ম্যাগার্ককে অজিদের বিশ্বকাপ দলে দেখতে চান ক্লার্ক 



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

জ্যাক ফ্রেজার-ম্যাগার্ক। ২২ বছর বয়সী এই তরুণের এখনো অভিষেক হয়নি অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে। তবে নামটি ইতিমধ্যেই বেশ ভালোভাবেই চেনা ক্রিকেটপ্রেমীদের। উপলক্ষ চলতি আইপিএলের আসর। সেখানে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলেছেন এই ডানহাতি ওপেনার ব্যাটার। তাতেই করেছেন ২৫৭ রান। স্ট্রাইক রেট দেখে যে কেউ যাবেন থমকে, ২৩৭ দশমিক ৫০। এতেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অজিদের দলে এই ব্যাটারের জায়গা নিয়ে শুরু হয় আলোচনা। এবার দেশটির সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্কও হাটলেন একই পথে। ম্যাগার্ককে অজিদের বিশ্বকাপ দলে দেখতে চান অজিদের সাবেক এই তারকা ক্রিকেটার। 

গত কালের মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেও বিধ্বংসী ফর্মে ছিলেন ম্যাগার্ক। স্রেফ ২৭ বলে করেছেন ৮৪ রান। এ ম্যাচেও ছুঁয়েছেন আসরে এর আগে হায়দরাবাদের বিপক্ষে করা ১৫ বলে দ্রুততম ফিফটির কীর্তি। এতেই কেড়েছেন সবার নজর। 

আইপিএলের এবারের আসরে ধারাভাষ্যের ভূমিকায় আছেন ক্লার্ক। ছিলেন গত রাতের ম্যাচেও। সেখানেই মূলত ম্যাগার্কের বন্দনায় মাতেন তিনি। ধারাভাষ্য বক্সে ক্লার্ক বলেন, ‘নির্বাচকদের (অস্ট্রেলিয়া জাতীয় দল) তাকে নিয়ে ভাবা উচিত। দল বাছাইয়ের বাকি আর মাত্র কয়েকদিন। সে এখন পর্যন্ত যেভাবে খেলছে, সত্যিই তাকে এড়িয়ে যাওয়া বেশ কঠিন।’ 

ওপেনিংয়ে নেমে মূলত পাওয়ার প্লেতে বিশাল বিশাল ছক্কা হাঁকানোর সক্ষমতা রাখেন তিনি। ক্লার্কের মতে যেটি ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার ধীরগতির পিচে দলকে অনেক সুবিধা এনে দিবে। 

ম্যাগার্ক এই ২৪৭ রানের মধ্যে ২২০ রানই করেছেন বাউন্ডারিতে। মেরেছেন ২২টি ছক্কা ও সমান ২২টি চার। এতে পরিসংখ্যানও বলে দিচ্ছে কতটা কার্যকরী হতে চলেছেন তিনি। 

   

অপরাজিত থেকেই লিগ মৌসুম শেষ করতে চান আলোনসো 



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

প্রতি ম্যাচের ফলাফলের পর নিজেদের একের পর এক অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে বায়ার লেভারকুসেন। লিগে পাঁচ বাকি ম্যাচ থাকতেই বায়ার্ন মিউনিখের ১১ বছরের রাজত্ব থামিয়ে বুন্দেসলিগা শিরোপা জিতেছে তারা। তবে এখনো থামেনি অপরাজিত যাত্রা। লিগ ম্যাচসহ সব মিলিয়ে এখন পর্যন্ত ৫০ ম্যাচে অপরাজিত লেভারকুসেন। ইউরোপীয় কোনো ক্লাব হিসেবে এই প্রথম কোনো ক্লাব গড়ল এমন কীর্তি। 

সবশেষ গত রাতে লিগ ম্যাচে বোখুমের বিপক্ষে ৫-০ ব্যবধানের বড় জয় পেয়েছে লেভারকুসেন। আর এতেই অপরাজিত যাত্রার ফিফটির কীর্তি স্পর্শ করে জাবি আলোনসোর দলটি। এদিকে লিগে আর বাকি এক ম্যাচ। সেই ম্যাচেও অপরাজিত থাকলে জার্মান শীর্ষ লিগ বুন্দেসলিগায় প্রথম ক্লাব হিসেবে পুরো মৌসুম অপরাজিত থাকার রেকর্ড গড়বে লেভারকুসেন। এবং তাদের কোচ আলোনসোর লক্ষ্যও এখন সেটাই। 

আগামী শনিবার অগসবুর্গের বিপক্ষে লিগের শেষ ম্যাচে নামবে জাবি আলোনসোর দল। লিগে ৩৩ ম্যাচে লেভারকুসেনের পয়েন্ট ৮৭। এর মধ্যে ২৭টি ম্যাচে জয় এবং বাকি ৬টি ম্যাচ ড্র করেছে তারা। 

গতকাল বোখুম উড়িয়ে ম্যাচ শেষে আলোনসো বলেন, ‘ফলাফল নিয়ে আমি অনেক সন্তুষ্ট। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এখন আমাদের লক্ষ্য শনিবার কোনো পরাজয় হার শিরোপা জয়ের। যা এর আগে কখনো ঘটেনি।’ 

লিগ শিরোপার পর লেভারকুসেনের নজর এবার ট্রেবলে। আগামী ২৩ মে ইউরোপা লিগের ফাইনালের আতালান্তার বিপক্ষে নামবে লেভারকুসেন। তার একদিন পরই ২৫ মে ডিএফবি-পোকালের (জার্মান কাপ) ফাইনালে কাইজারস্লাটার্নের বিপক্ষে লড়বে তারা।  

;

তাসকিনকে নিয়ে কাটেনি শঙ্কা, বিশ্বকাপ দল ঘোষণা মঙ্গলবার



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করবে বাংলাদেশ। আগে থেকেই নিশ্চিত ছিল বিষয়টি। গতকাল সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ পর বিসিবিও জানিয়েছিল দিয়েছিল আজ (সোমবার) ঘোষণা হবে বিশ্বকাপ দল। তবে অপেক্ষা বাড়ল আরও একদিনের। 

আগামীকাল (মঙ্গলবার) ঘোষণা হবে বাংলাদেশের বিশ্বকাপ দল। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। দুপুর ১২টা ৩০ মিনিটে সংবাদ সম্মেলনে দল ঘোষণা করবে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সর্বোচ্চ সংস্থাটি। 

এদিকে নিশ্চিতভাবে জানা না গেলেও, সম্ভাব্য দলের পেসার তাসকিন আহমেদের জায়গা নিশ্চিত করতেই এই বিলম্ব। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে পাঁজরে চোট পান তিনি। পরে ব্যথা সিরিজের পঞ্চম ম্যাচের দিন সকালেও না কমলে হাসাপাতালেও যেতে হয় তাকে। এখন অপেক্ষা এমআরআই রিপোর্টের। সেটি হাতে পেলেই চোট কতটা গুরুতর সেই বিবেচনা নিয়েই হয়তো দল সাজাবে বিসিবি। 

গত ২৯ এপ্রিল সবার আগে দল ঘোষণা করে নিউজিল্যান্ড। এছাড়া বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা ছাড়াও মোট ১৭টি দল ঘোষণা করেছে তাদের বিশ্বকাপ দল। বাকি নামের একটি বাংলাদেশ। তাদেরও অপেক্ষার অবসান ঘটবে আগামীকাল। 

;

উগান্ডার মাসাবাকে ছাড়িয়ে শীর্ষে বাবর 



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের আগের দুই ম্যাচেই ফিফটির দেখা পেয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। আইরিশ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৫৭ রান করেছিলেন এই ডানহাতি তারকা ব্যাটার। তবে তার দল হেরেছিল পাঁচ উইকেটে। তবে দ্বিতীয় ম্যাচেই ৭ উইকেটের বড় জয়ে সিরিজ সমতায় আনে পাকিস্তান। তবে এ ম্যাচে ব্যাট হাতে বাবর ছিলেন ব্যর্থ। ৪ বল খেলে ফিরেছেন শূন্য রানে। তবে তার দলের জয়ের পর অনন্য এক কীর্তি গড়েছেন পাকিস্তানের এই অধিনায়ক। 

টি-টোয়েন্টিতে এ নিয়ে বাবরের নেতৃত্বে এ নিয়ে ৪৫টি ম্যাচ জিতল পাকিস্তান। এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো অধিনায়কের নেতৃত্বে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড। এই কীর্তিতে পোঁছাতে বাবর ছাড়িয়ে গেছেন উগান্ডার ব্রায়ান মাসাবাকে। 

মাসাবার অধীনে দ্বিতীয় সর্বোচ্চ ৪৪টি ম্যাচ জিতেছে উগান্ডা। টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের নবম আসরে তার নেতৃত্বেই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে আফ্রিকান দেশটি। 

অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের সেই তালিকায় ৪২ ম্যাচ জয়ে যৌথভাবে তিনে আছেন ইংল্যান্ডের মরগ্যান ও আফগানিস্থানের আসগর আফগান। এছাড়া যৌথভাবে চারে আছেন দুই ভারতীয় মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মা। তাদের অধীনে ভারত জিতেছে ৪১টি করে ম্যাচ। 

এদিকে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি জয়ের তালিকার শীর্ষেও দুটি নাম। সমান ১৬ ম্যাচে জয়ে যৌথভাবে শীর্ষে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। 

সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে ৪-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এতে বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অধীনে ১১ ম্যাচে জয়ের সংখ্যাটি ৬। 

;

এমবাপের বিদায়ী ও শিরোপা উৎসবের ম্যাচে পিএসজির হার 



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

দিন দুয়েক আগেই কিলিয়ান এমবাপে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন তার পিএসজি ছাড়ার বিষয়। গত রাতে পিএসজির ঘরের মাঠে পার্ক দ্য প্রিন্সেসে তুলুজের বিপক্ষে ম্যাচটিই ছিল এমবাপের শেষ ম্যাচ। সঙ্গে লিগ ওয়ান শিরোপা জয়ের উৎসব। কেননা লিগের আগেই ম্যাচে তিন ম্যাচ বাকি থাকতে শিরোপা জেতে লুইস এনরিকের দল। তবে এমবাপে বিদায়ী আর লিগ শিরোপার জয়ের ম্যাচটা শেষ হলো সাদা-কালো ক্যানভাসের মতোন। কেননা তুলুজের বিপক্ষে ম্যাচটিতে ৩-১ ব্যবধানের হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। 

উদযাপন মুহূর্তের ম্যাচগুলো যেন এভাবেই বাজভাবে শেষ হয়। কথা পিএসজি কোচ এনরিকের সুর থেকে মেলানো। ম্যাচশেষে তিনি বলেন, ‘উদযাপনের সঙ্গে ম্যাচগুলো সাধারণত খারাপভাবেই শেষ হয। ফুটবলের, এটি ফুটবলের পেশাদার হিসাবে আমার অভিজ্ঞতা।’ 

ঘরের মাঠে বিদায়ী ম্যাচের শুরুটা রাঙিয়েই তুলেছিলেন এমবাপে। ম্যাচের অষ্টম মিনিটেই তুলুজের জালে বল জড়ান এই ফরাসি তারকা ফরোয়ার্ড। তবে উদযাপনের শেষ সেখানেই। ১৩ মিনিটেই সমতা ফেরায় তুলুজ এবং দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল দেয় সফরকারীরা। 

লিগে আরও দুটি ম্যাচ বাকি পিএসজির। শিরোপা নিশ্চিত করা দলটির ৩২ ম্যাচ শেষে পয়েন্ট ৭০। এই ম্যাচের হারে অবশ্য সমীকরণে আসেনি কোনো বদল। ম্যাচ শেষে তাই দল মেতেছে শিরোপা উৎসবেই।  

পিএসজির হয়ে সাত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০৭ ম্যাচে ২৫৬ গোল করেছেন এমবাপে। অ্যাসিস্ট করেছেন ১০৮টি।

;