তিন ঘণ্টার পর মাঠে গড়াল তৃতীয় দিনের খেলা

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

বৃষ্টি বাঁধায় দ্বিতীয় দিনে গড়ায়নি কোনো বল। তৃতীয় দিনের সকালের দিকে বৃষ্টি দেখা গেলেও ৯টার দিকে মেলে খেলার আভাস। বৃষ্টি পুরোপুরি থামলে ৯টা ১৫ মিনিটে পিচ থেকে সরিয়ে নেওয়া হয় কাভার। এরপর ১১টার দিকে মাঠ পরিদর্শনে এসে ম্যাচ আম্পায়াররা সিদ্ধান্ত জানায় খেলা শুরু হবে দুপুর ১২টায়।

অবশেষে দুপুর ১২ টায় মাঠে গড়াল খেলা। শেষ খবর পাওয়া পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ১৭ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৭৪ রান।

বিজ্ঞাপন

এর আগে ব্যাটিংয়ে নেমে প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ছিল ১০ উইকেট হারিয়ে ১৭২ রান। জবাবে নেমে প্রথম দিনের তৃতীয় সেশনেই ১২.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫৫ রান তোলে নিউজিল্যান্ড। বৃষ্টির কারণে গতকাল ম্যাচের দ্বিতীয় দিন মাঠে গড়ায়নি খেলা।