গোলপোস্টে তিন শট, পয়েন্ট হারাল ম্যান সিটি



স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
বর্তমান চ্যাম্পিয়নরা চলতি লিগে প্রথমবারের মতো পয়েন্ট হারাল, ছবি: সংগৃহীত

বর্তমান চ্যাম্পিয়নরা চলতি লিগে প্রথমবারের মতো পয়েন্ট হারাল, ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঢাকা: ম্যাচের যে ফল তাতে হতাশ হওয়ার মতো অনেক কিছুই ছিল পেপ গার্দিওয়ালার জন্য। কিন্তু ম্যানচেস্টার সিটির কোচ ড্র ম্যাচে পয়েন্ট হারিয়েও যা বললেন তাতে বোঝা গেল যে খুব একটা মন খারাপ নেই তার!

বর্তমান চ্যাম্পিয়নরা চলতি লিগে প্রথমবারের মতো পয়েন্ট হারাল। ওলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স এমন শক্তিশালী কোনো দল নয় যে, ম্যানচেষ্টার সিটিকে হারিয়ে দেবে! অথচ ম্যাচের এক পর্যায়ে জয়ের সম্ভাবনাও দারুণ তৈরি করেছিল উলভসরা। তবে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ম্যাচ জিততে পারেনি তারা।

ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। ভাগ্য ভালো থাকলে এই অর্ধে ২-০ গোলে এগিয়ে যেতে পারতো ম্যান সিটি। সার্জিও আগুয়োরো ও রাহিম স্টার্লিংয়ের দু’টি শট উভলসের পোস্টে লেগে ফেরত আসে! উল্টো বিরতির পর ম্যান সিটি পিছিয়ে পড়ে। জোয়ো মাউতিনহো দুর পোস্টে ক্রস ফেলেন। ঝাঁপিয়ে পড়ে নিচু হয়ে ডাইভ দিয়ে সেই ক্রসে মাথা ছুঁইয়ে গোল করার চেষ্টা করেন উইলি বোলি। বল তার মাথায় লাগে ঠিকই, কিন্তু মাথায় লাগার পর হাতও স্পর্শ করে বল জালে যায়। সিটির খেলোয়াড়রা হ্যান্ডবলের আবেদন করলেও রেফারি গোলের বাঁশি বাজান। মিনিট খানেক পরে উভলসের ডি বক্সে ডেভিড সিলভা ফাউলের শিকার হন। কিন্তু রেফারি সেটা এড়িয়ে যান। নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হয় সিটি।

নিজ মাঠে গ্যালারি থেকে দারুণ সমর্থন পায় উলভস। এগিয়ে যাওয়ার পর তারা গুটিয়ে না গিয়ে আক্রমণাত্মক ফুটবলই খেলে। গোল শোধের জন্য সিটিও ততক্ষণে মরিয়া।

৬৯ মিনিটে সমতাসূচক গোল পায় সিটি। ফ্রিকিক থেকে উলভসের পোস্টে বল উড়ে আসে। হেড করার জন্য একসঙ্গে অনেকে লাফ দিলেও উচ্চতায় সবাইকে ছাড়িয়ে যান আইমেরিক লাপোর্তে। তার দুর্দান্ত হেডে বল জালে, ১-১। ডাগআউটে কোচ পেপ গার্দিওয়ালা যেন স্বস্তির নিঃশ্বাস পেলেন। লাপোর্তের এই গোলেই ম্যাচ থেকে পয়েন্ট নিয়ে ফিরল ম্যান সিটি। ভাগ্য সঙ্গে ছিলো না বলেই এই ম্যাচে পুরো তিন পয়েন্ট পেল না চ্যাম্পিয়নরা। ম্যাচের ইনজুরি টাইমের শেষ মিনিটে গোলের একটা সুযোগ এসেছিল ম্যান সিটির সামনে। ৩০ গজ দূর থেকে ফ্রিকিক নেন সার্জিও আগুয়োরো। সামনে দাঁড়ানো ডিফেন্ডারদের মানবপ্রাচীর এবং গোলপোস্টে গোলকিপার সবাইকে আগুয়োরোর সেই শট পরাস্ত করলেও ক্রসপিচকে যে হারাতে পারেনি! ক্রসপিচে বল লেগে ফিরে আসে। নিশ্চিত গোল থেকেও বঞ্চিত হয় ম্যান সিটি।

আরেকবার গোল মিসের আক্ষেপে পুড়ল চ্যাম্পিয়নরা। এই ম্যাচে সিটির সঙ্গে সবকিছুই ছিল, কেবল ছিল না ভাগ্য!

   

টিভিতে যা দেখবেন আজ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

উয়েফা কনফারেন্স লিগের ফাইনাল আজ। এছাড়াও টিভিতে যা যা থাকছে।


জাতীয় স্কুল ক্রিকেট (ফাইনাল, চলছে...)

কে জি ইউনিয়ন–কদমতলা পূর্ব বাসাবো

সকাল ৯টা, টি স্পোর্টস

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি

বাংলাদেশ-ইন্দোনেশিয়া

বিকেল ৪টা, টি স্পোর্টস

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল

বসুন্ধরা কিংস-শেখ রাসেল

বিকেল ৪টা, টি স্পোর্টস ইউটিউব

আবাহনী-মোহামেডান

বিকেল ৪টা, বাফুফে ইউটিউব চ্যানেল

উয়েফা কনফারেন্স লিগ (ফাইনাল)

অলিম্পিয়াকোস–ফিওরেন্তিনা

রাত ১টা, সনি স্পোর্টস টেন ২

;

বিশ্বকাপ ভারতের হাতে দেখছেন মরগান



Apon tariq
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

জুনের ২ তারিখ থেকে পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। স্বাগতিক হিসেবে আছে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপকে কেন্দ্র করে সাবেক ক্রিকেটাররা বরাবরের মতোই নিজেদের ভবিষ্যৎবাণী করে থাকেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। সে তালিকায় এবার যুক্ত হলেন ওয়ানডে বিশ্বকাপজয়ী সাবেক ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান।

মরগানের মতে, এবারের বিশ্বকাপে সবচেয়ে শক্তিশালী দল ভারত। ভারতের স্কোয়াডে তিন বিভাগেই দুর্দান্ত সব ক্রিকেটার রয়েছেন যারা বিশ্বকাপের মতো বড় শিরোপা তুলে ধরার যোগ্যতা রাখেন। যদিও ১১ বছর ধরে বৈশ্বিক কোনো শিরোপা ঘরে তুলতে পারেনি ভারত।

মরগান বলেন, ‘ইনজুরি সমস্যা থাকার পরেও নিঃসন্দেহে এবারের বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দল ভারত। কাগজে-কলমে শক্তিমত্তার বিচারে তারা এবার অপ্রতিরোধ্য। তারা নিজেদের সামর্থ্য অনুয়ায়ী খেলতে পারলে যে কোনো দলকে তারা হারাতে পারবে।‘

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের চ্যাম্পিয়ন দল ভারত। এবার রোহিত শর্মার অধীনে যুক্তরাষ্ট্রের মাটিতে ৫ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের মিশন শুরু করবে তারা। গ্রুপ ‘এ’ থেকে সবচেয়ে ফেভারিট দল হিসেবে তাদের নামই আছে সবার উপরে।

;

শীর্ষ পাঁচটি লিগ থেকে চ্যাম্পিয়ন্স লিগে যারা



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

শেষ হয়ে গেছে ইউরোপীয় ফুটবলের ২০২৩-২৪ মৌসুমের সকল ম্যাচ। ইতোমধ্যে সেরা পাঁচ লিগের জয়ী দলের হাতে শিরোপাও উঠেছে। যদিও কয়েকটি স্থান নির্ধারণ এখনো বাকি আছে। তবে বেশিরভাগ দলের নামই নিশ্চিত হওয়া গেছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ২০২৪-২৫ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিত করা দলগুলোর নাম।

ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে সরাসরি জায়গা করে নিয়েছে চার দল। তারা হলো ম্যানচেস্টার সিটি (চ্যাম্পিয়ন), আর্সেনাল, লিভারপুল ও অ্যাস্টন ভিলা।
ইউরোপা লিগ থেকে টটেনহাম ও এফএ কাপ জয়ী ম্যানচেস্টার ইউনাইটেড।

লা লিগা থেকে সরাসরি জায়গা করে নিয়েছে চার দল- রিয়াল মাদ্রিদ (চ্যাম্পিয়ন), বার্সেলোনা, জিরোনা ও আতলেতিকো মাদ্রিদ।
ইউরোপা লিগ থেকে অ্যাথলেটিক বিলবাও ও রিয়াল সোসিয়েদাদ।
কনফারেন্স লিগ থেকে সরাসরি জায়গা করে নিয়েছে রিয়াল বেতিস।

বুন্দেসলিগা থেকে সরাসরি জায়গা করে নিয়েছে পাঁচ দল- বায়ার লেভারকুসেন (চ্যাম্পিয়ন), ভিএফবি স্টুটগার্ট, বায়ার্ন মিউনিখ, লাইপজিগ ও বরুসিয়া ডর্টমুন্ড।
ইউরোপা লিগ থেকে হফেনহাইম। কনফারেন্স লিগ থেকে সরাসরি জায়গা করে নিয়েছে হফেনহাইম।

সিরি আ থেকে সরাসরি জায়গা করে নিয়েছে পাঁচ দল- ইন্টার মিলান (চ্যাম্পিয়ন), জুভেন্টাস, এসি মিলান, আতলান্তা ও বোলোনিয়া।
ইউরোপা লিগ থেকে রোমা ও লাতসিও।

ফ্রেঞ্চ লিগ আ থেকে সরাসরি জায়গা করে নিয়েছে চার দল পিএসজি (চ্যাম্পিয়ন), মোনাকো, ব্রেস্ত ও লিল।
ইউরোপা লিগ থেকে নিস ও লিও।
কনফারেন্স লিগ থেকে সরাসরি জায়গা করে নিয়েছে লাঁস।

;

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ম্যাচ বাতিল



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। সেই প্রস্তুতি ম্যাচের প্রথমটি মাঠে গড়ানোর কথা ছিল মঙ্গলবার রাত সাড়ে ৯ টায়। তবে শেষ পর্যন্ত সেই ম্যাচটি বাতিল করেছে আইসিসি। ম্যাচ বাতিলের কারণ হিসেবে বলা হচ্ছে বৈরি আবহাওয়াকে।

ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে অবশ্য আগে থেকেই শঙ্কা ছিল। ম্যাচের আগের দিন মুষলধারে বৃষ্টি ও আকাশ মেঘলা থাকায় ম্যাচ মাঠে গড়াবে কিনা সেটি নিয়ে ছিল প্রশ্ন। যদিও ম্যাচের দিনের আবহাওয়ার পূর্বাভাস খানিকটা স্বস্তিই দিয়েছিল বাংলাদেশি সমর্থকদের। বলা হচ্ছিল ম্যাচের সময় বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও পরে রং বদলেছে যুক্তরাষ্ট্রের আকাশ। আর তাতেই শেষ হয়ে গিয়েছে ম্যাচটি। মাঠে গড়ায়নি একটি বলও।

বাংলাদেশের পরবর্তী প্রস্তুতি ম্যাচ ভারতের বিপক্ষে। ম্যাচটি মাঠে গড়াবে আগামী ১ জুন। যেখানে বিশ্বকাপের শেষ প্রস্তুতি সারবে নাজমুল হোসেন শান্তর দর। যেখানে দারুণ খেলা উপহার দিয়ে বিশ্বকাপের আগে নিজেদের আত্মবিশ্বাসটা বাড়িয়ে নেওয়ায় এখন মূল লক্ষ্য বাংলাদেশি ক্রিকেটারদের।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে অবশ্য এই ম্যাচটি বাতিল হওয়ার আগেও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। যেখানে অবশ্য প্রস্তুতিতে ঘাটতিই চোখে পড়েছে। সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে শেষ ম্যাচ জিতে কোনো রকমে হোয়াইটওয়াশ এড়িয়েছে বাংলাদেশ। বিশ্বকাপের আগে তাই ব্যাটারদের মনোবল বাড়াতে এই প্রস্তুতি ম্যাচটি বড্ড বেশি দরকার ছিল বাংলাদেশের। যদিও শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি আবহাওয়া জনিত কারণে।

;