ফ্রান্সকে এক বিলিয়ন ইউরো দিতে হচ্ছে গুগলকে

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বছর চারেক ধরে গুগলের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগের তদন্ত করছে ফরাসি কর্তৃপক্ষ। অবশেষে চলমান এ তদন্ত দফারফা করতে ফরাসি কর্তৃপক্ষকে প্রায় এক বিলিয়ন ইউরো (৯৬৫ মিলিয়ন ইউরো) দিতে রাজি হয়েছে গুগল।

এর মধ্যে ৫০০ মিলিয়ন ইউরো জরিমানা এবং ৪৬৫ মিলিয়ন ইউরো অতিরিক্ত কর অন্তর্ভুক্ত রয়েছে। তবে এ অর্থ ট্যাক্স বিল কর্তৃপক্ষ গুগলকে যত ইউরো কর ফাঁকি দেওয়ার জন্য অভিযুক্ত করেছিল তার চেয়ে কম। তদন্তকারীরা জানিয়েছেন, গুগল প্রায় ১.৬ বিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়েছে।

বিজ্ঞাপন

২০১৬ সালে গুগলের প্যারিস সদর দফতরে অভিযান চালিয়েছিল ট্যাক্স বিল কর্তৃপক্ষ। সেই থেকে প্রায় চার বছরের তদন্তে বিশাল কর ফাঁকির এ তথ্য বেরিয়ে আসে।

গুগল ফ্রান্সে তাদের সমস্ত করযোগ্য ক্ষেত্রের কথা উল্লেখ করেছে কি না তা খোঁজ নিয়েছিলেন ফ্রান্সের কর্মকর্তারা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ফ্রান্সের বাজেট মন্ত্রী জেরাল্ড ডারমানিন সংবাদ মাধ্যমকে বলেছেন, এ নিষ্পত্তি আইনগত নজির সৃষ্টি করবে। বড় ও ছোট আরও কয়েকটি সংস্থার বিরুদ্ধে কর ফাঁকির তদন্ত চলছে। তাদের সঙ্গেও মীমাংসার ব্যাপারে আলোচনা চলছে।

তবে সে সব সংস্থার নাম নির্দিষ্ট করে বলেননি তিনি।