বাটলারের সেঞ্চুরিতে রেকর্ডছোঁয়া জয় রাজস্থানের 



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

নিজের ৫০৪তম ম্যাচে এসে সেঞ্চুরির দেখা পেলেন ক্যারিবীয় তারকা সুনীল নারাইন। তবে পরের ইনিংসেই তা হয়ে গেল ম্লান, জশ বাটলারের সেঞ্চুরিতে। চলতি আসরে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন নারাইন। তারই ধারাবাহিকতায় আরও একটি নান্দনিক ইনিংস কলকাতা নাইট রাইডার্সকে উপহার দিলেন তিনি। তার ১০৯ রানের ঝড় তোলা ইনিংসে ভর করেই ২২৩ রানের বিশাল পুঁজি পায় কলকাতা। রান তাড়ায় ১২১ রানেই ৬ উইকেট হারিয়ে বসেছিল রাজস্থান রয়্যালস। তবে বাটলারের হার না মানা অপরাজিত ১০৭ রানের ইনিংসে শেষ বল পর্যন্ত গড়ান ম্যাচে ২ উইকেটের জয় পায় ২০০৮ আসরের চ্যাম্পিয়নরা। 

এ নিয়ে আইপিএলে নিজের ১০২তম ম্যাচে সপ্তম সেঞ্চুরির দেখা পেলেন বাটলার। আছেন সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিকের তালিকায় দ্বিতীয়তে। শীর্ষে থাকা বিরাট কোহলি ২৪৪ ম্যাচে করেছেন আটটি সেঞ্চুরি। 

এদিকে এদিন ২২৪ রান তাড়ায় যৌথভাবে আইপিএলে সবচেয়ে বেশি রান তাড়া করে জয় পেল রাজস্থান। আগের রেকর্ডটিও তাদেরই। ২০২০ আসরে পাঞ্জাব কিংসের বিপক্ষে ২২৪ রান তাড়ায় ৬ উইকেটে ২২৬ রান তুলেছিল দলটি।

ম্যাচ কলকাতার মাঠ ইডেন গার্ডেনসে। সেখানে ২২৪ রানের লক্ষ্য তাড়া মোটেও সহজ ছিল না রাজস্থানের জন্য। সেখানে শুরুটা ঝোড়ো পেলেও দলীয় ২২ রানের মাথায় সাজঘরে ফেরেন ওপেনার যশস্বী জয়সওয়াল। পরে অধিনায়ক সঞ্জু স্যামসনও ফেরেন দ্রুতই। তবে আসরে দারুণ ছন্দে থাকা রিয়ান পরাগকে নিয়ে চাপ সামলে এগোন বাটলার। ২১ বলেই গড়েন ৫০ রানের জুটি। তবে সেখানে দলীয় রানের মাথায় পরাগ ফিরলে থামে সেই রান ঝড়। ১৪ বলে ৩৪ রান করেন পরাগ। সেখানেই থামে রানের গতি। ৯৭ রান থেকে ১২১ রানে পৌঁছাতে ২৭ বল খেলে রাজস্থান, উইকেট হারায় আরও ৩টি। 

সেখান থেকে জয়ের জন্য ৪৬ বলে আরও ১০৩ রান প্রয়োজন ছিল দলটির। এবং ২২ গজে মূল ব্যাটারদের কেবল একজন অপরাজিত বাটলার। 

সেই বাটলারেই শেষ হাসি রাজস্থানের। রভম্যান পাওয়েল কিছুটা সঙ্গে দিলেও ১৭তম ওভারে তার ফেরার পর ১৯ বলে ৪৬ রানের কঠিন সমীকরণ ছিল রাজস্থানের সামনে। সেই পথ টুকুও একাই পাড়ি দেন বাটলার। ৬০ বলে ৯ চার ও ৬ ছক্কায় ১০৭ রান অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন এই ইংলিশ ব্যাটার। এ নিয়ে আসরের সাত ম্যাচের ছয়টিতেই জয়ের দেখা পেল সঞ্জু স্যামসনের দল। আছে তালিকার শীর্ষে। 

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে দলের বাকি ব্যাটাররা নিষ্প্রভ থাকলেও নারাইনের ৫৬ বলে ১০৯ রানের বিধ্বংসী ইনিংসে চড়ে ২২৩ রানের বড় সংগ্রহ পায় কলকাতা। 

   

বায়ার্নকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছে রিয়াল



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল, রিয়াল মাদ্রিদ বনাম বায়ার্ন মিউনিখ। বড় মঞ্চে বড় দলদের লড়তে দেখাটা সব ফুটবলপ্রেমী এবং দর্শকদের জন্যই বিশেষ এক উন্মাদনার ব্যাপার। লড়াইটা যেখানে স্প্যানিশ জায়ান্ট ও জার্মান জায়ান্টের মধ্যে, সেখানে একটু বাড়তি আগ্রহ ও উত্তেজনা তো থাকবেই।

আজ মঙ্গলবার রাত ১ টায় অ্যালিয়াঞ্জ এরিনায় চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে স্বাগতিকদের মুখোমুখি হবে ১৪ বারের চ্যাম্পিয়নরা। ম্যাচটি দুই দলের সমর্থক ছাড়াও সকল দর্শকদের জন্যই বাড়তি উত্তেজনার জন্ম দিচ্ছে। কারণ এর আগে যতবার এই দুই দলের চ্যাম্পিয়ন্স লিগে দেখা হয়েছে, প্রতিবারই রোমাঞ্চকর এক ম্যাচ দেখতে পেয়েছে ফুটবল বিশ্ব।

গুগলের দেওয়া ‘উইন প্রোবাবিলিটি’ মতে, এই ম্যাচে বায়ার্নের জয় পাওয়ার সম্ভাবনা ৪০ শতাংশ, রিয়ালের ৩৪ শতাংশ। ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা ২৬ শতাংশ। তবে ইতিহাসের দিক থেকে খানিকটা এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। দুই দল এর আগে মুখোমুখি হয়েছে ২৬ বার। রিয়াল যেখানে জিতেছে ১২ ম্যাচে, আর বায়ার্নও প্রায় সমানে সমান জিতেছে ১১ ম্যাচ। বাকিগুলো দেখেছে সমতার মুখ।

তবে রিয়াল মাদ্রিদ বেশ সতর্কতার সঙ্গেই খেলতে নামবে বায়ার্নের বিপক্ষে। কারণ বায়ার্নের সাম্প্রতিক ফর্ম দুর্দান্ত। যদিও টানা এগারো বছর পর বুন্দেসলিগার শিরোপা হাতছাড়া হয়েছে তাদের। এই ব্যাপারটিই তাদের বেশি শক্তিশালী করে গড়ে তুলতে পারে বলে মনে করছেন রিয়াল মাদ্রিদ বস কার্লো অ্যানচেলত্তি।

ইতালিয়ান এই কোচ বলেছেন, ‘বায়ার্ন একটি কঠিন মৌসুম কাটিয়েছে। কিন্তু এই মুহূর্তে সম্ভবত তাদের সামনে সেরা সময় অপেক্ষা করছে। তাদের রয়েছে কেইনের মত খেলোয়াড় যে কিনা ইতোমধ্যেই অনেক গোল করেছে। ম্যাচটি কঠিন হবে, সমানে সমানে লড়াই চলবে। আমরা মোটেই ম্যাচটিকে সহজভাবে দেখছি না। কিন্তু এই ধরনের ম্যাচ খেলতে আমরা সবসময়ই পছন্দ করি। আমার দলের সবাই বেশ চাঙ্গা আছে।’

;

লেভান্ডভস্কির হ্যাটট্রিক, বার্সার হালি



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

নিজেদের মাঠে শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল বার্সেলোনা। রবার্ট লেভান্ডভস্কির হ্যাটট্রিকের রাতে ৪-২ গোলের দারুণ জয় পেল জাভি হার্নান্দেসের দল।

চলতি মৌসুমের লা লিগা শিরোপা হাতছাড়া হয়েছে আরও আগেই, সেটি এবার তুলে ধরছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ সেই বিষয়েও বার্সা নিশ্চিত হয়েছে আরও বেশ কদিন আগেই। তবে লিগে দ্বিতীয় অবস্থানটা কোনোভাবেই যেন হারাতে চায় না তারা, তাই তো নিজেদের সর্বোচ্চটা দিয়েই এখনও মাঠে খেলে যাচ্ছে বার্সেলোনা।

এদিন ম্যাচের প্রথম গোলটি করেন বার্সা ফরোয়ার্ড ফারমিন লোপেজ। যদিও তার মিনিট পাঁচেক পরেই সমতায় ফেরে ভ্যালেন্সিয়া। প্রথমার্ধের শেষ দিকে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। ঘরের মাঠে পিছিয়ে যেয়ে কিছুটা ছন্নছাড়া দেখা যায় বার্সেলোনার খেলোয়াড়দের।

তবে বিরতির পর যেন নতুন উদ্যমে মাঠে নামে স্বাগতিকরা। নেমেই নিজের প্রথম গোলটি আদায় করেন স্ট্রাইকার রবার্ট লেভান্ডভস্কি। সমতায় ফিরে আক্রমণের ধার আরও মজবুত করে তারা। একের পর আক্রমণে দিশেহারা করে তোলে ভ্যালেন্সিয়ার রক্ষণভাগ।

ম্যাচের শেষ দশ মিনিটে যেন নিজের আগুনে ফর্মে ফিরে পান লেভান্ডভস্কি। ৮২ এবং যোগ করা সময়ে ৯৩তম মিনিটে আরও দুটি গোল করে জয়ের রাতে নিজের হ্যাটট্রিকও পূরণ করেন তিনি। পূর্ণ প্যেন্ট নিয়ে মাঠ ছাড়ে জাভির শিষ্যরা। এই জয়ে ৩৩ ম্যাচে ৭৩ পয়েন্টের সঙ্গে লিগ টেবিলের দুইয়েই আছে তারা। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট সমান ম্যাচে ৮৪। শিরোপা উঁচিয়ে ধরা নিশ্চিত তাদের।

;

সল্ট তান্ডবে সহজ জয় কলকাতার



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঘরে মাঠ ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বরাবরই একটু বেশি দাপুটে। সেই দাপটের আরও এক প্রমাণ দেখল এবারের আইপিএল। দিল্লি ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান ধরে রাখল কলকাতা।

এদিন টসে জিতে শুরুতে ব্যাটিংয়ে যেয়ে হিমশিম খেতে থাকে দিল্লির ব্যাটাররা। পাওয়ার-প্লে শেষে তাদের রাটরেট দশের বেশি থাকলেও ততক্ষণে সাজঘরে ফিরেছেন তিন ব্যাটার।

দিল্লির হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রান এসেছে স্পিনার কুলদীপ যাদবের ব্যাট থেকে, ২৬ বলে ৩৫ রান করে অপরাজিত ছিলেন তিনি। নির্ধারিত ২০ ওভার শেষে দিল্লির দলীয় সংগ্রহ ছিল ৯ উইকেট হারিয়ে ১৫৩ রান।

জবাবে ব্যাট হাতে নেমে স্বাগতিকরা উড়ন্ত সূচনা এনে দিয়েছেন দুই ওপেনার ফিল সল্ট ও সুনীল নারাইন। সল্টের ৩৩ বলে ৬৮ রানের ঝোড়ো ইনিংসে ভর করেই জয়টা নিজেদের পক্ষে সহজভাবে টেনে নেয় কলকাতা।

শেষে আইয়ার জুটির ব্যাটে চড়ে ২১ বল হাতে রেখেই ৭ উইকেটের বড় জয় তুলে নেয় কলকাতা। এই জয়ের পর ৯ ম্যাচে ১২ পয়েন্টের সঙ্গে পয়েন্ট তালিকার দুইয়েই আছে কলকাতা। অপরদিকে ১১ ম্যাচে ১০ পয়েন্টের সঙ্গে ছয়ে দিল্লি।

সংক্ষিপ্ত স্কোরঃ

দিল্লিঃ ১৫৩/৯ (২০ ওভার); কুলদীপ ৩৫*, পান্ত ২৭; বরুণ ৩-১৬, রানা ২-২৮

কলকাতাঃ ১৫৭/৩ (১৬.৩ ওভার); সল্ট ৬৮, শ্রেয়াস ৩৩*; অক্ষর ২-২৫, লিজাদ ১-৩৮

ফলাফলঃ কলকাতা ৭ উইকেটে জয়ী

ম্যাচসেরাঃ বরুণ চক্রবর্তী

;

টিভিতে আজ যে সব খেলা দেখবেন



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ক্রিকেট
ঢাকা প্রিমিয়ার লিগ
আবাহনী-শেখ জামাল
সকাল ৯টা, ইউটিউব/বিসিবি
শাইনপুকুর-মোহামেডান
সকাল ৯টা, ইউটিউব/বিসিবি
গাজী গ্রুপ-প্রাইম ব্যাংক
সকাল ৯টা, ইউটিউব/বিসিবি

২য় নারী টি-টোয়েন্টি
বাংলাদেশ-ভারত
বিকেল ৪টা, টি স্পোর্টস

আইপিএল
লখনৌ সুপার জায়ান্টস-মুম্বাই ইন্ডিয়ান্স
রাত ৮টা, টি স্পোর্টস ও গাজী টিভি

ফুটবল
উয়েফা চ্যাম্পিয়নস লিগ
বায়ার্ন-রিয়াল মাদ্রিদ
রাত ১টা, সনি স্পোর্টস ২ ও ৩

সৌদি কিংস কাপ
আল ইত্তিহাদ-আল হিলাল
রাত ১২টা, সনি স্পোর্টস ১

ফেডারেশন কাপ
ফর্টিস-ঢাকা আবাহনী
বেলা ৩টা, টি স্পোর্টস ডিজিটাল

টেনিস
মাদ্রিদ ওপেন
বেলা ৩টা, সনি স্পোর্টস ৫

;