বিএনপি ভাঙবে না, ঘুরে দাঁড়াবে: শওকত মাহমুদ



স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম
চট্টগ্রামে ঘরোয়া বৈঠকে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক শওকত মাহমুদ / ছবি: বার্তা২৪

চট্টগ্রামে ঘরোয়া বৈঠকে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক শওকত মাহমুদ / ছবি: বার্তা২৪

  • Font increase
  • Font Decrease

দলের দুঃসময়ের মাঝে তৃণমূল নেতাকর্মীরা শত নির্যাতন, নিহত ও পালিয়ে বেড়ালেও সরকারের প্রলোভনে আত্মসমর্পণ করেনি বলে দাবি করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক শওকত মাহমুদ।

তিনি বলেছেন, ‘আমরা গর্ব করে বলতে পারি তৃণমূল নেতাকর্মীরাই আমাদের গর্ব ও প্রাণ। এই অহংকারে বলতে পারি আওয়ামী লীগ যতই বলুক বিএনপি কখনই ভাঙবে না, গণতন্ত্রের পুনরুদ্ধারে বিএনপির জায়গায় বিএনপি থাকবে। বিএনপি আবার ঘুরে দাঁড়াবে।’

বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টায় চট্টগ্রামের নাসিমন ভবনে দলের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দলের সঙ্গে ঘরোয়া বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে মহানগর শাখার সহ-সভাপতি আবু সুফিয়ানসহ অনেক নেতাকর্মী উপস্থিত থাকলেও সদ্য কারামুক্ত নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনকে দেখা যায়নি।

উল্লেখ্য, একাদশ সংসদে নির্বাচনকে ঘিরে দলটির শত শত নেতাকর্মী গায়েবি মামলাসহ বিভিন্ন নির্যাতনের অভিযোগ জানিয়ে আসছে। দলের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের দূরত্বের জেরে নির্বাচনের আন্দোলনের ফসল ঘরে তুলতে ব্যর্থ হয় বলেও দাবি ওঠে। একই সঙ্গে নতুন করে করণীয় বিষয়ে মির্জা ফখরুল, স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য দল পুর্নগঠনে সরব হন। এমন পরিপ্রেক্ষিতে দলের বোঝাপড়া নির্ধারণে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) ছয় দলের একটি প্রতিনিধি দল চট্টগ্রামে আসে।

বৈঠকে আলোচনার পূর্বে শওকত মাহমুদ সাংবাদিকদের অভিযোগ করে বলেন, ‘সরকারের মিডনাইটে কারচুপির মাধ্যমে ইলেকশনে গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে। জনগণকে ভোটাধিকার থেকে দূরে রেখে, পোলিং এজেন্টদের গ্রেফতার করে পৃথিবীর ইতিহাসে কলঙ্কের নির্বাচন উপহার দিয়েছে। নির্বাচনে শত শত নেতাকর্মী আহত, এলাকা ছাড়া ও গায়েবি মামলার গ্রেফতার হয়েছেন। তাদের বিষয়ে খোঁজ-খবর নিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের এখানে পাঠিয়েছেন। কারণ তারেক রহমান নির্দেশ দিয়েছেন তৃণমূল নেতাকর্মী সোজা হয়ে দাঁড়ালে, বিএনপি দাঁড়াবে। এই লক্ষে মহানগর থেকে শুরু করে পর্যায়ক্রমে সকল স্তরের নেতাকর্মীদের সঙ্গে কথা বলব। ইনশাআল্লাহ, একদিন বিএনপি ঘুরে দাঁড়াবে।’

বৈঠকে অংশ নেওয়া নেতাকর্মীদের প্রাণবন্ত ও খোলা মন নিয়ে কথা বলার আহ্বান জানানো হয়। বিকেলে একই সঙ্গে দক্ষিণ জেলা বিএনপির সাথে বৈঠকে কথা রয়েছে শওকত মাহমুদের। নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান সভাপতিত্বে বৈঠকে নগর বিএনপির নেতাকর্মী ছাড়াও বিভিন্ন ওয়ার্ড ও মহিলা দলের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদলের মধ্যে দলটির নির্বাহী কমিটির সাংস্কৃতিক সম্পাদক তাকদীর হাসেন জসিম, ধর্মবিষয়ক সম্পাদক গোণেশ, নির্বাহী কমিটির সদস্য হাসানুর রশিদ, মাহফুজুর রহমান রয়েছে।

   

বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, সাভার (ঢাকা)
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

সাভারের আশুলিয়ায় একটি বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মুখ ও মাথায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে। নিহত নারীর নাম আনজু খাতুন (৩১)। তিনি গাইবান্ধা জেলার সদর থানার ঘাগোয়া ইনিয়নের মৃত মনোয়ার হোসেনের মেয়ে।

নিহত আনজু খাতুন আশুলিয়ার নরসিংহপুরের হা-মীম গ্রুপের একটি পোশাক কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন।

শুক্রবার (২৬ এপ্রিল) সকালে সাভারের আশুলিয়ার কাঠগড়া নয়াপাড়া এলাকার একটি বাঁশবাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, ওই এলাকার একটি বাঁশবাগানের ভেতর নারী পোশাক শ্রমিকের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। কেউ তাকে হত্যা করে ওই স্থানে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ভজন চন্দ্র রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ হত্যাকান্ডের কারন উদঘাটনের চেষ্টা করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

;

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

লালমনিরহাট জেলার পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ এপ্রিল) ভোরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালংগী বিওপি (৬১ বিজিবি) থেকে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

বিএসএফের গুলিতে নিহত আবুল কালাম উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত অপির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে সাত-আটজনের একটি গরু পাচারকারীর দল ঝালংগী বিওপি (৬১ বিজিবি) থেকে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে পকেট পাড়া নামক স্থানে যায়। হঠাৎ ১৬৯ ডুরাডাবড়ী বিএসএফ ক্যাম্পের টহলদল সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয় আবুল কালাম। সঙ্গে থাকা অন্যরা উদ্ধার করে বাংলাদেশের অভ্যন্তরে এনে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বার্তা ২৪ কমকে জানান, সীমান্তে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছে। মরদেহ উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

;

লালমনিরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত 



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট
ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

  • Font increase
  • Font Decrease

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শাহিন মিয়া নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১০টায় ঢাকা-বুড়িমারী মহাসড়কের বুড়িমারী ইউনিয়নের কল্লাটারী উচা ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন মিয়া উপজেলার বুড়িমারী স্টেশনপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা গেছে, মোটরসাইকেল চালক ও আরোহীসহ ২ জন পাটগ্রাম থেকে বুড়িমারী যাওয়ার সময় উপজেলার বুড়িমারী ইউনিয়নের কল্লাটারী উচা ব্রিজ এলাকায় বুড়িমারী-লালমনিরহাটগামী পাকা রাস্তায় পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।

আহতরা হলেন উপজেলার একই ইউনিয়নের স্টেশনপাড়া এলাকার আব্দুল মালেক ছেলে ওলিউর রহমান অলু (৪০) ও আব্দুল খলিলের ছেলে রফিকুল ইসলাম (৪৫)। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় বলে জানিয়েছেন পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিকেল অফিসার।

বুড়িমারী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হাসানুজ্জামান বলেন, পাটগ্রামে থেকে আসার পথে কল্লাটারী উচা ব্রিজে কয়েকজন লোককে পড়ে থাকতে দেখতে পাই। গাড়ি থেকে নেমে দেখি একজন মারা গেছেন আর দুজন মোটরসাইকেলসহ পড়ে আছে।

এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কল্লাটারী উচা ব্রিজ এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শাহিন নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে দুজন আহত হয়েছেন।

;

তেঁতুলিয়ায় জমিতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পঞ্চগড়
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বোরো ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুরাদ হোসেন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ এপ্রিল) সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের মহল্লাল জোত গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মুরাদ দেবনগর ইউনিয়নের মিজানুর রহমানের ছেলে। সে ছোট থেকে মহল্লা জোত গ্রামে নানা আজিজুলের বাড়িতে থাকতেন।

স্থানীয়রা ও পুলিশ জানায়, মুরাদ সকালে তেঁতুলিয়ার বাইপাস এলাকার বাংলা টি নিকটস্থ এলাকায় বৈদ্যুতিক মোটরে বোরো ক্ষেতে পানি দিতে যান। ওই সময় বৈদ্যুতিক তার হাতে জড়িয়ে পড়লে স্পৃষ্ট হয়ে তারসহ পানিতে পড়ে যান। এতে করে ক্ষেতের পানিও বিদ্যুতস্পৃষ্ট হলে ঘটনাস্থলে সে মারা যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

;