দুই ভাগে প্রকাশিত হবে আইপিএলের সময়সূচি



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চলতি বছর অনুষ্ঠিত হবে ভারতের লোকসভা সাধারণ নির্বাচন। যার প্রভাব পড়তে চলেছে আসন্ন ২০২৪ আইপিএলের সূচিতেও। আইপিএল আয়োজক কমিটির চেয়ারম্যান অরুণ ধুমাল এরইমধ্যে জানিয়ে দিয়েছেন, টুর্নামেন্টের সূচি ঘোষণা করা হবে দুইভাগে।

আসন্ন আইপিএল মাঠে গড়াবে আগামী ২২ মার্চ। এরপর মাঝে লোকসভা নির্বাচনের কারণে বিরতি থাকবে। সেই সঙ্গে সার্বিক পরিস্থিতি বিবেচনায় টুর্নামেন্টের পরের সূচি প্রকাশ করবে আয়োজক কমিটি। প্রয়োজনে ২০০৯ ও ২০১৪ সালের মতো টুর্নামেন্ট সরিয়ে নেওয়া হতে পারে দেশের বাইরে।

নির্বাচনের কারণে আইপিএল সূচিতে পরিবর্তন অবশ্য নতুন কিছু নয়। সবশেষ ২০১৯ সালেও সাধারণ নির্বাচনের কারণে দুই ভাগে ভাগ করে প্রকাশিত হয়েছিল আইপিএলের সূচি। তবে দেশের বাইরে স্থানান্তর না করে দেশেই টুর্নামেন্ট শেষ করার পক্ষে বিসিসিআই কর্মকর্তারা। তবে সেটি নির্ভর করবে দেশের নিরাপত্তার অবস্থার ওপর।

আর এ জন্যই শেষ পর্যন্ত অপেক্ষা করতে চাই আইপিএল কমিটি। নিরাপত্তা নিয়ে উদ্বেগ না থাকলে দ্বিতীয় ভাগের সূচিতেও ম্যাচ রাখতে চায় দেশের মাটিতেই। বিষয়টি নিয়ে অরুণ ধুমাল বলেন, ‘বিসিসিআই ২২ মার্চ থেকে আইপিএল ২০২৪ শুরু করার পরিকল্পনা করছে। আইপিএল ২০২৪ এর সময়সূচী দুটি ভাগে ঘোষণা করা হবে। প্রথমার্ধের সময়সূচী ঘোষণা করা হবে কিছুদিনের মধ্যেই। এরপর সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণার পর বাকি অর্ধেকের সময়সূচী ঘোষণা করা হবে।

অলিম্পিকে টিকে থাকার লড়াইয়ে আজ ইরাকের বিপক্ষে নামবে আর্জেন্টিনা 



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চরম নাটকীয়তার ম্যাচে মরক্কোর বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে প্যারিস অলিম্পিকে যাত্রা শুরু করে আর্জেন্টিনা। এতেই কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিতে আজকের (শনিবার) ম্যাচে কার্যত জিততেই হবে আলবিসেলেস্তেদের। এই বাঁচা-মরার লড়াইয়ে আলভারেস-ওতামেন্দিরা নামবে এশিয়ান দল ইরাকের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। 

গ্রুপ ‘বি’-তে ইউক্রনকে ২-১ ব্যবধানে হারিয়ে শীর্ষে আছে ইরাক। সমান ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে মরক্কো। আর্জেন্টিনার অবস্থান এই মুহূর্তে তিনে। এতেই আজকের ম্যাচের হারলে প্যারিস অলিম্পিক থেকে হাভিয়ের মাসচেরানোর বিদায় অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। 

বুধবারে মরক্কোর বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি ছিল নাটকীয়তায় ভরা। ম্যাচের যোগ করা সময়ের শেষ মিনিটে গোল করে বসেন আর্জেন্টাইন মিডফিল্ডার ক্রিস্তিয়ান মেদিনা। সবাই ধরেই নিয়েছিল ম্যাচটা হয়েছে ২-২ ব্যবধানের ড্র। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও জানিয়ে দেয় একই ফলাফল। তবে ২ ঘণ্টা পর বাতিল হয় মেদিনার গোলটি এবং ২-১ ব্যবধানের জয় নিয়ে শেষ পর্যন্ত মাঠ ছাড়ে মরক্কো। 

এদিকে অলিম্পিকে একের পর এক শিরোনাম বিদ্ধ হচ্ছে আর্জেন্টিনা। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে আলবিসেলেস্তেদের কোচ মাসচেরানো জানান, মরক্কোর বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনের সময় চুরি ও ডাকাতির ক্ষপরে পড়েছিল তার দল। এতে অনেক মুল্যবান জিনিসসহ অর্থও খোয়া গেছে। 

মাঠে হোক কিংবা মাঠের বাইরে প্যারিস অলিম্পিকে কিছুটা আলোচিত সময় পার করছে আর্জেন্টিনা। তবে সব ছাপিয়ে আপাতত তাদের নজর কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিতেই। 

;

টিভিতে আজ যেসব খেলা দেখবেন



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ক্রিকেট
বার্মিংহাম টেস্ট
দ্বিতীয় দিন
ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ
বিকেল ৪টা, সরাসরি
সনি টেন ২, টি স্পোর্টস

প্রথম টি-টোয়েন্টি
ভারত-শ্রীলঙ্কা
সন্ধ্যা ৭টা ৩০ মি., সরাসরি
সনি টেন ১ ও ৩, টি স্পোর্টস

প্যারিস অলিম্পিক
দুপুর ১২টা, সরাসরি
স্পোর্টস ১৮

;

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কা



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেছে শ্রীলঙ্কা। আজ ডাম্বুলায় দ্বিতীয় সেমিফাইনালে দলটা পাকিস্তানকে হারিয়েছে ৩ উইকেটে।

টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় লঙ্কানরা। গুল ফিরোজা আর মুনিবা আলীর ওপেনিং জুটিতেই চলে এসেছিল ৬১ রান। গুল করেন ২৪, মুনিবার ব্যাট থেকে আসে ৩৭ রান। 

সিদরাহ আমিনও ১৩ বলে ১০ রান করে বিদায় নেন। শেষ দিকে নিদা দার আর ফাতিমা সানা দুজনেই ১৭ বলে ২৩ করে করেন, আলিয়া রিয়াজ করেন ১৫ বলে ১৬ রান। তাতে দলের পুঁজি দাঁড়ায় ৪ উইকেটে ১৪০।

জবাবে শ্রীলঙ্কাকে শুরুতেই ধাক্কা দেন সাদিয়া ইকবাল। প্রথম ওভারেই ভিশ্মি গুনারত্নকে ফেরান। চতুর্থ ওভারে হার্শিতা সামারাবিক্রমাকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন ওমাইমা সোহেইল। এরপর অবশ্য চামারি আতাপাত্তু দেয়াল তুলে দাঁড়ান। তৃতীয় উইকেটে কাভিশা দিলহারিকে সঙ্গে নিয়ে ৪৯ রান যোগ করেন তিনি। 

শুরুতে লঙ্কাকে ধাক্কা দেওয়া সাদিয়া আবারও পাকিস্তানকে ম্যাচে ফেরার দায়িত্বটা নেন। ৩ বলে তুলে নেন ২ উইকেট। শুরুতে কাভিশা, এরপর নীলাক্ষীকে ফেরান তিনি। 

চামারি আতাপাত্তুর অন্যপাশে ছিলেন বলেই লঙ্কানদের ওপর চাপ ছিল না। তবে চাপটা এল তিনি ফিরে গেলে। ৪৮ বলে ৬৩ রান করা চামারিকে ফেরান সেই সাদিয়া ইকবালই। পরের ওভারে হাসিনি পেরেরাও ফেরেন রান আউট হয়ে।

এরপর আনুষ্কা সঞ্জীবনী আর সুগন্ধা কুমারির ১৫ রানের জুটি লঙ্কাকে নিয়ে যায় শঙ্কার বাইরে। শেষ দিকে সুগন্ধা ফেরেন। তবে শ্রীলঙ্কা ততক্ষণে জয়ের সুগন্ধ পেয়ে গেছে। শেষমেশ ৩ উইকেটের জয় তুলে নেয় দলটা। চলে যায় ফাইনালে।

এশিয়া কাপের ফাইনালে আগামী রবিবার মাঠে নামবে শ্রীলঙ্কা। তাদের সামনে থাকবে প্রতিযোগিতার সবচেয়ে সফল দল ভারত। 

;

আইপিএল নিলামের পরও বাড়বে খেলোয়াড়দের বেতন



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
সংগৃহীত

সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সবশেষ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স মিচেল স্টার্কে দলে ভিড়িয়েছিল রেকর্ড ২৪ কোটি ৭৫ লাখ রুপির বিনিময়ে। তবে পরের মৌসুমে যে স্টার্ক কলকাতার হয়ে খেলবেন তার কোনো নিশ্চয়তা নেই। এই নিয়মটি বদলাতে চায় ফ্র্যাঞ্চাইজিগুলো। তাদের প্রিয় খেলোয়াড়ের হারাতেও চায় না দলগুলো। আর তাই তো পরবর্তী মেগা আইপিএল নিলামে আসতে পারে বড় পরিবর্তন।

ফ্র্যাঞ্চাইজিগুলোর পরামর্শে, আগামী আইপিএল থেকে নিলামের পরেও আইপিএলের খেলোয়াড়দের বেতন-ভাতা বেড়ে যেতে পারে। খেলোয়াড়দের বেতনের জন্য দলগুলোকে বেঁধে দেওয়া সর্বোচ্চ খরচের সীমা ৯০ কোটি রুপি থেকে বেড়ে হতে পারে ১৩০-১৪০ কোটি রুপি। যার ফলে আসছে নিলামে খেলোয়াড়দের দাম বাড়তে পারে কয়েক গুণ!

বর্তমান নিয়ম অনুসারে, নিলামে একজন খেলোয়াড়কে যে দামে কেনা হয়, পুরো মৌসুমে সেটি বাড়ানোর আর সুযোগ থাকে না। এই নিয়মের সাথে একমত নয় ফ্র্যাঞ্চাইজিগুলো। পাশাপাশি পরের মৌসুমে অন্য কোন দল যেন তাদের খেলোয়াড় ছিনিয়ে নিতে না পারে সেই নিয়মও বানাতে চেয়েছে আইপিএলের দলগুলো।

টাইমস অব ইন্ডিয়াকে এক ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা জানিয়েছেন, 'অন্যান্য চাকরির মত আইপিএলে খেলোয়াড়দের বেতন বেতন বৃদ্ধির কোনো সুযোগ নেই। ধরুন, কোনো দল একজন খেলোয়াড়ের জন্য খরচ করেছে ৩০ লাখ রুপি। সেই খেলোয়াড় আইপিএলে একটি দুর্দান্ত কাটল। ফলে ফ্র্যাঞ্চাইজির কাছে এমন কিছু উপায় থাকা উচিত যাতে পরের মৌসুমের জন্য ফ্র্যাঞ্চাইজি সেই খেলোয়াড়ের সাথে ৩ কোটি রুপির চুক্তি করতে পারে। যার ফলে অন্য কোন দল সেই খেলোয়াড় কে ছিনিয়ে নিতে পারবে না।'

এই কর্মকর্তা আরও জানিয়েছেন, 'উঁচুমানের পারফরম্যান্স দেখানো খেলোয়াড়দের বেতন নিয়ে দর–কষাকষির সুযোগ ফ্র্যাঞ্চাইজিগুলোকে দেওয়া উচিত আইপিএলের। এর মাধ্যমে আগের মৌসুমের সেরা খেলোয়াড়কে তারা ধরে রাখতে পারবে।''

ফ্র্যাঞ্চাইজি গুলোর দাবি যদি মানে নেয় আইপিএল তবে আগামী ডিসেম্বরের নিলামে ব্যাপক পরিবর্তনের দেখা মিলবে আইপিএলে।

;