“নেতৃস্থানীয় হয়ে উঠবার মনোভাব বাংলাদেশে নারীবাদের অন্যতম সমস্যা”



ক্যামেলিয়া আলম, বিভাগীয় সম্পাদক, নারীশক্তি
অলঙ্করণ: কাজী যুবাইর মাহমুদ

অলঙ্করণ: কাজী যুবাইর মাহমুদ

  • Font increase
  • Font Decrease

মানস চৌধুরী গল্প লিখতে শুরু করেছেন প্রবন্ধের থেকে এর প্রকাশনা সহজ হতে পারে এই ভেবে, ২০০২ সালে। প্রথমে সেটা মনে হলেও পরে আর প্রকাশনা সহজ মনে হয়নি তাঁর। লিখে শেষ করার ৪ বছর বাদে তাঁর পয়লা গল্পগ্রন্থ ‘কাকগৃহ’ প্রকাশিত হয়, ২০০৮ সালে, পাঠসূত্র থেকে। পরের ৬ বছরে বাঙলায়ন আর শুদ্ধস্বর থেকে তাঁর আরো খান-তিনেক গল্পের বই বের হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে শিক্ষকতা তাঁর পেশা। পাশাপাশি সংবাদ-আলোকচিত্র ও মিডিয়া অধ্যয়নে লম্বা সময় পড়িয়েছেন। বিদ্যাজগতে তিনি অনিয়মিত, তবে মোটামুটি প্রকাশিত লেখক। নারী অধিকার, ক্ষমতায়ন ও নারী-পুরুষ বৈষম্যসহ নানাবিধ বিষয়ে সম্প্রতি মানস চৌধুরী কথা বলেছেন নারীশক্তির বিভাগীয় সম্পাদক ক্যামেলিয়া আলমের সাথে।


নারী পুরুষের বৈষম্য আছে তা জানি, চেনাজানা ধরনের বাইরে আর কোনো বিষয় কি চিহ্নিত করতে পারেন?
মানস চৌধুরী: এটা আমার জন্য অত আরামদায়ক প্রশ্ন নয়। এখানে উচ্চারিত/লিখিত “জানি”টা এত লঘুভাবে উচ্চারিত যে আমার সংশয় আছে। তাছাড়া রাজনৈতিক প্রশ্ন চিরকালই জানার চেয়ে অধিকতর মানার, মানার চেয়ে অধিকতর বাস্তবায়নের, বাস্তবায়নের থেকে অধিকতর রূপান্তরের। এটা একটা জটিল সামাজিক ও প্রাতিষ্ঠানিক যুগপৎ রাস্তা হিসেবে আমি দেখি। চেনাজানা ধরন বলতে আপনি যা যা মনে করেন, আমিও তা তা মনে করি কিনা অত নিশ্চিত নই। বরং যে কোনো গোষ্ঠী বা প্রজাতিকে ‘অক্ষম’, ‘অনগ্রসর’, ‘ছোট’, ‘নির্ভরশীল’, ‘অনুদান বা দয়াসাপেক্ষ’ ইত্যাদি ভাবনাচিন্তার সামাজিক পাটাতন অত্যন্ত শক্তিশালী। সামাজিক এই পাটাতন একদিকে শিক্ষাব্যবস্থা থেকে গড়ে ওঠে, কিন্তু আরো সূক্ষ্মভাবে গড়ে ওঠে সামাজিক আলাপ-আলোচনার মাধ্যমেও। ফলে আমি অনুমতি চাইব যাতে লক্ষণ গুনে গুনে নারীপুরুষের বৈষম্য বিষয়ক এই প্রশ্নটিতে আমার সংমিশ্রিত হতে না হয়।

সম্পদ বণ্টন আর উত্তরাধিকার নারীকে অবস্থানচ্যূত করেছিল, এ নিয়ে আপনার এনালাইসিস জানাবেন?
মানস চৌধুরী: সম্পদ বণ্টন আর উত্তরাধিকার বিষয়দুটোকে এক কাতারে রেখে আলাপ করতে আমি খুব চাইব না। এগুলো দেড়শ বছর আগেই আলাপিত প্রসঙ্গ যে বণ্টনের প্রসঙ্গটি সামাজিক ন্যায্যতার আর উত্তরাধিকারের প্রসঙ্গটাই সামাজিক ন্যায্যতা লঙ্ঘন করে “ব্যক্তিগত” সম্পদ হাসিল করার ‘অন্যায্যতার’। কেউ মার্ক্সবাদী (কিংবা নারীবাদী) না হতে চাইলে তাঁর সঙ্গে মারামারি করা হয়তো যায় না, কিন্তু সম্পদ নিয়ে এসব বিশ্লেষণে তাঁদের তীক্ষ্ণতাকে স্বীকার করতেই হবে। বিদ্যমান বাস্তবতার কথা যদি বলেন, বলাইবাহুল্য এই লিঙ্গভিত্তিক উত্তরাধিকারের নিশ্চয়ই আমি সমর্থক নই।

নারী মুক্তি বাধার ক্ষেত্রে দুইটি বিষয় প্রণিধানযোগ্য, ১. পুরুষতান্ত্রিক প্রবণতা ২. সমাজে নারীর অধিকার! ...এর মাঝে কোন বিষয়টি গুরুত্ব নিয়ে দেখা উচিত? আর এ সংকট কাটাতে করণীয় কী?
মানস চৌধুরী: দেখুন এই দুয়ের মধ্যে একটা হচ্ছে সমাজমনোস্তাত্ত্বিক এমনকি শিক্ষাদর্শনগত আরেকটা হচ্ছে আইনগত। ফলে এ দুয়ের মধ্যে একটা তুলনা করতে বসা আমার জন্য হাতি আর শালিকের কার্যক্ষমতার তুলনামূলক আলোচনার মতো। সেটা চিত্তাকর্ষক হতে পারে, কিন্তু অপ্রয়োজনীয় আলাপ হবে। নারীর অধিকার আইনীভাবে নিশ্চিত করা একদম সাধারণ, অত্যন্ত প্রাথমিক একটা পদক্ষেপ। আধুনিক রাষ্ট্রে সেটার বিধান নিশ্চিত করা নিয়ে কোনো আলাপেরই আসলে দরকার নেই। কেন হচ্ছে না, তা নিয়ে বরং প্রচুর আলাপের দরকার আছে। পক্ষান্তরে, একটা আধুনিক রাষ্ট্রে তথা জনসমাজে ‘পুরুষপ্রাবল্যবাচক’ প্রজা কেন তৈরি হচ্ছে তার আলাপটা সম্পূর্ণ স্বতন্ত্র একটা শিক্ষা-দর্শন-সমাজপ্রকরণগত আলাপ-আলোচনা হবে। এ দুয়ের মাঝে আপনার অনুমতি চেয়ে আমি তুলনা না করতে ইচ্ছুক।

নতুন শব্দ বা ভাষারীতি নারী পুরুষের মননশীলতায় পরিবর্তন আনতে পারে। সাহিত্যের প্রচলিত ভাষার পাশে নারীবাদী পাঠ্যভাষা কী হতে পারে? আর তা গ্রহণযোগ্যতা পাবে বলে আপনার মনে হয়?
মানস চৌধুরী: শর্তসাপেক্ষে এটা আমি মনে করি। শব্দ ও ভাষারীতি আমাদের চিন্তাপ্রণালীকে প্রভাবিত করবার সামর্থ্য রাখে বলে আমি মনে করি। তবে এই প্রভাবন রাষ্ট্র ও সমাজের অন্যান্য গুরুতর রদবদল বা কারিগরির বিকল্প নয়। সেগুলো অত্যাবশ্যক। কিন্তু খোদ সাহিত্যের দুনিয়ার লিঙ্গবাদী আচরণ নিজে একটা গুরুতর সংকট বা চ্যালেঞ্জ। নারী লিখিয়েদের অনেকে, এবং পুরুষ লিখিয়েদের দুচারজন এই সংকটটাতে দৃকপাত করেছেন। তাঁরা ভিন্ন ধরনের ভঙ্গিমা/এটিচ্যুড রচনায় আনারও চেষ্টা করেছেন। বেগম রোকেয়া বা তসলিমা নাসরিন হয়তো পরিচিত উদাহরণ, কিন্তু উদাহরণ এখানেই সীমিত নয়। তবে মুশকিল হচ্ছে সাহিত্য-প্রণয়নকারী ব্যক্তিবর্গ আর সাহিত্য-সঞ্চালক প্রণালীগুলো খুব আলাদা। কয়েকজন নারী (বা পুরুষ সাহিত্যিক/রচনাকার) চেষ্টা করছেন বলেই সাহিত্য উৎপাদন প্রণালীর গুরুতর চরিত্র বদল হচ্ছে না। সেটা আমার বলবার জায়গা।

নারীকে কেন্দ্র করে যে সাহিত্য রচনা হয়েছে সেখানে নারীর শক্তিকে যতটা রোমান্টিসজম বা পুরুষতান্ত্রিক চোখের শক্তিমত্তা, যেমন—মা, দেবী আকারে দেখানো হয়েছে তার বাইরে নারীর স্বরূপ সাহিত্যে নাই কেন?
মানস চৌধুরী: নাই বলব না, অল্প আছে এবং অদৃশ্যমান আছে। দেখুন, ভারতের অল্প হলেও বিভিন্ন অঞ্চলে সীতাকেই প্রটাগনিস্ট বানিয়ে রামায়ণ পাঠ আছে। কিন্তু সেটা তো আমরা জানি না, কিংবা জানলেও গৌণ ভাবি, ‘নরমাল’ভাবে নিই না। পুরুষের আকাঙ্ক্ষার নারী (যৌনার্থে হোক আর মমতার্থে হোক) প্রচলিত সাহিত্যে আসছে প্রবলভাবে, নিরবচ্ছিন্নভাবে। সেসব নারীরূপের বদল ঘটানোর জন্য সাহিত্যচর্চাকার পুরুষদের যেমন লিঙ্গরাজনৈতিক চেতনা জাগতে হবে; তেমনি নারী সাহিত্যচর্চাকার বিপুলভাবে বিকশিত হতে হবে। আর এগুলো সামাজিক-রাজনৈতিক তৎপরতার মাধ্যমেই কেবল হওয়া সম্ভব।

অনেকের কাছে অতিরঞ্জন লাগতে পারে, কিন্তু আমি মনে করি ফেসবুকে অন্তত শক্তিশালী নারীস্বর থাকার কারণে খুব সূক্ষ্ম কিছু বদল আমি দেখতে পাই। সেগুলো স্বতন্ত্র কোনো আলাপে চুলচেরা দেখানো সম্ভব। আবার না-দেখানোও কাজের হতে পারে। কিন্তু এই পরিমণ্ডলে শক্তিশালী নারীস্বর এই পরিমণ্ডল ব্যবহারকারী নানান পুরুষকে হয় দায়িত্বশীল, নয়তো সতর্ক করেছে। বিষয়গুলো আন্দোলন/তৎপরতাসাপেক্ষ।

সাহিত্য আমাদের মনোজগতের এক অদৃশ্য অক্সিজেন, ফলে নারী এর থেকে বেরুতে তো পারছে না। এ বিষয় এ আপনার মতামত কী?
মানস চৌধুরী: আমাকে ক্ষমা করবেন, কিন্তু প্রশ্নটি আমার কাছে অস্পষ্ট। প্রথমত, ‘মনোজগতের অক্সিজেন’ বা ইত্যাকার অভীধা আমার একেবারেই রেটরিক লাগে আর আমি সংমিশ্রিত হতে চাই না। দ্বিতীয়ত, যদি মূল অর্থ ধরে আগাইও, তাহলেই বা কেন নারীর এর থেকে বের হতে হবে? সাহিত্য-চলচ্চিত্র-সঙ্গীত ইত্যাদি ‘উপভোগ্য’ জিনিস থেকে নারী ‘বেরুলে’ই বা তাঁর কী উপকার হচ্ছে?

শিল্পের আচরণ আর শিল্পী হবার তফাতের বাস্তবতায় নারী আদৌ আসতে পারবে?
মানস চৌধুরী: এটা আরেকটা প্রশ্ন যা আমার কাছে অস্পষ্ট। তবে যদি ধরে নিই প্রশ্নটিতে বলা হচ্ছে এই যে নারী যখন শিল্পচর্চা করেন তখন ইতোমধ্যেই বেঁধে-দেওয়া শিল্পের মানদণ্ড অনুযায়ী চর্চা করছেন আর সেটা ভীষণ রকমের পুরুষাধিপত্যমূলক দর্শন দ্বারা পরিচালিত; নারী এই চর্চার বাইরে আসতে পারবেন কিনা। আলবৎ পারবেন। সকল বদল সকল রূপান্তর রাজনৈতিক আকাঙ্ক্ষা থেকেই সাধিত হয়। সেই আকাঙ্ক্ষাটা সমাজে, অন্তত মধ্যবিত্ত সমাজে, অন্তত মধ্যবিত্ত নারী সমাজে জাগরূক হলে শিল্পচর্চাতেও তার প্রভাব পড়বে, ফল পাওয়া যাবে।

নারীবাদকে সমর্থন করেন?
মানস চৌধুরী: হা হা হা। অনেক বছর আগে একবার আমাকে প্রশ্ন করা হয়েছিল একজন অধ্যাপককে (আনু মুহাম্মদ) পুলিশ যে রাস্তায় পিটাচ্ছে সে বিষয়ে আমার অবস্থান কী। আমি হতভম্ব হয়েছিলাম প্রশ্নটাতে। আপনার প্রশ্নটা তার থেকে ভালো। জ্বি আমি সমর্থন করি। তবে আপনার মতো আমিও সতর্ক যে নারীবাদ নানাবিধ, নানান বাস্তবতা-উদ্ভূত, আর লিঙ্গস্বার্থের বাইরেও নানান স্বার্থ-তৎপরতায় সামিল। একটা বর্গের অধীনে রেখে সকল ধরনের নারীবাদের সকল ধরনের উদ্যোগের প্রশ্নাতীত সমর্থক আমি নই। আর প্রশ্নাতীত সমর্থক আমি কোনো বর্গেরই নই।

পাশ্চাত্য নারীবাদ কি আমাদের সংস্কৃতিতে প্রযোজ্য?
মানস চৌধুরী: আমার জন্য এটাও হাতি ও শালিকের মতো প্রশ্ন। একটা রাজনৈতিক-বুদ্ধিবৃত্তিক তৎপরতার প্রসঙ্গ, অন্যটি সংস্কৃতি, বড়জোর জীবনশৈলী/লাইফস্টাইলের প্রসঙ্গ। দুটোকে আমি না গুলিয়ে থাকবই থাকব। তত্ত্ব ও মতবাদ রাষ্ট্রীয় সীমানা মেনে চলার কথা নয় সেটা তো খুবই সাধারণ জ্ঞানের প্রসঙ্গ। আর যদি লাইফস্টাইলের কথাই বলি, সেখানে পৃথিবীতে “আমাদের সংস্কৃতি” আর কতটা “আমাদের” রয়েছে, কতটা থাকা “জরুরি”, আদৌ রেখে দেওয়া “সম্ভব” কিনা তা নিয়ে বিশ্বায়নের তার্কিক ও আলোচকগণ ব্যাপক আলোকপাত করেছেন।

যদি আপনার প্রশ্নটা এই কারণে করে থাকেন যে কিছু নারীবাদীর জীবনযাপন আপনি পছন্দ করেন না, তো আমি মনে করিয়ে দেব যে কিছু অনারীবাদীর জীবনযাপনও আপনি পছন্দ করেন না, সম্ভবত। যদি এমন হয় চারপাশে নারীবাদীদের বিরুদ্ধে বিষোদ্গারের জন্য তাঁদের পোশাক-আশাক ইত্যাদি বিষয়ে গালমন্দ করছেন লোকজন এবং সেই বাস্তবতাতে আপনি প্রশ্নটা করেছেন তাহলে আমি বিনয়ের সঙ্গে বলব যে এসব গালমন্দ নিয়ে আমার আগ্রহ কম। কিন্তু মতবাদ একটা রাষ্ট্রের মধ্যে আটকে রাখতে হবে এরকম অদ্ভুত প্রস্তাব নিয়ে আমি আলাপ না করতে চাইব।

নারী পুরুষের সমন্বয়ের পথ খুব সহজে কী হতে পারে?
মানস চৌধুরী: আমার বিবেচনায় সমন্বয় শব্দটি এখানে ব্যাখ্যার দাবিদার। এটা কী কী অর্থে কেউ বলে থাকতে পারেন তার একটা তালিকা এরকম হবে: সহযোগিতা, বন্ধুত্ব, ভাগিদারী, যৌথতা, সুস্পষ্ট যোগাযোগপ্রণালী, স্বচ্ছতা ইত্যাদি। কিছু ভাগিদারী তো বিদ্যমান ইচ্ছানিরপেক্ষভাবেই। যেমন ধরুন, এখন পর্যন্ত বাংলাদেশের আইনে একটা ন্যায্য ও বৈধ বিয়ে করার জন্য একজন নারী ও পুরুষকে অংশগ্রহণ করতে হয়। জানা মতে, বাচ্চা উৎপাদনের কাজটাও সেভাবেই ঘটে। তারপর ধরুন, শ্রম-ঠিকাদাররা প্রায়শই নারী শ্রমিকদের খুঁজতে থাকেন তাঁদের কম বেতন দেবার ব্যবস্থা চালু আছে বলে। সেটাও সমন্বয়েরই একটা উদাহরণ। গ্রামে কথিত আছে যে, ক্ষুদ্র ঋণের সুলভ টার্গেট নারী বলে অনেক পরিবারে নারী পুরুষ গল্প করতে করতে একত্রে সিদ্ধান্ত নিয়েছেন যে ঋণ গ্রহণের জন্য বাড়ির নারী যাবেন। এটাও সমন্বয়েরই উদাহরণ।

তবে প্রশ্নটাতে যদি লিঙ্গবৈষম্যের অবসানের বিষয়ে ইঙ্গিত করা হয়ে থাকে তাহলে আমি অনেকের মতোই মনে করি যে খুব সহজ কোনো রাস্তা নেই। রাস্তাটা ইনসাফ প্রতিষ্ঠার দীর্ঘকালীন ও বন্ধুর পথপরিক্রমার আন্দোলনেরই হবে।

বাংলাদেশে নারীবাদীদের সমস্যা কী?
মানস চৌধুরী: এটা আমার জন্য কঠিন প্রশ্ন, তাছাড়া এটার উত্তর দেওয়াতে কর্তৃত্বের সঙ্কটও রয়েছে। কয়েক দশকের (নাগরিক) নারীবাদী আন্দোলন বাংলাদেশে বিদ্যমান এবং সেখানে অত্যন্ত যোগ্য প্রবক্তা রয়েছেন যাঁরা এই প্রশ্নটির উত্তর দেবার ক্ষেত্রে সঠিক কর্তা। তবে একজন সামাজিক মানুষ হিসেবে, কৌতূহলী হিসেবে, আমার কিছু ভাবনা আছে। সম্প্রতি একটা রচনাতে আমি লিখেছিলাম মুখ্য একটা সমস্যার কথা। সেটা হচ্ছে বিশ্বাস ও ভরসার সমস্যা। আমি মনে করেছিলাম সম্ভাব্য মিত্র খুঁজে পেতে, এবং মিত্রদের মধ্যে একটা অটুট বা টিঁকসই ভরসার সম্পর্ক বিরাজমান রাখবার অনুশীলনের চেয়ে নীতিনৈতিক শাসন করা কিংবা নেতৃস্থানীয় হয়ে উঠবার মনোভাব বাংলাদেশে নারীবাদের অন্যতম সমস্যা সৃষ্টি করছে। আমার ওই বিবেচনাটি প্রকাশিত হয়েছিল আহমেদ রশীদ টুটুল সঞ্চালিত ওয়েবজিন “শুদ্ধস্বর”-এ। আমার ভাবনাকে সমালোচনা করে কিংবা ত্রুটি দেখিয়ে দিয়ে কেউ কখনো আগামীতে কিছু রচনা করলে এবং তা আমার দৃষ্টিগোচর হলে আমি আমার ভাবনা পুনর্তদন্ত করব।

এদেশে নারীদের সম্ভাবনার দিক কী হতে পারে, যা বাস্তবিকই তার অবস্থান পাল্টাবে?
মানস চৌধুরী: এই প্রশ্নটিও আমার সামর্থ্যের তুলনায় গুরুভার প্রশ্ন এবং আমার কর্তৃত্বের বাইরের প্রশ্ন। তবে আগের অনুচ্ছেদটির দিকে দৃকপাত করলে, আমি প্রাথমিকভাবেই কয়েকটা বিষয়ের ওপর গুরুত্ব দিতে চাইব। প্রথমত, নারীবাদী বিভিন্ন বর্গ ও গোষ্ঠীর মধ্যকার একটা কাজ-চালানোর-মতো দীর্ঘ ও আপৎকালীন সুদৃঢ় ঐক্য। এটা কঠিন, বিশেষত সাইবার-পরিমণ্ডলের প্রকাশনার ধরনকে বিবেচনা করলে। কারণ যে কেউ যে কোনো সময়ে যা কিছু প্রকাশ করে বসতে পারেন যা একটা “অটুট-ঐক্য”কে ক্ষতিগ্রস্ত করতে পারে। বাম দলগুলোর পুরানো ঐতিহ্যতে এই ধরনের তৎপরতাকে ‘হঠকারিতা’ বলা হতো। তারপরও এই ঐক্যপ্রচেষ্টাটা অতিশয় জরুরি যাতে নারীবাদ-বিরুদ্ধ মানুষজন এঁদের একাট্টা সম্পর্কিত বার্তাটা বুঝতে পারেন।

দ্বিতীয়ত, আমি একটা মেনিফেস্টোর বিষয়কেও গুরুত্বপূর্ণ মনে করি। এখন পর্যন্ত নারীবাদের চর্চার আনুষ্ঠানিক জায়গাগুলোতে যা যা রয়েছে তা হলো মোটামুটি পারিবারিক উত্তরাধিকার, গার্হস্থ্য নির্যাতন, কখনো কখনো গার্হস্থ্য শ্রম, যৌন নিপীড়ন ও হেনস্তা, কর্মক্ষেত্রে বৈষম্য, শ্রমমজুরি ইত্যাদি। এগুলো নিজগুণে গুরুত্বপূর্ণ। তবে নারীবাদীদের জীবনযাপন যেহেতু নিজপক্ষ ও প্রতিপক্ষ উভয়ের কাছেই মারাত্মকভাবে নজরদারিতে থাকে, তাই আমি জীবনযাপন/লাইফস্টাইল বিষয়ক মেনিফেস্টোর পক্ষে। যদি এই মেনিফেস্টো আপাতত পাবলিক না করে কেবল নারীবাদীরা নিজেদের মধ্যে ব্যাপকহারে রাখতে চান আমি অন্তত সেটারও পক্ষে।

তৃতীয়ত, আমি নারীবাদীদের রাষ্ট্রোর্ধ্ব নানাবিধ মৈত্রীর জরুরিত্ব দেখি। সেরকম কিছু তৎপরতা ইতোমধ্যেই দৃষ্ট। এর পাশাপাশি মাইক্রো লেভেলে নীতিপ্রণেতাদের সঙ্গে অজস্র প্রকাশ্য ও গোপন দরকষাকষির বৈঠকে বসা লাগবে। সেটাও নানানভাবে নারীবাদীরা করে চলেছেন বলে আমি উপলব্ধি করি।

সারাংশ হলো, আমার কাছে কোনো সহজ বা ম্যাজিকরাস্তা নেই। কিন্তু আমি যা দেখতে পাই তার মর্মকথা হলো লাগাতার তৎপরতা।

   

নারীরাই সমাজের স্থপতি



ফাহমিদা নবী
নারীরাই সমাজের স্থপতি

নারীরাই সমাজের স্থপতি

  • Font increase
  • Font Decrease

নারীর জাগরণে অনেক পিছিয়ে আছি বললে ভুল হবে। যদি বলি, তবে প্রযুক্তির যুগে এসে সে কথা বলার কোন মানে হয় না। নারীও তাঁর অধিকারে এগিয়ে যাচ্ছে সাহস এবং শক্তিশালী মানসিকতার বদৌলতে। কেন পিছিয়ে থাকবে?

১৯০৮ সালের শ্রম আন্দোলন থেকে উদ্ভূত হয়েছিল আন্তর্জাতিক নারী দিবসের ধারণাটি। বাংলাদেশে বেগম রোকেয়া আমাদের নারীদের জাগরণের জন্য যখন পথ দেখালেন তখন থেকে অদ্যাবধি অবস্থানকে শক্ত এবং শক্তিশালী করবার দুর্নিবার পথ চলা কিন্তু থেমে নেই। তবুও আমরা আজো পিছিয়ে কেন? যে জাতি নারীদের সম্মান করতে পারে না, সে জাতির উন্নতি অসম্ভব।

নারীরাই সমাজের প্রকৃত স্থপতি। নারীকে চিন্তা চেতনার শর্তে জীবনযাপন করার জন্য যথেষ্ট সাহসী হতে হবে। আমাদের দেশে আত্মসচেতনতার অভাব রয়েছে বলেই নারীদের মানবাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে; সবসময় এবং বারংবার। নারী সমাজকে শিক্ষার আলো থেকে বঞ্চিত করে রাখা হচ্ছে। এ শক্তি কাজে লাগিয়ে সমাজসেবার সুযোগ করে দিতে হবে। নারীদের মেধা ও শ্রমশক্তিকে সমাজ ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে নিয়োজিত করতে হবে। আর তা করতে হলে সমাজ সম্পর্কে তাঁর মধ্যে সচেতনতা সৃষ্টি করা একান্ত প্রয়োজন।

নারী দিবস মানেই আরেকবার মনে করিয়ে দেওয়া সৃষ্টিতে-কৃষ্টিতে সমতায় সেরা নারী যেন কোনভাবেই ভেঙে না পড়ে।

আমার তো মনে হয় নারী ফিনিক্স পাখি! সে যেভাবে বারবার পড়ে গিয়ে আবার উঠে দাড়ায়। নিজের কিশোরবেলা থেকে শুরু করে সংসার, বিয়ে, সন্তান থেকে পরিবার পুরো সমাজ সংসারে তার চলাচল ভীষণ ইতিবাচক। তাঁর তো সময় নেই নেতিবাচকতায় চোখ রাখবার! থাকুক যতই বাধা তার ধৈর্যের কমতি নাই। হাসিমুখে সব কিছুতে তাঁর অংশগ্রহণ এক বিস্ময়।

সত্যি বলতে কী নারী মানেই “মা”। তাই নারী সব কিছুরই উদাহরণ। মাকে কখনো কঠিন হতে হয়, কখনো কোমল, কখনো বা সংসার কৌশলী, বুদ্ধিমত্তায় পারদর্শী।

নারীদের বলতে চাই জীবনে সংগ্রাম থাকবেই কিন্তু পিছিয়ে পড়া যাবে না। এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতিতে কথা বলতে, না বলতে, সাহসে পথ চলতে শিখতে হবে। নিজেকে ভালোবাসতে হবে।

আমাদের দেশে নারীদের অংশগ্রহণ এখন সর্বত্র। শুধু সাহস আর মানবিকতা পথটাকে আরেকটু চিনে চলতে হবে। কারণ অমানবিকতা আনাচেকানাচে চিরকালই দেখি।

আরেকটা বিষয়কে প্রাধান্য দিতেই হবে যা মানবিক আচরণ। কিছু সংশোধন হওয়া প্রয়োজন। নারী পুরুষ নির্বিশেষে সবাই যদি সবাই এক সমতায় তবে এখনো পিতার সম্পত্তি বণ্টনে সমঅধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না কেন? বিশাল সমস্যা এখানেই রয়ে গ্যাছে। এই সমঅধিকারের প্রতিকার যতদিন না হবে বৈষম্যের ফাঁকটা রয়েই যাবে। এবং মেয়েদের উপর অত্যাচার কখনোই কমবে না।

পৃথিবীর কোন দেশে এই বৈষম্যতা নেই বলেই নারীরা অনেক সাহসে এবং সমতার অংশগ্রহণের নিশ্চিত থাকতে পারে।

আমরা কেন পিছিয়ে থাকব। সমবণ্টন নিশ্চিত হোক। নারীর এগিয়ে যাওয়া আর রুদ্ধ হবে না।

আমি সব সময় মুগ্ধ হই আমাদের প্রধানমন্ত্রীকে দেখে। কী প্রাণবন্ত হয়ে নারীদের অগ্রগতিতে তিনি কতটা ভূমিকা রাখছেন! প্রতি মুহূর্তে তিনি চান মেয়েরা এগিয়ে আসুক সাহসী হোক। তিনি এ ব্যাপারেও কাজ করছেন শুনেছি। আশা করি অবশ্যই পিতার সম্পত্তিতে ছেলেমেয়ের সমঅধিকার হবে। কাজেকর্মে, শিক্ষায় সমাজ সংসার জীবনে এবং রাষ্ট্রীয় কাজে অগ্রণী ভূমিকা রাখুক সমতায়। সেজন্য সুযোগ সুবিধায় নারীদের সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। আমরা কেন পিছিয়ে থাকব?

সকল নারীদের জন্য শুভ কামনা; আত্মবিশ্বাসে পথ চলা সফল হোক।

ফাহমিদা নবী: সংগীত শিল্পী

;

‘নারীবাদী’ শব্দের উৎপত্তি এবং এই নিয়ে তর্ক-বিতর্ক



নারীশক্তি ডেস্ক, বার্তা২৪.কম
নারী ক্ষমতায়নের বিশ্ববাসী / ছবি: বিং এআই

নারী ক্ষমতায়নের বিশ্ববাসী / ছবি: বিং এআই

  • Font increase
  • Font Decrease

‘নারীবাদী কিনা?’ প্রশ্নে পুরুষ কিংবা নারী- অনেককেই অপ্রস্তুত হতে দেখা যায়। কারো উত্তরে থাকে দ্বিধা। হাস্যকর হলেও সত্য, কেউ কেউ উত্তর দেয়,‘আমি নারীবাদী নই, তবে আমি সমতায় বিশ্বাসী।’ সমাজে অধিকাংশ মানুষের কাছে ‘নারীবাদী’ শব্দটার অর্থ সম্পূর্ণ পরিষ্কার নয়। বর্তমান সমাজে মানুষ নারীদের সমান অধিকারের দাবীর কথা শুনে হাসে। কিছু মানুষের মতে, নারীরা বরং বেশিই পাচ্ছে। বর্তমান সমাজচিত্র দেখে অনেকে মনে করেন, নারীবাদের কোনো প্রয়োজন নেই। তবে বরফখণ্ড ভাসতে দেখে, পানির নিচে তার আকার বোঝা যায় না। নারীবাদী  শব্দের সূচনা যখন হয়েছিল, তখন সমাজের চিত্র একদম ভিন্ন ছিল।

নারীবাদ মানেই পুরুষের সমান অধিকার আদায়ের মানসিকতা। যে ব্যক্তি বিশ্বাস করে-মানুষ হিসেবে নারী এবং পুরুষের সমান অধিকার প্রাপ্য, সেই নারীবাদী। দুঃখজনক হলেও সত্য, বর্তমান সময়ের অনেক নারীবাদীদের মধ্যে পুরুষ বিদ্বেষী ভাব ফুটে ওটে। এই আচরণ কোনোভাবেই নারীবাদী হওয়ার প্রমাণ নয়!    

উনবিংশ শতাব্দীতে প্রথমবার ফেমিনিজম বা নারীবাদ শব্দটির উৎপত্তি হয়েছিল। ফ্রান্সের দার্শনিক চার্লস ফুরিয়ে ১৮৩৭ সালে আনুষ্ঠানিকভাবে শব্দটির ব্যবহার শুরু করেন। এরপর ১৮৭২ সালে  ফ্রান্স এবং ১৮৯০ সালে নেদারল্যান্ডসে ফেমিনিজম এবং ফেমিনিস্ট শব্দ দু’টির ব্যবহার হয়। পরবর্তীতে যা বিশ্বব্যাপী ছড়িয়ে যায়।

বিংশ শতাব্দীতে মার্কিন যুক্তরাষ্ট্রে নারীরা ভোটের অধিকার আদায়ে এবং নারী-পুরুষ সমান ক্ষমতায়নের আন্দোলন শুরু করে। এই  আন্দোলন হয়েছিল কারণ, কর্মক্ষেত্রে সম্মান এবং আয়ের দিকে নারীরা ছিল পুরুষদের চেয়ে অনেকটা পিছিয়ে।  সমান অধিকার ছিল না বলেই, তা ছিনিয়ে নিতে বার বার আন্দোলনে নামতে হয়েছে নারীদের ।

স্রষ্টা পৃথিবীতে সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষ-কে পাঠিয়েছেন। অথচ বিবেক-বুদ্ধিবান মানব সমাজেই একপক্ষকে অপর পক্ষ থেকে নিজেদের অধিকার আদায় করে নিতে হয়েছে। ব্যাপারটা কেমন বেখাপ্পা নয় কি?

একটা সময় নারীদের নিজ ইচ্ছায় ঘর থেকে বের হওয়ার অধিকারও ছিল না। শিক্ষাগ্রহণ বা কর্মক্ষেত্রে যাওয়া ছিল স্বপ্নাতীত। ভারতীয় উপমহাদেশে এক সময় স্বামীর মৃত্যু হলে, জীবিত নারীদের তাদের সাথে পুড়িয়ে মারা হতো। নারীর ইচ্ছা না থাকলেও পরিবারের সকলে মিলে তাকে এই নিয়ম মানতে বাধ্য করতো। সম্রাট আকবর তার রাজত্বকালে, নারীর ইচ্ছার বিরুদ্ধে সতীদাহ প্রথা বন্ধ করার উদ্যোগ নেন। এছাড়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে চালু হয়ে বিধবা বিবাহ আইন। ১৮৫৬ সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা নারীদের জন্য এই উদ্যোগ নিয়েছিলেন তার ছেলেকে এক বিধবা কন্যার সাথে বিয়ে দিয়ে।

তৎৎকালীন এই অসমতার চিত্র, ইউরোপের অনেক লেখকের কলমে ফুটে উঠেছিল প্রাচ্যের বর্বরতা হিসেবে। তারা নারীদের প্রতি আচরণের কারণে, প্রাচ্যকে অনুন্নত বিবেচনা করতো। অথচ পশ্চিমের আচরণ যে নারীদের প্রতি খুব সম্মানজনক ছিল, নাও কিন্তু নয়!

ইংল্যান্ডের বাজারে একসময় বউ বিক্রি হতো। নারীদের লাল লিপস্টিক দিয়ে সাজ ছিল নিষিদ্ধ। কেবল দেহ ব্যবসায়ী নারীরাই লাল লিপস্টিকের ব্যবহার স্বাধীনভাবে করতে পারতেন। ১৮০০ সালের দিকে ঝগড়া করার অপরাধে এক ইউরোপীয়ান তার স্ত্রীর মুখে বেড়ি পড়িয়ে রাস্তায় হাঁটিয়েছিলেন। এমনকি নারী আন্দোলন এবং জাগরণের শুরুই হয়েছিল খোদ পশ্চিমের দেশগুলোতেই।  

সব মানুষেই নিজের জীবন স্বাধীনভাবে কাটাতে চায়। কেউই  পরাধীন থাকতে চায়না বিধায়, কালের বিবর্তনে বিশ্বজুড়ে বার বার বিদ্রোহ এবং আন্দোলন হয়েছে। লাখ লাখ মানুষ প্রাণ দিয়েও লড়ে গেছে স্বাধীনতার জন্য। বর্তমান সমাজ নারীর প্রতি যথেষ্ট নমনীয় হলেও, শুরু থেকে এমনটা ছিল না। সেই কারণেই নারীরা আন্দোলন করে অধিকার ছিনিয়ে নিয়েছে।    

;

'রত্নগর্ভা নূরজাহান বেগম ছিলেন মানবিকতার প্রতীক'



মায়াবতী মৃন্ময়ী, কন্ট্রিবিউটিং করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
'রত্নগর্ভা নূরজাহান বেগম ছিলেন মানবিকতার প্রতীক'। বার্তা২৪.কম

'রত্নগর্ভা নূরজাহান বেগম ছিলেন মানবিকতার প্রতীক'। বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

রত্নগর্ভা নূরজাহান বেগম ছিলেন মানবিকতার প্রতীক। তিনি ছিলেন উদার, অসাম্প্রদায়িক ও জনহিতৈষী ব্যক্তিত্ব। কিশোরগঞ্জের সমাজ প্রগতি ও জনসেবায় তিনি এক উজ্জ্বল দৃষ্টান্ত। মরণোত্তর সম্মাননা পদক প্রদানকালে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

কিশোরগঞ্জের সমাজ-সংস্কৃতি-সাহিত্য বিষয়ক মাজহারুন-নূর ফাউন্ডেশন এর অন্যতম প্রতিষ্ঠাতা সমাজসেবী নূরজাহান বেগমকে ১ম শাহ্ মাহ্তাব আলী ফাউন্ডেশন পদকে ভূষিত করা হয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী অষ্টবর্গ শাহ্ বাড়িতে নবনির্মিত নান্দনিক স্থাপত্য শাহ্ মাহ্তাব আলী কালচারাল কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এ পদক (মরণোত্তর) প্রদান করা হয়।

পদকপ্রাপ্ত সমাজসেবী নূরজাহান বেগমের পক্ষে তাঁর বড় ছেলে, মাজহারুন-নূর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর, বার্তা২৪.কম এর অ্যাসোসিয়েট এডিটর ড. মাহফুজ পারভেজ পদক গ্রহণ করেন। অনুষ্ঠানে তিনি ‘জীবনের ধ্রুবতারা: আমার মা নূরজাহান বেগম ও কিশোরগঞ্জের স্মৃতি’ শীর্ষক পাবলিক লেকচার প্রদান করেন।

পদক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ্ মাহতাব আলী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক লাইজু আক্তার। এতে পদক প্রদান করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ্ ইস্কান্দার আলী স্বপন। পদক প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. গোলাম হোসেন।

এতে সমাজসেবী নূরজাহান বেগমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন সি‌নিয়র আইনজীবী বীর মু‌ক্তি‌যোদ্ধা না‌সির উ‌দ্দিন ফারুকী, সিনিয়র আইনজীবী, গণতন্ত্রী পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা পাব‌লিক লাই‌ব্রে‌রির সাধারণ সম্পাদক মু আ ল‌তিফ, সি‌নিয়র সাংবা‌দিক আলম সা‌রোয়ার টিটু, সহকারী অধ্যাপক মো. সেলিম, ফ্রন্টিয়ার্স রিপোর্টার্স সোসাইটির সভাপতি মিনহাজ শিহাব ফুয়াদ, সমাজকর্মী লুৎফু‌ন্নেছা চিনু প্রমুখ। সম্মাননা প্রদান অনুষ্ঠানে সাংবাদিক, সমাজকর্মী, শিক্ষাবিদ এবং বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

এর আগে সমাজসেবী নূরজাহান বেগমের আত্মার মাগফিরাত কামনায় কোরআনখানি ও দোয়া অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, কিশোরগঞ্জের বরিষ্ঠ চিকিৎসক ডা. এ.এ. মাজহারুল হক ও সমাজসেবী নূরজাহান বেগম প্রতিষ্ঠিত কিশোরগঞ্জের সমাজ-সংস্কৃতি-সাহিত্য বিষয়ক সমীক্ষাধর্মী মাজহারুন-নূর ফাউন্ডেশন কিশোরগঞ্জের বিখ্যাত ব্যক্তিদের সম্মাননা প্রদানের মাধ্যমে তাদের জীবন কীর্তির ইতিহাস লিপিবদ্ধ করা ছাড়াও বিভিন্ন জনহিতকর ও সমাজসেবামূলক কাজ করছে।

এছাড়া সমাজসেবী নূরজাহান বেগম বিভিন্ন মসজিদ-মাদ্রাসাসহ দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। গত ১০ জানুয়ারি এই মহীয়সী নারী পরলোকগমন করেন। তাঁর কর্ম ও স্মৃতিকে অম্লান রাখার জন্য শাহ্ মাহ্তাব আলী ফাউন্ডেশন তাঁকে মরণোত্তর পদকে ভূষিত করেছে।

;

‘প্রতিবন্ধী নারীদের বাধা দূর করতে একসঙ্গে সাইরেন বাজাতে হবে’



স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), অ্যারো ও সিএনএস এর যৌথ উদ্যোগে ‘প্রতিবন্ধী নারী ও কিশোরীদের প্রতি সহিংসতা রোধ’ বিষয়ক একটি কর্মশালা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।

ডিআরইউ সহ-সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবের সঞ্চালনায় বেলা ১১টায় ডিআরইউ’র নসরুল হামিদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

এ সময় তিনি বলেন, বহুমুখী প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন প্রতিবন্ধী নারীরা। আমাদের প্রধানমন্ত্রী এবং স্পিকারসহ শীর্ষ পর্যায়ে নারী ক্ষমতায় থাকলেও নারীরা এখনও তাদের প্রাপ্য সুযোগ-সুবিধা পাচ্ছেন না। এই নারীরাই যখন প্রতিবন্ধী হয় তখন তারা আরো নানামুখী সমস্যার সম্মুখীন হন।


নারীদের দক্ষতা বাড়ানোর দিকে নজর দেওয়া হচ্ছে না এমন মন্তব্য করে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, রাস্তাঘাটসহ সরকারের বিভিন্ন উন্নয়ন প্রজেক্ট থাকলেও মানুষের দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে কোনো মেগা প্রজেক্ট নেওয়া হচ্ছে না। প্রতিবন্ধীদের নিয়েও পর্যাপ্ত পরিমানে প্রকল্প নেই। আমার মনে হয়, রাষ্ট্র একটা ভুল মডেলের দিকে যাচ্ছে। এসব প্রতিবন্ধকতা দূর করতে আমাদের দায়িত্ব হচ্ছে সবাইকে একসঙ্গে বাঁশি এবং সাইরেনটা বাজাতে হবে, আওয়াজ এক সঙ্গে করতে হবে।

এসময় তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে এ আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, একটি সমন্বিত চেষ্টার মাধ্যমে সরকার, রাজনীতিবিদ, সাংবাদিকসহ সব শ্রেণি পেশার মানুষ এগিয়ে আসলে এ সমস্যার সমাধান সম্ভব।

কর্মশালাটিতে প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টি ও ইউএন উইমেন বাংলাদেশ প্রকল্প সমন্বয় বিশেষজ্ঞ তুশিবা কাশেম মূল বিষয়ের উপরে আলোচনা করেন এবং অংশগ্রহণকারী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এছাড়াও বক্তব্য দেন ডিআরইউ’র তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ।

অনুষ্ঠানে ডিআরইউ’র যুগ্ম সম্পাদক শাহনাজ শারমীন, অর্থ সম্পাদক এস এম এ কালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, নারী বিষয়ক সম্পাদক তাপসী রাবেয়া আঁখি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, আপ্যায়ন সম্পাদক মুহাম্মাদ আখতারুজ্জামান ও কল্যাণ সম্পাদক কামরুজ্জামান বাবলু, কার্যনির্বাহী সদস্য সোলাইমান সালমান, সুশান্ত কুমার সাহা, মো: আল-আমিন, এসকে রেজা পারভেজ ও মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ) উপস্থিত ছিলেন।

;