শীঘ্রই অনলাইন নীতিমালা প্রণয়ন করা হবে: তথ্যমন্ত্রী



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তথ্যমন্ত্রী/ ছবি: বার্তা২৪

সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তথ্যমন্ত্রী/ ছবি: বার্তা২৪

  • Font increase
  • Font Decrease

ভুঁইফোড় ও নামসর্বস্ব অনলাইন নিউজ পোর্টাল ও টিভির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানালেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ভূুঁইফোড় সংবাদ মাধ্যম নিয়ে সংবাদিকদের উদ্বেগ ও উৎকণ্ঠা নিরসনের লক্ষ্যে প্রথমদিন থেকে আমি কাজ করছি। শীঘ্রই অনলাইন সাংবাদ মাধ্যমের নীতিমালার প্রণয়ন করা হবে। রেজিস্ট্রশনের আওতায় এনে যাবতীয় বিষয় তদারকি ও যাচাই-বাছাই শেষে পরামর্শ মোতাবেক কাজ করা হবে।

মন্ত্রিসভায় শপথ গ্রহণের পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫জানুয়ারি) সকালে একটি প্লেনে ঢাকা থেকে চট্টগ্রামে আসেন তথ্যমন্ত্রী। বিমান বন্দরে ড. হাছান মাহমুদকে সংবর্ধনা দেওয়া হয়। পরে বেলা সাড়ে ১১ টায় সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় মন্ত্রীর বক্তব্য শেষে সাংবাদিকদের পক্ষ থেকে অনলাইন গণমাধ্যমের দৌরাত্ম্য ও হয়রানি বিষয়ে জোর আপত্তি তোলা হয়। একইসাথে নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন ও তদারকি নিয়ে সরকারের অবস্থান জানতে চাওয়া হয়। মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে অনলাইন সাংবাদিকতার বিষয়ে সরকারের দৃঢ় অবস্থান ও পদক্ষেপের কথা জানান।

হাছান মাহমুদ বলেন, অনলাইন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিস্তৃতি বর্তমান সমাজের বাস্তবতা। শুধুমাত্র বাংলাদেশেই নয়, সমগ্র পৃথিবীতে প্রসার ঘটেছে। এই প্রসার বন্ধ করা সঠিক নয়। কিন্তু এটি যাতে সঠিক হয়, নিয়ম-নীতির মধ্যে হয় সেই কাজটি করা হলো আমাদের লক্ষ্য। আপনারা সাংবাদিক বন্ধুরা যথার্থই বলেছেন; অনেকে ঘরে বসে অনলাইন চালু করেছে। নীতিমালার মধ্যে রেজিস্ট্রেশনের আওতায় আনা হলে বিপুল পরিমাণ অনলাইন বন্ধ হয়ে যাবে। আমার পূর্বসূরী (হাসানুল হক ইনু) সেই কাজের অনেকটুকু এগিয়ে নিয়ে গেছেন, আমি সেই কাজটিকে সম্পন্ন করব ইনশাআল্লাহ। এছাড়া অনুমোদন ছাড়া কোনো অনলাইন টেলিভিশন থাকতে পারবে না। এটিকেও নীতিমালায় আনা হবে। এক্ষেত্রে সাংবাদিকদের পরামর্শ ও সহায়তা নেওয়া হবে।

নবম ওয়েজবোর্ডের বিষয়ে মন্ত্রী বলেন, আমি গতকাল সোমবার (১৪জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে বলেছি এটি যত দ্রুত সম্ভব বাস্তবায়নের জন্য কাজ করব। অনেকগুলো ধাপ অতিক্রম করতে হবে। ২৮ জানুযারি, এই সময়সীমার মধ্যে এর বাস্তবায়নে কাজ করব। বর্তমান ওয়েজবোর্ডে টেলিভিশন নাই, আমি ব্যক্তিগতভাবে বলেছি টেলিভিশনকেও অন্তর্ভুক্ত করা হবে। আর কেউ বাস্তবায়নের ঘোষণা দিয়ে প্রণয়ন করছে কিনা তাও তদারকি করা হবে।

এ সময় সংরক্ষিত মহিলা আসনে দলীয় মনোনয়ন দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, তিনি (প্রার্থী) কতদিন ধরে দল করছেন, দলের প্রতি তার অবস্থান এবং কমিটমেন্ট বিবেচনা করে তাকে মনোনয়ন দেওয়া হয়। নারী সংরক্ষিত আসনের ক্ষেত্রে একই মানদণ্ড বজায় রেখে নির্ধারণ করা হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে নগর আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মাহতাব উদ্দিন, সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুছ সালাম বক্তব্য রাখেন।

   

মেট্রোরেলে ভ্যাট বসানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ এমডি'র



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

সরকারের কাছে মেট্রোরেলে ভ্যাট বসানোর সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।

তিনি বলেন, মেট্রোরেলের ওপর ভ্যাট বসানোর সিদ্ধান্ত হয়েছে। জুলাই থেকে ১৫ শতাংশ ভ্যাট কার্যকর হবে। এই ভ্যাট কার্যকর হলে ডিএমটিসিএলের ওপর চাপ বাড়বে। তখন এই ভ্যাট যাত্রীদের কাছ থেকে আদায় করতে হবে।

রোববার (১৯ মে) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) আয়োজিত ঢাকা মেট্রোরেলের ব্রান্ডিং সেমিনারে তিনি এসব কথা বলেন।

এম এ এন সিদ্দিক বলেন, এর আগে মেট্রোরেলে ভ্যাট বসানো হয়েছিল। তখন কথা বলে জুন পর্যন্ত স্থগিত রাখা হয়। এখন সেটা আবার ১ জুলাই থেকে কার্যকরের কথা বলা হচ্ছে। যদি ভ্যাট দিতে হয় তাহলে এটি যাত্রীর দিতে হবে। তাই এটি রিভিউ করার জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি।

তিনি বলেন, মেট্রোরেল চালু করার পর থেকে এ পর্যন্ত বিদ্যুতের দাম তিনবার বেড়েছে। কিন্তু মেট্রোরেলের ভাড়া বাড়ানো হয়নি। এখন ভ্যাট যুক্ত হলে ভ্যাটের টাকা যাত্রীদেরকে দিতে হবে। কারণ মেট্রোরেলের পক্ষে এটি বহন করা সম্ভব না। ফলে মেট্রোরেলের ভাড়ার পরিমাণ বেড়ে যাবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিনুল্লাহ নূরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজওয়ান আহমেদ তৌফিক, জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, জাইকা বাংলাদেশে প্রতিনিধি ইচিগুচি তোমোহোদি।

;

সংসদ সদস্য আনোয়ারুল নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার ডিবি কার্যালয়ে



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে গিয়ে গত ৩-৪ দিন ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন পরিবার ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গেছেন।

সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ রোববার (১৯ মে) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১১ মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে যান। কিন্তু গত ৩-৪ দিন ধরে পরিবারের সদস্যরা তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি।

তিনি জানান, বিষয়টি প্রধানমন্ত্রীকে অবগত করানো হয়েছে। সরকারের বিভিন্ন গোয়েন্দা বিভাগ বিষয়টি তদারকি করছে।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বলেন, বিষয়টি তার পরিবার আজকেই আমাকে জানিয়েছে। তিনি এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে জানাবেন।

কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু আজিফ জানান, স্থানীয় এমপির নিখোঁজ থাকার খবর লোকমুখে শুনেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।

আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য। তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা তিনবার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

;

রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএফের ৩ সদস্য নিহত



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বান্দরবান
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কুকি চিন ন্যাশনাল আর্মি’র (কেএনএ) তিন সদস্য নিহত হয়েছেন।

রোববার (১৯ মে) দুপুরে রুমা উপজেলায় এ ঘটনা ঘটে। এ সময় অস্ত্র, বেতার যন্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে সেনাবাহিনী।

বিস্তারিত আসছে...

;

ভ্যাট আরোপের সিদ্ধান্ত ভুল, বসলে মেট্রোরেলের সুনাম নষ্ট হবে: কাদের



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

এনবিআর মেট্রোরেলের উপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করেছে। এটা হতে পারেনা। ভুল সিদ্ধান্ত। ভারতে মেট্রোরেলে কি ভ্যাট আছে? ভারতে ভ্যাট নেই আমরা কেন করব? আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি। তিনি বিষয়টি বিবেচনা করবেন। 

রোববার (১৯ মে) সকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ঢাকা মেট্রোরেল এর ব্রান্ডিং সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেলে ভ্যাট বসলে মেট্রোরেলের সুনাম নষ্ট হবে। আমি মন্ত্রণালয়ে বিষয়টি তুলে ধরেছি। প্রধানমন্ত্রী বিষয়টি পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন। এই ঢাকা সিটি, যেটি শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে বিশ্বের বিস্ময়। বাংলাদেশের রাজধানী এখন ইকোনমিস্ট এর পর্যবেক্ষণে মোস্ট আন বিলিভ্যাবল সিটি অফ দ্যা ওয়ার্ল্ড।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিনুল্লাহ নূরীর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজওয়ান আহমেদ তৌফিক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক, জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, জাইকা বাংলাদেশে প্রতিনিধি ইচিগুচি তোমোহোদি।

;