দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। স্বাগতিক দেশ হিসেবে অনেকেই পাকিস্তানকে এগিয়ে রাখছেন। সেই পাকিস্তানই ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাজে ভারে হারলো নিউজিল্যান্ডের কাছে। আর তাতেই পাকিস্তানের অধিনায়ক মোহম্মদ রিজওয়ানের কড়া সমালোচনা করেছেন সাবেক পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদ।
রিজওয়ানের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছেন শেহজাদ। ফাইনালে টসে জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তকে নির্বোধ সিদ্ধান্ত’ হিসেবে অভিহিত করেছেন তিনি।
নিজের ইউটিউব চ্যানেলে শেহজাদ বলেন,‘পাকিস্তানের প্রত্যাশার বেলুন ছিদ্র হয়ে গেছে এ ম্যাচ হেরে। আগের ম্যাচগুলোতে আমরা দেখেছি করাচির পিচে যারা পরে ব্যাটিং করে তারা বাড়তি সুবিধা পায়। এটা জানার পরেও টসে জিতে আগে ব্যাটিং নেওয়া অধিনায়কের নির্বুদ্ধিতার পরিচয়।’
দল নির্বাচনে রিজওয়ানের ভুল সিদ্ধান্ত নিয়ে শেহজাদ বলেন, ‘অধিনায়কের নজর কেবলমাত্র ব্যাটিংয়ে ভালো করা। বোলার মোহাম্মদ হাসনাইনের পরিবর্তে অলরাউন্ডার হিসেবে ফাহিম আশরাফকে দলে রেখেছে ব্যাটিং শক্তি বাড়ানোর জন্য। অথচ ফাহিমকে দিয়ে করিয়েছে মাত্র দুই ওভার।’
এরপর রিজওয়ানের এক হাত নেন শেহজাদ। তিনি বলেন, ‘ফাইনালের মত একটা খেলায়, আপনি বাচ্চাদের মত ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। এমন চলতে থাকলে আপনি ভালো দলের সঙ্গে জিততে পারবেন না, যদি না তারা বড় কোনো ভুল করে।’
এই নিউজিল্যান্ডের সঙ্গেই ম্যাচ দিয়ে নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে পাকিস্তান। তার আগে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে এমন হার, অবশ্যই ভোগাবে পাকিস্তান দল ও অধিনায়ক রিজওয়ানকে।