দর্শকরা ফেরত পাবেন অর্থ; রিজার্ভ ডে নিয়ে মুখ খুলল আইসিসি



সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম
হাসিমুখে খেলা দেখতে এসেছেন। কিন্তু বৃষ্টির কারণে হতাশ হয়েই মাঠ ছাড়তে হচ্ছে ক্রিকেটপ্রেমীদের

হাসিমুখে খেলা দেখতে এসেছেন। কিন্তু বৃষ্টির কারণে হতাশ হয়েই মাঠ ছাড়তে হচ্ছে ক্রিকেটপ্রেমীদের

  • Font increase
  • Font Decrease

বৃষ্টি! এবারের বিশ্বকাপে জয়-পরাজয় আর ক্রিকেটারদের পারফরম্যান্স ছাপিয়ে আলোচনায় এই বেরসিক বৃষ্টি! কারণটাও সংগত প্রথম ১৬ ম্যাচের মধ্যেই পরিত্যক্ত তিনটি। যা কীনা বিশ্বকাপ ইতিহাসের রীতিমতো এক রেকর্ড। ব্রিস্টলে মঙ্গলবার বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে মাঠেই নামতে পারেন নি ক্রিকেটাররা। তারপর থেকেই চলছে ধুন্ধুমার আলোচনা-ইংলিশ সামারে খেলা যখন হচ্ছে তখন রিজার্ভ ডে কি থাকতে পারতো না?

বিশ্বকাপ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি অবশ্য এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছে। তবে খেলা দেখতে না পারা হতাশ দর্শকরা ফেরত পাবেন টিকিটের অর্থ। ম্যাচ না দেখে ঘরে ফেরা হতাশ দর্শকদের  টিকেটের অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বকাপের মূল আয়োজক আইসিসি।

তারপরও সমালোচনা থেমে নেই। বিশ্বকাপ আয়োজনের সময় নিয়ে নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই বলছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) ছাড়া দিতেই দেরিতে বিশ্বকাপ আয়োজন করেছে আইসিসি। এমনিতে বৃষ্টি সারা বছরই লেগে থাকে ইংল্যান্ডে। আর জুন-জুলাইয়ে অঝোর ধারা থামেই না! এ কারণেই টেস্ট সিরিজ কিংবাি কাউন্টি চ্যাম্পিয়নশিপ শেষ হয় এপ্রিল কিংবা মে মাসে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/12/1560328669264.jpg

ইংল্যান্ডের নতুন মৌসুম শুরু হয় অক্টোবরে। তারপরও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কেন এমনটা করেছে? ওয়ার্ল্ড কাপকে অনেকেই এখন ট্রল করে ডাকছেন রেইন কাপ নামে। বৃষ্টিতে একের পর এক ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ঠিক জমছে না আসর। টসটাও হয়ে উঠছে গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে টস জিতলে এগিয়ে যাচ্ছে একটি দল!

এ অবস্থায় ক্রিকেটার, বিশ্লেষক থেকে শুরু করে দর্শক সবাই হতাশ। টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, কোচ স্টিভেন রোডস এনিয়ে নিজেদের হতাশার কথাও শুনিয়েছেন মঙ্গলবার। বিশ্বকাপে এই পর্যায়ে রিজার্ভ ডে কেন নেই-প্রশ্ন তুলেছেন রোডস।

যদিও আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন জানিয়ে দেন, এতো বড় একটা প্রতিযোগিতায় প্রত্যেক ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা খুব কঠিন। তিনি বলেন, ‘দেখুন, বিশ্বকাপে প্রতি ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখলে টুর্নামেন্টের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে আর আয়োজন করা অনেক জটিল হয়ে পড়বে। তাছাড়া রিজার্ভ ডেতে বৃষ্টি হবে না তারও কোনো গ্যারান্টি নেই।’

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/12/1560328725779.jpg

একটা ম্যাচ আয়োজনের পেছনে অনেক মানুষ জড়িত। রিচার্ডসন জানাচ্ছিলেন, ‘প্রতিটি ম্যাচেই প্রায় ১২০০ মানুষ যুক্ত থাকে। সহস্রাধিক মানুষ নিয়েই আমাদের এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে যেতে হয়। সব মিলিয়ে জটিল একটা বিষয়কে আরও বড় করা সম্ভব ছিলো না।’

এ কারণেই শুধু সেমি-ফাইনাল আর ফাইনালেই আইসিসি রেখেছে রিজার্ভ ডে। প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেন, ‘আমরা নক আউট পর্বে রিজার্ভ ডে রেখেছি। যেখানে একটা ম্যাচ আসলেই গুরুত্বপূর্ণ। এখন একেবারেই অদ্ভুত আবহাওয়া চলছে। গত দুদিনে আমরা প্রায় গড়ে এক মাসের বৃষ্টি দেখে ফেলেছি।’

আরো পড়ুন-

বিশ্বকাপ নাকি রেইন কাপ?

   

কোচ জাভির শততম ম্যাচে বার্সার জয় 



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

লিগ শিরোপাটা আগেই হাতছাড়া হয়েছে বার্সেলোনার। চার ম্যাচ হাতে রেখেই লা লিগা শিরোপা পুনরুদ্ধারের কাজটা সেরেছে রিয়াল মাদ্রিদ। এতেই মৌসুমের বাকি অংশে বার্সেলোনার নজর কেবল শীর্ষে দুইয়ে নিজেদের জায়গা ধরে রাখা। লিগ মৌসুমে আর কিছু পাওয়ার না থাকলেও গত রাতের ম্যাচটি কাতালানদের জন্য ছিল গুরুত্বপূর্ণ। ম্যাচটি ছিল কোচ জাভি হার্নান্দেজের বার্সেলোনায় শততম লিগ ম্যাচ। 

ফের্মিন লোপেজের জোড়া গোলে আলমেরিয়ার বিপক্ষে ম্যাচটিতে ২-০ ব্যবধানে জেতে বার্সেলোনা। এতে পয়েন্ট তালিকার দুইয়ে নিজেদের জায়গা আরও মজবুত করলো জাভি হার্নান্দেজের দলটি।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১৪তম মিনিটেই গোলের দেখা পেয়ে যায় বার্সা। এক্তোর ফর্তের ক্রসে দারুণ এক হেডের জালের ঠিকানা খুঁজে নেন লোপেজ। এর ১৪ মিনিট পরেই ব্যবধান বাড়ানোর দারুণ এক সুযোগ পেয়েছিল সফরকারীরা। তবে লামিনের ইয়ামালের দারুণ এক শট ফিরে আসে পোস্টে লেগে। এতে ১-০ ব্যবধানেই শেষ হয় প্রথমার্ধের খেলা। 

এদিকে ঘরের মাঠে আলমেরিয়াও সুযোগ পেয়েছিল একাধিক। তবে কোনোটিই কাজে লাগে পারেনি স্বাগতিকরা। উল্টো ৬৭তম মিনিটে আরও একটি গোল হজম করে বসে তারা। সার্জিও রবের্তোর পাস ধরে ম্যাচে নিজেদের দ্বিতীয় গোল করেন লোপেজ। এ নিয়ে চলতি এবং নিজের অভিষেক মৌসুমে ১০টি গোল করলেন এই স্প্যানিশ মিডফিল্ডার। 

এই জয়ে ৩৬ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট ৭৯। সমান ম্যাচে তিনে থাকা জিরোনার পয়েন্ট ৭৫। 

;

দুটি প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের, ৩ দল পায়নি একটি ম্যাচও  



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৩ দিন সময় হাতে রেখে আজ (শুক্রবার) বাংলাদেশ সময় ভোর ৪টা ২০ মিনিটে যুক্তরাষ্ট্রের টেক্সাসে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। বেশ কিছুটা সময় হাতে নিয়েই বিশ্বকাপের সহ-আয়োজক দেশটিতে পৌঁছাল শান্ত-সাকিবরা। কেননা যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে তাদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। এবার জানা গেল বিশ্বকাপের আগের নিজেদের ঝালিয়ে নিতে আরও দুটি ম্যাচ পাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল। 

যুক্তরাষ্ট্র সিরিজের পর এবং বিশ্বকাপের মূলপর্ব শুরুর মাঝের সময়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এদিকে বিশ্বকাপের প্রস্তুতি পর্বের এই অংশে একটিও ম্যাচ পায়নি পাকিস্তান, নিউজিল্যান্ড ও বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। 

ভারতের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, এটি জানা গিয়েছিল আগেই। এবার গতকাল এক বিবৃতিতে আইসিসি প্রস্তুতি পর্বের ম্যাচগুলোর সূচি প্রকাশ করলে জানা গেল তার দিনক্ষণও। ম্যাচটি হবে আগামী ১ জুন। তবে কোথায় এবং কখন শুরু হবে তা এখনো নিশ্চিত করে জানায়নি আইসিসি। 

এদিকে প্রস্তুতি অংশে বাংলাদেশের আরেকটি ম্যাচ যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ম্যাচটি নিয়ে আপত্তি জানিয়েছিল বিসিবি। কেননা বিশ্বকাপের সহ-আয়োজক দেশটির সঙ্গে এর আগে সিরিজ খেলবে বাংলাদেশ। অবশ্য শেষ পর্যন্ত প্রস্তুতি সূচিতে উঠে গেছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ম্যাচের দিনক্ষণ। সেই ম্যাচটি আগামী ২৮ মে। 

আগামী ২৭ জুন শুরু হয়ে ১ জুন পর্যন্ত চলবে বিশ্বকাপের মোট ১৭টি প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, অস্ট্রেলিয়া, কানাডা, নেপাল, নেদারল্যান্ডস, ওমান, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা, উগান্ডা ও স্বাগতিক যুক্তরাষ্ট্র খেলবে দুটি করে প্রস্তুতি ম্যাচ। এদিকে নামিবিয়া খেলবে সর্বোচ্চ তিনটি ম্যাচ। আরেক সহ-আয়োজক ওয়েস্ট ইন্ডিজ, ভারত, আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা খেলবে একটি ম্যাচ। এর মধ্যে প্রোটিয়ারা আবার খেলবে নিজেদের মধ্যেই দুই দলে ভাগ হয়ে। 

যুক্তরাষ্ট্রের দুটি মাঠ টেক্সাস, ফ্লোরিডায় এবং ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর দুটি মাঠ ব্রায়ান লারা একাডেমি ও কুইন্স পার্ক ওভালে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। 

এক নজরে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি। 

২৭ মে

কানাডা-নেপাল, টেক্সাস

ওমান-পাপুয়া নিউগিনি, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (ব্রায়ান লারা একাডেমি)

নামিবিয়া-উগান্ডা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (ব্রায়ান লারা একাডেমি)

২৮ মে

শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস, ফ্লোরিডা

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র, টেক্সাস

অস্ট্রেলিয়া-নামিবিয়া, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (কুইন্স পার্ক ওভাল)

২৯ মে

দক্ষিণ আফ্রিকা আন্তস্কোয়াড, ফ্লোরিডা

আফগানিস্তান-ওমান, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (কুইন্স পার্ক ওভাল)

৩০ মে

নেপাল-যুক্তরাষ্ট্র, টেক্সাস

স্কটল্যান্ড-উগান্ডা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (ব্রায়ান লারা একাডেমি)

নেদারল্যান্ডস-কানাডা, টেক্সাস

নামিবিয়া-পাপুয়া নিউগিনি, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (ব্রায়ান লারা একাডেমি)

ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (কুইন্স পার্ক ওভাল)

৩১ মে

আয়ারল্যান্ড-শ্রীলঙ্কা, ফ্লোরিডা

স্কটল্যান্ড-আফগানিস্তান, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (কুইন্স পার্ক ওভাল)

১ জুন

বাংলাদেশ-ভারত, যুক্তরাষ্ট্র (ভেন্যু চূড়ান্ত হয়নি)



;

গুজরাটের টানা দুই ম্যাচ পরিত্যক্ত বৃষ্টিতে, প্লে-অফে হায়দরাবাদ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

এই বৃষ্টিতেই কপাল পুড়েছিল গুজরাট টাইটান্সের। এর আগে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হলে শেষ চারের স্বপ্নটাও শেষ হয় তাদের। আইপিএলে এবারই প্রথম প্লে-অফের আগে বিদায় নিল গুজরাট। নিজেদের প্রথম দুই আসরেই ফাইনাল খেলেছে গুজরাট, এর মধ্যে ২০২২ আসরে হয়েছিল চ্যাম্পিয়ন। 

কলকাতার বিপক্ষে ম্যাচটির পর এবার সানরাইজার্সের হায়দরাবাদের বিপক্ষে গুজরাটের ম্যাচটিও ভেস্তে গেল বৃষ্টিতে। গুজরাটের জন্য অবশ্য এই ম্যাচটি ছিল কেবল নিয়মরক্ষার। তবে বৃষ্টির সুবাদের কপাল খুলেছে হায়দরাবাদের। ম্যাচ পরিত্যক্ত হওয়ার পয়েন্ট ভাগাভাগিতে আসরের তৃতীয় দল হিসেবে প্লে-অফের টিকিট পেয়েছে কামিন্স-হেডরা। 

আসরের শুরু থেকেই ব্যাটিং বিধ্বংসী দলের তকমা পাওয়া হায়দরাবাদ ছিল দারুণ ছন্দে। শুরুর সাত ম্যাচের পাঁচটিতেই জিতেছিল তারা। তবে পরের চার ম্যাচের তিনটিতে হেরে শেষ চারের রাস্তা কঠিন বানিয়ে ফেলেছিল প্যাট কামিন্সের দলটি। পরে নিজেদের ১২তম ম্যাচে লক্ষ্ণৌয়ের বিপক্ষে ১০ উইকেটের বড় জয় এবং গতকালের ১ পয়েন্ট নিয়ে শেষ চারে পৌঁছে যায় হায়দরাবাদ। 

হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের বৃষ্টির তীব্রতায় গতকালের ম্যাচটিতে গড়ায়নি টসও। পরে স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে ম্যাচ পরিত্যক্তের ঘোষণা দেন আম্পায়াররা। 

আইপিএলের ১৭তম এই আসরে এর আগেই শেষ চারে নিজেদের জায়গা নিশ্চিত করেছে কলকাতা ও রাজস্থান। এতেই লড়াইটা এখন কেবল চতুর্থ স্থানের। যেই দৌড়েও আছে তিন দল, চেন্নাই, বেঙ্গালুরু ও লক্ষ্ণৌ। আজ মুম্বাইয়ের বিপক্ষে প্রথমপর্বে নিজেদের শেষ ম্যাচে নামবে লক্ষ্ণৌ এবং আগামীকাল বেঙ্গালুরুর মাঠে নামবে চেন্নাই। নেট রান রেট বিচারে আজকের ম্যাচে লক্ষ্ণৌয়ের সম্ভাবনা একবারেই কম। এতেই আগামীকালের চেন্নাই-বেঙ্গালুরুর ম্যাচের দিকে তাকিয়ে প্লে-অফের চতুর্থ ও শেষ দল। 

;

যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন শান্ত-সাকিবরা 



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বুধবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে দ্বিপাক্ষিক সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশ ক্রিকেট দল। প্রায় ২৬ ঘণ্টার লম্বা ফ্লাইট যাত্রা শেষে আজ (শুক্রবার) ভোরে গন্তব্যে পৌঁছেছেন শান্ত-সাকিবরা। 

বাংলাদেশ সময় ভোর ৪টা ২০ মিনিটে টেক্সাসের হিউসটনের জর্জ বুশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছায় বাংলাদেশ দল। বিশ্বকাপের সহ-আয়োজক দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটি টেক্সাসের এই শহরেই। 

আগামী ১ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের মূলপর্ব। আইসিসির বৈশ্বিক এই টুর্নামেন্টের আগে যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি নির্ধারণ করে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)। আগামী ২১, ২৩ ও ২৫ মে হিউসটনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের ম্যাচগুলো খেলবে শান্ত-তাসকিনরা। 

মূলপর্বে বাংলাদেশের ম্যাচ আগামী ৭ জুন (বাংলাদেশ সময় ৮ জুন ভোর ৬টা ৩০ মিনিট)। শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচ দিয়েই বিশ্বকাপের যাত্রা শুরু হবে নাজমুল হোসেন শান্তর দলের।  



;