নাশকতা মামলায় মৃত ব্যক্তিরাও আসামি



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

  • Font increase
  • Font Decrease

কুষ্টিয়া: মো. কায়েম শেখ। কুমারখালী উপজেলার ভাড়রা গ্রামের বাটুন শেখের ছেলে। ২০০৬ সালে মারা গেছেন। কিন্তু কুমারখালী থানায় গত ২১ সেপ্টেম্বর দায়েরকৃত নাশকতা মামলার ৪১নং আসামি হয়েছেন তিনি।

একই উপজেলার কৃষকদলের সদস্য সচিব প্রফেসর হারুন-অর রশিদ। হারুন-অর রশিদ অসুস্থ স্ত্রীর চিকিৎসা করাতে প্রায় দেড় মাস আগে ভারতের ভেলোরে গেছেন। বর্তমানে তিনি সেখানেই রয়েছেন। গতকাল ২৫ সেপ্টেম্বর কুমারখালী থানায় নাশকতার মামলায় ৫৪নং আসামি করা হয়েছে তাকে। যার মামলা নং ৩০।

খোঁজ নিয়ে জানা যায়, কুষ্টিয়ায় গত ২৫ দিনে ২৮টি নাশকতার মামলা করেছে পুলিশ। জেলার সাত থানায় দায়ের করা এসব মামলায় আসামি হয়েছেন বিএনপি-জামায়াতের সহস্রাধিক নেতাকর্মী।

মৃত কায়েম শেখ ও প্রফেসর হারুন-অর রশিদের মতো আসামির তালিকায় রয়েছে হজে থাকা ব্যক্তিরাও। আসামি হয়েছেন একাধিক বিএনপি নেতা। আবার অনেক আগে থেকে জেলে আছেন এমন ২ জন কর্মীকে আসামি করেছে পুলিশ।

একইভাবে কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আরব আলীকে আসামি করা হয়েছে। অথচ ৬ মাস আগে তিনি রোগে আক্রান্ত হয়ে মারা যান। আরব আলী হরিনারায়ণপুর ইউনিয়নের পদ্মনগর গ্রামের আমোদ আলীর ছেলে। গত ২২ সেপ্টেম্বর ইবি থানার ১২নং নাশকতা মামলার ৩ নাম্বার আসামি হয়েছেন মৃত আরব আলী।

দৌলতপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম রেজা। গত ২০ সেপ্টেম্বর দৌলতপুর থানায় দায়েরকৃত নাশকতা মামলার ১৮ নং আসামি হয়েছেন এই নেতা। যার মামলা নাম্বার-৪১। অথচ ওই সময় তিনি ভারতে একটি জটিল অপারেশন করে বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন।

ভেড়ামারা পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম। ৩১ আগস্ট ভেড়ামারা থানায় নাশকতা মামলার আসামি হয়েছেন তিনি। অথচ ওই সময় তিনি হজ পালনে সৌদি আরব ছিলেন।

দৌলতপুর উপজেলা বিএনপির ২ কর্মী শিপন ও জাপান জেলে রয়েছেন। জেলে থাকা অবস্থায় নতুন করে তাদের নামে নাশকতার মামলা দিয়েছে পুলিশ। এছাড়া বিএনপি কর্মী ইয়াকুর আলী দীর্ঘদিন মালয়েশিয়া আছেন। তার নামেও পুলিশ মামলা দিয়েছে।

গত ৩১ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত জেলার ৭ থানায় এ ধরনের ২৮টি নাশকতার মামলা করেছে পুলিশ। এর মধ্যে খোকসা-কুমারখালী থানায় ৯টি মামলা হয়েছে। মামলায় আসামি হয়েছেন ৪২৮ জন। এদের মধ্যে পুলিশ ৬২ জনকে গ্রেফতার করেছে।

কুষ্টিয়া মডেল ও ইবি থানায় হয়েছে ১০টি মামলা। এই দুই থানায় মামলার আসামি হয়েছেন ৩৬২ জন। আটক করা হয়েছে ৯৫ জনকে। দৌলতপুরে ৫টি নাশকতার মামলা করেছে পুলিশ। এই ৫ মামলায় আসামি আছেন ২০০ জন। আটক করা হয়েছে ২৮ জনকে এবং মিরপুর-ভেড়ামারায় ৫টি মামলা হয়েছে। ওই সকল মামলায় আসামি হয়েছেন ১৬৫ জন। পুলিশ ১৭ জনকে আটক করেছে।

জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী বার্তা২৪.কমকে জানান, কাল্পনিক এসব মামলার এজাহার অনেকটা একই রকম। শুধু মামলায় আসামির নাম ও স্থান আলাদা।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন বার্তা২৪.কমকে জানান, জেলাজুড়ে গণ গ্রেফতার চলছে। মামলা পর মামলা দিয়ে শত শত নেতাকর্মীকে আসামি করা হচ্ছে। প্রতি রাতে নেতাকর্মীদের বাড়িতে হানা দিচ্ছে পুলিশ। এভাবে মামলা ও গণগ্রেফতার করে বিএনপিকে দমানো যাবে না।

এ ব্যাপারে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বার্তা২৪.কমকে জানান, নাশকতার পরিকল্পনা ও প্রস্তুতি নেয়ার সময় বেশ কিছু নেতাকর্মীকে আটক করা হয়েছিল। তাদের স্বীকারোক্তিতে এজাহারে অনেকের নাম এসেছে। তবে যদি মৃত বা দেশে নেই এমন কোনো ব্যক্তির নাম এজাহারে থাকে, তাহলে তদন্তের মাধ্যমে তাদের নাম বাদ দেয়া হবে।

   

আইএবি অ্যাওয়ার্ডস ২০২৩ পেল ‘নাফ-ডরমেটরি টেকনাফ প্রকল্প'



নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

স্থাপত্য ও নকশায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সম্প্রতি ‘আইএবি অ্যাওয়ার্ডস ২০২৩’ প্রদান করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব আর্কিটেক্টস (আইএবি)। এ বছর পুরস্কার পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম ছিল ‘নাফ-ডরমেটরি টেকনাফ প্রকল্প'।

উদ্ভাবনী নকশা ও দূরদর্শী নেতৃত্বের কারণে অনন্য স্থাপত্য হিসেবে গড়ে উঠেছে ‘নাফ-ডরমেটরি টেকনাফ প্রকল্প'। এর স্বীকৃতি হিসেবে প্রকল্পটির স্থপতি মোহাম্মদ এহসানুল আলম, মামুনুর রশিদ চৌধুরী ও সায়মা শারমিন নিপা আইএবি পুরস্কার পেয়েছেন। এই যুগান্তকারী প্রকল্প বাস্তবায়নের উদ্যোগে নেতৃত্ব দিয়েছিলেন ইউনাইটেড গ্রুপের প্রয়াত পরিচালক নাসিরুদ্দিন আকতার রশীদ। প্রকল্পের সঙ্গে যুক্ত প্রত্যেকের একাগ্রতা ও অক্লান্ত পরিশ্রমের প্রতিফলন ঘটেছে আইএবি পুরস্কার প্রাপ্তিতে।

নাফ ডরমেটরি প্রকল্পটি বাংলাদেশের সর্বদক্ষিণে নাফ নদীর তীরে ২৭ একর জমির ওপর অবস্থিত। উদ্ভাবনী নকশা এবং স্থাপত্যের কারণে আমদানি-রপ্তানি পণ্যের আনা-নেয়ার ক্ষেত্রে কম সময় লাগছে। বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে সংযোগ ও বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে যা অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে ভূমিকা রাখছে।

নাফ ডরমেটরির মাধ্যমে আর্থ-সামাজিক অবকাঠামোর অগ্রগতি এবং বাংলাদেশ ও বহির্বিশ্বে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে ইউনাইটেড গ্রুপের যে প্রতিশ্রুতি, তার প্রতিফলন ঘটেছে।

;

খুলনা বাদে ৭ বিভাগে বৃষ্টির সম্ভাবনা



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

খুলনা বাদে বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস। 

রোববার (৫ মে) আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে জানানো হয়, খুলনা বাদে দেশের ৭ বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়াও পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামীকাল সোমবার ও পরদিন মঙ্গলবার সারাদেশে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সোমবার সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা কমতে পারে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবারও সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরবর্তী পাঁচ দিনে সারাদেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

;

উপজেলা নির্বাচন

কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের ভাইয়ের মনোনয়ন বাতিল



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই মো. শাহাদাত হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রোববার (৫ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইসমাঈল বলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী শাহাদাত হোসেন মনোনয়নপত্র হলফনামায় চারটি মামলার তথ্য গোপন করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, মনোনয়নপত্র বাতিলকৃত প্রার্থীরা আগামী ৬ মে থেকে ৮ মে জেলা প্রশাসক বরাবর প্রার্থিতা ফিরে পেতে আপিলের সুযোগ রয়েছে। আগামী ২৯ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে নোয়াখালীর সদর উপজেলা, বেগমগঞ্জ উপজেলা ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

;

নওগাঁয় বিএনপির আরও ২ নেতাকে শোকজ, এক নেত্রীকে বহিষ্কার



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নওগাঁ
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

দ্বিতীয় ধাপে নওগাঁর পোরশা উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ঘোড়া মার্কার প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশগ্রহণ করায় বিএনপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

রোববার (৫ মে) নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ দলীয় প্যাডে স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

নোটিশপ্রাপ্তরা হলেন, মুরশিদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শওকত আলী ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।

এছাড়া একই উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশগ্রহণ করায় মমতাজ বেগমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মমতাজ বেগম পোরশা উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও নওগাঁ জেলা মহিলা দলের সহ-সভাপতি।

এর আগে, গত শনিবার (৪ মে) বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মমতাজ বেগমকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কার আদেশে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন পোরশা উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে মমতাজ বেগমকে বহিষ্কার করা হলো।

;