এগিয়ে গিয়েও যুক্তরাষ্ট্রকে হারাতে পারল না ব্রাজিল

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

মেক্সিকোর বিপক্ষে রোমাঞ্চকর ড্রটা আগের ম্যাচে পেয়েছিল ব্রাজিল। তবে আজ তাদের রুখেই দিল যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দুই দল ১-১ গোলে ড্র করেছে আজ।

ফ্লোরিডায় ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ব্রাজিল শুরুটা অবশ্য বেশ ভালো করেছিল। বলের দখলে এগিয়ে ছিল। ১৭ মিনিটে পেয়ে গিয়েছিল গোলও। যুক্তরাষ্ট্র গোলরক্ষক ম্যাট টার্নারের ভুল পাস গিয়ে পড়ে বার্সা উইঙ্গার রাফিনিয়ার কাছে। তার বাড়ানো বল থেকে গোলটা করে ব্রাজিলকে লিড এনে দেন রদ্রিগো গোয়েজ।

বিজ্ঞাপন

তবে সে লিডটা ব্রাজিল ধরে রাখতে পারল না। ১০ মিনিটেরও আগে সমতা ফেরায় স্বাগতিকরা। ২৬ মিনিটে গোলটা করেন ক্রিশ্চিয়ান পুলিসিক। বক্সের একটু বাইরে থেকে তার নেওয়া নিচু ফ্রি কিকটা অ্যালিসন বেকারকে ফাঁকি দিয়ে জড়ায় জালে। ম্যাচে ফেরে ১-১ সমতা। সেই সমতা আর ভাঙেনি।

২০ জুন এই যুক্তরাষ্ট্রেই বসবে কোপা আমেরিকার এবারের আসর। ৯ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল ডি গ্রুপ থেকে তাদের লড়াই শুরু করবে কোস্টা রিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে, ২৪ জুন হবে ম্যাচটা। এরপর প্যারাগুয়ে আর কলম্বিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল।