অর্ধেকে নেমেছে ডেঙ্গু রোগী, শিথিল হলে বাড়বে ঝুঁকি



শাহজাহান মোল্লা, সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত রোগী | ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত রোগী | ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

  • Font increase
  • Font Decrease

অতীতের সব রেকর্ড ভঙ্গ করে এ বছরে সারাদেশে এডিস মশা বাহিত ডেঙ্গু রোগের প্রকোপ বাড়ে। বিশেষ করে ঈদুল আজহার আগে রাজধানীতে ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করে। তবে আশার কথা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিকের দিকে যাচ্ছে।

গত এক সপ্তাহ ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১১/১২শ’র মধ্যে ঘুরপাক খাচ্ছে। যা ঈদের আগে প্রতিদিন গড়ে আড়াই হাজারে উঠেছিল। গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন ভর্তি হয়েছে ১১৮৯ জন।

আবহাওয়া এরকম থাকলে আর মানুষের মাঝে বিদ্যমান সচেতনতা অব্যাহত থাকলে ক্রমেই রোগীর সংখ্যা কমতে থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে ডেঙ্গু রোগীর সংখ্যার নিম্নক্রম দেখে খুশিতে বিদ্যমান কার্যক্রমে অবহেলা করলেই আবার ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে ডেঙ্গু। তাই কোনভাবেই শিথিলতা দেখানো যাবে না বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।

রাজধানীতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা অতীতের সব রেকর্ড ভঙ্গ করায় ঢাকার দুই সিটি কর্পোরেশন কোমর বেঁধে মাঠে নামে। আনা হয় নতুন ওষুধ। বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গড়ায়। এ নিয়ে মেয়রদের দায়িত্বহীনতার অভিযোগ করে নগরবাসী তাদের পদত্যাগও দাবি করেন। অবশেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এডিসের লার্ভা ধ্বংসের পাশাপাশি স্কুল, কলেজ, মসজিদ ও বাড়ির মালিকদের অ্যারোসল বিতরণ করেন। আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এডিসের লার্ভা ধ্বংসের পাশাপাশি পরিচ্ছন্নতার জন্য চিরুনি অভিযান চালু করে। দশ দিনব্যাপী ওই কর্মসূচির মাধ্যমে যেসব বাড়িতে এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে সেই বাড়িতে টাঙিয়ে দেওয়া হচ্ছে সর্তকতার স্টিকার। আর অফিস, আদালতসহ নির্মাণাধীন ভবনে চলছে জরিমানা।

ডেঙ্গুর সংখ্যা নিম্নমুখী জানিয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (ডেঙ্গু ও চিকুনগুনিয়া) ডা. আক্তারুজ্জামান বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ডেঙ্গু পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। গত কয়েক দিন ১১০০-১২০০ এর মধ্যে ওঠা-নামা করছে। যেটা এক সময় ২৫০০-২৬০০ তে উঠে গিয়েছিল। আসলে এটা জলবায়ু পরিবর্তন জনিত কারণে এডিস মশার বংশ বিস্তার ঘটেছে। আবহাওয়া এরকম থাকলে ক্রমেই কমতে থাকবে। তবে ঢিলেমিভাব দেখা দিলে আবারও বাড়তে পারে।

এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, এটা কমে যাবে। আসলে যে কোন কিছুর একটা সর্বোচ্চ মাত্রার সময় থাকে। ডেঙ্গুর ক্ষেত্রে ঈদের আগে ছিল সেই সর্বোচ্চ মাত্রা। এখন সাধারণ মানুষ, সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পর্যায়ে যেভাবে সতর্ক হয়েছে, মানুষকে যে একটা ঝাঁকুনি দিয়েছে তাতে ডেঙ্গু রোগীর সংখ্যা কমতে থাকবে। তবে যদি খুশিতে শিথিলতা দেখা দেয় তাহলে আবার ঝুঁকি বাড়বে, কারণ পরিবেশ এখনও এডিস মশার জন্য উপযুক্ত। যদিও অনেকে সেপ্টম্বরকে ঝুঁকিপূর্ণ মনে করছেন, তবে আমি তা মনে করছি না।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের তথ্যমতে চলতি বছর ২৯ আগস্ট পর্যন্ত সারাদেশে মোট ৬৮ হাজার ৪১০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়। এর মধ্যে চিকিৎসা নিয়ে ছাড়পত্রপ্রাপ্ত রোগীর সংখ্যা ৬৩ হাজার ২০০ জন। দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে এখন মোট ভর্তি রোগীর সংখ্যা ৫ হাজার ৩০ জন। এরমধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৭৮৫ জন। অন্যান্য বিভাগে ২ হাজার ২৪৫ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় নতুন ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৫২৪ জন, আর ঢাকার বাইরে ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৬৬৫ জন। গত ২৪ ঘণ্টায় (২৮ আগস্ট সকাল ৮টা থেকে ২৯ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ১৮৯ জন।

এদিকে ডেঙ্গু আক্রান্ত মৃত্যু নিয়ে আইইডিসিআর-এর পরিসংখ্যান অনুযায়ী এখন পর্যন্ত ডেঙ্গু সন্দেহে ১৮০টি মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে আইইডিসিআর ৮৮টি মৃত্যু পর্যালোচনা শেষ করে ৫২টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

চলতি বছরের পরিসংখ্যানে দেখা গেছে জুলাইয়ে আক্রান্ত হয় ১৬ হাজার ২৫৩ জন, জুন মাসে ১ হাজার ৮৮৪, মে মাসে ১৯৩ জন, এপ্রিলে ৫৮ জন, মার্চে ১৭ জন, ফেব্রুয়ারিতে ১৮ জন এবং জানুয়ারিতে ৩৮ জন।

২০১৮ সালে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১০ হাজার ১৪৮ জন। গত বছর আগস্টে আক্রান্ত হয়েছিল ১ হাজার ৭৯৬ জন। জুলাইতে সংখ্যা ছিল ৯৪৬ জন।

আরও পড়ুুন:
বেড়েই চলেছে ডেঙ্গু রোগী, আরও ১৭১২ জন হাসপাতালে ভর্তি
‘ডেঙ্গু মশা একটু অ্যারিস্টোক্রেটিক হয়ে গেছে!’
ডেঙ্গু জ্বরে আতঙ্ক নয়; দরকার সচেতনতা

   

মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মেহেরপুর
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

মেহেরপুরের মুজিবনগরের বল্লভপুর নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সবুজ হোসেন (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৮ মে) রাত পৌনে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী তোফিক উমর (২০) গুরুতর আহত হন।

নিহত সবুজ হোসেন মেহেরপুর সদর উপজেলার বাড়িবাকা গ্রামের পাখি শেখের ছেলে।

জানা গেছে, মুজিবনর উপজেলার বাগোয়ান গ্রাম থেকে মোটরসাইকেলযোগেবাড়ি ফিরছিলেন সবুজ ও তার বন্ধু তৌফিক উমর। মুজিবনগর-দর্শনা সড়কের বল্লভপুর নামক স্থানে পৌঁছুলে দ্রুত গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায়। এ সময় মোটরসাইকেলসহ আরোহীরা রাস্তার পাশের এক সাইনবোর্ডের সাথে সজোরে ধাক্কা খান। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই সবুজের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তৌফিক উমরকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় লোকজন।

তৌফিকের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল করেজ হাসপাতালে রেফার করেছেন চিকিৎসকরা।

দুর্ঘটনার বিষয়ে মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জল দত্ত বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। মৃত্যুর বিষয়ে কোন অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

;

বসুন্ধরায় আইএসডি স্কুলের সামনে গুলি



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
বসুন্ধরায় আইএসডি স্কুলের সামনে গুলি

বসুন্ধরায় আইএসডি স্কুলের সামনে গুলি

  • Font increase
  • Font Decrease

রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলে(আইএসডি) গুলির ঘটনা ঘটেছে।

বুধবার (০৮ মে) দুপুর ২টার দিকে স্কুল প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। এতে ওই স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহসান গ্রুপের মালিকের সন্তানের দেহরক্ষীদের বন্দুক থেকে গুলি করা হয়েছে। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে অস্বীকৃতি জানিয়েছে আইএসডি স্কুল কর্তৃপক্ষ। এ ঘটনা ধামাচাপা দেওয়ার জোর প্রচেষ্টাও চলছে। কিন্তু এ ঘটনায় অন্য ছাত্রছাত্রীদের অভিভাবকগণ উদ্বেগ প্রকাশ করেছেন।

এ প্রসঙ্গে আইএসডি স্কুলের এক ছাত্রের অভিভাবক জানান, একটি শিক্ষা প্রতিষ্ঠানে কেন বন্দুকধারী দেহরক্ষীদের প্রবেশাধিকার থাকবে? এটা তো দেশের আইন বহির্ভূত। গুলিটা আমার সন্তানের শরীরেও আঘাত হানতে পারতো। অথবা অন্য কোনো ছাত্রছাত্রী আহত-নিহত হলে, এর দায় কে নিতো? আইএসডি স্কুল এবং বসুন্ধরা আবাসিক কর্তৃপক্ষের উচিত, ছাত্রছাত্রীদের নিরাপত্তার স্বার্থে কোনো ভিআইপি'র দেহরক্ষীকে স্কুলের ভেতরে প্রবেশ করা থেকে বিরত রাখা।

গুলির বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান বিভাগের ভাটারা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাজন কুমার সাহা।

তিনি বলেন, দুইটা গাড়িতে বাচ্চাদের নিতে এসেছিল। একটা গাড়িতে গানম্যান/বডিগার্ড ছিল। তাদের বন্দুক থেকে বের হওয়া অপ্রত্যাশিত গুলিতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

;

ইউপিতে প্রশাসক নিয়োগের বিধান রেখে বিল পাসের সুপারিশ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ফাইল ছবি

ফাইল ছবি

  • Font increase
  • Font Decrease

স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদে (ইউপি) প্রশাসক নিয়োগের বিধান রেখে বিল পাসের সুপারিশ করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির পক্ষ থেকে জাতীয় সংসদ অধিবেশনে এসংক্রান্ত সুপারিশসহ বিলের উপর প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

বুধবার (৮মে) রাতে ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকুর সভাপতিত্বে অধিবেশনে বিল উপর প্রতিবেদন উত্থাপন করেন সংসদীয় কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম।

সংসদে উপস্থাপিত বিলে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ (২০০৯ সনের ৬১ নং আইন), অতঃপর উক্ত আইন বলে উল্লিখিত, এর সর্বত্র উল্লিখিত ‘সচিব’ শব্দের পরিবর্তে ‘ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা’ শব্দসমূহ এবং ‘সচিবের’ শব্দের পরিবর্তে ‘ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তার’ শব্দসমূহ প্রতিস্থাপিত হবে।

বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে আর্থিকভাবে শক্তিশালীকরণ, সরকার প্রদত্ত বরাদ্দের উপর নির্ভরশীলতা কমানোর উপায় নির্ধারণ এবং ইউনিয়ন পরিষদ আইনকে আরো যুগোপযোগী ও সেবা সহজীকরণের লক্ষ্যে ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন-২০২৪’ সংশোধনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ দায়িত্ব পালনকালীন সময়ে সরকার কর্তৃক নির্ধারিত সম্মানী প্রদানের বিধান যুক্ত করা হয়েছে। ইহার মাধ্যমে কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরখাস্তকালীন সময়ে ভাতা প্রদানের বিষয়ে কোনো আইনগত জটিলতা থাকিবে না।

এতে আরো বলা হয়েছে, কোনো এলাকাকে ইউনিয়ন ঘোষণা বা পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কার্যাবলী সম্পাদনের জন্য সরকার একজন উপযুক্ত কর্মকর্তা বা উপযুক্ত ব্যক্তিকে প্রশাসক হিসেবে নিয়োগ করবে। গ্রাম আদালত পরিচালনা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সরকারের অর্পিত দায়িত্ব পালন ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ ইউনিয়ন পরিষদের কার্যাবলীর মধ্যে অন্তর্ভুক্ত হলে গ্রাম আদালতের কার্যক্রমকে আরো বিস্তৃত ও কার্যকর হবে। এছাড়া বিলে ‘ইউনিয়ন পরিষদ সচিব’ নাম পরিবর্তন করে ‘ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা’ করার বিধান যুক্ত করা হয়েছে।

;

দাগনভূঞায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফেনী
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ফেনীর দাগনভূঞা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আরাফাত (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৭ মে) রাত নয়টার দিকে সদর ইউনিয়নের দক্ষিণ আলীপুর (৫ নম্বর ওয়ার্ড) এর আজিজ উল্যাহ হাফেজ বাড়িতে এ ঘটনা ঘটে।

বুধবার (৮মে) বুধবার বিকালে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

নিহত আরাফাত একই এলাকার আমির উদ্দিন মোল্লা বাড়ির মো. লোকমান হোসেনের ছেলে। সে রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করত। তিন ভাইয়ের মধ্যে নিহত আরাফাত সবার ছোট।

স্থানীয়রা জানান, ওইদিন রাত নয়টার দিকে আরাফাত তার ভাইসহ ওই গ্রামের আজিজ উল্যাহ হাফেজের বাড়ি নির্মাণাধীন বিল্ডিংয়ের কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক মোটরের সুইস দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এ দুর্ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করে।

সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন স্বপন আরাফাতের মৃত্যু বিষয়টি নিশ্চিত করে বলেন, ৫ নম্বর ওয়ার্ডে আরাফাত নামে এক যুবকের মৃত্যুর সংবাদ শুনেছি। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাই।

;