নানা নাটকীয়তার পর সাফের যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশ-ভারত



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি:সংগৃহীত

ছবি:সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় থাকা ম্যাচ টাইব্রেকারে গড়ালে সেখানে ২২ শটেও আসেনি সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালের ফল। ম্যাচ কমিশনার সিদ্ধান্ত নেন টস করার। টস জয়ী দলের হাতে শিরোপা তুলে দেওয়ার। টস ভাগ্যে জিতে ভারত। যা মানতে পারেনি বাংলাদেশ। এই সিদ্ধান্তের ব্যাপারে মাঠেই কঠোর অবস্থান নেয় বাংলাদেশ।

ফুটবলে সাধারণত টাইব্রেকার সাডেন ডেথ মীমাংসা না হওয়া পর্যন্ত চলতে থাকে। তবে এদিন সেটা করেননি ম্যাচ কমিশনার ডি সিলভা জয়সুরিয়া দিলান। পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে সিদ্ধান্ত পাল্টান তিনি। ভারতকে বলা হয় ফের মাঠে নামতে। বাংলাদেশী মেরেরা মাঠে নামলেও তারা সেটা করেনি। পরে ভারতকে মাঠে নামার জন্য ৩০ মিনিট সময় বেঁধে দেয় ম্যাচ অফিসিয়াল। বলা হয় ভারত মাঠে না নামলে চ্যাম্পিয়ন বাংলাদেশ। সেই সময় পেরিয়ে গেলেও মাঠে নামেনি ভারত। এরপরও ঢের নাটকীয়তা হয়েছে, তবে ভারত মাঠে নামেনি। তবে বাংলাদেশকে চ্যাম্পিয়ন ঘোষণা করার কথা থাকলেও শেষ পর্যন্ত হয়নি সেটি। যৌথভাবে দুই দেশকেই সাফের চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করে ম্যাচ কমিশনার।

এর আগে এক গোলে পিছিয়ে থাকা বাংলাদেশ ইনজুরি টাইমে গোল করে ম্যাচটাকে নিয়ে যায় টাইব্রেকারে। সেখানে রীতিমতো হয়েছে ম্যারাথন।দু’দলই শট নিয়েছে ১১টি করে। এতেও আসেনি ফল। পরে সিদ্ধান্ত হয় টস করার। যেখানে যেই জিতবে চ্যাম্পিয়ন সেই দল! ভাগ্যের সেই নিষ্ঠুর খেলাতেই হেরে যায় বাংলাদেশ। টস জয়ের সঙ্গে শিরোপা জয়ের উল্লাসে মাতে ভারত।

অথচ খানিক আগেও ভারতের নেওয়া ৯ নম্বর পেনাল্টি শট ঠেকিয়ে উল্লাসে মেতেছিল বাংলাদেশ। সেই উল্লাস মুহূর্তেই ভূমিকম্পের মতোই কাঁপন ধরিয়েছিল কমলাপুর স্টেডিয়ামে। তবে তার রেশ স্থায়ী হলো না বেশিক্ষণ। পরক্ষণেই রেফারির বাঁশি। গোল কিপার শট নেওয়ার আগে গোল পোস্টের নির্ধারিত দাগ থেকে বেরিয়ে এসে বল ধরেছে। বাতিল হল গোল।

ফের পেনাল্টি শটে নামলেন দুই দল। ফল আসল না তাতেও। শেষ পর্যন্ত বাধ্য হয়ে টস নেওয়ার সিদ্ধান্ত নিতে হলো রেফারিকে। যেখানেই হেরে যায় বাংলাদেশ। পরে এ নিয়ে রেফারি ও ম্যাচ অফিসিয়ালের সঙ্গে তাক্ষৎনিক আপিল করেও কাজ হয়নি। টসে হেরেই শেষ পর্যন্ত শিরোপা হাতছাড়া করতে হয়েছে বাংলাদেশকে।

অথচ টুর্নামেন্টে কি দারুণ ফুটবল প্রদর্শন করে ফাইনালে পা রেখেছিল বাংলাদেশ। নেপাল, ভারত ও সবশেষ ভুটানকে উড়িয়ে দিয়েছিল রাউন্ড রবিন লিগের ম্যাচগুলোতে। যদিও সেই বাংলাদেশকে আজ বড্ড অচেনায় লেগেছে। ম্যাচের শুরুতেই ৮ মিনিটে রক্ষণের ভুলে গোল হজম করতে হয় বাংলাদেশকে। মাঝমাঠের একটু ওপর থেকে নিতু লিন্ডার থ্রু ধরে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে আসা বলটা ফাঁকায় পেয়ে যান শিবানি দেবি। বক্সে ঢুকে দারুণভাবে ফিনিশ করেন তিনি। বাংলাদেশের মনোবলে বড় ধাক্কা লাগে। প্রথমার্ধে আর ম্যাচে ফেরা হয়নি সাইফুল বারি টিটুর শিষ্যদের।

এরপর দ্বিতীয়ার্ধেও একই গতিতে এগুচ্ছিল ম্যাচ। আক্রমণে গেলেও তাতে প্রাণ ছিল না। বলের জোগানও ছিল না আশানুরূপ। তাই গোলটাই পাচ্ছিল না বাংলাদেশ। একটা সময় তো হারতেই বসেছিল বাংলাদেশ। খেলার নির্ধারিত সময়ও পেরিয়ে গিয়েছিল। তবে আগের দিনের মতো এদিনও ইনজুরি টাইমে বাংলাদেশকে ম্যাচে ফেরান সাগরিকা। দারুণ এক গোলে ম্যাচে সমতা টানেন।

   

জ্যোতিদের সামনে ভারতের ১৪৬ রানের চ্যালেঞ্জ 



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ধারহীন বোলিং, হতশ্রী ফিল্ডিং। এই দুইয়ে মিলে ইনিংসের শুরুর ১৩ ওভারে ভারতের কাছে তেমন পাত্তা পায়নি বাংলাদেশের মেয়েরা। ১২ ওভার ৫ বলেই ২ উইকেট হারিয়ে ১০০ রান তুলে ফেলে হারমানপ্রীতের দল। পরে শেষ দিকে রাবেয়া খানের ঘূর্ণিতে ম্যাচ কিছু সময়ের জন্য নিজেদের দিকে নিতে সক্ষম হয় স্বাগতিকরা। অবশ্য শুরুর সেই দাপ্ট ধরেই শেষে এসে ভালো সংগ্রহে পৌঁছে যায় ভারত। জয়ের জন্য জ্যোতিদের তাই ছাড়িয়ে যেতে হবে সফরকারীদের ১৪৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য।

বিস্তারিত আসছে…

;

বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে ভারত



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চলতি বছরই মেয়েদের টি-টোয়েন্টির বিশ্ব আসর বসবে বাংলাদেশের মাটিতে। আর তার আগে বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বাংলাদেশ সফরে এসেছে ভারতীয় নারী দল। সফরে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। যার প্রথমটি মাঠে গড়াচ্ছে আজ। যেখানে টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত জানিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর।

এর আগে সবশেষ জুলাই মাসেই মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ভারত। সেই সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল নিগার সুলতানা জ্যোতির দল। এরপর কদিন আগে ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষেও হোয়াইটওয়াশ হতে হয়েছে বাংলাদেশ। অবশ্য সবশেষ সিরিজে হারতে হয়েছে ভারতেও। তাদের বিপক্ষেও প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। তাই দু’দলের সামনেই সুযোগ জয় দিয়ে সিরিজ শুরু করে এগিয়ে যাওয়ার।

ভারত একাদশ: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, ইয়াস্তিকা ভাটিয়া, দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, সাজনা সজীবন, রিচা ঘোষ, পূজা ভাস্ত্রকার, রেণুকা সিং ঠাকুর, শ্রেয়াঙ্কা পাতিল, রাধা যাদব।

বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, দিলারা আক্তার দোলা, সোবহানা মোস্তারি, মুর্শিদা খাতুন, ঝর্ণা আক্তার, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, সুলতানা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা।

;

ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ এখন পাকিস্তানের



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

অনেকটা অনুমেয়ই ছিল পাকিস্তানের কোচ হতে যাচ্ছেন জেসন গিলেস্পি ও গ্যারি কার্স্টেন। এরপরও দেশটা পাকিস্তান বলেই শেষ ঘোষণা না আসা পর্যন্ত শঙ্কা থাকেই। অবশেষে সেই শঙ্কায় দূর হয়েছে। আনুষ্ঠানিকভাবে তাদের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি।

অস্ট্রেলিয়ান কিংবদন্তি পেসার জেসন গিলেস্পিকে টেস্ট কোচ করা হয়েছে। অন্যদিকে সাদা বল অর্থাৎ ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটের দায়িত্ব দেওয়া হয়েছে ২০১১ সালে ভারতকে ওয়ানডে বিশ্বকাপ জেতানো দক্ষিণ আফ্রিকান কোচ গ্যারি কার্স্টেনকে। অন্যদিকে সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ড সিরিজে সাময়িকভাবে দায়িত্ব সামলানো আজহার মাহমুদকে সব ফরম্যাটেই সহকারী কোচ হিসেবে রাখা হয়েছে। আর এই তিন জনকেই আগামী দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে পিসিবি।

আসছে জুন মাসেই বসবে টি-টোয়েন্টির বিশ্ব আসর। আর সেই আসরের আগেই পাকিস্তান দলের ইংল্যান্ড সফরে দলের দায়িত্ব নেবেন কার্স্টেন। যেখানে তার অধীনে ২২ মে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। যা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি। এরপর সেখান থেকে সরাসরি বিশ্বকাপে বিমান ধরবে পাকিস্তান দল। অন্যদিকে পাকিস্তানের টেস্ট কোচ হিসেবে গিলেস্পির যাত্রা শুরু হবে আগস্টে। যেখানে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলবে পাকিস্তান দল।

এই তিন কোচের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে পিসিবি প্রধান মহসিন নকভি বলেন, ‘তাদের তিন জনেরই দুর্দান্ত রেকর্ড আছে। আমি তাদের পাকিস্তান ক্রিকেট পরিবারে আন্তরিকভাবে স্বাগত জানাই। জেসনের কোচিং ক্যারিয়ার দেশীয় এবং আন্তর্জাতিক উভয় পর্যায়েই সাফল্যের ছিল। তাকে খেলোয়াড়দের উন্নয়ন এবং দলের পারফরম্যান্সের উপর মনোযোগ কেন্দ্রীভূত করতে বলা হয়েছে। অন্যদিকে গ্যারির কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। তার জয়ী মানসিকতা, সেই সঙ্গে তরুণ প্রতিভা বিকাশ করার ক্ষমতা রয়েছে। খেলার সর্বোচ্চ স্তরে সাফল্য অর্জন করেছে সে, তাকে ক্রিকেটের সবচেয়ে সম্মানিত এবং ডিমান্ডেবল কোচদের একজন করে তোলেছে।’

;

লিগ শিরোপা জেতার অপেক্ষা বাড়ল পিএসজির



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ফ্রেঞ্চ লিগের নিচের সারির দল লে হাভ্রের সঙ্গে টেবিল টপার পিএসজির ম্যাচ, তাও আবার পিএসজির ঘরের মাঠে। এই ম্যাচে দাপটের সঙ্গে জয় তুলে নিবে স্বাগতিকরা, তা দেখা ছিল সময়ের অপেক্ষা মাত্র। তবে সবাইকে অবাক করে পিএসজিকে রুখে দিল লে হাভ্রে, ৩-৩ গোলের সমতায় শেষ হলো ম্যাচ।

চলতি মৌসুমের ফ্রেঞ্চ লিগ শিরোপা নিশ্চিতই বলা যায় পিএসজির। তবে এই ম্যাচে পূর্ণ পয়েন্ট আদায় করতে পারলেই আনুষ্ঠানিকভাবে লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করা যেত লুইস এনরিকের দলকে। তবে হতাশাজনক এই ড্রয়ের পর সেই অপেক্ষা আরেকটু বাড়ল তাদের।

এদিন ম্যাচের ১৯তম মিনিটে প্রথম গোল হজম করে পিএসজি। মিনিট দশেক পরে তা শোধ করেন ব্র্যাডলি বারকোলা। বিরতির আগে আবারও এগিয়ে যায় লে হাভ্রে।

বিরতির পরই দেম্বেলের পরিবর্তে দলকে উদ্ধার করতে মাঠে নামেন কিলিয়ান এমবাপে। ৬১তম মিনিটে ব্যবধান আরও বাড়ায় সফরকারীরা। ম্যাচ হাত থেকে ছুটে যেতে থাকায় গোলের জন্য মরিয়া হয়ে ওঠে পিএসজি। ৭৯তম মিনিটে পিএসজির হয়ে দ্বিতীয় গোলটি করেন হাকিমি। এক গোলে পিছিয়ে থেকেই হারতে যাচ্ছে পিএসজি বেশিরভাগ দর্শকরা তাই ধরে নিয়েছিল।

তবে যোগ করা সময়ের শেষ মুহুর্তে এসে দলের হয়ে সমতাসূচক গোলটি করেন স্প্যানিশ স্ট্রাইকার গনসালো রামোস। ফলে ৩-৩ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে পিএসজি। এই ড্রয়ের পর ৩১ ম্যাচে ৭০ পয়েন্টের সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষ্বেই আছে এমবাপেরা। তবে কাগজে-কলমে এখনো দুইয়ে থাকা মোনাকোর লিগ জয়ের সম্ভাবনা আছে বলে আনুষ্ঠানিকভাবে পিএসজিকে বিজয়ী ঘোষণা করা যাচ্ছে না।

;