একজন ‘অদম্য’ চেয়ারম্যানের গল্প



ফরহাদুজ্জামান ফারুক, স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর, বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

  • Font increase
  • Font Decrease

নাছিমা জামান ববি। সৃষ্টিশীল মানুষই যার পরিচয়। রাজনীতিতে তার ডাক নাম স্লোগান কন্যা। শিক্ষকতা আর জনসেবাতে ডুবে থাকতে পছন্দ করেন। রংপুরের মানুষের কাছে তার ব্যাপক জনপ্রিয়তা।

২০০৯ সালে রংপুর উপজেলা ভাইস চেয়ারম্যান দিয়ে তার উত্থান। তিন বছরের মাথায় ভাগ্য তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছিল। ২০১৪ সালে নিজ দলের বিদ্রোহী প্রার্থী থাকা সত্ত্বেও জনগণের প্রত্যক্ষ ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/13/1547372829710.JPG

আকার, আয়তন ও জনসংখ্যায় ছোট রংপুর সদর উপজেলাকে দেশসেরা অনুকরণীয় মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার স্বপ্নে বিভোর। তাই প্রতিদিন বিভিন্ন এলাকায় পায়ে পায়ে হেঁটে গিয়ে জনগণের সাথে কথা বলেন। সুখে, দুঃখে, সমস্যায়, সংকটে দাঁড়ান মানুষের পাশে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/13/1547372461822.JPG

সুযোগ পেলেই সভা, সমাবেশ আর সেমিনারে নারীর অধিকার প্রতিষ্ঠাসহ সরকারের উন্নয়ন ফিরিস্তি তুলে ধরে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিটি জনবান্ধব পদক্ষেপ আর উন্নয়নের বার্তা জনগণের মাঝে ছড়িয়ে দেওয়াই যেন তাঁর কাজ।

প্রতিটি গ্রামে গ্রামে উন্নয়নের ছোঁয়া লাগাতে নিরলস প্রচেষ্টা রয়েছে তার মাঝে। করে যাচ্ছেন উন্নয়নের সমবন্টন। উপজেলার কাঁচা সড়কগুলো পাকাকরণ, ব্রিজ, কালভার্ট, সেতু, গৃহহীনদের পুনর্বাসন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র বিমোচন, গ্রাম উন্নয়ন, মহল্লা উন্নয়ন, নারী উন্নয়ন, বাল্য বিয়ে রোধ, সড়কে ডাকাতি প্রতিরোধ, শিক্ষার প্রসার, ডিজিটাইলেশন, খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে ‘রংপুর সদর স্মার্ট উপজেলা’ নির্মাণের কাজ করছেন।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/13/1547372494056.JPG

সৃষ্টিশীল চিন্তায় কয়েকটি কমিউনিটি ক্লিনিকে বর্ধিত কক্ষ তৈরি করে প্রসূতি সেবা বিভাগ চালু, তালাকপ্রাপ্ত প্রায় শতাধিক নারীকে ড্রাইভিং প্রশিক্ষণ, গ্রাম ভিত্তিক সমবায় সমিতি গঠন, বেকার যুবক-যুবতীদের ডেকে এনে উন্নত কৃষি ও মৎস্য প্রশিক্ষণের পর ঋণ দিয়ে স্বাবলম্বী হিসেবে দাঁড় করিয়েছেন। তার সংবেদনশীল মনে বিচক্ষণতা, অগ্রসর উন্নয়ন চিন্তা ও মানুষের প্রতি শ্রেণিহীন ভালোবাসা থাকায় সদর উপজেলার বঞ্চিত জনগণের পাশে দাঁড়িয়েছেন সব সংকট ও সমস্যায়। এতে করে ক্রমান্বয়ে তাঁর জনপ্রিয়তা বাড়ছেই। মুখে মুখে ছড়িয়ে পড়েছে ববি নামটি। তাঁর গাড়ী দেখলেই ছুটে আসেন নারী ও শিশুরা।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/13/1547372508957.jpg

কখনো কখনো হাট-বাজারের কাছে গাড়ি থামিয়ে হোটেলে গিয়ে নিজ হাতে জিলাপি বানান তিনি। ওই জিলাপির স্বাদ ছড়িয়ে দেন সাধারণ মানুষের মাঝে। ভালোবাসার চাদরে সবাইকে কাছে টানার নিরন্তর চেষ্টা তার। আর গ্রামের মেঠোপথ ধরে হাঁটলে তার পিছু নেয় নারী ও শিশুরা। কেউ জড়িয়ে ধরেন। ঘরে নিয়ে বসতে দেন। কথা বলেন। অভিযোগ জানান।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/13/1547372560988.jpg

স্থানীয় সরকার বিভাগের পলিসি মেকিং স্টিয়ারিং কমিটির সদস্য নাসিমা জামান ববি। তিনি ‘ট্রেনিং কাম স্ট্যাডি ট্যুর’ কর্মসূচীর আওতায় জাপান, জার্মানি, ইতালি, সুইজারল্যান্ড, শ্রীলংকা, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পোল্যান্ড, অস্ট্রিয়া, চেকস্লোভিয়া, ভিয়েনা সহ ৩২টি দেশ সফর করেছেন।

সম্প্রতি নাছিমা জামান ববির অদম্য ও অনড় প্রচেষ্টায় সাফল্যের খাতায় যোগ হয়েছে সদরের মানুষের জন্য স্বতন্ত্র থানা। এতে করে হরিদেবপুর, মমিনপুর, খলেয়া, চন্দনপাট ও সদ্যপুস্করণী ইউনিয়নের মানুষের মুক্তি মিলেছে হয়রানি থেকে। এখন পা বাড়ালেই তারা পাচ্ছেন আইনি সেবা। হরিদেবপুরে সদ্য প্রতিষ্ঠিত সদর কোতয়ালী থানা বাস্তবায়নের কৃতিত্ব আওয়ামী লীগ সরকার ও নাছিমা জামান ববির।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/13/1547372604168.jpg

কাঙ্ক্ষিত উন্নয়নের আর দিন বদলের সাথে সাথে বদলে যাচ্ছে রংপুর সদর উপজেলা। কাজেই উল্লসিত সদরের জনগণ। এতে জনপ্রিয়তার রেশ বেড়েছে ববিরও। সেই রেশ বিভিন্ন রঙে মিশে নাছিমা জামান ববি এখন উজ্জ্বল সম্ভাবনার নাম। তাকে ঘিরে আবারো সদর উপজেলার মানুষ স্বপ্ন দেখছে। এখানকার সাধারণ মানুষরা চায়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আবারো তাদের প্রিয় মানুষের জয় হোক। আর কেউ কেউ মনে করছেন, আগামীতে জাতীয় সংসদে একজন নাছিমা জামান ববির খুবই প্রয়োজন।  

   

গড়াই নদীতে ডুবে যুবকের মৃত্যু



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
ছবি প্রতীকী

ছবি প্রতীকী

  • Font increase
  • Font Decrease

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীতে ডুবে সুমন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) বিকেলে খোকসা উপজেলার গনেশপুর অংশে গড়াই নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সুমন কুমারখালী উপজেলার রাজাপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

খোকসা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান হাবিবুর রহমান জানান, সকালের দিকে গড়াই নদীতে মাছ ধরতে যান সুমন। মাছ ধরার এক পর্যায়ে নদীতে ডুবে যান তিনি। বিকেলের দিকে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

;

কুমিল্লার নাঙ্গলকোটে বজ্রপাতে কিশোরের মৃত্যু



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

  • Font increase
  • Font Decrease

কুমিল্লার নাঙ্গলকোটে ফুটবল খেলার সময় বজ্রপাতে সাফায়েত হোসেন (১৯) নামে একজনের মৃত্যু হয়েছে। এ সময় সালাউদ্দিন (২২) নামের আরেক যুবক গুরুতর আহত হন।

রোববার (৫ এপ্রিল) এই বিকেলে এই ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাকসামের একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই কিশোরকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের আটিয়াবাড়ি দক্ষিণপাড়া স্কুল বাড়ির আবদুল আউয়ালের ছেলে সাফায়াত হোসেন এদিন বিকেলে সহপাঠীদের সাথে পার্শ্ববর্তী ঘোড়াময়দান গ্রামের একটি মাঠে ফুটবল খেলতে যায়। বিকাল ৫টার দিকে খেলা চলা অবস্থায় আকস্মিক বজ্রপাতে সাফায়েতের পুরো শরীর ঝলসে যায়। তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে লাকসামের একটি ক্লিনিকে নেয়া হলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া বজ্রপাতে ওই ঘোড়াময়দান গ্রামের নুরুল হকের ছেলে সালাউদ্দিন (২২) গুরুতর আহত হয়ে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল ওহাব ঘটনার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

;

লক্ষ্মী ভাইয়েরা বাসায় যান, নিজেসহ দেশকে বাঁচান



নাহিদ রেজা, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঠাকুরগাঁও
ওসি তানভিরুল ইসলাম।

ওসি তানভিরুল ইসলাম।

  • Font increase
  • Font Decrease

আমার লক্ষ্মী ভাইয়েরা দয়া করে বাইরে ঘোরাঘুরি না করে বাসায় যান। নিজে বাঁচেন, পরিবারকে বাঁচান, দেশকে বাঁচান। সচেতন হোন।

ঠিক এসব কথা বলে করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতন করছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম। মাঠ পর্যায়ে গিয়ে এভাবে সচেতন করায় সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।

ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের রেজাউল ইসলাম বলেন, ‘আমি ওষুধ কেনার জন্য স্থানীয় বাজারে এসেছিলাম। কিছুক্ষণ পর থানার একটি গাড়ি বাজারের সামনে এসে দাঁড়ায় এবং ওসি তানভিরুল সবাইকে বাসায় থাকার জন্য অনুরোধ করেন। এর আগে কখনো জনগণের সঙ্গে পুলিশের এমন ভালো আচরণ দেখি নাই।’

ঠাকুরগাঁও সদর উপজেলার চৌড়াস্তা মোড়ে কথা হয় জয়নাল নামে এক পথচারীর সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের জেলার পুলিশ সাধারণ জনগণের সঙ্গে ভালো ব্যবহার করছে। তাদের ভাই বলে বাসায় ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছে। ওসিসহ পুলিশের সদস্যরা নিজেদের কথা চিন্তা না করে আমাদের জন্য এ কাজটি করে যাচ্ছেন। তাদের ধন্যবাদ জানাই।’

স্থানীয় সাহাদত হোসেন নামে একজন বলেন,‘তানভিরুল ভাই একজন মানবিক পুলিশ অফিসার। তার জন্য শুভকামনা ও দোয়া রইল।’

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, ‘করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ ভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। সরকার যেসব দিক নির্দেশনা দিয়েছে সেগুলো মেনে চলতে হবে। জনগণের সঙ্গে খারাপ ব্যবহার না করে তাদের সচেতন করা হচ্ছে। এতে কাজও হচ্ছে।’

;

ডিবি পরিচয়ে মোবাইল ছিনতাই, যুবক গ্রেফতার



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী
গ্রেফতার আবেদ আলী।

গ্রেফতার আবেদ আলী।

  • Font increase
  • Font Decrease

নীলফামারীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক পরিচয়ে মোবাইল ছিনতাই করার অপরাধে আবেদ আলী (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ এপ্রিল) বিকেলে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আবেদ আলী সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া গ্রামের খয়রাত হোসেনের ছেলে।

জানা গেছে, শনিবার (৪ এপ্রিল) দুপুরে জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামে মোকছেদুল ইসলামসহ কয়েক যুবক মোবাইলে ভিডিও গেম খেলছিলেন। এ সময় আবেদ আলী নিজেকে সৈয়দপুর থানার ডিবি পুলিশের উপপরিদর্শক পরিচয় দিয়ে ওই যুবকদের কাছ থেকে মোবাইলটি নিয়ে যান। পরে এ বিষয়ে মোবাইলের মালিক মোকছেদুল ইসলাম সদর থানায় অভিযোগ করেন।

এরপর রোববার ভোরে আবেদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ওই সময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি খেলনা পিস্তল ও ওয়্যারলেস সেট, একাধিক মোবাইল সিম এবং দুটি পরিচয়পত্র জব্দ করে পুলিশ।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিবি পুলিশের ভুয়া পরিচয়ে মোবাইল ছিনতাই করার সত্যতা স্বীকার করেছেন আবেদ আলী। এ ঘটনায় মামলা দায়ের করার পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

;