির সাবেক শিক্ষার্থীর আত্মহত্যা

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 18:08:02

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেহেদী হাসান নামে এক সাবেক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। মেহেদী হাসান বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ফিন্যান্স বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাবেক শিক্ষার্থী। তার বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায়।

বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (২৯ মে) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে ভাড়া বাসায় আত্মহত্যা করেন। এক বছর আগে তার মা মারা যাওয়াতে বিষণ্ণতায় ভুগছিলেন। রাতে ঠিকমতো ঘুমাতে পারতেন না। এ কারণে একমাস আগে মোহাম্মদপুরে ভাইয়ের বাসাতেও ছিলেন তিনি। আজকে কাউকে না জানিয়ে সে মেসে গিয়ে আত্মহত্যা করে।

পরে অনেক খোঁজাখুঁজি পরে মেস থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন তার বড় ভাইয়ের বন্ধু গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী।

জানা যায়, মেহেদী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর