বাংলার মন মাতানো সরিষা ফুলের সমারোহ দেখা যায় ঢাকার ধামরাইয়ে।শীতকালে লাভের আশায় কৃষকরা চাষ করে অল্প সময়ে ফলনশীল সরিষা। এই সরিষার ফলন বাড়ে পরাগায়নের মাধ্যমে। যা পূরণ করে বাক্স পদ্ধতিতে মধু চাষ করে ভ্রাম্যমাণ মৌয়ালরা।