বিশ্বের সেরা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ: মেসি

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপের ফাইনালে একদম শেষদিকে কালো মুয়ানির সঙ্গে ওয়ান টু ওয়ান পজিশনে এমিলিয়ানো মার্তিনেজের সেই সেভ হয়তো এখনো মনে ধরে রেখেছেন আর্জেন্টাইন সমর্থকরা। সেখানে গোলটি হয়ে গেলে ম্যাচটি জিতে যেত ফ্রান্স। এরপর টাইবেকারেও একটি শট ঠেকিয়ে দেন মার্তিনেজ। বিশ্বকাপ ফাইনাল জয়ের সেই সুখস্মৃতি এখনো যেন মনে পড়ে লিওনেল মেসির। এবং ফুটবল বিশ্বের এই মহাতারকার মতে, বিশ্বের সেরা গোলরক্ষক মার্তিনেজই। 

বিজ্ঞাপন

কাতার বিশ্বকাপের নকআউট পর্ব থেকেই দারুণ ছন্দে ছিলেন মার্তিনেজ। কোয়ার্টার-ফাইনালেও নেদারল্যান্ডস হেরেছিল তার কাছেই, টাইব্রেকারে। পরে ফাইনালেও নজরকাড়া পারফর্ম। 

সম্প্রতি ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ফুটবলের ক্যারিয়ার, ক্লাব ক্যারিয়ার, বিশ্বকাপ ফাইনালের স্মৃতি এসব নিয়ে কথা বলেন মেসি। সেখানে তিনি বলেন, ‘দিবু (এমিলিয়ানো) মার্তিনেজ বিশ্বের সেরা গোলরক্ষক।’ 

মার্তিনেজ খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলার হয়ে। সেখানে নিজেকে সেভাবে মেলে ধরতে না পারলেও জাতীয় দলে জার্সিতে যেন ভিন্ন অবতারে নিজেকে প্রমাণ করেন ৩১ বছর বয়সী এই গোলরক্ষক।