টিভি পর্দায় অস্ট্রেলিয়া-ভারত মহারণ

  • সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

লড়াইয়ে মুখোমুখি বিরাট কোহলি ও অ্যারন ফিঞ্চ

লড়াইয়ে মুখোমুখি বিরাট কোহলি ও অ্যারন ফিঞ্চ

ওয়ানডে বিশ্বকাপে আজ রোববার ফের মাঠে নামছে ভারত। ক্রিকেট ময়দানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অভিযান শুরু করে অধিনায়ক বিরাট কোহলির দল। দুই ম্যাচ জেতা ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চের দলেও নেই আত্মবিশ্বাসের ঘাটতি। নিজেদের উদ্বোধনী ম্যাচে আফগানদের উড়িয়ে দেয় অজিরা। দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিং বিপর্যয় (৫ উইকেট হারিয়েছিল ৭৯ রানে) সামলে ১৫ রানের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া (২৮৮ রান)।

ওভালে অস্ট্রেলিয়া-ভারতের মধ্যকার একমাত্র ম্যাচ মাঠে গড়াবে বিকেল সাড়ে ৩টায়।

বিজ্ঞাপন

উয়েফা নেশন্স লিগে ইউরো জয়ী পর্তুগাল মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। আর ফিফা নারী বিশ্বকাপে ব্রাজিল মুখোমুখি হবে জ্যামাইকার। অস্ট্রেলিয়া-ইতালি ও ইংল্যান্ড-স্কটল্যান্ড লড়াইও।

টেলিভিশনের পর্দায় দেখা যাবে ফ্রেঞ্চ ওপেনও। বিকেল থেকেই বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম আসর রোলা গ্যাঁরোর ম্যাচ উপভোগ করতে পারবেন টেলিভিশনের ছোট পর্দায়।

বিজ্ঞাপন

চলুন দেখে নেই টেলিভিশনের পর্দায় রোববার কী থাকছে-

ক্রিকেট
আইসিসি বিশ্বকাপ ২০১৯
অস্ট্রেলিয়া-ভারত
সরাসরি বিকেল সাড়ে ৩টা
বিটিভি, জিটিভি, মাছরাঙা ও স্টার স্পোর্টস ওয়ান এশিয়া

ফুটবল
উয়েফা নেশন্স লিগ
তৃতীয় স্থান নির্ধারণী
সুইজারল্যান্ড-ইংল্যান্ড
সরাসরি সন্ধ্যা ৭টা    
ফাইনাল
পর্তুগাল-নেদারল্যান্ডস
সরাসরি রাত ১২টা ৪৫ মিনিট
সনি টেন টু

ফিফা নারী বিশ্বকাপ
অস্ট্রেলিয়া-ইতালি
সরাসরি বিকেল ৫টা
ব্রাজিল-জ্যামাইকা
সরাসরি সন্ধ্যা সাড়ে ৭টা
ইংল্যান্ড-স্কটল্যান্ড
সরাসরি রাত ১০টা
সনি ইএসপিএন

টেনিস
ফ্রেঞ্চ ওপেন ২০১৯
সরাসরি বিকেল ৪টা
স্টার স্পোর্টস সিলেক্ট ১/২