ঢাবিতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে

, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 00:38:56

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে ওই হলের এক ছাত্রলীগের কর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত ছাত্রলীগ কর্মী সালাহউদ্দিন তারেক বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

রোববার (১৫ মে) রাতে গেস্টরুমে যেতে দেরি হওয়াতে ২০২০-২১ শিক্ষাবর্ষের ফ্রেন্স ল্যাংগুয়েজ এন্ড কালচার বিভাগের শিক্ষার্থী সিয়াম দেওয়ান’কে মানসিক নির্যাতন করেন অভিযুক্ত। এক পর্যায়ে পায়ের জুতা খুলে গায়ে মারেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে, ভুক্তভোগী শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়।

অভিযুক্ত সালাহউদ্দিন তারেক বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু ইউনুসের অনুসারী। ইউনুস ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারী।

ভুক্তভোগী শিক্ষার্থী সিয়াম বলেন, আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তিনিও এখানকার শিক্ষার্থী; সুতরাং আমাকে এরকম অত্যাচার করার অধিকার তো তার নেই। এ ঘটনার সুষ্ঠ বিচার দাবি করেন ওই শিক্ষার্থী।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন তারেক অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সে আমাদের দুরের কেউ না। আমরা শাসন করি, আমরাই আদর করি। ‘অতিরিক্ত কিছু করা থেকে সবসময়ই বিরত থাকেন’, বলে মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু ইউনুস বলেন, এ ব্যাপারে আমি খোঁজ নিয়েছি। এরকম কোন ঘটনা ঘটেনি।

এ দিকে বিশ্ববিদ্যালয়টির বিজয় একাত্তর হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল বাছির বলেন, বিষয়টি জেনেছি। ঢাকার বাহিরে থাকায়, সুনির্দিষ্টভাবে কিছু বলা যাচ্ছে না৷ হলে গিয়ে খোঁজ-খবর নেবেন, বলে আশ্বস্ত করেন।

এ সম্পর্কিত আরও খবর