ভোট দিতে না পারার কষ্ট মক্কা প্রবাসীদের



ড. মাহফুজ পারভেজ, কন্ট্রিবিউটিং এডিটর, বার্তা২৪. কম
মক্কার মিসফালাহে বাংলাদেশি দোকানের সারি। ছবি বার্তা২৪ 

মক্কার মিসফালাহে বাংলাদেশি দোকানের সারি। ছবি বার্তা২৪ 

  • Font increase
  • Font Decrease

'মারহাবা ইয়া হাজি, মারহাবা' আহ্বানে মসজিদুল হারামে নামাজ শেষে ফিরে আসার সময় রাস্তার দুই পাশ থেকে মুসুল্লিদের  ডাকা হয়। হজ বা ওমরাহ করতে গেলে এ ডাক সবাই শুনতে পান। ফিক্সড প্রাইসের দোকানের মালিক ও কর্মী চিৎকার করে ডাকেন হজ পালনকারী কাস্টমার।

দোকানগুলোও অদ্ভুত। কোনটি শুধু দুই রিয়াল দামের জিনিসে ঠাসা। কোনটি পাঁচ বা দশ রিয়ালের সামগ্রী। যা-ই কেনা হোক, দাম ফিক্সড। দেশ-বিদেশের হাজিগণ স্বদেশ প্রত্যাবর্তনের সময় এসব দোকানের খেলনা, কাপড়, পোশাক দেদার কেনেন।

মক্কার মসজিদুল হারামের পাশে মিসফালাহ এলাকার মধ্য দিয়ে ইবরাহিম খলিল রোড এবং হিজরা রোডের দোকানগুলো বাংলাদেশি অধ্যুষিত। বৃহত্তর চট্টগ্রাম, নোয়াখালি, কুমিল্লা, ফরিদপুরের প্রবাসী গিজগিজ করছে এখানে। 'সৌদিতে এখন প্রায় আঠারো লাখ বাংলাদেশি ব্যবসা বা চাকরিরত আছেন। অধিকাংশই রাজধানী রিয়াদ ও অন্যান্য শিল্প এলাকায় কর্মরত। মক্কা,  মদিনায় অল্প সংখ্যক বাংলাদেশি আছেন', বললেন মক্কার ফল ব্যবসায়ী মাদারিপুরের শিবচরের আবু তাহের।

আকামা বা বসবাসের পারমিট খরচ বৃদ্ধি পাওয়ায় ব্যবসা করে বিশেষ লাভ হচ্ছে না', জানান তিনি। চকরিয়ায় সুলেমান মিয়া মিসফালাহ এলাকায় গ্রোসারি চালান। তিনিও জানালেন একই কথা, 'দিনে দিনে মক্কার বাংলাদেশি ব্যবসায়ীর সংখ্যা কমছে।'

ব্যবসা-বাণিজ্য যেমনই হোক দেশের খবরে সব বাংলাদেশি উদগ্রীব। দেশে যে জমজমাট ভোট হচ্ছে, তা সকলেই ওয়াকিবহাল। চট্টগ্রামের বাঁশখালির ফরিদ মিয়া হিজরা রোডে স্টেশনারিজ ব্যবসা করেন। তার এলাকায় কে কে প্রার্থী হয়েছেন,  কার অবস্থান কেমন?  তা গড়গড় করে বললেন। 'ইন্টারনেটের সুবাদে ঘণ্টায় ঘণ্টায় দেশের বাড়িতে কথা বলি।  তাৎক্ষণিক সব খবর পেয়ে যাই', জানান তিনি।

মক্কার হোটেল ব্যবসায়ী হাটহাজারির আবুল কাশেম অবশ্য নির্বাচনের উত্তাপ-উত্তেজনার খবরে উদ্বিগ্ন। 'অনলাইন পোর্টালে মুহূর্তে খবর পাই।  বেশি পাচ্ছি বিভিন্ন দলের মারপিটের খবর। এজন্য নির্বাচন নিয়ে চিন্তায় আছি।' এমন উৎকণ্ঠা অনেকের মধ্যেই দেখা যাচ্ছে।

সবচেয়ে বেশি আফসোস ভোট দিতে না পারার জন্য। ছুটি না পাওয়ায় কিংবা ব্যবসার সিজন শুরু হওয়ায় মক্কা প্রবাসীরা বাড়ি যেতে পারছেন না। ভোটের মতো একটি গুরুত্বপূর্ণ আয়োজনে অংশ নিতে না পারায় তারা মনের কষ্টে আছেন। 'প্রার্থীরা সবাই পরিচিত।  কেউ কেউ আত্মীয়। তারা আশা করেন আমরা ভোটের সময় থাকবো। কিন্তু তা সম্ভব হচ্ছে না ', দুঃখ করে বললেন টাঙ্গাইলের তোফাজ্জল হোসেন, যিনি মিসফালাহর লাগোয়া আবু তামাঞ্জা এলাকায় কাপড় ও পোষাকের ব্যবসা করেন।

ভোটে অংশ নিতে দেশে যেতে না পারলেও মক্কার প্রবাসীরা এলাকার পছন্দনীয় প্রার্থীর খোঁজ-খবর নিচ্ছেন। সাধ্যমতো আর্থিক সাহায্য-সহযোগিতাও করছেন। মনে প্রাণে চাচ্ছে নিজের প্রার্থী বিজয়ী হোক। এজন্য ফোনে জনসংযোগ ও ক্যাম্পেইন করছেন প্রবাসীরা।

প্রবাসীদের ভোটাধিকার নিয়ে যে একটি দাবি আছে, এ সম্পর্কে মক্কার বাংলাদেশিরা বিশেষ কিছুই জানেন না। প্রবাসী ভোটাধিকার আন্দোলন প্রসঙ্গে তাদের কোনো ধারণা নেই। 'বিদেশে থেকেও দেশের নির্বাচনে ভোট দিতে পারলে তো খুবই ভালো হয়। মনের কষ্ট অনেক কমবে তাহলে', হোটেল মালিক সৈয়দ আহমদ খুশি মনে জানান।      

সৌদি আরবের আঠারো লাখ আর বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা কয়েক কোটি প্রবাসীর ভোটাধিকারের প্রশ্নটি বাংলাদেশের নির্বাচনে গুরুত্বের সঙ্গে আলোচিত হওয়ার প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। সামনের নির্বাচনে এই বিপুল প্রবাসী ভোটারের ভোটাধিকারের বিষয়টি অবশ্যই বিবেচনা করা দরকার।

   

ফটিকছড়ির মেয়র ও সাবেক উপজেলা চেয়ারম্যানকে শোকজ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
ফটিকছড়ির মেয়র ও সাবেক উপজেলা চেয়ারম্যানকে শোকজ

ফটিকছড়ির মেয়র ও সাবেক উপজেলা চেয়ারম্যানকে শোকজ

  • Font increase
  • Font Decrease

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার মেয়র মো. ইসমাইল হোসেন ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ এম আবু তৈয়বকে শোকজ করা হয়েছে। একইসঙ্গে তাদের দু’জনকে আগামী ১৪ মে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

সোমবার (১৩ মে) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী এ কারণ দর্শানোর নোটিশ জারি করেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করেন, গত ৯ এপ্রিল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব আনারস প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচারণায় ভোটারদের উদ্দেশ্যে মানহানিকর বক্তব্য দেন। তিনি ওই প্রতীকের পক্ষে ভোট না দিলে ভোটারদের ‘মীর জাফর’ হবে বলে উল্লেখ করেন। তার ভিডিও ক্লিপ রয়েছে। বিষয়টি নির্বাচনী আচরণবিধি ১৮ (ক) এর লঙ্ঘন।

এবিষয়ে এইচ এম আবু তৈয়ব বলেন, ‘এলাকার সভা-সমাবেশে জনগণের হয়ে আমাদের অনেক কথাই বলতে হয়। আমরা ছোটকাল থেকে রাজনীতি করি। আমরা গণমানুষের প্রতিনিধিত্ব করি।’

অপরদিকে, গত ১১ মে ফটিকছড়ি পৌরসভার মেয়র মো. ইসমাইল হোসেন তার ফেসবুক পোস্টে নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছেন এবং একই সাথে পূর্ববর্তী নির্বাচন নিয়েও প্রশ্ন তোলায় আচরণ বিধিমালা এর ৫ (ক) এর উপবিধি লঙ্ঘন করেছেন।

মেয়র মো. ইসমাইল হোসেন বলেন, ‘আমি জনগণের মুখপত্র হিসেবে আমার বক্তব্য উপস্থাপন করেছি। এতে বিধি লঙ্ঘন হয়েছে কিনা ভেবে দেখিনি। তবে আমরা জনগণের কথা বলি।’

;

প্রকাশ্যে ভোট প্রদান: এমপি মল্লিককে ইসিতে তলব



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

গত ৮ মে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রকাশ্যে ভোট দেওয়ায় বরিশাল-৬ আসনের সংসদ সদস্য হাফিজ মল্লিককে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৫ মে) দুপুর ১২টায় নির্বাচন ভবনে তার অপরাধের ব্যাখ্যা চাইবে ইসি।

সোমবার (১৩ মে) ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে এমপি আবদুল হাফিজ মল্লিককে চিঠি পাঠান।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ৮ মে অনুষ্ঠেয় বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের দিন আপনি ৪৭নং মঙ্গলসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে প্রকাশ্যে ভোট প্রদান করেছেন। যার ভিডিও বিভিন্ন গণমাধ্যমে (প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায়) ছবিসহ প্রতিবেদন আকারে প্রকাশিত হয়েছে। প্রকাশ্যে ভোট প্রদান করে ভোটের গোপনীয়তা রক্ষা না করা উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৩ এর বিধি ৭৮ এর বিধান অনুসারে শাস্তিযোগ্য নির্বাচনি অপরাধ। উক্ত অপরাধ সংঘটনের কারণে আপনার বিরুদ্ধে মামলা দায়ের ও পদ্ধতিগতভাবে ব্যবস্থা গ্রহণের জন্য স্পীকারের কাছে কেন পত্র প্রেরণ করা হবে না, সে বিষয়ে আগামী বুধবার (১৫ মে) দুপুর ১২টায় নির্বাচন কমিশনে আপনাকে ব্যক্তিগতভাবে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

এই অবস্থায়, মাননীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে আপনাকে উল্লিখিত তারিখ ও সময়ে ব্যক্তিগতভাবে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো৷

;

প্রবাসীদের এনআইডি আবেদন ৭ দিনে নিষ্পত্তির নির্দেশ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন (এনআইডি ) ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য প্রবাসীদের আবেদন সাতদিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইতিমধ্যে এনআইডি অনুবিভাগের সহকারি পরিচালক মো. সরওয়ার হোসেন নির্দেশনাটি মাঠ পর্যায়ে সকল কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, প্রবাসী বাংলাদেশিরা দাখিলকৃত জাতীয় পরিচয়পত্র নিবন্ধন ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির আবেদনসমূহ প্রাপ্তির পর বায়োমেট্রিক তথ্য গ্রহণসহ সাত দিনের মধ্যে নিষ্পত্তি এবং দুই কার্য দিবসের মধ্যে ডাটা আপলোড নিশ্চিত করতে হবে।

এছাড়া প্রবাসে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে বাংলাদেশের
সংবিধান, নাগরিকত্ব আইন, ভোটার তালিকা আইন, জাতীয় পরিচয় নিবন্ধন আইন এবং এ সংক্রান্ত সকল বিধি বিধান যথাযথভাবে
প্রতিপালন করতে হবে।

;

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ, ফটিকছড়িতে প্রার্থীর ভাইকে জরিমানা



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
ফটিকছড়িতে প্রার্থীর ভাইকে জরিমানা

ফটিকছড়িতে প্রার্থীর ভাইকে জরিমানা

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রামের ফটিকছড়িতে উপজেলা নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী ছালামত উল্লাহ শাহীনের ভাই ফরহাদ উল্লাহকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১২ মে) রাতে ফটিকছড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকায় নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন নিশ্চিতকল্পে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন অভিযানকালে তাকে জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন জানান, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জনাব ছালামত উল্লাহ শাহীনের পক্ষে উনার ভাই ফরহাদ উল্লাহকে রাত ৮টার পরে মাইক ব্যবহার করে প্রচারণা করায় উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৬ এর বিধি ২১ (২) ভঙ্গের অপরাধে অভিযোগ গঠন করা হয়। পরবর্তীতে দোষ স্বীকার করলে একই বিধিমালার বিধি ৩২ অনুসারে ১০ হাজার অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড তাৎক্ষণিক আদায় করা হয়।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে মোবাইল কোর্ট চলমান থাকবে বলেও জানান তিনি।

এর আগে, একইদিন উপজেলার আজাদী বাজার এলাকায় নির্বাচনী প্রচারণার গাড়িতে একাধিক মাইক ব্যবহার ও ছবিযুক্ত টিশার্ট ব্যবহার করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বখতিয়ার সাইদ ইরানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

;