পাবনার ৩২৬ শিক্ষা প্রতিষ্ঠানে ৫০৮ কোটি টাকার উন্নয়ন



আরিফ আহমেদ সিদ্দিকী, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পাবনা, বার্তা২৪.কম
পাবনা সিটি কলেজ/ ছবি: বার্তা২৪.কম

পাবনা সিটি কলেজ/ ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

আওয়ামী লীগের বিগত ১০ বছরে শিক্ষা ক্ষেত্রে পাবনায় ব্যাপক উন্নয়নের ছোঁয়া লেগেছে। অবকাঠামো নির্মাণ ও শিক্ষার মান বৃদ্ধিতে বিরাট বাজেটের যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।

পাবনার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জেলার শীর্ষ শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি অ্যাডওয়ার্ড কলেজ, পাবনা মেডিকেল কলেজসহ সরকারি-বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসা মিলিয়ে ৩২৬টি প্রতিষ্ঠানে ৫০৮ কোটি টাকা ব্যয়ে নানামুখি উন্নয়নমূলক কাজ চালাচ্ছে।

আওয়ামী লীগ ২০০৮ সাল থেকে টানা ২০১৮ সাল পর্যন্ত শিক্ষাক্ষেত্রে নানামুখী উন্নয়নের ছোঁয়ায় অবকাঠামোগত উন্নয়ন, ও দৃশ্যমান ভবন দিয়ে পুরো জেলায় সৌন্দর্য বর্ধন করেছে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ ১৩৪টি মাধ্যমিক বিদ্যালয়, ২৬টি সরকারি, বেসরকারি কলেজের ৪ তলা নান্দনিক একাডেমিক ভবন নির্মাণ, ২৬ টি মাদরাসার নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/10/1547138624116.gif

এ কাজগুলোর নির্মাণে ব্যয় হয়েছে ১৭০ কোটি টাকা। এদিকে নির্মাণাধীন রয়েছে ১০০ মাধ্যমিক বিদ্যালয় ভবন, ২৫টি কলেজের চারতলা একাডেমিক ভবন ও ৪০টি মাদরাসা ভবন। নির্মাধাণীন এ ভবনগুলোর ব্যয় মূল্য রয়েছে ৩৩৫ কোটি টাকা। এছাড়াও ৭৫টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য তিন কোটি টাকা ব্যয়ে আসবাবপত্র সরবরাহ করা হয়েছে।

আটঘরিয়া উপজেলার দেবোত্তর ডিগ্রী (অনার্স) কলেজের অধ্যক্ষ মো. সাইদুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অভূতপূর্ব উন্নয়ন করেছেন, যা স্বাধীনতার পরবর্তী সরকারগুলো তেমন নজর দেননি।’

মালিগাছা-মজিদপুর দাখিল মাদরাসার সুপার মাওলানা তেলাওয়াত হোসাইন বলেন, ‘স্বাধীনতার পরবর্তীতে মাদরাসা শিক্ষায় অবদানের জন্য কৃতজ্ঞতায় আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্মরণ করতে হবে। মাদরাসা শিক্ষা যুগোপযোগী ও আধুনিকায়ন করা, মাদরাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীদের সকল সুযোগ-সুবিধা এমনকি অবকাঠামোগত উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য।

’দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহাতাব উদ্দিন বলেন, ‘দেশবিখ্যাত পাবনার বরেণ্য কবি, ছোটদের কবি, গল্পের দাদু কবি বন্দে আলী মিয়া। তার নামানুসারেই এই শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ। অবকাঠামোগত উন্নয়ন থেকে দীর্ঘদিন এ শিক্ষা প্রতিষ্ঠান অবহেলিত ছিল।

টিনের ঘরে শিক্ষার্থীদের পাঠদান করানো হতো। সম্প্রতি প্রতিষ্ঠানটি কয়েক দফায় নতুন ভবন পেয়েছে। উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে যথেষ্ঠ সুনাম রয়েছে। নতুন নতুন ভবন ও শিক্ষা ক্ষেত্রে আধুনিকায়নের সুযোগ পাওয়ায় প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমসহ নানা কর্মকান্ড হয়েছে ত্বরান্বিত।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/10/1547138644988.gif

’শিক্ষার্থীরাও তাদের অনুভূতি জানিয়ে বলেন, ‘শিক্ষার সুষ্ঠু পরিবেশ, অভিজ্ঞ শিক্ষক, যুগোপযোগী পাঠদানসহ সার্বিক অগ্রগতিতে তারা খুশি। ছেলেরা খেলার মাঠ, ক্রীড়া সরঞ্জাম আর মেয়েরা পৃথক ক্লাস রুম, কমন রুম, সুসজ্জিত লাইব্রেরি, স্বাস্থ্য শিক্ষা আর পৃথক স্যানিটেশন ব্যবস্থা পাওয়ায় তারা এখন স্কুলমুখী।’

পাবনা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আ.ট.ম মারুফ আল ফারুক বলেন, ‘সরকারি নির্দেশনানুসারেই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উন্নত স্যানিটেশন ব্যবস্থা ও প্রতিবন্ধিদের উঠা-নামার জন্য র‌্যাম তৈরি করা হয়েছে।’

‘নির্মাণাধীন প্রকল্পগুলোর বাস্তবায়ন সম্পন্ন হলে এ জেলার স্কুল-কলেজ ও মাদরাসার অন্তত অর্ধলক্ষাধিক শিক্ষার্থী সুন্দর পরিবেশে আধুনিক বিজ্ঞান ও আইসিটি শিক্ষায় শিক্ষিত হয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার দক্ষ কারিগর হয়ে যোগ্য জনশক্তি রূপে আত্মনিয়োগ করতে সক্ষম হবে।’

   

গড়াই নদীতে ডুবে যুবকের মৃত্যু



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
ছবি প্রতীকী

ছবি প্রতীকী

  • Font increase
  • Font Decrease

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীতে ডুবে সুমন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) বিকেলে খোকসা উপজেলার গনেশপুর অংশে গড়াই নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সুমন কুমারখালী উপজেলার রাজাপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

খোকসা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান হাবিবুর রহমান জানান, সকালের দিকে গড়াই নদীতে মাছ ধরতে যান সুমন। মাছ ধরার এক পর্যায়ে নদীতে ডুবে যান তিনি। বিকেলের দিকে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

;

কুমিল্লার নাঙ্গলকোটে বজ্রপাতে কিশোরের মৃত্যু



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

  • Font increase
  • Font Decrease

কুমিল্লার নাঙ্গলকোটে ফুটবল খেলার সময় বজ্রপাতে সাফায়েত হোসেন (১৯) নামে একজনের মৃত্যু হয়েছে। এ সময় সালাউদ্দিন (২২) নামের আরেক যুবক গুরুতর আহত হন।

রোববার (৫ এপ্রিল) এই বিকেলে এই ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাকসামের একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই কিশোরকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের আটিয়াবাড়ি দক্ষিণপাড়া স্কুল বাড়ির আবদুল আউয়ালের ছেলে সাফায়াত হোসেন এদিন বিকেলে সহপাঠীদের সাথে পার্শ্ববর্তী ঘোড়াময়দান গ্রামের একটি মাঠে ফুটবল খেলতে যায়। বিকাল ৫টার দিকে খেলা চলা অবস্থায় আকস্মিক বজ্রপাতে সাফায়েতের পুরো শরীর ঝলসে যায়। তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে লাকসামের একটি ক্লিনিকে নেয়া হলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া বজ্রপাতে ওই ঘোড়াময়দান গ্রামের নুরুল হকের ছেলে সালাউদ্দিন (২২) গুরুতর আহত হয়ে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল ওহাব ঘটনার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

;

লক্ষ্মী ভাইয়েরা বাসায় যান, নিজেসহ দেশকে বাঁচান



নাহিদ রেজা, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঠাকুরগাঁও
ওসি তানভিরুল ইসলাম।

ওসি তানভিরুল ইসলাম।

  • Font increase
  • Font Decrease

আমার লক্ষ্মী ভাইয়েরা দয়া করে বাইরে ঘোরাঘুরি না করে বাসায় যান। নিজে বাঁচেন, পরিবারকে বাঁচান, দেশকে বাঁচান। সচেতন হোন।

ঠিক এসব কথা বলে করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতন করছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম। মাঠ পর্যায়ে গিয়ে এভাবে সচেতন করায় সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।

ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের রেজাউল ইসলাম বলেন, ‘আমি ওষুধ কেনার জন্য স্থানীয় বাজারে এসেছিলাম। কিছুক্ষণ পর থানার একটি গাড়ি বাজারের সামনে এসে দাঁড়ায় এবং ওসি তানভিরুল সবাইকে বাসায় থাকার জন্য অনুরোধ করেন। এর আগে কখনো জনগণের সঙ্গে পুলিশের এমন ভালো আচরণ দেখি নাই।’

ঠাকুরগাঁও সদর উপজেলার চৌড়াস্তা মোড়ে কথা হয় জয়নাল নামে এক পথচারীর সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের জেলার পুলিশ সাধারণ জনগণের সঙ্গে ভালো ব্যবহার করছে। তাদের ভাই বলে বাসায় ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছে। ওসিসহ পুলিশের সদস্যরা নিজেদের কথা চিন্তা না করে আমাদের জন্য এ কাজটি করে যাচ্ছেন। তাদের ধন্যবাদ জানাই।’

স্থানীয় সাহাদত হোসেন নামে একজন বলেন,‘তানভিরুল ভাই একজন মানবিক পুলিশ অফিসার। তার জন্য শুভকামনা ও দোয়া রইল।’

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, ‘করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ ভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। সরকার যেসব দিক নির্দেশনা দিয়েছে সেগুলো মেনে চলতে হবে। জনগণের সঙ্গে খারাপ ব্যবহার না করে তাদের সচেতন করা হচ্ছে। এতে কাজও হচ্ছে।’

;

ডিবি পরিচয়ে মোবাইল ছিনতাই, যুবক গ্রেফতার



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী
গ্রেফতার আবেদ আলী।

গ্রেফতার আবেদ আলী।

  • Font increase
  • Font Decrease

নীলফামারীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক পরিচয়ে মোবাইল ছিনতাই করার অপরাধে আবেদ আলী (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ এপ্রিল) বিকেলে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আবেদ আলী সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া গ্রামের খয়রাত হোসেনের ছেলে।

জানা গেছে, শনিবার (৪ এপ্রিল) দুপুরে জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামে মোকছেদুল ইসলামসহ কয়েক যুবক মোবাইলে ভিডিও গেম খেলছিলেন। এ সময় আবেদ আলী নিজেকে সৈয়দপুর থানার ডিবি পুলিশের উপপরিদর্শক পরিচয় দিয়ে ওই যুবকদের কাছ থেকে মোবাইলটি নিয়ে যান। পরে এ বিষয়ে মোবাইলের মালিক মোকছেদুল ইসলাম সদর থানায় অভিযোগ করেন।

এরপর রোববার ভোরে আবেদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ওই সময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি খেলনা পিস্তল ও ওয়্যারলেস সেট, একাধিক মোবাইল সিম এবং দুটি পরিচয়পত্র জব্দ করে পুলিশ।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিবি পুলিশের ভুয়া পরিচয়ে মোবাইল ছিনতাই করার সত্যতা স্বীকার করেছেন আবেদ আলী। এ ঘটনায় মামলা দায়ের করার পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

;