ভোটের মাঠে পত্নী ও কন্যারাও



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামানের স্ত্রী শাহীন আক্তার রেনী, ছবি: বার্তা২৪

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামানের স্ত্রী শাহীন আক্তার রেনী, ছবি: বার্তা২৪

  • Font increase
  • Font Decrease

একাদশ জাতীয় সংসদ নির্বাচন যতোই কাছে আসছে ততোই জমে উঠছে নির্বাচনী প্রচারণা। প্রার্থী, নেতাকর্মীদের পাশাপাশি ভোট মাঠে নেমে পড়েছেন প্রার্থীর স্ত্রী ও কন্যারা। সমানতালে তারাও ছুটে যাচ্ছে নির্বাচনের মাঠে। ভোটারদের দ্বারে দ্বারে। ভোটের মাঠে নেমেছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলমের স্ত্রী আয়েশা আক্তার ডালিয়া, রাজশাহী-৪ (বাগমারা) সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের স্ত্রী তহুরা হক, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার স্ত্রী অধ্যাপিকা তসলিমা খাতুন। কন্যাদের মধ্যে মাঠে নেমেছেন রাজশাহী-৪ (দুর্গাপুর-পুঠিয়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. মনসুর রহমানের মেয়ে ডা. তৃষ্ণা রহমান।

এছাড়া নৌকাকে বিজয়ী করতে ভোটের মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামানের স্ত্রী ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি, সমাজসেবী শাহীন আক্তার রেনী ও কন্যা ছাত্রলীগ নেত্রী ফারিয়া জামান অর্ণা।

আওয়ামী লীগ প্রার্থীদের স্ত্রী ও কন্যারা মাঠে থাকলেও অন্যদলের প্রার্থীদের স্ত্রী বা কন্যাদের মাঠে নামতে দেখা যায়নি।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Dec/18/1545145918118.jpg

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণসংযোগ করে নৌকার পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করে চলেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনে মহাজোট সমর্থিত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইঞ্জি. এনামুল হকের পত্নী মিসেস তহুরা হক। এই নির্বাচনে প্রচারনা শুরুর পর থেকেই মিসেস তহুরা হক স্বামীর পক্ষে দিনরাত প্রচারণা নেমে ছুটে চলেছেন উপজেলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে।

তহুরা হক শুধু একজন রাজনীতিবিদের স্ত্রী হিসাবেই বসে থাকেন না। তিনি ইঞ্জি. এনামুল হকের রাজনীতিতে সহযোগিতা করার পাশাপাশি ঢাকায় ইঞ্জি. এনামুল হকে বিশাল ব্যবসায়ী প্রতিষ্ঠন এনা প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালকরে দায়িত্ব পালন করে চলেছেন সমান তালে। আসন্ন নির্বাচন ঘনিয়ে আসায় তিনি স্বামীর জন্য ছুটে এসেছেন ঢাকা থেকে। দিন রাত গোটা উপজেলা চষে বেড়াচ্ছেন তিনি। উজ্জীবিত করছেন নারী ভোটারদের।

বাগমারা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাবেক অধ্যক্ষ মতিউর রহমান টুকু বলেন, তহুরা হক শুধু নির্বাচনের সময় হয়েছে বলেই বাগামারায় ছুটে এসেছেন তা নয়। তিনি বছরের অধিকাংশ সময় ধরেই বাগমারাবাসীর সমস্যা সমাধানের জন্য বাগমারাবাসীর সুখ-দু:খকে ভাগাভাগি করতে বাগমারায় অবস্থান করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনিত প্রার্থী শাহরিয়ার আলমের সহ-ধর্মিনী আয়েশা আক্তার ডালিয়াও ভোটের মাঠে নেমেছেন।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Dec/18/1545146384719.jpg

সোমবার নির্বাচনী প্রচারণায় সাধারণ ভোটারদের আহ্বান জানিয়ে তিনি বলেছেন, নৌকা মুক্তিযুদ্ধের প্রতীক, উন্নয়নের প্রতীক। বাংলাদেশের অসাধারণ উন্নয়ন ও পরিবর্তন হয়েছে নৌকার কারণে। তাই আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হবে।

সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আয়েশা আক্তার ডালিয়া উপজেলার গড়গড়ি ইউনিয়নে গিয়ে তিনি এই প্রচারণা চালান। এ প্রচারণায় প্রথমবারের তিনি মাঠে নেমেছেন।

ভোটের মাঠে কয়েকদিন ধরে আছেন, নারী মুক্তি সংসদের কেন্দ্রীয় সহসভাপতি ও রাজশাহী জেলা সভাপতি এবং রাজশাহী সদর আসনের মহাজোটের প্রার্থী ফজলে হোসেন বাদশা পত্নী অধ্যাপিকা তসলিমা খাতুন। সপ্তাহ ধরেই তিনি রাজশাহী মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে ছুটে বেড়াচ্ছে।

সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বাদশা পত্নী অধ্যাপিকা তসলিমা খাতুন বলেছেন, রাজশাহীর গ্রামগুলো এখন শহরের পরিণত হয়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হয়েছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে ফজলে হোসেন বাদশাকে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

প্রার্থীদের স্ত্রী বাদ দিয়েও ভোটের মাঠে নৌকাকে বিজয়ী করতে মাঠে আছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের স্ত্রী ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহীন আকতার রেনী।

শাহীন আক্তার রেনী বলেছেন, নৌকা হচ্ছে স্বাধীনতা ও সার্বভৌম রক্ষার প্রতীক। তাই স্বাধীনতাকে অক্ষুণ্নু রাখতে আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচনে সকলকে নৌকা মার্কায় ভোট দিতে হবে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Dec/18/1545146412235.jpg

সমাজসেবী শাহীন আকতার রেনী আরো বলেন, আগামী ৩০ ডিসেম্বর চ্যালেঞ্জের নির্বাচন। এই নির্বাচন জনগণকে সিদ্ধান্ত নিতে হবে তারা উন্নয়নের পক্ষে থাকবে নাকি পাকিস্তানের প্রেতাত্মাদের আবারও ফিরিয়ে এনে দেশকে অন্ধকারের পথে ঠেলে দেবে।

ভোটের মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন মেয়র লিটন ও শাহীন আক্তার রেনী দম্পতির মেয়ে ফারিয়া জামান অর্ণাও।

প্রার্থীদের বিজয়ী করতে ভোটের মাঠে স্ত্রীদের পাশাপাশি কণ্যারাও মাঠে নেমেছে। বাবার হয়ে রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনে আওয়ামী লীগ থেকে মনোনিত ডা মনসুর রহমানের মেয়ে ডা. তৃষা রহমান মাঠ চষে বেড়াচ্ছেন। আহ্বান জানাচ্ছেন নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য।

সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে ডা. তৃষ্ণা রহমান বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন প্রতিটি গ্রাম হবে শহর বাস্ত রূপ দিতে নৌকা প্রতিকের বিকল্প কিছু নেই। নৌকা জিতলে প্রতিটি গ্রাম হবে শহর। নারীরা একাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে বিজয় করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ করেন ডা. তৃষা রহমান।

   

প্রবাসীদের এনআইডি আবেদন ৭ দিনে নিষ্পত্তির নির্দেশ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন (এনআইডি ) ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য প্রবাসীদের আবেদন সাতদিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইতিমধ্যে এনআইডি অনুবিভাগের সহকারি পরিচালক মো. সরওয়ার হোসেন নির্দেশনাটি মাঠ পর্যায়ে সকল কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, প্রবাসী বাংলাদেশিরা দাখিলকৃত জাতীয় পরিচয়পত্র নিবন্ধন ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির আবেদনসমূহ প্রাপ্তির পর বায়োমেট্রিক তথ্য গ্রহণসহ সাত দিনের মধ্যে নিষ্পত্তি এবং দুই কার্য দিবসের মধ্যে ডাটা আপলোড নিশ্চিত করতে হবে।

এছাড়া প্রবাসে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে বাংলাদেশের
সংবিধান, নাগরিকত্ব আইন, ভোটার তালিকা আইন, জাতীয় পরিচয় নিবন্ধন আইন এবং এ সংক্রান্ত সকল বিধি বিধান যথাযথভাবে
প্রতিপালন করতে হবে।

;

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ, ফটিকছড়িতে প্রার্থীর ভাইকে জরিমানা



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
ফটিকছড়িতে প্রার্থীর ভাইকে জরিমানা

ফটিকছড়িতে প্রার্থীর ভাইকে জরিমানা

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রামের ফটিকছড়িতে উপজেলা নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী ছালামত উল্লাহ শাহীনের ভাই ফরহাদ উল্লাহকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১২ মে) রাতে ফটিকছড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকায় নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন নিশ্চিতকল্পে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন অভিযানকালে তাকে জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন জানান, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জনাব ছালামত উল্লাহ শাহীনের পক্ষে উনার ভাই ফরহাদ উল্লাহকে রাত ৮টার পরে মাইক ব্যবহার করে প্রচারণা করায় উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৬ এর বিধি ২১ (২) ভঙ্গের অপরাধে অভিযোগ গঠন করা হয়। পরবর্তীতে দোষ স্বীকার করলে একই বিধিমালার বিধি ৩২ অনুসারে ১০ হাজার অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড তাৎক্ষণিক আদায় করা হয়।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে মোবাইল কোর্ট চলমান থাকবে বলেও জানান তিনি।

এর আগে, একইদিন উপজেলার আজাদী বাজার এলাকায় নির্বাচনী প্রচারণার গাড়িতে একাধিক মাইক ব্যবহার ও ছবিযুক্ত টিশার্ট ব্যবহার করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বখতিয়ার সাইদ ইরানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

;

চট্টগ্রামের ৪ উপজেলায় ৮ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
৪ উপজেলায় ৮ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

৪ উপজেলায় ৮ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

  • Font increase
  • Font Decrease

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এসে চট্টগ্রামের চার উপজেলার ৮ চেয়ারম্যান প্রার্থী ও এক ভাইস চেয়ারম্যান প্রার্থী নিজেদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

রোববার (১২ মে) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করেন নেন।

মনোনয়ন প্রত্যাহারের মধ্যে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন পটিয়া উপজেলায় তিনজন, বোয়ালখালীতে একজন, আনোয়ারায় দুইজন, চন্দনাইশে দুইজন। শুধু ভাইস চেয়ারম্যান পদে আনোয়ারা থেকে একজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।

বোয়ালখালী উপজেলার চেয়ারম্যান প্রার্থী কাজী আয়েশা ফারজানা, পটিয়া উপজেলার চেয়ারম্যান প্রার্থী দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশ, যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বদি ও পটিয়া উপজেলা কৃষক লীগের আহ্বায়ক সৈয়দ নুরুল আবছার, আনোয়ার উপজেলার চেয়ারম্যান পদে আবুল কালাম চৌধুরী, ছাবের আহমদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান পদে মুজিবুর রহমান চৌধুরী এবং চন্দনাইশ উপজেলার চেয়ারম্যান পদের আবু আহমদ চৌধুরী ও জাহিদুল ইসলাম।

মনোনয়ন প্রত্যাহারকারী চেয়ারম্যান প্রার্থীরা হলেন- পটিয়াতে দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশ, যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বদি ও পটিয়া উপজেলা কৃষক লীগের আহ্বায়ক সৈয়দ নুরুল আবছার। আনোয়ার উপজেলাতে আবুল কালাম চৌধুরী ও ছাবের আহমদ চৌধুরী। চন্দনাইশ উপজেলায় আবু আহমদ চৌধুরী ও জাহিদুল ইসলাম। বোয়ালখালী উপজেলায় কাজী আয়েশা ফারজানা। অন্যদিকে আনোয়ারা উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মুজিবুর রহমান চৌধুরী প্রত্যাহার করেছেন।

রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল আলম প্রামাণিক বলেন, আজ (রোববার) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। মোট ৯ জন মনোনয়ন প্রত্যাহার করেছে। এর মধ্যে ৮ জন চেয়ারম্যান ও ১ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছে।

নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২ মে। মনোনয়নপত্র বাছাই করা হয় ৫ মে, প্রত্যাহারের শেষ সময় ছিল ১২ মে (আজ)। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হবে ১৩ মে। প্রচার পর্ব শেষে ২৯ মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে।

;

নাগরিকত্ব ছাড়লে প্রবাসীদের এনআইডি বাতিল



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বাংলাদেশি কোনো প্রবাসী দেশের নাগরিকত্ব ছেড়ে দিলে তার ভোটাধিকার ও জাতীয় পরিচয়পত্রও (এনআইডি) বাতিল করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সংস্থাটির এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক মু. সরওয়ার হোসেন ইতিমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা সকল মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, ‘দ্য বাংলাদেশ সিটিজেনশিপ রুলস-১৯৭৮’ এর ৪ নম্বর রুল অনুযায়ী, বৈবাহিক সূত্রে বাংলাদেশের নাগরিকত্ব অর্জনকারী বিদেশি নাগরিকের ক্ষেত্রে জাতীয় পরিচয় নিবন্ধন ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য সুরক্ষা সেবা বিভাগ হতে ইস্যুকৃত নাগরিক সনদ, বিবাহের প্রমাণপত্র ও স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্র দাখিল করতে হবে।

এছাড়া বাংলাদেশের কোনো নাগরিক যদি অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করার জন্য বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগ করেন, বিষয়টি উপযুক্ত সাক্ষ্য-প্রমাণ সাপেক্ষে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট ব্যক্তির জাতীয় পরিচয়পত্র বাতিল করে ভোটার তালিকা হতে তার নাম কর্তন করা জন্য নির্দেশনা প্রদান করতে পারবে।

;