বার্সার হারের দায় শুধুই রেফারির!



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

প্রথম লেগে থেকেও চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট থেকে বিদায় নিয়ে হয়েছে বার্সেলোনাকে। দ্বিতীয় লেগে যে ঘরের মাঠে তারা পিএসজির কাছে হেরে গেছে ৪-১ গোলে। দুই লেগ মিলিয়ে ব্যবধান ৪-৬। এমন হারের পর হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে জাভির। ম্যাচ শেষে সব ক্ষোভ উগড়ে দিয়েছেন রেফারির উপর।

রোমানিয়ার রেফারি ইস্তভান কোভাকস দ্বিতীয় লেগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। ম্যাচের ২৯ মিনিটে বার্সেলোনা ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে দেখিয়েছেন সরাসরি লাল কার্ড। এমনকি পিএসজি যে গোলের মাধ্যমে টাইয়ে এগিয়ে গেছে, সে গোলটি এসেছে পেনাল্টি থেকে। রেফারির লাল কার্ড এবং পেনাল্টির এই সিদ্ধান্ত নিয়ে নাখোশ জাভি। ডাগআউটে দাঁড়িয়ে নিজের ক্ষোভ ঝাড়তে গিয়ে তাকেও লাল কার্ড দেখতে হয়।

ম্যাচ শেষে বার্সেলোনার হারের জন্য রেফারিকে কাঠগড়ায় তোলেন জাভি, ‘রেফারি খুবই বাজে ছিল। তার পারফরম্যান্স যে অত্যন্ত বাজে ছিল, সেটা আমি তাকে বলেছি।’

আরাউহোর লাল কার্ডে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায় বলে মত বার্সা কোচের, ‘আমরা খুবই হতাশ এবং ক্ষুদ্ধ, কারণ লাল কার্ডটা ম্যাচের গতিপথ নির্ধারণ করে দিয়েছে। যখন ১১ জন মাঠে ছিল, আমরা ভালো অবস্থানে ছিলাম।’

লা লিগার শিরোপার দৌড়ে এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের চেয়ে বেশ খানিকটা পিছিয়ে রয়েছে বার্সেলোনা। ঘরোয়া কাপ টুর্নামেন্টগুলোতেও এবার তাদের ভাগ্য সহায় হয়নি। তাই অন্তত চ্যাম্পিয়ন্স লিগে ভালো কিছু করার স্বপ্নে বিভোর ছিলেন মৌসুম শেষে বার্সা ছাড়ার ঘোষণা দেয়া জাভি। কিন্তু সে স্বপ্নে গুঁড়েবালি! রেফারির উপর জাভির ক্ষোভটা তাই একটু বেশিই, ‘লজ্জার কথা হচ্ছে, এই মৌসুমের আমাদের সব পরিশ্রম রেফারির একটা বাজে সিদ্ধান্তের জন্য এখানেই শেষ হলো।’

   

বায়ার্নকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছে রিয়াল



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল, রিয়াল মাদ্রিদ বনাম বায়ার্ন মিউনিখ। বড় মঞ্চে বড় দলদের লড়তে দেখাটা সব ফুটবলপ্রেমী এবং দর্শকদের জন্যই বিশেষ এক উন্মাদনার ব্যাপার। লড়াইটা যেখানে স্প্যানিশ জায়ান্ট ও জার্মান জায়ান্টের মধ্যে, সেখানে একটু বাড়তি আগ্রহ ও উত্তেজনা তো থাকবেই।

আজ মঙ্গলবার রাত ১ টায় অ্যালিয়াঞ্জ এরিনায় চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে স্বাগতিকদের মুখোমুখি হবে ১৪ বারের চ্যাম্পিয়নরা। ম্যাচটি দুই দলের সমর্থক ছাড়াও সকল দর্শকদের জন্যই বাড়তি উত্তেজনার জন্ম দিচ্ছে। কারণ এর আগে যতবার এই দুই দলের চ্যাম্পিয়ন্স লিগে দেখা হয়েছে, প্রতিবারই রোমাঞ্চকর এক ম্যাচ দেখতে পেয়েছে ফুটবল বিশ্ব।

গুগলের দেওয়া ‘উইন প্রোবাবিলিটি’ মতে, এই ম্যাচে বায়ার্নের জয় পাওয়ার সম্ভাবনা ৪০ শতাংশ, রিয়ালের ৩৪ শতাংশ। ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা ২৬ শতাংশ। তবে ইতিহাসের দিক থেকে খানিকটা এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। দুই দল এর আগে মুখোমুখি হয়েছে ২৬ বার। রিয়াল যেখানে জিতেছে ১২ ম্যাচে, আর বায়ার্নও প্রায় সমানে সমান জিতেছে ১১ ম্যাচ। বাকিগুলো দেখেছে সমতার মুখ।

তবে রিয়াল মাদ্রিদ বেশ সতর্কতার সঙ্গেই খেলতে নামবে বায়ার্নের বিপক্ষে। কারণ বায়ার্নের সাম্প্রতিক ফর্ম দুর্দান্ত। যদিও টানা এগারো বছর পর বুন্দেসলিগার শিরোপা হাতছাড়া হয়েছে তাদের। এই ব্যাপারটিই তাদের বেশি শক্তিশালী করে গড়ে তুলতে পারে বলে মনে করছেন রিয়াল মাদ্রিদ বস কার্লো অ্যানচেলত্তি।

ইতালিয়ান এই কোচ বলেছেন, ‘বায়ার্ন একটি কঠিন মৌসুম কাটিয়েছে। কিন্তু এই মুহূর্তে সম্ভবত তাদের সামনে সেরা সময় অপেক্ষা করছে। তাদের রয়েছে কেইনের মত খেলোয়াড় যে কিনা ইতোমধ্যেই অনেক গোল করেছে। ম্যাচটি কঠিন হবে, সমানে সমানে লড়াই চলবে। আমরা মোটেই ম্যাচটিকে সহজভাবে দেখছি না। কিন্তু এই ধরনের ম্যাচ খেলতে আমরা সবসময়ই পছন্দ করি। আমার দলের সবাই বেশ চাঙ্গা আছে।’

;

লেভান্ডভস্কির হ্যাটট্রিক, বার্সার হালি



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

নিজেদের মাঠে শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল বার্সেলোনা। রবার্ট লেভান্ডভস্কির হ্যাটট্রিকের রাতে ৪-২ গোলের দারুণ জয় পেল জাভি হার্নান্দেসের দল।

চলতি মৌসুমের লা লিগা শিরোপা হাতছাড়া হয়েছে আরও আগেই, সেটি এবার তুলে ধরছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ সেই বিষয়েও বার্সা নিশ্চিত হয়েছে আরও বেশ কদিন আগেই। তবে লিগে দ্বিতীয় অবস্থানটা কোনোভাবেই যেন হারাতে চায় না তারা, তাই তো নিজেদের সর্বোচ্চটা দিয়েই এখনও মাঠে খেলে যাচ্ছে বার্সেলোনা।

এদিন ম্যাচের প্রথম গোলটি করেন বার্সা ফরোয়ার্ড ফারমিন লোপেজ। যদিও তার মিনিট পাঁচেক পরেই সমতায় ফেরে ভ্যালেন্সিয়া। প্রথমার্ধের শেষ দিকে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। ঘরের মাঠে পিছিয়ে যেয়ে কিছুটা ছন্নছাড়া দেখা যায় বার্সেলোনার খেলোয়াড়দের।

তবে বিরতির পর যেন নতুন উদ্যমে মাঠে নামে স্বাগতিকরা। নেমেই নিজের প্রথম গোলটি আদায় করেন স্ট্রাইকার রবার্ট লেভান্ডভস্কি। সমতায় ফিরে আক্রমণের ধার আরও মজবুত করে তারা। একের পর আক্রমণে দিশেহারা করে তোলে ভ্যালেন্সিয়ার রক্ষণভাগ।

ম্যাচের শেষ দশ মিনিটে যেন নিজের আগুনে ফর্মে ফিরে পান লেভান্ডভস্কি। ৮২ এবং যোগ করা সময়ে ৯৩তম মিনিটে আরও দুটি গোল করে জয়ের রাতে নিজের হ্যাটট্রিকও পূরণ করেন তিনি। পূর্ণ প্যেন্ট নিয়ে মাঠ ছাড়ে জাভির শিষ্যরা। এই জয়ে ৩৩ ম্যাচে ৭৩ পয়েন্টের সঙ্গে লিগ টেবিলের দুইয়েই আছে তারা। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট সমান ম্যাচে ৮৪। শিরোপা উঁচিয়ে ধরা নিশ্চিত তাদের।

;

সল্ট তান্ডবে সহজ জয় কলকাতার



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঘরে মাঠ ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বরাবরই একটু বেশি দাপুটে। সেই দাপটের আরও এক প্রমাণ দেখল এবারের আইপিএল। দিল্লি ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান ধরে রাখল কলকাতা।

এদিন টসে জিতে শুরুতে ব্যাটিংয়ে যেয়ে হিমশিম খেতে থাকে দিল্লির ব্যাটাররা। পাওয়ার-প্লে শেষে তাদের রাটরেট দশের বেশি থাকলেও ততক্ষণে সাজঘরে ফিরেছেন তিন ব্যাটার।

দিল্লির হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রান এসেছে স্পিনার কুলদীপ যাদবের ব্যাট থেকে, ২৬ বলে ৩৫ রান করে অপরাজিত ছিলেন তিনি। নির্ধারিত ২০ ওভার শেষে দিল্লির দলীয় সংগ্রহ ছিল ৯ উইকেট হারিয়ে ১৫৩ রান।

জবাবে ব্যাট হাতে নেমে স্বাগতিকরা উড়ন্ত সূচনা এনে দিয়েছেন দুই ওপেনার ফিল সল্ট ও সুনীল নারাইন। সল্টের ৩৩ বলে ৬৮ রানের ঝোড়ো ইনিংসে ভর করেই জয়টা নিজেদের পক্ষে সহজভাবে টেনে নেয় কলকাতা।

শেষে আইয়ার জুটির ব্যাটে চড়ে ২১ বল হাতে রেখেই ৭ উইকেটের বড় জয় তুলে নেয় কলকাতা। এই জয়ের পর ৯ ম্যাচে ১২ পয়েন্টের সঙ্গে পয়েন্ট তালিকার দুইয়েই আছে কলকাতা। অপরদিকে ১১ ম্যাচে ১০ পয়েন্টের সঙ্গে ছয়ে দিল্লি।

সংক্ষিপ্ত স্কোরঃ

দিল্লিঃ ১৫৩/৯ (২০ ওভার); কুলদীপ ৩৫*, পান্ত ২৭; বরুণ ৩-১৬, রানা ২-২৮

কলকাতাঃ ১৫৭/৩ (১৬.৩ ওভার); সল্ট ৬৮, শ্রেয়াস ৩৩*; অক্ষর ২-২৫, লিজাদ ১-৩৮

ফলাফলঃ কলকাতা ৭ উইকেটে জয়ী

ম্যাচসেরাঃ বরুণ চক্রবর্তী

;

টিভিতে আজ যে সব খেলা দেখবেন



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ক্রিকেট
ঢাকা প্রিমিয়ার লিগ
আবাহনী-শেখ জামাল
সকাল ৯টা, ইউটিউব/বিসিবি
শাইনপুকুর-মোহামেডান
সকাল ৯টা, ইউটিউব/বিসিবি
গাজী গ্রুপ-প্রাইম ব্যাংক
সকাল ৯টা, ইউটিউব/বিসিবি

২য় নারী টি-টোয়েন্টি
বাংলাদেশ-ভারত
বিকেল ৪টা, টি স্পোর্টস

আইপিএল
লখনৌ সুপার জায়ান্টস-মুম্বাই ইন্ডিয়ান্স
রাত ৮টা, টি স্পোর্টস ও গাজী টিভি

ফুটবল
উয়েফা চ্যাম্পিয়নস লিগ
বায়ার্ন-রিয়াল মাদ্রিদ
রাত ১টা, সনি স্পোর্টস ২ ও ৩

সৌদি কিংস কাপ
আল ইত্তিহাদ-আল হিলাল
রাত ১২টা, সনি স্পোর্টস ১

ফেডারেশন কাপ
ফর্টিস-ঢাকা আবাহনী
বেলা ৩টা, টি স্পোর্টস ডিজিটাল

টেনিস
মাদ্রিদ ওপেন
বেলা ৩টা, সনি স্পোর্টস ৫

;