মাইজভান্ডারীর ওরসে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
সংবাদ সম্মেলন / ছবি: বার্তা২৪

সংবাদ সম্মেলন / ছবি: বার্তা২৪

  • Font increase
  • Font Decrease

‘অসাম্প্রদায়িক ধর্মনীতি প্রতিষ্ঠার মাধ্যমে জনকল্যাণ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপমহাদেশের বরেণ্য সুফি সাধক শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডরীর ১১৩তম ওরস উপলক্ষে ১০ দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে তার অনুসারীরা।

বুধবার (৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে তার নামের ওপর প্রতিষ্ঠিত ট্রাস্ট এসজেড়এইচএম’র পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এতে ট্রাস্টের পক্ষে সচিব এ এন এম এ মোমিন লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, ‘যুগে যুগে নবী রাসুল, তাবেঈন, ইমাম ওলী, হাদী, মুর্শেদ আর্বিভূত হয়ে পৃথিবীর সকল অঞ্চলে ইসলামের প্রচার ও প্রসার ঘটিয়েছেন। এরই ধারাবাহিকতায় গাউসুল আযম হযরত শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী বাংলাদেশের পবিত্র ত্বরীকা-ই মাইজভাণ্ডরীর প্রর্বতন করেন। তার নাম অনুযায়ী এই ট্রাস্টের উদ্যোগে ১০দিন ব্যাপী দিনী কর্মসূচি নেওয়া হয়েছে। এর মাধ্যমে সমাজে সাম্প্রদায়িক চিন্তা-চেতনা, সংঘাত-বিভেদ, ফিতনা-ফাসাদ ও রক্তপাতের মতো ঘৃণ্য কর্মকাণ্ড দূর হয়ে সমাজে আনন্দময় পরিবেশ সৃষ্টি হবে।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ১৪ জানুয়ারি চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে ১৭ পর্বের যাকাত বিতরণ, ১৫ জানুয়ারি বিকেল ৩টায় নগরীর বিবিরহাট এলাকায় ট্রাস্টের মিলনায়তনে ‘আধুনিক প্রযুক্তির ব্যবহার: ধর্মীয় মূল্যবোধ এবং বর্তমান সমাজ’ শীর্ষক এবং ট্রাস্টের মহিলা সংগঠন ‘আলোর পথে’ উদ্যোগে মহিলা মাহফিল, চায় টায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মিলন, ১৭ জানুয়ারি বেলা ১১ টায় নগরীর বহদ্দারহাট এলাকায় ডিউ মিলনায়তনে ট্রাস্ট্রের উদ্যোগে মেধা বৃত্তি প্রদান, ১৮ জানুয়ারি সকাল নয়টায় নগরীর নাসিরাবাদ এলাকায় যুগপূর্তি উৎসব, ১২তম শিশু-কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণী, মসজিদে কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল।

১৯ জানুয়ারি বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাবে আধুনিক সমাজ গঠনে আলিমদের ভূমিকা ও গাউসুল আযম মাইজভাণ্ডরীর দর্শক শীষক উলামা সমাবেশ, ১৯ ও ২০ জানুয়ারি ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন সকল শিক্ষা প্রতিষ্টানে শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা আলোচনা ও র‌্যালি আয়োজন।

২২ জানুয়ারি গাউসিয়া হক মনজিলের উদ্যোগে ফটিকছড়ি উপজেলায় রেজিস্ট্রাড এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে একবেলা খাবার সরবরাহ এবং ২৩ জানুয়ারি দেশর জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, ইসলামী ইতিহাস ও ঐতিহ্য সম্বলিত দূর্লভ চিত্র ও ভিডিও প্রদর্শনী ছাড়াও নগরীর মুরাদপুর হতে মাইজভাণ্ডার শরীফ পর্যন্ত বিআরটিএ বিশেষ বাস সার্ভিস, উপদেশমূলক দিক নিদের্শনা সম্বলিত প্রচার, বিশুদ্ধ পানী, অস্থায়ী টয়লেটের ব্যবস্থা করা। সর্বশেষ ২৪ জানুয়ারি পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচির মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে ট্রাস্টের মিডিয়া উপদেষ্টা ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, প্রশাসনিক কর্মকর্তা তানভীর হেসাইন ও মোহাম্মদ নূরুল মোস্তফা উপস্থিত ছিলেন।

   

মানিকগঞ্জের ২ উপজেলা পরিষদে বিজয়ী যারা



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠ পরিবেশে সম্পন্ন হয়েছে মানিকগঞ্জের সিংগাইর ও হরিরামপুর উপজেলা পরিষদের ভোটগ্রহণ। এই দুই উপজেলায় সকালের দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। সিংগাইরে ৩০ শতাংশের কিছুটা বেশি ভোট পড়লেও হরিরামপুরে ভোট পড়েছে ৪৪ দশমিক ৪৫ শতাংশ ভোট।

সিংগাইরে বেসরকারি ফলাফলে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কাপ পিরিচ প্রতিকের সায়েদুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আনারস প্রতীকের আব্দুল মাজেদ খান। এছাড়া তালা প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. রমিজ উদ্দিন এবং মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন হাঁস প্রতীকের আনোয়ারা খাতুন।

হরিরামপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোটরসাইকেল প্রতিকের দেওয়ান সাইদুর রহমান এবং ভাইস-চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন বই প্রতীকের মো. বিল্লাল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন ফুটবল প্রতীকের শামিমা আক্তার চায়না।

;

কুষ্টিয়ায় আবারও আতাউর রহমান ও খোকসায় মাসুম নির্বাচিত



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

কুষ্টিয়ার সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা এবং খোকসা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আল মাসুম মোর্শেদ শান্ত।

বুধবার (৮ মে) বেসরকারি ফলাফলে এ তথ্য জানা যায়।

জানা গেছে,সদর উপজেলায় আতাউর রহমান আতা ৬৭ হাজার ৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন  (আওয়ামী লীগ)। নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু আহাদ আল মামুন (বাংলাদেশ জনতা পার্টি) প্রাপ্ত ভোট ৩ হাজার ৪৮৬ ভোট।

ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আবু তৈয়ব বাদশা। তার প্রাপ্ত ভোট ৪৭ হাজার ২৮৯ ভোট। নারী ভাইস চেয়ারম্যান বিজয়ী লতা খাতুনের প্রাপ্ত ভোট ৪২ হাজার ৮৭৯ টি।

খোকসা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আল মাসুম মোর্শেদ শান্ত প্রাপ্ত (আওয়ামী লীগ) প্রাপ্ত ভোট ২৫ হাজার ১০১ ভোট। নিকটতম প্রার্থী বাবুল আকতার পেয়েছেন ১৯ হাজার ৬৩৯ টি।

এদিকে আবারও সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা বিজয়ী হওয়ায় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান। রাতে বিজয়ী হওয়ার পর আতাউর রহমান আতাকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা তাতী লীগের সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক হারুন অর রশীদ। 

;

বাকেরগঞ্জে রাজিব-সাইফুর-জাহানারা নির্বাচিত



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

বাকেরগঞ্জ উপজেলায় চেয়াম্যান নির্বাচিত হয়েছেন রাজিব আহম্মেদ। এছাড়া ভাইস চেয়ারম্যান মো. সাইফুর রহমান ও নারী ভাইস চেয়ারম্যান পদে জাহানারা বেগম নির্বাচিত হয়েছে।

উপজেলার ২৪ দশমিক ৬ ভাগ ভোট দিয়েছে। চেয়ারম্যান পদে কাপ-পিরিচ প্রতীক নিয়ে রাজিব আহম্মেদ তালুকদার পেয়েছেন ৩৭ হাজার ৫৪৯ ভোট। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিশ্বাস মুতিউর রহমান আনারস প্রতীক নিয়ে পান ৩৫ হাজার ১৫৪ ভোট। এ উপজেলায় কামরুল ইসলাম খান মোটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২৮৩ ও ফিরোজ আলম খান দোয়াত কলম প্রতীক নিয়ে পান এক হাজার ৫১ ভোট।

;

বরিশাল সদর উপজেলায় মালেক-জসিম-হেপি নির্বাচিত



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বরিশাল সদরে ভোট সম্পন্ন হয়েছে। বুধবার (৮ মে) সকাল ৮ থেকে বিকেল চারটা পর্যন্ত দুই উপজেলায় এ ভোট হয়। রিটার্নিং কর্মকর্তা বরিশাল জেলার জ্যেষ্ঠ নির্বাচন অফিসার ওহিদুজ্জামান মুন্সী জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে। বরিশাল সদর উপজেলায় শতকরা ৩৬ ভাগ ভোট পড়েছে।

সদর উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন কাপ-পিরিচ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুল মালেক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোটর সাইকেল প্রতীকের প্রার্থী এসএম জাকির হোসেন। নির্বাচিত আব্দুল মালেক পেয়েছেন ১৯ হাজার ৭০৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন পান ১৭ হাজার ৩১৪ ভোট। এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহমুদুল হক খান মামুন পেয়েছেন ১৪ হাজার ১৪১ ভোট, ঘোড়া প্রতীকের মাহবুবুর রহমান মধু ১১ হাজার ১৭০ ভোট ও দোয়াত কলম প্রতীকের ৭ হাজার ৮৬৮ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জসিমউদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বই প্রতীকের মাহিদুর রহমান। এ পদের হাদিস মীর তৃতীয় ও শহিদ মোহাম্মদ শাহনেওয়াজ চতুর্থ।

নারী ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন এ্যাড হালিমা বেগম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হাস প্রতীকের নেহার বেগম।

;