চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে আতলেতিকো-বরুশিয়া



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে গতরাতে পিএসভির বিপক্ষে মাঠে নেমেছিল জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ড। অপর ম্যাচে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হয়েছিল ইন্টার মিলান।

পিএসভির সঙ্গে ২-০ গোলের জয় তুলে নিয়ে দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানে জিতে কোয়ার্টারে নিজেদের জায়গা নিশ্চিত করল বরুশিয়া ডর্টমুন্ড। অপরদিকে হাড্ডাহাড্ডি লড়াই শেষে টাইব্রেকারে গোলকিপার ইয়ান অবলাকের দুর্দান্ত সেভ করার সুবাদে ৩-২ গোলের জয় পেয়েছে আতলেতিতো।

এক গোলে এগিয়ে থেকেই এদিন ঘরের মাঠে খেলতে নেমেছিল বরুশিয়া। ম্যাচের শুরুতেই (৩য় মিনিটে) দলের হয়ে ব্যবধান বাড়ান জাদন স্যানচো। ম্যাচে এরপর দীর্ঘ সময় গোলের দেখা পায়নি কোনো দলই। ৭৭তম মিনিটে ভিএআরে বাতিল হয় বরুশিয়ার দ্বিতীয় গোলটি। তবে ম্যাচের যোগ করা সময়ে (৯৫তম মিনিটে) দলের হয়ে গোল আদায় করেন ডর্টমুন্ড তারকা ফরোয়ার্ড মার্কো রিউস।

অপর ম্যাচে এগিয়ে থেকে শুরু করলেও ম্যাচ শেষে ফলাফল নিজেদের পক্ষে রাখতে পারেনি ইন্টার মিলান। ম্যাচের ৩৩তম মিনিটে ফেদেরিকো দিমার্কোর গোলে দুই লেগ মিলিয়ে ২-০ গোলে এগিয়ে যায় ইন্টার। তবে তার পরমুহুর্তেই আতলেতিকোর হয়ে ব্যবধান কমান ফ্রেঞ্চ উইংগার আতোয়া গ্রিজমান। ম্যাচের শেষ মুহুর্তে ৮৭তম মিনিটে দলের হয়ে সমতাসূচক গোলটি করে মেম্ফিস ডিপে।

নির্ধারিত সময় সমতায় শেষ হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, যেখানেও গোলের দেখা পায়নি কোনো দল। শুরু হয় পেনাল্টি শ্যুটআউট। যেখানে আতলেতিকো গোলরক্ষক অবলাকের রুখে দেন ইন্টারের দুটি শট। ইন্টারের হয়ে শেষ শটটি ক্রসবারের অনেক উপর দিয়ে মারেন আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারও মার্তিনেজ। এতেই জয়ের দেখা পেয়ে যায় আতলেতিতো।

   

জুনায়েদ সিদ্দিকীকে নিয়ে কানাডার টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা 



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সবশেষ ২০১১ সালে যৌথভাবে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা আয়োজিত ওয়ানডে বিশ্বকাপে খেলছিল কানাডা। এরপর আর এক যুগ সময়ে কোনো বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি নর্থ আমেরিকার দেশটি। তবে লম্বা সময়ের সেই খরা কাটিয়ে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। এবার ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টটির ঠিক এক মাসে নিজেদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ দলও ঘোষণা করলো কানাডা। 

কানাডা ঘোষণা করা ১৫ সদস্যের দলের নেতৃত্বে আছেন সাদ বিন জাফর। দলে অভিষেকের অপেক্ষায় থাকা একমাত্র ক্রিকেটার কানওয়ারপাল তাথগুর। দলে জায়গা মিলেছে ৩৯ বছর বয়সী পাকিস্তানী বংশোদ্ভূত জুনায়েদ সিদ্দিকীর। পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করা এই অলরাউন্ডারের কানাডা জাতীয় দলে অভিষেকটা ২০১১ সালে।  

এদিকে কানাডার এই দলটি বয়স্ক ক্রিকেটারে ঠাসা। হর্ষ ঠাকের, নিকোলাস কির্তন ও দিলপ্রীত বাজওয়া বাদে দলের বাকি ১২ সদস্যের বয়সই ৩০-এর ঊর্ধ্বে। 

প্রথমবারের মতো ২০ দলের এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডে বেশ কঠিন পরীক্ষার সমানে পড়তে হবে কানাডাকে। নর্থ আমেরিকার এই দেশটি আছে গ্রুপ ‘এ’-তে, যেখানকার বাকি চার দল ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড এবং আয়োজক যুক্তরাষ্ট্র। সেখানে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগামী ২ জুন টুর্নামেন্টের মুলপর্বের উদ্বোধনী ম্যাচে নামবে সাদ জাফরের দলটি। 

কানাডার বিশ্বকাপ দল: সাদ বিন জাফর (অধিনায়ক), অ্যারন জনসন, দিলন হেইলিগার, দিলপ্রীত বাজওয়া, হর্ষ ঠাকের, জেরেমি গর্ডন, জুনায়েদ সিদ্দিকী, কলিম সানা,  কানওয়ারপাল তাথগুর, নবনীত ধালিওয়াল, নিকোলাস কিরটন, পরগত সিং,  রবীন্দরপাল সিং,  রায়ানখান পাঠান, শ্রেয়াস মোভা। 

রিজার্ভ: তাজিন্দর সিং (ট্রাভেলিং রিজার্ভ), আদিত্য ভারধরাজন, আমার খালিদ, পারভিন কুমার, যতীন্দ্র মাথারু।

;

সিরিজ বাঁচানোর ম্যাচে আগে ব্যাটিং করবে জ্যোতিরা 



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

 

ঘরের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজের শুরুটা হয়েছিল হার দিয়েই। ৪৪ রানে সেই হারের পর দ্বিতীয় ম্যাচেও সফরকারীদের বিপক্ষে বৃষ্টি আইনে ১৯ রানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। এতে পাঁচ ম্যাচ সিরিজে আজকের (বৃহস্পতিবার) তৃতীয় ম্যাচটি জ্যোতি-নাহিদাদের জন্য হয়ে দাঁড়িয়েছে সিরিজ বাঁচানোর। 

সিরিজে ২-০ তে এগিয়ে ভারতের নারী ক্রিকেট দল। আজকের ম্যাচটিতে জিতলেই দুই ম্যাচ হাত রেখেই সিরিজ নিশ্চিত করবে হারমানপ্রীতের দল। এতেই সিরিজ বাঁচাতে এবং নিজেদের ফেরাতে এই ম্যাচ নিশ্চিত জয় প্রয়োজন বাংলাদেশের। সেই ম্যাচে স্বাগতিকদের ম্যাচের শুরুটা অবশ্য টসের হার দিয়ে। সেখানে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। 

বাংলাদেশের একাদশে এসেছে এক পরিবর্তন। সুলতানা খাতুনের পরিবর্তে একাদশে জায়গা মিলেছে শরিফা খাতুনের। 

বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, দিলারা আক্তার দোলা, সোবহানা মোস্তারি, মুর্শিদা খাতুন, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, শরিফা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা।

;

বিশ্বকাপের চিন্তা ছাপিয়ে আগে সিরিজ জিততে চান শান্ত 



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শুরু হচ্ছে আগামীকাল (শুক্রবার)। এদিকে কাগজে-কলমের হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্ব শুরু হতে বাকি আর পুরো এক মাস। এতে কার্যত জিম্বাবুয়েr বিপক্ষে আসন্ন সিরিজটি শান্ত-হৃদয়দের জন্য বিশ্বকাপের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি। 

নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত, অস্ট্রেলিয়ার মতো বড় দলগুলো ইতিমধ্যেই নিজেদের বিশ্বকাপের দল ঘোষণা করলেও, এখনো দল ঘোষণা করেনি বাংলাদেশ। এতে জিম্বাবুয়ে সিরিজেই বিশ্বকাপের দল গড়তে একাধিক পরীক্ষা-নিরীক্ষা চলার কথা। তবে স্বাগতিক দলের অধিনায়ক ভাবছেন ভিন্ন কিছু। পরীক্ষা-নিরীক্ষা হয়তো থাকবে, তবে বিশ্বকাপের জন্য সেসব চিন্তা ছাপিয়ে আগে সিরিজ জিততে চান নাজমুল হোসেন শান্ত। 

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বিশ্বকাপ ও জিম্বাবুয়ে সিরিজে নিজের লক্ষ্য নিয়ে শান্ত বলেন, ‘সবকিছুর আগে আমি এই সিরিজটা জিততে চাই। অধিনায়ক হিসেবে এটাই আমার প্রথম লক্ষ্য।’

অনেকেই সিরিজটিকে বিশ্বকাপের জন্য পরীক্ষা-নিরীক্ষা হিসেবে দেখলেও, শান্তর মতো এমন কিছুর সুযোগ এখন খুব একটা নেই। ‘আমাদের ভাবনায় অবশ্যই এটা আছে যে এ সিরিজটা আমাদের প্রস্তুতির প্ল্যাটফর্ম। তবে তার মানে এই নয় যে প্রস্তুতির প্ল্যাটফর্ম হিসেবে দেখে আমরা সিরিজটাকে হালকাভাবে দেখব, কিংবা একগাদা পরীক্ষা-নিরীক্ষা করব।’

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামীকাল সিরিজের প্রথম ম্যাচে নামবে দুই দল। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

;

‘ঘরের মাঠে ঘুরে দাঁড়াবে পিএসজি’



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে বুধবার রাতে মুখোমুখি হয়েছিল বরুসিয়া ডর্টমুন্ড ও পিএসজি। খেলা ডর্টমুন্ডের মাঠ সিগনাল ইডুনা পার্কে হলেও বিশ্বজুড়ে ফ্যান ফেভারিট ছিল পিএসজিই। এমনকি শক্তিমত্তার দিক দিয়েও এমবাপেরা ছিলেন এগিয়ে।

তবে ঘরের মাঠে পিএসজিকে ১-০ গোলে হারিয়ে নিজেদের এগিয়ে রাখল ডর্টমুন্ড। ম্যাচের ৩৬তম মিনিটে নিকলাস ফুলক্রুগের একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

ফিরতি লেগে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে ঘুরে দাঁড়াবে দল, এমনটাই প্রত্যাশা করেন পিএসজির কোচ লুইস এনরিকে। যেহেতু ব্যবধানতা মাত্র এক গোলের, সেহেতু একটু চেষ্টা করলেই দ্বিতীয় লেগে জয়্য তুলে নিয়ে ফাইনালে জায়গা করা সম্ভব বলে মনে করছেন তিনি।

ম্যাচ শেষে এনরিকে বলেছেন, ‘এটাই ফুটবল। বেশির ভাগ সময়ই এটা দারুণ, আর কিছু সময় এমনই যায়। আমরা ভিন্ন পরিস্থিতিতে থাকতে চেয়েছিলাম, কিন্তু ম্যাচে সমানে সমান লড়াই হয়েছে।’

গতরাতের ম্যাচে দলের খেলোয়াড়রা বেশ কিছু সুযোগও নষ্ট করেছেন বলে কিছুটা হতাশ পিএসজি কোচ। তিনি বলেন, ‘কেউ বলেনি সেমিফাইনালে ম্যাচটি সহজ হতে যাচ্ছে। ড্রেসিংরুমে ছেলেরা একটু হতাশ। যেহেতু আমাদের সুযোগ ছিল, কিন্তু আমরা দুবার পোস্টে বল মেরেছি। আপনাকে মানতে হবে, এটা ব্যতিক্রমী একটি স্টেডিয়াম। কিন্তু আমি নিশ্চিত, আমরা প্যারিসে আরও শক্তিশালী থাকব। আমাদের হারানোর কিছু নেই।‘

লুইস এনরিকের কথা থেকে এটা পরিষ্কারভাবেই বোঝা যায় যে, নিজেদের মাঠে সর্বোচ্চটা দিয়েই খেলতে নামবে পিএসজি। কাঙ্ক্ষিত পারফরম্যান্স দিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করতে মরিয়া তারা।

;