সিরিজ জিতে টেস্ট চ্যাম্পিয়নের শীর্ষে ভারত



স্পোর্টস এডিটর, বার্তাটোয়েন্টিফোর.কম
রেকর্ড ২৮ টি টেস্ট জিতলেন অধিনায়ক বিরাট কোহলি

রেকর্ড ২৮ টি টেস্ট জিতলেন অধিনায়ক বিরাট কোহলি

  • Font increase
  • Font Decrease

একেই বলে নো কম্পিটিশন ম্যাচ!

আসলে শুধু এই ম্যাচ না। পুরো সিরিজটাই যে নো কম্পিটিশন হলো। আরেকটু বিস্তারিত বললো-পুরো সফরটাই! ওয়ানডের পর টেস্ট -লাগাতার দুটো সিরিজই জিতলো ভারত।
 
আর ওয়েস্ট ইন্ডিজ শুধু তাকিয়ে তাকিয়ে দেখলো। মন খারাপ করা চেহারা নিয়ে প্রতিটি ম্যাচের শেষে এলেন উইন্ডিজ অধিনায়ক। আধো গলায় বললেন-‘আমরা পারছি না, হতাশ!’

জ্যামাইকায় সিরিজে দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজ সেই হতাশা নিয়েই হারলো। হারের ব্যবধান ২৫৭ রান। জয়ের জন্য ৪৬৮ রানের টার্গেট নিয়ে খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস থেমে গেলো ২১০ রানে। চতুর্থদিন লাঞ্চ বিরতির খানিকবাদেই ম্যাচ শেষ।

ম্যাচের পঞ্চমদিনটা ক্যারিবিয়ানে ঘুরে বেড়ানোর বাড়তি একটা সুযোগ পেলো ভারতীয় দল।
পরিস্কার ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুটা দুর্দান্ত হলো ভারতের। দুই টেস্টে সর্বোচ্চ ১২০ পয়েন্ট পেয়ে ভারত এখন এই চ্যাম্পিয়নশিপের পয়েন্টের তালিকার শীর্ষে।

আগের দিনের ৪৫ রানে ২ উইকেট নিয়ে খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজ চতুর্থদিন সকালেই বিপদে পড়ে। জাসপ্রিত বুমরার বাউন্সারে চোট পান ড্যারেন ব্রাভো। চোখে অন্ধকার দেখে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। নিয়ম অনুযায়ী বদলি খেলোয়াড় জেরেমি ব্লাকউড তার জায়গায় ব্যাট করতে নামেন। সামারাহ ব্রুকসের ৫০ ও ব্লাকউডের ৩৮ এবং অধিনায়ক জ্যাসন হোল্ডারের ৩৯ রান ছাড়া দলের আর কেউ ব্যাট হাতে দাড়াতেই পারেননি। ১৫৪ রানে ৪ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ লাঞ্চে যায়। কিন্তু দিনের দ্বিতীয় সেশনে খেলতে নেমেই ঝটপট গুটিয়ে যায় ২১০ রানে। ভারত ম্যাচ জিতলো ২৫৭ রানের বড় ব্যবধানে।
 
অধিনায়ক হিসেবে এটি বিরাট কোহলির ২৮ নম্বর টেস্ট জয়। ভারতের অধিনায়কদের মধ্যে তারচেয়ে বেশি আর কেউ টেস্ট ম্যাচ জিতেনি। ২৭ টেস্ট জিতে তালিকার দ্বিতীয় স্থানে আছেন মহেন্দ্র সিং ধোনি। তৃতীয় অবস্থানে আছেন সৌরভ গাঙ্গুলি। তিনি জিতেছেন ২১ টেস্ট। মোহাম্মদ আজহার উদ্দিন ১৪ টেস্ট জিতে ভারত অধিনায়কদের এই তালিকায় চতুর্থ স্থানে।

সংক্ষিপ্ত স্কোর: ভারত ১ম ইনি: ৪১৬/১০ (১৪০.১ ওভারে, রাহুল ১৩, আগারওয়াল ৫৫, পুজারা ৬, কোহলি ৭৬, রাহানে ২৪, বিহারি ১১১, পান্থ ২৭, ঈশান্ত ৫৭, অতিরিক্ত ৩১, হোল্ডার ৫/৭৭, কর্নওয়াল ৩/১০৫)।
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনি: ১১৭/১০ (৪৭.১ ওভারে, শিমরণ হেটমায়ার ৩৪, হোল্ডার ১৮, রোচ ১৭, বুমরা ৬/২৭, সামি ২/৩৪)।
ভারত ২য় ইনি: ১৬৮/৪ উইকেটে ৫৪. ৪ ওভারে ডিক্লেয়ার্ড, রাহানে ৬৪*, বিহারি ৫৩*, রোচ ৩/২৮)।
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিং: ২১০/১০ (৫৯.৫ ওভারে, ড্যারেন ব্রাভো ২৩ রিটায়ার্ড হার্ট, ব্রুকস ৫০, হোল্ডার ৩৯, বুমরা ২/৩৭, সামি ৩/৬৫, জাদেজা ৩/৫৮)।
ফল: ভারত ২৫৭ রানে জয়ী। সিরিজ: ভারত ২-০ তে জয়ী। ম্যাচ সেরা: হনুমা বিহারি।

   

প্রিমিয়ার লিগে শিরোপা নির্ধারণী ম্যাচ আজ



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারিত হবে আজ। যেখানে ভিন্ন ভিন্ন ম্যাচে লড়বে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। এ দুটি দলই আছে শিরোপার রেসে। এছাড়াও আইপিএলের লিগ পর্বের শেষ দিনও আজ।

আইপিএল
হায়দরাবাদ-পাঞ্জাব
বিকেল ৪টা, টি স্পোর্টস ও গাজী টিভি

রাজস্থান-কলকাতা
রাত ৮টা, টি স্পোর্টস ও গাজী টিভি

ইংলিশ প্রিমিয়ার লিগ
ম্যান সিটি-ওয়েস্ট হাম
রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২, র‍্যাবিটহোল
আর্সেনাল-এভারটন
রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১, র‍্যাবিটহোল

লা লিগা
বার্সেলোনা-ভায়েকানো
রাত ১১টা, র‍্যাবিটহোল

ভিয়ারিয়াল-রিয়াল মাদ্রিদ
রাত ১১টা, র‍্যাবিটহোল

ফ্রেঞ্চ লিগ আঁ
মেস-পিএসজি
রাত ১টা, র‍্যাবিটহোল

;

মৌসুম সেরার পুরস্কার জিতলেন ফোডেন-পালমার



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটির ফিল ফোডেন। সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার উঠেছে চেলসির কোল পালমারের হাতে।

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছেন ফোডেন। এখন পর্যন্ত ১৭ গোল করার পাশাপাশি ৮ গোল সতীর্থদের দিয়ে করিয়েছেন এই ইংলিশ মিডফিল্ডার। চোটে আর অফ ফর্মে যখন সিটির অন্য ফুটবলার ভুগেছেন, তখন বহুবার দলের ত্রাতা হিসেবে হাজির হয়েছেন তিনি।

মৌসুমসেরা খেলোয়াড়ের খেতাব জিততে ফোডেন পেছনে ফেলেছেন ক্লাব সতীর্থ আর্লিং হালান্ড, আলেক্সান্দার আইসাক, মার্টিন ওডেগার্ড, কোল পালমার, ডেকলান রাইস, ভার্জিল ফন ডাইক ও ওলি ওয়াটকিন্সকে।

অন্যদিকে সেরা উদীয়মানের খেতাব জেতা কোল পালমার গোল এবং অ্যাসিস্টের দিক দিয়ে ফোডেনের চেয়েও এগিয়ে। প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে এখন পর্যন্ত ২২ গোল করেছেন, করিয়েছেন আরো ১০ গোল। কিন্তু ফোডেনের দল সিটি যেখানে টানা চতুর্থবার শিরোপা জয়ের দ্বারপ্রান্তে, সেখানে পয়েন্ট টেবিলে কিছুটা পিছিয়ে পালমারের দল চেলসি। অনেকটা সে কারণেই হয়ত মৌসুমসেরার পুরস্কার হাত ফসকে গেছে তার, সন্তুষ্ট থাকতে হচ্ছে সেরা উদীয়মানের খেতাব নিয়ে।

;

মেসির মতো যুক্তরাষ্ট্রের লিগে খেলবেন সাকিবও!



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

লিওনেল মেসিকে নিয়ে সাকিব আল হাসানের পাগলামি একটু বেশিই। একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে- একবার কোনো এক সাক্ষাৎকারে সাকিবকে প্রশ্ন করা হয়েছিলো, যদি চাঁদে চান তাহলে কাকে সঙ্গে নিতে চাইবেন? উত্তরে স্ত্রী শিশিরের নাম নেয়া যাবে না, সে শর্ত জুড়ে দেয়া ছিল। সাকিব উত্তর করেছিলেন, লিওনেল মেসি। 

সাকিবের মেসিপ্রীতি নতুন কিছু নয়। আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পর সাকিবকে ঢাকার রাস্তায় আনন্দে মেতে উঠতেও দেখা গিয়েছিলো। মেসির আর্জেন্টিনার কিংবা বার্সার জার্সি গায়ে দেওয়া ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে অহরহ। জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে ফুটবলে সবচাইতে পটু হিসেবে খ্যাতি রয়েছে তার।

এবার মেসির পথেই হাঁটছেন সাকিব। না, মেসির মতো ফুটবলার বনে যাচ্ছেন না বিশ্বসেরা অলরাউন্ডার। তবে দুজনের গন্তব্য কিছু সময়ের জন্য এক হয়ে যাচ্ছে। একজন আমেরিকায় পাড়ি জমিয়েছেন, আরেকজন আমেরিকায় আছেন বিশ্বকাপ উপলক্ষ্যে। তবে যে জায়গায় মিল সেটা ক্লাব।

দীর্ঘদিন কলকাতা নাইট রাইডার্সে খেলা সাকিব আল হাসান এবার খেলবেন, আমেরিকার মেজর লিগ ক্রিকেটের লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সে। মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) দ্বিতীয় মৌসুমের জন্য শাহরুখ খানের দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব।

২০১১ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে হয়ে প্রথমবার আইপিএল খেলেন সাকিব। ২০১২ এবং ২০১৪ তে ভূমিকা রেখেছিলেন আইপিএল জয়ে। ২০১৭ পর্যন্ত ছিলেন কেকেআরে। ২০২১-এও দলকে নিয়েছিলেন ফাইনালে। সবশেষ ২০২৩ সালেও তাকে কিনেছিলো কেকেআর। যদিও পরে নাম প্রত্যাহার করেন৷

;

ইমপ্যাক্ট খেলোয়াড় ইস্যুতে বিস্ফোরক কোহলি



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইপিএলে ইমপ্যাক্ট খেলোয়াড় নীতির পক্ষে-বিপক্ষে কথা চালাচালি হচ্ছে বেশ। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ ইমপ্যাক্ট খেলোয়াড় নীতির পক্ষে সাফাই গেয়েছেন। তবে বিপরীত মেরুতে অবস্থান করছেন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। এবার রোহিতের সুরে সুর মেলালেন ভারতের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলিও।

ইমপ্যাক্ট খেলোয়াড় নীতির কারণে ‘খেলার ভারসাম্য নষ্ট হচ্ছে’ বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক অধিনায়ক কোহলি। ইমপ্যাক্ট খেলোয়াড় ইস্যুতে নিজের অবস্থান ব্যক্ত করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলা এই ক্রিকেটার জিও সিনেমার সঙ্গে আলাপে বলেন, ‘বিনোদন খেলার একটা অংশ, তবে খেলায় এখন কোনো ভারসাম্য নেই। ইমপ্যাক্ট খেলোয়াড়ের নিয়ম খেলার ভারসাম্য নষ্ট করছে। শুধু আমি-ই নই, অনেকেই এমনটা মনে করছে।’

গত মাসে এক পডকাস্টে ইমপ্যাক্ট খেলোয়াড় নীতি নিয়ে চাঁছাছোলা মন্তব্য করেন রোহিতও, ‘আমি এটার সমর্থক নই। অলরাউন্ডার ক্ষতি করছে এই নিয়ম। ক্রিকেট ১১ জনের খেলা, ১২ জনের নয়।’

কোহলি আশা করছেন, শিগগিরই আইপিএলে ইমপ্যাক্ট খেলোয়াড়ের নিয়ম বাতিল করবে বিসিসিআই। ইমপ্যাক্ট খেলোয়াড়ের নীতি পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছিলেন জয় শাহ। এতে আশার আলো দেখছেন কোহলি, ‘জয় (শাহ) ভাই বলেছেন যে, তারা এটা পর্যালোচনা করছে। আমি নিশ্চিত পর্যালোচনার পর তারা এমন সিদ্ধান্ত নেবেন, যার মাধ্যমে খেলায় ভারসাম্য ফিরে আসবে।’

;