মুশফিক অপরাজিত ৯৮, বাংলাদেশ ২৩৮; সিরিজ বাঁচবে?



এম. এম. কায়সার, স্পোর্টস এডিটর, বার্তাটোয়েন্টিফোর.কম
দুই রানের জন্য শতরান পেলেন না মুশফিক

দুই রানের জন্য শতরান পেলেন না মুশফিক

  • Font increase
  • Font Decrease

ম্যাচে ভালো করার প্রাথমিক শর্ত হিসেবে অধিনায়ক তামিম ইকবাল বলছেন-শুরুটা ভালো করতে হবে। কিন্তু সেই ভালো শুরু আর হচ্ছে কই? সিরিজের দ্বিতীয় ম্যাচেও শুরুটা বাজে হলো। শুরুতেই সেই বিপদের গর্তে পড়ে কলম্বোতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ইনিংস শেষ হলো ৮ উইকেটে ২৩৮ রানে।

১১৭ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশ ২৩৮ রানে পৌছলো মুলত সপ্তম উইকেট জুটির কল্যানে। মুশফিক রহিম ও মেহেদি হাসান মিরাজ এই জুটিতে ১৩.৪ ওভারে ৮৪ রান যোগ করেন। ৪৯ বলে ৪৩ রান করে নুয়ান প্রদীপের স্লোয়ারে মেহেদি মিরাজ আউট হলে এই জুটি ভাঙ্গে। একপ্রান্ত আঁকড়ে ধরে মুশফিক অপরাজিত ৯৮ রান করে যথারীতি এই ম্যাচেও দলের সেরা ব্যাটসম্যান।

মুশফিকের হার না মানা ৯৮ ও মেহেদি মিরাজের ৪৩ রানের ইনিংস ছাড়া বাকি সব ব্যাটসম্যান এই ম্যাচে ফেল! ডাঁহা ফেল!  

সাম্প্রতিক সময়ে তামিম ইকবালের আউটে এখন দুটো বিষয় লক্ষ্যনীয়; প্রথমত- ইনসাইড এজ হয়ে বোল্ড! দ্বিতীয়ত-উইকেটে সেট হওয়র পর আউট!

 সেই ধারাবাহিকতা রেখেই তামিম সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ফিরলেন ৩১ বলে ১৯ রান তুলে। এবং যথারীতি ইনসাইড এজ করে বোল্ড।
 
তারও আগে ফিরলেন সৌম্য সরকার। ফুলটস বলে এলবিডব্লু হয়ে। উইকেটের অনেক বাইরে থেকে নুয়ান প্রদীপের কোনাকুনি ডেলিভারির গতির কাছে হার মানেন সৌম্য। ব্যাট সময় মতো নামাতে পারেননি। বল প্যাডে লাগে। আম্পায়ার এলবিডব্লু’র আবেদনে সাড়া দেন। পেছনের ১১ ম্যাচে কোনো হাফসেঞ্চুরি নেই ওপেনার সৌম্য সরকারের।

সাকিবের তিন নম্বরের শূন্যস্থানে খেলতে নামা মোহাম্মদ মিথুন তার সেরাটা সম্ভবত খেলে এসেছেন প্রস্তুতি ম্যাচেই। ১২ রান করার পর শর্ট মিডঅনে যে কায়দায় ক্যাচ তুলে ফিরলেন তাকে ক্রিকেটীয় ভাষায় বলে-সফট ডিসমিসাল! পুরোদুস্তর বাংলায়-অনায়াসে আউট!

মাহমুদউল্লাহ রিয়াদ স্পিনার আকিলা ধনাঞ্জয়াকে উইকেট ছেড়ে স্কয়ার লেগের দিকে সরে যে ভঙ্গিতে খেললেন তাতে মনে হলো স্পিন না ভয়ঙ্কর গতির পেস বোলিং খেলছেন তিনি!
ফল- অরক্ষিত অফস্ট্যাম্প উড়ে গেলো তার নিরীহ দর্শন অফস্পিনে! ৬ রানে শেষ মাহমুদউল্লাহর ইনিংস।

সাব্বির রহমান সামনের দিকে বল ঠেলে দিয়ে যে রান নেয়ার জন্য দৌড়ালেন, সেটা আসলে রান হয় না। মুশফিক তাকে ফিরিয়ে দিলেন। নিজের ক্রিজে ফেরার শেষ চেষ্টা চালালেন সাব্বির। তবে তারচেয়েও বেশি চেষ্টা ছিলো উইকেটকিপার কুশাল পেরেইরার। পুরো শরীর শূন্যে ভাসিয়ে দিয়ে দুর্দান্ত ভঙ্গিতে সাব্বিরকে রান আউট করলেন তিনি। সাব্বির ফিরলেন ১১ রানে।

ইনিংসের ২৫ নম্বর ওভারে সাত নম্বরে ব্যাট করতে নামলেন মোসাদ্দেক হোসেন। লম্বা সময় ছিলো তার সামনে ব্যাট করার জন্য। কিন্তু বাঁহাতি পেসার ইসুরু উদানার শর্টপিচ স্লোয়ারে যে কায়দায় আউট হলেন, রিপ্লেটা দেখলে নিজেই লজ্জা পাবেন মোসাদ্দেক। ২৭ বলে করলেন মাত্র ১৩ রান।  বড় একটা সুযোগ নষ্ট করলেন।
 
৩২ ওভারে ১১৭ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশের ইনিংস শঙ্কায় পড়ে।  স্কোরবোর্ডে দুশো রানও জমা হবে কিনা- সেই দুঃশ্চিন্তায় ড্রেসিংরুমে নখ কামড়ানো শুরু।

মুশফিক ও মেহেদি হাসান মিরাজের ব্যাটে সেই শঙ্কা কাটিয়ে উঠলো বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ওয়ানডেতেও ব্যাট হাতে ধারাবাহিক পারফর্মার মুশফিক রহিম। ওয়ানডে ক্যারিয়ারে ৬ হাজার রানের কোটা পার করা এদিন মুশফিক করলেন অপরাজিত ৯৮।

প্রেমাদাসার উইকেট গড়পড়তা রানই যেখানে ৩১৪। সেখানে মাত্র ২৩৮ রানের সঞ্চয় নিয়ে বাংলাদেশ কি সিরিজ বাঁচাতে পারবে?

পারবে। যদি বোলিংয়ে অসাধারণ কিছু করে বাংলাদেশ!

   

লক্ষ্ণৌকে উড়িয়ে শীর্ষে কলকাতা



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রবিবার রাতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মাঠে যেয়ে তাদের বিপক্ষেই সহজ জয় তুলে নিল কলকাতা নাইট রাইডার্স। ৯৮ রানের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিকরা। এই জয়ের মাধ্যমে আইপিএলের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান নিজেদের দখলে নিল কলকাতা।

এদিন টসে জিতে শুরুতে কলকাতাকে ব্যাটিংয়ে পাঠিয়ে যেন ভুলই করেছিল লক্ষ্ণৌ। পাওয়ার-প্লেতে ঝোড়ো ব্যাটিংয়ের মাধ্যমে দলকে উড়ন্ত সূচনা এনে দিয়েছেন দুই ওপেনার ফিল সল্ট ও সিনীল নারাইন। ১৪ বলে ৩২ রান করে সল্ট ফেরত গেলেও নারাইন বরাবরের মতোই চালিয়ে গেছেন তাণ্ডব। ৩৯ বলে ৮১ রান এসেছে তার ব্যাট থেকে।

ওপেনারদের দারুণ ব্যাটিংয়ের সুবাদে পরের ব্যাটাররাও খেলেছেন হাত খুলে। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে কলকাতার দলীয় সংগ্রহ দাঁড়ায় ২৩৫ রানে।

বড় লক্ষ্যের উদ্দেশ্যে ব্যাট হাতে নেমে শুরুতেই ধাক্কা খায় লক্ষ্ণৌ। স্বাগতিক ব্যাটারদের কেউই এদিন নিজের ইনিংস লম্বা করতে পারেননি। কলকাতার বোলারদের তোপের মুখে অসহায়ত্ব প্রকাশ পায় তাদের। ১৭তম ওভারের প্রথম বলেই নিজেদের সবশেষ উইকেটটিও হারায় লক্ষ্ণৌ। ফলে ৯৮ রানের দাপুটে জয় পায় কলকাতা।

এই জয়ের মাধ্যমে রাজস্থানকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন কলকাতা। ১১ ম্যাচে ৮ জয়ের সঙ্গে ১৬ পয়েন্ট তাদের, ফলে নিশ্চিতভাবেই প্লে-অফে জায়গা করে নিয়েছে শ্রেয়াস আইয়ারের দল। অপরদিকে সমান ম্যাচে ১২ পয়েন্টের সঙ্গে তালিকার পাঁচে আছে লক্ষ্ণৌ।

;

বিশ্বকাপ জিতলে ১ কোটি করে টাকা পাবেন বাবররা



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

পাকিস্তানের ক্রিকেটারদের সাম্প্রতিক ফর্ম ও পারফরম্যান্স কিছুটা নড়বড়ে। পাকিস্তান ক্রিকেট বোর্ডেও আছে অভ্যন্তরীণ নানা সমস্যা। এ নিয়ে ক্রিকেট বিশ্বে হয়েছে নানা আলোচনা-সমালোচনা। তবে পুরো পরিস্থিতি বেশ ভালোভাবেই সামাল দিয়েছেন পিসিবি প্রধান মহসিন নাকভি।

খুব বেশিদিন হয়নি তিনি এই দায়িত্বে এসেছেন। তবে এর মাঝেই সবাইকে অবাক করে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন নাকভি। প্রথমে দলের ক্রিকেটারদের ফিটনেস বাড়ানোর উদ্দেশ্যে সবাইকে আর্মি ক্যাম্পে ট্রেনিংয়ে পাঠালেন, এরপর বিশ্বকাপের জন্য ফিরিয়ে আনলেন অবসরে যাওয়া মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমকে। আসন্ন বিশ্বকাপে ভালো কিছুর আশায় ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ গ্যারি কারস্টেনকেও নিজেদের করে নিলেন।

এবার নতুন এক চমক দিলেন পিসিবি চেয়ারম্যান। চলতি বছরে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারলে দলের প্রতি ক্রিকেটারদের ১ লাখ ডলার করে পুরস্কৃত করবেন, এমনটাই ঘোষণা দিয়েছেন তিনি। বাংলাদেশের হিসেবে এই অর্থের পরিমাণ প্রায় ১ কোটি টাকারও বেশি!

মূলত পাকিস্তানের ক্রিকেটারদের মনোবল বাড়াতে ও জয়ের জন্য  করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেছেন, ‘জয় তোমাদের হবে। বাইরের কথায় কান দিবেন না, শুধুমাত্র পাকিস্তানকে গর্বিত করতেই খেলুন। দেশবাসীর আপনাদের কাছ থেকে অনেক প্রত্যাশা রয়েছে।’

;

টিভিতে যা দেখবেন আজ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ডিপিএলের (ঢাকা প্রিমিয়ার লিগ) শেষ ম্যাচ ডে আজ। এছাড়াও টিভিতে যা যা থাকছে।

ঢাকা প্রিমিয়ার লিগ

আবাহনী-শাইনপুকুর

কাল ৯টা, ইউটিউব/বিসিবি

মোহামেডান-গাজী গ্রুপ

সকাল ৯টা, ইউটিউব/বিসিবি

শেখ জামাল-প্রাইম ব্যাংক

সকাল ৯টা, ইউটিউব/বিসিবি

৪র্থ নারী টি-টোয়েন্টি

বাংলাদেশ-ভারত

বিকেল ৪টা, টি স্পোর্টস

আইপিএল

মুম্বাই-হায়দরাবাদ

রাত ৮টা, টি স্পোর্টস ও গাজী টিভি

ইংলিশ প্রিমিয়ার লিগ

ক্রিস্টাল প্যালেস-ম্যান ইউ

রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

 

 

;

জিম্বাবুয়েকে তুড়িতে উড়িয়ে দিল বাংলাদেশ



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রিচার্ড এনগারাভার করা ১৮তম ওভারের প্রথম বলে মাহমুদউল্লাহ সপাটে ছক্কা হাঁকালেন। ১০৩ মিটারের সে বিশাল ছক্কায় বল স্টেডিয়াম ছাড়িয়ে যেন সাগরে আছড়ে পড়ল। পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশও অনেকটা একইভাবে উড়িয়ে দিল জিম্বাবুয়েকে। ৬ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গেল ২-০ ব্যবধানে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে হয় জিম্বাবুয়েকে। প্রথম ম্যাচের মতো এদিনও ব্যাটিং ধসের মুখে পড়ে তারা। ৪২ রানে ৫ উইকেট হারিয়ে বসে তারা। ষষ্ঠ উইকেটে ৭৩ রানের জুটি গড়ে জিম্বাবুয়েকে খাদের কিনারা থেকে টেনে তোলার চেষ্টা করেন জোনাথান ক্যাম্পবেল ও ব্রায়ান বেনেট।

তাদের নৈপুণ্য শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৮ রান পর্যন্ত পৌঁছায় জিম্বাবুয়ে। ৪৪ রানে অপরাজিত থাকেন বেনেট। ২৪ বলে ৪৫ রান করেন সাবেক অধিনায়ক অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে জোনাথান।

রিশাদ হোসেন এবং তাসকিন আহমেদের ঝুলিতে যায় দুটি করে উইকেট। একটি উইকেট পান শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও শেখ মেহেদী হাসান।

জবাব দিতে নেমে লিটন দাস এবং তানজিদ হাসানের উদ্বোধনী জুটিতে ৪১ রান পায় বাংলাদেশ। তবে ধীরগতিতে ব্যাট চালান দুজনই, লিটনের ব্যাটে আসে ২৫ বলে ২৩, তানজিদ করেন ১৯ বল্রে ১৮ রান।

বাংলাদেশের ইনিংসে বেশ কয়েকবার বৃষ্টি বাগড়া দিলে ব্যাটারদের মনোযোগেও বিঘ্ন ঘটে। তবে তাওহিদ হৃদয় ছিলেন ব্যতিক্রমী। সহজাত ব্যাটিং করে ২৫ বলে ৩৭ রান করে টানা দ্বিতীয় ম্যাচে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন এই তরুণ ব্যাটার। ১৬ বলে দুই চার এবং একটি বিশাল ছক্কায় ২৬ রানের হার না মানা ইনিংস খেলেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। তাতে ৯ বল এবং ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

আগামী ৭ মে (মঙ্গলবার) একই মাঠে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।

;