ধান কাটতে শিক্ষার্থীদের কাজে লাগানোর পরামর্শ কৃষিমন্ত্রীর

বিবিধ, কৃষি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 07:34:02

ধান কাটতে শিক্ষার্থীদের কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

তিনি বলেছেন, বর্তমানে একজন শ্রমিকের মজুরি ৭০০ টাকা। এতে কৃষকের উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়। এজন্য শিক্ষার্থীদের ধান কাটার কাজে লাগানো যেতে পারে বলে আমার ব্যক্তিগত মত।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে ধানের বাজার মূল্যের বিষয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, চালের দাম কমলেও এতো সমস্যা ছিল না। সমস্যা হলো শ্রমিক পাওয়া যায় না। এটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ। এখন একজন শ্রমিকের মজুরি দিনে ৭০০ টাকা। এজন্য চাষির অস্বাভাবিকভাবে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাচ্ছে। এটার কী সমাধান?

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আমি আপনাদের সহযোগিতা চাই। ইউরোপ-আমেরিকাতে সামারের সময় স্কুল বন্ধ থাকে। এর মূল কারণ হলো এ সময় ছেলে-মেয়েরা কাজ করে। তারা মাঠেও কাজ করে। এ ধরনের চিন্তা আমরা ভবিষ্যতে করতে পারি কি না তা ভেবে দেখা দরকার।

তিনি বলেন, নাইন-টেন অথবা এইচএসসি লেভেলের ছাত্ররা যদি ২০ অথবা ২৫ দিন কাজ করে, এটা আমার ব্যক্তিগত চিন্তা। যদি ছেলে-মেয়েরা কাজ করে তাহলে ২০ বা ২৫ দিন স্কুল-কলেজ বন্ধ রাখলে এমন কোনো ক্ষতি হবে না।

এ সম্পর্কিত আরও খবর