সুপরিকল্পিত নতুন দিল্লির হনুমান রোডের বিখ্যাত ১১ মূর্তি পেরিয়ে শিখদের প্রসিদ্ধ ধর্মস্থান। নাম গুরুদুয়ারা বাংলা সাহিব। ১৭৮৩ সালে মুঘল সম্রাট ২য় শাহ আলমের সময়ে গোড়াপত্তন হয়। পরে বার বার সংস্কারের মাধ্যমে দিল্লির অন্যতম দর্শনীয় স্থানের অবয়ব লাভ করে।