ভূমিকম্প, যা কোন পূর্বাভাস ছাড়াই আঘাত হানে। এতে ঘটে প্রানহানী, হয় ব্যাপক ক্ষয়ক্ষতি। এমন ভূমিকম্প আসার অন্তত দুই মিনিট আগে যদি হাতের মোবাইল ফোনে শুরু হয় ইমাজেন্সি এ্যালার্ম, তাহলে কেমন হয়? স্বাভাবিকভাবেই এতে সতর্ক হয়ে নিরাপদে সরে যেতে পারবে অনেকেই। এমনি এক যন্ত্র উদ্ভাবন করেছেন ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের এইচএসসি পড়ুন তিন সহপাঠি।