আড়াই মাসে নিখোঁজ ৬ : পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন



সেন্ট্রাল ডেস্ক ২

  • Font increase
  • Font Decrease
গণমাধ্যমে গত আড়াই মাসে ছয় ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর এসেছে। সর্বশেষ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সহকারী অধ্যাপক মোবাশ্বার হাসান সিজার নিখোঁজের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তার পরিচিতজনরা। সামাজিক সংযোগমাধ্যম ‘ফেসবুকে’ তাদের উদ্বেগের কথা তুলে ধরেছেন তারা। তাদের মতে, এক্ষেত্রে পুলিশ ‘চরম ব্যর্থ’। ছয়জনের মধ্যে অনলাইন সংবাদ মাধ্যম পূর্বপশ্চিবিডি ডট নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক উৎপল দাস গত ১০ অক্টোবর থেকে নিখোঁজ। এর আগে ২২ থেকে ২৭ আগস্টের মধ্যে নিখোঁজ হন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং চট্টগ্রাম দক্ষিণ বিএনপির সহসভাপতি ও এবিএন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাদাত, কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমান, ব্যবসায়ী ও বেলারুশের অনারারি কনসাল অনিরুদ্ধ রায় এবং কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশরাক আহমেদ। সর্বশেষ গত মঙ্গলবার নর্থ-সাউথের শিক্ষক সিজার এই তালিকায় যুক্ত হয়ে শিরোনাম হয়েছেন উদ্বেগজনক সংবাদের। মোবাশ্বার হাসান সিজারের পরিবারের পক্ষ থেকে পুলিশকে বলা হয়েছে, ‘সিজার ওইদিন বাসা থেকে বেরিয়ে তার কর্মস্থল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে যান। কাজ শেষে বিকেলে তিনি অফিস ছাড়েন। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ রয়েছে।’ ফেসবুকে গতকাল বুধবার দিনভর এ নিয়ে আলোচনা হয়; আলোচনার মূলে ছিল এই সামাজিক যোগাযোগ মাধ্যমে সিজারের দু’টি একাউন্ট। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও মিডিয়াব্যক্তিত্ব আনিস আলমগীর লিখেছেন, ‘আশ্চর্য! মোবাশ্বার হাসান সাড়া দাও। পুলিশ ভাইয়েরা একটু খবর দেন। মোবাশ্বার সাংবাদিকতার সঙ্গে ছিল, সাংবাদিকতা পড়িয়েছে। ক’দিন আগে উৎপল নামের এক তরুণ সাংবাদিকও হাওয়া হয়ে গেছে। চরম ব্যর্থতা পুলিশের, এতোদিনেও তার হদিস না করতে পারা।’ লেখক ও মানবাধিকারকর্মী পিনাকি ভট্টাচার্য বলেছেন, ‘একটা ক্লু দেই। সিজার ছিল পলিটিক্যাল ইসলাম ও টেররিজম নিয়ে একজন স্বীকৃত গবেষক। এমন একজন মেধাবী তরুণ শিক্ষাবিদ ও গবেষককে হারাতে চাই না। সিজারকে খুঁজে বের করুন।’ উন্নয়ন সংস্থা স্টেপস টোয়ার্ডস ডেভলপমেন্টের কমিউনিকেসন অফিসার মোশরেফা মিলির বক্তব্য, ‘সত্যি কি স্যার কে পাওয়া যাচ্ছে না! পরশুও তার স্ট্যাটাস পড়লাম। কী হচ্ছে এসব?’ বেসরকারি টিভি চ্যানেল চ্যানেল টুয়েন্টি ফোরের যুগ্ম বার্তা সম্পাদক আঙ্গুর নাহার মন্টি বলেছেন, ‘এটা কোন কথা হলো! একটা মানুষ হুট করে হাওয়া হয়ে যাবে! সিজারকে কাল বিকেল থেকে পাওয়া যাচ্ছে না শুনে খুবই অশান্তি লাগছে। উৎপলেরও এখনো কোন খোঁজ নেই। এমন নেই হয়ে যাওয়া অস্বস্তিকর। রাষ্ট্রের জন্য ভালো কিছু নয়। আমাদের ছোটভাই সিজার ফিরে আসবে, তাকে আইন-শৃঙ্খলা বাহিনী দ্রুত খুঁজে করবে এটাই একমাত্র প্রত্যাশা। আশা করি আমার সাথে ফেসবুকে যুক্তথাকা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য বন্ধু, সহকর্মী, ভাই-বোনরা বিষয়টি আমলে নিয়ে কার্যকর ব্যবস্থা নেবেন।’ দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলাম লিখেছেন, ‘সিজার নিরাপদে ফিরে আয় পরিবারের কাছে, বন্ধুদের মাঝে।’ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসভিত্তিক টেলিভিশন চ্যানেল ইউল্যাবটিভি-র হেড অব নিউজ মোশারাফ হোসাইন লিখেছেন, ‘আমার বিশ্ববিদ্যালয় জীবনে পাওয়া অসাধারণ সব শিক্ষকদের মাঝে মোবাশ্বার হাসান স্যার অন্যতম একজন। অসাধারণ একজন মেন্টর তিনি। ইউল্যাব থেকে চলে যাওয়ার পরেও, স্যারকে যখনি মেইল দিয়েছি প্রয়োজনে, স্যার সাড়া দিতেন। যেখানেই থাকুন হে প্রিয় শিক্ষক, নিরাপদে ফিরে আসুন।’ মোবাশ্বারের ছাত্র নর্থ সাউথের শিক্ষার্থী রাফসান আনন্দ লিখেছেন, ‘আজকে সকালে স্যার আমাদের একটা পরীক্ষা নিবেন বলে জানিয়েছিলেন কিন্তু ইউনিভার্সিটিতে যাওয়ার পরে ম্যাসেজ আসে যে কোন এক কারণে ক্লাস হবে না। ক্লাস ক্যানসেল হওয়াটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু রক্ত হিম হয়ে গেল স্যার নিখোঁজ শুনে। পুলিশ প্রশাসনের উচিত যত তাড়াতাড়ি সম্ভব স্যার কে খুঁজে বের করা।’ রাফসান আরো লিখেছেন, ‘মোবাশ্বার হাসান স্যার, জানিনা এখন কোথায় আছেন, কী অবস্থায় আছেন। শুধু চাই যেন আল্লাহ্ আপনাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন।’ ইউনিভার্সিটি অব লন্ডনের শিক্ষার্থী খন্দকার রাকিব লিখেছেন, ‘বাংলাদেশে রাষ্ট্রবিজ্ঞান-ইতিহাস-সমাজতত্ত্বে খুব অল্প সংখ্যক ভালো মানের একাডেমিশিয়ান যারা আছেন তাদের অন্যতম মোবাশ্বার হাসান। গত পরশুদিন তার একটা আর্টিকেল পড়ছিলাম ন্যাশনালিজম নিয়ে, রিভিউ নোটও নিলাম। আজ শুনি তাকে পাওয়া যাচ্ছে না। ভয়ংকর!!’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আলী আর রাজি এ সংক্রান্ত একটি সংবাদ শেয়ার করে লিখেছেন, ‘আর কতো?’ লেখক ও ব্লগার রিফাত হাসানও একই সুরে বলেছেন, ‘যাস্ট এনাদার ওয়ান।’
   

কালীগঞ্জে হিট স্ট্রোকে অটোচালকের মৃত্যু



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, লালমনিরহাট
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

কালীগঞ্জে হিট স্ট্রোকে রাশেদুল ইসলাম (৫৪) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে কালিগঞ্জ উপজেলার উপজেলার মদাতী ইউনিয়নের চামটার হাট বাজারে তার মৃত্যু হয়। 

মৃত রাশেদুল ইসলাম লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের খোর্দ্দ বিছনদই গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে। তিনি আগে পেপার বিক্রেতা ছিলেন। 

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে অটোরিক্সা নিয়ে ভোটমারী গোলাম মৃর্তজা ক্লিনিকের মাইকিং করতে করতে চামটার হাট বাজারে যান। সেখানে একটি হোটেলে খাবার খেয়ে বের হওয়ার সময় অসুস্থা হয়ে পড়েন। পরে অসুস্থ হওয়ার পর স্থানীয়রা উদ্ধার করার সময় ঘটনাস্থলে তিনি মারা যান। 

ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভেকেট মশিউর রহমান বার্তা ২৪ কমকে জানান, প্রচণ্ড গরমের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে সেখানে তিনি হিট স্ট্রোক করে মারা যান।



;

প্রতিবন্ধীদের মূল ধারায় আনার জন্য সরকারের প্রচেষ্টা আছে: দীপু মনি



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

  • Font increase
  • Font Decrease

সমাজকল্যাণ মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেছেন, সকল প্রতিবন্ধী ব্যক্তিদের মূল ধারায় আনার জন্য একটা বড় প্রচেষ্টা রয়েছে। সেই প্রচেষ্টার অংশ হিসেবে নীতিমালা তৈরি করা ও আইন তৈরি করা হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) বিকালে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় প্রথম আন্তর্জাতিক প্রতিবন্ধী শিল্প উৎসব ঢাকা-২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, যারা প্রতিবন্ধীতায় আক্রান্ত তারা শারীরিক মানসিক নানা ধরনের শিকার হলেও বুদ্ধি ও মননশীলতায় স্বাভাবিক মানু্ষদের মত যে তাই নয়, বরং সৃজনশীলতায় অনেক ক্ষেত্রে বেশিও। তিনি বলেন, আমরা সবসময় কথা বলি বৈষম্য হীনতার সেই স্বপ্নের কথা, সেই সমাজ তৈর করার কথা বলি। আমরা যখন জাতির পিতার কথা বলি তখনো বলি তার বৈষম্যহীনতার জন্য সংগ্রাম করেছিলেন সে কথা।

আমরা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের নীতি অনুসরণ করছি উল্লেখ করে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, আইসিটি, অর্থনীতি থেকে শুরু করে সকল পর্যায়ে আমরা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের নীতি অনুসরণ করছি। আমাদের অনেক কিছু আছে আবার অনেক কিছু নেই সেটাও সত্যি। তবে যেটা সবচেয়ে বেশি যেটা দরকার রাজনৈতিক সদিচ্ছা সেটা আছে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে। সেটা অনেক জায়গায় থাকে না। আমার সর্বস্তরে সচেতনতা তৈরি করাটা এখন প্রয়োজন। আমাদের সরকারি ভবন, কর্মস্থল, পাবলিক স্পেস সব পর্যায়ে আমরা যেন অভিগমনতা নিশ্চিত করতে পারি এটা করা আমাদের জন্য জরুরি।

দীপু মনি বলেন, আমরা চাই বিভিন্নভাবে প্রতিবন্ধকতার শিকার যে শিশুরা রয়েছে তারা যেন সাধারণ সবার সাথে শিক্ষা গ্রহণ করতে পারে সে ব্যবস্থা তৈরি করা। আর যাদের পক্ষে একেবারেই সম্ভব নয় তাদের জন্য বিশেষ ব্যবস্থা করার চেষ্টা করবো। সবার মতই তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য ক্রীড়া চর্চা, সাংস্কৃতিক চর্চা ব্যবস্থা করা। এটা সবার মতই তাদের জন্যও অপরিহার্য। 

;

মানিকগঞ্জে সেলফি তুলতে গিয়ে আগুনে পুড়ে নারীর মৃত্যু



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

মানিকগঞ্জে বাসন্তী দেবীর কপালে সিদুর দেওয়ার সময় সেলফি তুলতে গিয়ে শাড়িতে আগুন লেগে দগ্ধ হয় মলি রানী (৪৬) নামের এক নারী। এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর মারা যান তিনি।

শুক্রবার (২৬ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মলি রানী। মানিকগঞ্জ জেলা শহরের গঙ্গাধর পট্টি এলাকার অশোক্নসাহার স্ত্রী মলি রানী।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বাসন্তী পূজার দশমীর দিন গত ১৮ এপ্রিল শহরের কালীবাড়ী মন্দিরে বাসন্তী দেবীর কপালে সিদুর দেয়ার সময় দেবীর সাথে সেলফি তুলছিলেন মলি। এ সময় পাশে থাকা প্রদীপের আগুন শাড়িতে লেগে দেহের ৩০ ভাগেরও বেশি পুড়ে যায়।

পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। প্রায় ১ সপ্তাহ চিকিৎসা শেষে শুক্রবার সকাল ১০টায় চিকিৎসাধীন মারা যান তিনি।

বাংলাদেশ পূজা উদযাপন কমিটির মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অনির্বাণ পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসন্তি পূজার সময় অগ্নিদগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি ছিলো মলি। এরপর সেখানেই চিকিৎসাদীন তার মৃত্যু হয়।

;

মানিকগঞ্জে ছাদ থেকে পড়ে মাদরাসা ছাত্রীর মৃত্যু



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ
মানিকগঞ্জে ছাদ থেকে পড়ে মাদরাসা ছাত্রীর মৃত্যু

মানিকগঞ্জে ছাদ থেকে পড়ে মাদরাসা ছাত্রীর মৃত্যু

  • Font increase
  • Font Decrease

মানিকগঞ্জে ছাদে খেলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে মাহিয়া আক্তার (১৭) নামের এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) সকালে সদর উপজেলার বাসস্ট্যান্ডের আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিয়া আক্তার মানিকগঞ্জের সিংগাইরের বড় কালিয়াকৈর এলাকার আল মামুনের মেয়ে। সে আয়েশা সিদ্দিকা মহিলা মাদরাসার হেফজ বিভাগের ছাত্রী ছিল।

মাদরাসার শিক্ষিকা শারমিন আক্তার জানান, সকালে ক্লাসের ফাঁকে মাদরাসার ছাদে খেলাধুলা করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাদরাসার ভবনের চার তলা থেকে নিচে পড়ে যায় মাহিয়া। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

;