নিষিদ্ধ রোনালদো, গুনতে হবে জরিমানাও

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিতর্ক আর রোনালদো যেন হাতে হাত ধরে পাশাপাশি হাঁটেন। ফুটবলের মহাতারকা আলোচনায় আসেন মাঠের বাইরের কর্মকাণ্ডে। ফের বিতর্কে রোনালদো। যার শাস্তিটাও এবার পেয়েছেন আল নাসরের পর্তুগিজ তারকা। হয়েছেন নিষিদ্ধ। বাজে অঙ্গভঙ্গির কারণে তাকে এক ম্যাচ নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি অ্যান্ড এথিকস কমিটি।

রায়ের বিরুদ্ধে আপিল কলার সুযোগ পাবেন না রোনালদো। ফলে বৃহস্পতিবার রাতে প্রো লিগের ম্যাচে মাঠে নামতে পারবেন না এই আল নাসর তারকা। যেখানে তার দল মুখোমুখি হবে আল হাজেমের বিপক্ষে। এছাড়াও ১০ হাজার রিয়াল জরিমানা দিতে হবে রোনালদোকে। এর বাইরে আরও ২০ হাজার রিয়াল দিতে হবে অভিযোগ প্রস্তুতকরণ বাবদ খরচ হিসেবে।

বিজ্ঞাপন

মূলত, গত রোবারার আল শাবাবের বিপক্ষে ম্যাচ শেষে রোনালদোকে দেখে ‘মেসি মেসি মেসি’ ধ্বনি তুলে আল শাবাবের দর্শকরা। যা হজম করতে পারেননি রোনালদো। মেজাজ হারান দর্শকদের ওপর। করেন বাজে অঙ্গভঙ্গি। যেই ভিডিও মুহূর্তেই বেশ হইচই ফেলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। যার জেরেই এবার শাস্তি পেলেন পাঁচ বার ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।