ট্রান্সপারেন্সির ট্রান্সপারেন্সি ও দক্ষতা নিয়ে প্রশ্ন



স্পেশাল করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম
ট্রান্সপারেন্সির ট্রান্সপারেন্সি ও দক্ষতা নিয়ে প্রশ্ন। ছবি: প্রতীকী

ট্রান্সপারেন্সির ট্রান্সপারেন্সি ও দক্ষতা নিয়ে প্রশ্ন। ছবি: প্রতীকী

  • Font increase
  • Font Decrease

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নিজেদের ট্রান্সপারেন্সি ও দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। দখলদার চিহ্নিত চাঁদাবাজদের পক্ষ নেওয়া এবং না জেনে এখতিয়ার বহির্ভূত কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ পাওয়া গেছে সংস্থাটির বিরুদ্ধে।

আর এই আঙ্গুল তুলেছেন সরকারের কয়েকজন পদস্থ কর্মকর্তা। এ বিতর্কের সূত্রপাত হয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে পাঠানো একটি চিঠি নিয়ে। টিআইবি সম্প্রতি বরগুনার তালতলীতে নির্মাণাধীন কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জমি অধিগ্রহণে অনিয়ম, টেংরাগিরি সংরক্ষিত বনাঞ্চল নিয়ে উদ্বেগ এবং প্রতিকারের ব্যবস্থা নেওয়ার চিঠি পাঠায়।

টিআইবির চিঠিতে বলা হয়- ‘নিশানবাড়িয়া ইউনিয়নে সংরক্ষিত বনাঞ্চলে টেংরাগিরিতে কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে জমি অধিগ্রহণের ক্ষেত্রে স্থানীয় নাগরিকদের নানাভাবে হয়রানি করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে।’

বিদ্যুৎ বিভাগ ও বিদ্যুৎ ‍উন্নয়ন বোর্ড (পিডিবি) জানিয়েছে, বিদ্যুৎ কেন্দ্রটির জন্য সেখানে কোনো জমি অধিগ্রহণ করা হয়নি। হয়তো অধিগ্রহণ বলতে যা বুঝায় সে বিষয়টি টিআইবির কাছে পরিষ্কার নয়, নয়তো তারা কোনো রকম খোঁজখবর না নিয়ে শোনা কথার ভিত্তিতে এমন উড়ো চিঠি দিয়ে থাকতে পারে। এটা প্রতিষ্ঠানটির দায়িত্বহীনতার পরিচয় বহন করে।

বিদ্যুৎ কেন্দ্রটির মালিকানা প্রতিষ্ঠান নিজেরা ব্যক্তিমালিকদের সঙ্গে দরদাম করে জমি কিনেছেন। অথচ টিআইবির কোনো রকম তথ্য যাচাই বাছাই না করে ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে নানাভাবে হয়রানির অভিযোগ তুলেছেন। এ নিয়ে পিডিবি ও বরগুনা জেলা প্রশাসন বিস্ময় প্রকাশ করেছেন।

এছাড়া আরও একটি বড় ধরনের তথ্য বিভ্রাট রয়েছে টিআইবির চিঠিতে। ওই পত্রে সংরক্ষিত বনাঞ্চলে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কথা বলা হয়েছে। এই তথ্যটিও তারা কোনো রকম যাচাই-বাছাই ছাড়া দিয়েছে। এর আগে ২০১৮ সালের মে মাসে পত্রিকায় পাঠানো এক বিবৃতিতে টিআইবি নিজেরাই লেখে সংরক্ষিত বনাঞ্চলের ৪ কিলোমিটারের মধ্যে। তাদের নিজেদের বক্তব্যের মধ্যেও দ্বিচারিতা রয়েছে। টিআইবির এই দু’টি তথ্যের মধ্যে কোনোটাই যথাযথ নয়। অনুমান নির্ভর এবং প্রকৃত সত্যকে গোপন করার অভিযোগ উঠেছে। দু’একটি দৈনিকে এ সংক্রান্ত একটি রিপোর্ট দেখা গেছে। তারাও যথাযথভাবে তথ্য তুলে আনতে ব্যর্থ হয়েছেন বলে আইসোটেক গ্রুপের মিডিয়া উপদেষ্টা ফিরোজ চৌধুরী দাবি করেছেন।

তিনি বলেন, একই দৈনিকে প্রথমে সংরক্ষিত বনাঞ্চল থেকে ১ কিলোমিটার দূরত্বে এবং একমাসের ব্যবধানে একই দৈনিকের অপর রিপোর্টে ৪ কিলোমিটার দূরত্বে প্রকল্পটির অবস্থান উল্লেখ করা হয়।

জেলা প্রশাসন জানিয়েছে টেংরাগিরি সংরক্ষিত বনাঞ্চলের বাফার জোন থেকে ৬ দশমিক ৩৮ কিলোমিটার দূরত্বে অবস্থিত বিদ্যুৎ কেন্দ্রটি। টিআইবির মতো একটি প্রতিষ্ঠানের কাছে এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য আশা করা যায় না। স্পর্শকাতর একটি বিষয়ে কথা বলার ক্ষেত্রে চোথা নির্ভর না হয়ে আরও যথাযথ সোর্স থেকে নিশ্চিত হওয়া উচিত ছিল।

আবার বলা হয়েছে নালিশি জমির উপর স্থিতাবস্থা থাকা অবস্থায় স্থানীয় প্রশাসন ও পুলিশের সহযোগিতায় কোম্পানির পক্ষ থেকে প্রকল্পের কাজ পুনরায় শুরু করা হয়। এই তথ্যও সঠিক নয় বলে জানা গেছে। আদালতের কোনো স্থিতাবস্থা নেই। সে কারণে প্রশাসন ও পুলিশকে অহেতুক হেয় করা হয়েছে বলে মনে করে প্রশাসন।

বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন বার্তা২৪.কমকে বলেন, ‘টিআইবিতো কতোকিছু লেখে। আদালতের কোনো স্থিতাবস্থা আছে বলে আমার জানা নেই। আর জমি জমার বিষয়ে পুলিশ প্রশাসনের তো কোনো কাজ নেই। জমির বিষয়ে দেখবে জেলা প্রশাসন।’

আইসোটেক গ্রুপের পরিচালক আব্দুস সবুর বার্তা২৪.কমকে বলেন, ‘আদালতের কোনো স্থিতাবস্থা নেই। টিআইবির এই তথ্যটি সম্পূর্ণ ভুল। ছগির (পিতা:খবির) নামের এক মাদক ব্যবসায়ী প্রায় ৩শ ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক হয়। জামিনে বেরিয়ে আসার পর মামলার খরচের জন্য আমার কাছে টাকা চায়। সেই টাকা না দেওয়ায় কোর্টে গিয়ে জনস্বার্থে মামলা দায়ের করে। মামলায় বলে আমার জমি না থাকলেও ভুয়া মালিকদের কাছ থেকে জমি কিনে দখল করা হচ্ছে। যে কারণে জনস্বার্থে বাদী হয়ে মামলা দায়ের করছি। এরপর আর হাজির হচ্ছে না।’

টিআইবির চিঠির পরতে পরতে তথ্যগত ভুল। বলা হয়েছে পরিবেশগত ছাড়পত্র ছাড়াই জমি অধিগ্রহণের ক্ষেত্রে হয়রানি করা হচ্ছে। এখানেও হয় মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছে, না হলে চাতুরতার আশ্রয় নেওয়া হয়েছে বিশেষ গোষ্ঠিকে খুশি করবার জন্য। তাদের এই তথ্য পুরোপুরি ভুল।

আবার বলা হয়েছে ভুক্তভোগিরা ক্ষতিপূরণের দাবিতে আদালতে মামলা দায়ের করায় তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। কিন্তু অভিযুক্তরা যে চীনা প্রকৌশলীকে মারপিট করে এবং প্রকল্পের জ্বালানি সরবরাহের গাড়িতে আগুন ধরিয়ে দেয় সে বিষয়ে টিআইবি একেবারেই নিশ্চুপ। একপেশে ভাবে প্রকল্পের বিরুদ্ধে বিবৃতি দিয়েছেন।

যাদের পক্ষে টিআইবি সাফাই গাওয়ার চেষ্টা করছে। তারা নানা ভাবে চাঁদাবাজির চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যা পুলিশ, র‌্যাব ও রাষ্ট্রীয় গোয়েন্দাবাহিনীর তদন্তে উঠে এসেছে। বিশেষ করে জেলা পুলিশের গোপনীয় প্রতিবেদন ঘাটলেই ভয়ংকর চিত্র ফুটে উঠবে।

বিদ্যুৎ বিভাগের একজন পদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা২৪.কমকে বলেন, তাহলে কি ধরে নেব টিআইবি চাঁদাবাজদের মদদ দিচ্ছে। যদি তা নাই হবে তাহলে তারা কেনো তাদের সুরে কথা বলছেন। তারা কি পারেন এভাবে মন্ত্রণালয়কে চিঠি দিতে?

টিআইবির পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন) শেখ মনজুর-ই আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জলবায়ু অর্থায়ন সুশাসন ইউনিটের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মু.জাকির হোসেন খানের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

জাকির হোসেন খান ভূমি অধিগ্রহণ প্রসঙ্গে বলেন, ‘আমরা যতটুকু জানি অধিগ্রহণ করা হয়েছে। অধিগ্রহণ না করা হলে জেলা প্রশাসক কীভাবে যুক্ত থাকে।’

আর সংরক্ষিত বনাঞ্চল থেকে দূরত্বের বিষয়ে তিনি বলেন, ‘তাদেরকে বলেন, তারা স্যাটেলাইট ভিউ থেকে দেখুক। গাছ নাই মনে করে যদি আপনি বনের হিসেব থেকে বাদ দেন তাহলে সেটা যথাযথ হবে না।’

   

কালিয়াকৈরে আইনশৃঙ্খলার চরম অবনতি



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আইনশৃঙ্খলার চরম অবনতি দেখা দিয়েছে। প্রতিনিয়ত এ উপজেলার বিভিন্ন এলাকা ও আঞ্চলিক সড়কে ঘটছে সংবদ্ধ চুরি, ডাকাতি, লুটপাটসহ নানা অপ্রীতিকর ঘটনা।

গত ১ মাসে এ উপজেলায় চারটি ডাকাতির ঘটনা ঘটেছে। এছাড়াও গরু চুরি, ব্যবসা প্রতিষ্ঠানে চুরিসহ বিভিন্ন স্থানে অন্তত ১৫টি লুটপাটের ঘটনা ঘটছে। এসব ঘটনা সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন তৎপরতা দেখা যাচ্ছে না।

সরেজমিনে তথ্য অনুসন্ধানে জানা যায়, গেল মাসের ৫ মে বাঁশতলী এলাকায় কৃষক হালিম মিয়ার গোয়ালের তালা কেটে ১০ লাখ টাকা মূল্যের গরু চুরির ঘটনা ঘটে। তার দুদিন পর ৭ মে ভোরে বাঁশতলী-কালিয়াকৈর সড়কের দিঘীবাড়ি এলাকায় ভোর রাতে মাছভর্তি গাড়ি থামিয়ে নগদ অর্থ, মোবাইল ফোন লুট করে ডাকাতরা। ১২ মে রাতে কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের পাইকপাড়া এলাকায় টহলে থাকা পুলিশের অদূরে সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতরা অন্তত ২০টি গাড়ি থামিয়ে যাত্রীদের টাকা, মোবাইলসহ স্বর্ণালংকার লুটে নেয়।

এ ঘটনার ৩ দিন পর ১৫ মে রাতে একই কায়দায় উপজেলার বড়ইবাড়ি-জামালপুর চাররাস্তা সড়কের হাটুরিয়াচালা এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। এসময় সড়কে গাছ ফেলে ২০ থেকে ২৫টি গাড়িতে হামলা চালিয়ে লুটপাট করে ডাকাতরা। এর কিছুদিন পর গত ২৪ মে উপজেলার সফিপুরে-বড়ইবাড়ি সড়কের বাঁশতলী এলাকায় একটি মেশিনারিজের দোকানের তালা কেটে প্রায় ২ লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটে। একই রাতে কালিয়াকৈর পৌরসভার পাশাগেইট এলাকায় একটি স্বর্ণের দোকানে চুরি হয়। এর একদিন আগে ২৩ মে একই এলাকায় একটি মোবাইল ফোনের দোকানের তালা কেটে চুরির ঘটনা ঘটে। এর দু'দিন পর ২৬ মে উপজেলার জামালপুর বাজার এলাকায় একটি মুদি দোকানের তালা কেটে মালামাল ও ফ্রিজসহ নগদ অর্থ চুরি হয়।

সবশেষ গতকাল ৩১ মে সন্ধ্যায় উপজেলার বাঁশতলী এলাকায় একটি মুদি দোকানে মোটরসাইকেলে এসে হামলা চালিয়ে দোকান মালিককে মারধর করে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এ ঘটনায় ওইদিন রাতেই থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী দোকান মালিক। এসব ঘটনার বিবরণ ও লিখিত অভিযোগ পুলিশের কাছে দেওয়া হলেও জোরালো কোন পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না পুলিশকে।

এ ব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম বলেন, ডাকাতির ঘটনার পর বিভিন্ন এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। আমরা মাদকের সঙ্গে জড়িত রাঘববোয়ালদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি। তাদের ধরতে পারলে ধীরে ধীরে বাকিদের তথ্য নেওয়া হবে।

এছাড়াও বিভিন্ন এলাকায় চুরি, লুটপাটের ঘটনা ঘটছে এসব ব্যাপারে আমরা খোঁজ খবর নিচ্ছি।

;

‘উন্নয়নের সুফল পেতে জনপ্রতিনিধি ও আমলাদের একাত্মতা জরুরি’



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

উন্নয়নের সুফল পেতে জনপ্রতিনিধি ও আমলাদের একাত্মতা জরুরি।পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সমন্বয় না থাকলে কর্মক্ষেত্রে প্রতিকূল পরিবেশ তৈরি হয়।যা কখনো দেশের উন্নয়নের জন্য সুফল বয়ে আনবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

শনিবার (১ জুন) সকালে রাজধানীর আগারগাঁও এনআইএলজি ভবনে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দারিদ্র্য বিমোচনে সরকারের সাফল্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমাদের দারিদ্র‍্যের হার একসময় ২৫ শতাংশ ছিল। এখন সেটা ১৮ শতাংশ, অতি দারিদ্র‍্যতার হার এখন ৫ শতাংশে নেমে এসেছে। এই অর্জন খুবই তাৎপর্যপূর্ণ। কাজ করতে গেলে পারস্পরিক সহযোগিতা থাকলে, কোন প্রতিবন্ধকতা না থাকলে অগ্রগতি থামিয়ে রাখা যায় না।

স্থানীয় সরকারের সত্তাগুলোকে শক্তিশালী করার জোর দিতে হবে জানিয়ে তিনি বলেন, আজকে যে দক্ষিণ কোরিয়াকে আমরা দেখি, এটি পূর্বে এমন ছিল না। এদের অতীতে তিক্ত অভিজ্ঞতা ছিল। তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান ছিল না। যোগাযোগ ব্যবস্থা ছিল ভঙ্গুর। শুধু তাই নয় মানবিক প্রয়োজনীয়তার সব উপাদান ছিল অনুপস্থিত। কিন্তু পার্ক চুং হি যখন ক্ষমতায় আসেন, তিনি জনগণের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হন। সাহসিকতার সাথে সুনির্দিষ্ট লক্ষ্য পূরণে দেশের সব মানুষকে একটি বিনিসুতোয় বাঁধেন। স্থানীয় সরকারের সত্তাগুলোকে শক্তিশালী করেন।

তিনি আরও বলেন, আজকে দক্ষিণ কোরিয়া অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। আমাদেরও তাদের থেকে শিক্ষা নিতে হবে। আমাদের গ্রামের কৃষক বা জনপ্রতিনিধির পর্যাপ্ত শিক্ষাগত যোগ্যতা নাও থাকতে পারে, কিন্তু তাকে উপেক্ষা করা যাবে না। একক প্রচেষ্টায় কখনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায় না। দেশের সামগ্রিক উন্নয়নের জন্য সম্মিলিত প্রচেষ্টা জরুরি।

প্রশিক্ষণ অনুষ্ঠানে জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউটের মমহাপরিচালক মনোজ কুমার রায়ের সভাপতিত্বে উক্ত উদ্বেধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (স্থানীয় সরকার বিভাগ এবং এনপিডি) মোহা. শের আলী, ইউএনডিপি বাংলাদেশের উপ-আবাসিক প্রতিনিধি সোনালী দয়ারাত্ন।

;

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু রোববার



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রোববার (২ জুন) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এবারও শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে।

গত ২৮ মে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি ও সার্বিক প্রস্তুতি নিয়ে রেলভবনে সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী জিল্লুল হাকিম একথা জানান।

রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ১২ জুনের আসন বিক্রি হবে ২ জুন; ১৩ জুনের আসন বিক্রি ৩ জুন; ১৪ জুনের আসন বিক্রি ৪ জুন; ১৫ জুনের আসন বিক্রি ৫ জুন; ১৬ জুনের আসন বিক্রি ৬ জুন। এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ আসন যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।

সভার কার্যবিবরণীতে দেখা যায়, এবারও ঈদে ট্রেনের সব আসন অনলাইনে অগ্রিম বিক্রি হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের আসন সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের আসন দুপুর ২টা থেকে বিক্রি করা হতে পারে।

;

বাড়ি ফিরেছেন ঘূর্ণিঝড় রিমালে নিখোঁজ হওয়া ৩ জেলে



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে ঘূর্ণিঝড় রিমালের কবলে পড়া নিখোঁজ সেই তিন জেলে বাড়ি ফিরেছেন।

শনিবার (১ জুন) সকাল ৮টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের চন্ডিপুর এলাকার ৩ জেলে জীবিত এবং সুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসেন। এতে স্বস্তি ফিরেছে তাদের পরিবারে।

ফিরে আসা জেলে হায়দার আলী জানান, ২৫ মে পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের কোবাদক ফরেস্ট স্টেশন থেকে পাস (অনুমতিপত্র) নিয়ে পদ্মপুকুর এলাকার সাইদুল, মাকছুদুল, বাসার, লিফন ও আয়ুব আলীসহ তারা দুটি নৌকা নিয়ে সুন্দরবনের ভেতরে নদীতে মাছ ধরতে যান। সুন্দরবনে পৌঁছে তারা দুটি নৌকায় ভাগ হয়ে মাছ ধরতে থাকেন। ২৬ মে ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানার পর তাদের নৌকাটি (সাইদুল, হায়দার ও লিফন থাকা নৌকা) ঝড়ের কবলে পড়ে। পরে তারা সুন্দরবনের ভেতরে আশ্রয় নেন। গহীন সুন্দরবনে নেটওয়ার্ক না থাকায় তারা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন। এসময় তারা তাদের পরিবার কিংবা অন্য কারো সাথে মোবাইলে যোগাযোগ করতে পারেননি। দীর্ঘ ছয়দিন পর আজ তারা অন্য জেলে নৌকার সহযোগিতায় বাড়িতে ফিরেছেন।

পদ্মপুকুর ইউনিয়নের চন্ডিপুর এলাকার স্থানীয় ইউপি সদস্য শেখ জামাল উদ্দিন জানান, নিখোঁজ তিন জেলে জীবিত এবং সুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসায় তাদের পরিবারে স্বস্তি ফিরে এসেছে।

প্রসঙ্গত, গত ২৫ মে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে ঘূর্ণিঝড় রিমালের কবলে পড়ে নিখোঁজ হয়েছিলেন পদ্মপুকুর ইউনিয়নের চন্ডিপুর এলাকার ৩ জেলে। 

;