দ্বিতীয় দিনের শুরুটা তৃতীয় দিনেও চাইবে শান্তরা 



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

 

সিলেট টেস্টের দ্বিতীয় দিন ঠিক প্রথম বলেই স্বাগতিকদের শেষ উইকেট তুলে নেয় কিউইরা। এতে দিনের শুরুতেই ব্যাট হাতে নেমে পড়ার সুযোগ পায় নিউজিল্যান্ড। দ্বিতীয় দিনের শুরুটা এবার তৃতীয় দিনেও চাইবে বাংলাদেশ। ৮ উইকেটে ২৬৬ রান করে দ্বিতীয় দিন শেষ করে টিম সাউদির দল, যেখানে বাংলাদেশ এগিয়ে আছে ৪৪ রানে। 

ইনিংসের শুরুতেই কিছুটা আক্রমণাত্মক মেজাজে দেখা গিয়েছিল কিউইদের। তবে কিচ্ছুক্ষণ বাদের ম্যাচ দখলে নেয় স্বাগতিকরা। ৪৪ রানেই দুই ওপেনারের উইকেট হারিয়ে চাপে পড়ে কিউইরা। উইলিয়ামসন সেই সেই চাপ ভালোভাবে সামলে উঠলেও চা বিরতির আগেই তাকে ফেরাতে পারত নাজমুল হোসেন শান্তর দল। তবে ভুলে ভরা দ্বিতীয় সেশনটি শেষ হয় মন্দের ভালো দিয়ে। 

একাধিক সুযোগ পেয়ে সেটি কাজেও লাগিয়েছেন উইলিয়ামসন। তুলে নিয়েছেন সেঞ্চুরি। তবে দিন শেষের ১৩ বল আগেই সেই তাইজুলের বলেই বোল্ড হন কিউই এই তারকা ব্যাটার, যার ক্যাচ মিসে পেয়েছিলেন সুযোগ। সাজঘরে পাড়ি দেওয়ার আগে ২০৫ বলে ১১ চারের মারে ১০৪ রান করেন উইলিয়ামসন। এছাড়া ড্যারিল মিচেল করেন ৪১ রান ও গ্লেন ফিলিপস করেন ৪২ রান। 

বাংলাদেশের হয়ে ম্যাচে এখন পর্যন্ত সর্বোচ্চ ৪ উইকেট নেন তাইজুল। বাকি শরিফুল, মিরাজ, নাঈম, মমিনুল সবাই নেন একটি করে উইকেট। তৃতীয় দিনে ২২ গজে ব্যাট হাতে নামবেন আগের দিনের দুই অপরাজিত কিউই ব্যাটার কাইল জেমিসন (৭*) ও টিম সাউদি (১*)।

   

গত বিশ্বকাপ দলের যারা আছেন এবারও



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

দুয়ারে চলে এসেছে আরও একটা বিশ্বকাপ। আগামী ১ জুন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। প্রতি বিশ্বকাপেই দলগুলোতে দেখা যায় একাধিক পরিবর্তন। এবারও তার ব্যতিক্রম ঘটেনি।

আসন্ন বিশ্বকাপে কারা হবেন বাংলাদেশের স্বপ্নসারথী, তা আজ সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক ও তাসকিন আহমেদকে সহ-অধিনায়ক করে ঘোষিত এই দলে আছে কিছু চমক আছে। তবে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াডের সঙ্গে এর পার্থক্য খুব একটা নেই।

২০২২ বিশ্বকাপের ১৫ সদস্যের স্কোয়াডের ৯ জন এবারও আছেন স্কোয়াডে। ব্যাটারদের মধ্যে এবারের আসরেও আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। অলরাউন্ডারদের মধ্যে এবারও আছেন সাকিব আল হাসান ও সৌম্য সরকার। সাকিব নিজের নবম বিশ্বকাপ খেলতে নামছেন এবার যা একটি বিশ্বরেকর্ডও। সাকিব বাদে একমাত্র রোহিত শর্মা সবকটি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন।

পেস বিভাগে আছেন তিন পেসার সহ-অধিনায়ক তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম। এছাড়াও ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে আছেন গেল বিশ্বকাপে খেলা আফিফ হোসেন ও হাসান মাহমুদ।

গেল বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন না তবে এবার আছেন, এমন ক্রিকেটারের সংখ্যা ৮ জন। তাদের মধ্যে দুজন আবার নিজেদের অভিষেক বিশ্বকাপ খেলছেন না, দলে জায়গা পেয়েছেন এক বিশ্বকাপের বিরতিতে তারা হলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও শেখ মেহেদী। বাকি ছয় জন নিজেদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশনে যাচ্ছেন। তারা হলেন– তানজিদ তামিম, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, রিশাদ হোসেন ও তানজিম সাকিব।

;

ফর্মহীন লিটন কেন বিশ্বকাপ স্কোয়াডে, জানালেন প্রধান নির্বাচক



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

জুন মাসের ২ তারিখে পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। আজ (মঙ্গলবার) বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে বড় কোনো চমক না থাকলেও সাইফউদ্দিনের বাদ পড়া নিয়ে অনেকেই অবাক হয়েছেন। এছাড়া আশানুরূপ দল নিয়েই এবার যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলতে যাচ্ছে টাইগাররা।

বেশ অনেকদিন ধরেই বাংলাদেশের ব্যাটিং বেশ ভোগাচ্ছে দলকে। সবশেষ জিম্বাবুয়ে সিরিজটি জিতে নিলেও এখানেও দেখা মিলেছে ব্যাটিং বিপর্যয়ের। বাংলাদেশ দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে কথা বলতে গেলে শুরুতেই যার নাম আসে তিনি হলেন টাইগার ওপেনার লিটন দাস। বিশ্বকাপের স্কোয়াডেও এবার জায়গা পেয়েছেন তিনি।

অথচ বিশ্বকাপের আগে সবশেষ শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে সিরিজ দুই সিরিজেই ব্যাট হাতে ব্যর্থ লিটন। ব্যাট হাতে তিনি এতটাই বাজে পারফরম্যান্স দেখিয়েছেন যে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ দুই ম্যাচের একাদশেও জায়গা হয়নি তার।

সবশেষ খেলা ৬ টি-টোয়েন্টিতে লিটনের রান মাত্র ৭৯। এই রান তুলতে লিটন খেলেছেন মোট ৮১টি বল। টি-টোয়েন্টি ক্রিকেটে ওপেনিংয়ে নামলে যেখানে দলকে ঝড়ো শুরু এনে দিতে হয়, সেখানে লিটন ছিলেন নিষ্প্রভ। তীব্র সমালোচনাও সহ্য করতে হয়েছে তাকে। তবে শেষ পর্যন্ত সমালোচনা গায়ে না মেখে লিটনকে বিশ্বকাপের দলে রেখেছে বিসিবি। তার ওপর আস্থা রেখেছেন গাজী আশরাফ হোসেন লিপু এবং বাংলাদেশের নির্বাচক প্যানেল।

লিটনকে দলে রাখার কারণ জানিয়ে প্রধান নির্বাচক লিপু বলেন, ‘ লিটন কেবল ওপেনারই নয়, তার বিষয়টা তুললে উইকেটকিপিং সামর্থ্যের কথাও চলে আসে। আমাদের দুটো উইকেটকিপার নিয়ে যেতেই হবে। ওপেনিংয়ে হয়তো তার পরিবর্তে রিপ্লেস করতে পারছি। এক্ষেত্রে আবার আমরা এনামুল হক বিজয়কে নিয়েও আলোচনা করেছিলাম।’

লিপু আরও বলেন, ‘ফর্মহীন থাকার পরও আমাদের লিটনের ওপর আস্থা রাখতে হয়েছে। কারণ তাকে নিয়ে কাজ করা হচ্ছে এবং দুটো ম্যাচ যে তিনি খেলেননি সে সময়ও তার আস্থার জায়গা কিভাবে পুনরুদ্ধার করা যায়, সেই চেষ্টা করে যাচ্ছেন কোচিং স্টাফরা। কতটুকু উন্নতি হয়েছে সেটা তো বলা যায় না। তবে বল বাছাই ও শট খেলার দিক থেকে তাকে আরও দৃঢ় করার জন্য কোচরা কাজ করছেন।’

;

আবাহনীকে উড়িয়ে ফাইনালে বসুন্ধরা কিংস



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ফেডারেশন কাপের দ্বিতীয় সেমিফাইনালে আবাহনীর বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় পেল বসুন্ধরা কিংস। ফাইনালে আগামী ২২ মে মোহামেডানের মুখোমুখি হবে তারা। মোহামেডানকে হারিয়ে এবার নিজেদের ট্রেবল নিশ্চিত করতে মরিয়া বসুন্ধরা কিংস।

চলতি মৌসুমে প্রথমে স্বাধীনতা কাপ নিজেদের নামে করেছিল বসুন্ধরা কিংস। এরপর প্রিমিয়ার লিগের শিরোপাও নিজেদের ঘরে তুলেছে অস্কার ব্রোজনের দল। এবার ফেডারেশন কাপের শিরোপা তুলে ধরার থেকে আর মাত্র এক ম্যাচ দূরে আছে তারা।

গোপালগঞ্জের মাঠে আজ সেমিফাইনাল ম্যাচে একচেটিয়া দাপট দেখিয়েছে বসুন্ধরা কিংস। তাদের বিরুদ্ধে যেন দারাতেই পারেনি আবাহনী। এদিন ম্যাচের ২১তম মিনিটেই এগিয়ে যায় বসুন্ধরা। রবিনহোর গোলে প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।

বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া আবাহনী বেশকিছু আক্রমণ করে। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়না তারা। উল্টো ৭১তম মিনিটে আরও একটি গোল হজম করে ম্যাচ থেকে যেন ছিটকেই যায় আবাহনী। শেষে যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়ায় বসুন্ধরা। এতে দাপটের সঙ্গে জয় তুলে নিয়েই ফাইনালের টিকিট কাটে বসুন্ধরা কিংস।

;

ব্রায়ান লারার চোখে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আগামী ২ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে পর্দা উঠতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। বাংলাদেশ সহ ইতোমধ্যেই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করে ফেলেছে একাধিক দল। প্রতিটি বড় টুর্নামেন্টের আগে ক্রিকেট বিশ্লেষক এবং সাবেক তারকা ক্রিকেটারদের ভবিষ্যৎবাণী করাটা এখন সচরাচরই দেখা যায়। এবারও তার ব্যতিক্রম হলো না।

এবার ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা জানালেন তার নজরে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ চার দলের নাম। যেখানে স্বাভাবিকভাবেই নিজ দেশ ওয়েস্ট ইন্ডিজকে তিনি এই তালিকায় রেখেছেন। তবে শুধুমাত্র স্বদেশ হওয়ার জন্যই যে তিনি এমনটা বলেছেন তাও নয়। প্রতিটি দলের নাম বলার পিছনেই তার কাছে আছে নিজস্ব যুক্তি।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে চার দলকে লারা সেমিফাইনালের মঞ্চে দেখবেন বলে মনে করেন তারা হলো- ওয়েস্ট ইন্ডিজ, ভারত, আফগানিস্তান ও বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। আর ফাইনালের মঞ্চে তিনি নিজ দেশের বিপক্ষে ভারতকে দেখবেন বলেও ধারণা করছেন।

লারার মতে এবারের ওয়েস্ট ইন্ডিজ দলে তরুণ প্রতিভাবান ক্রিকেটাররা আছেন। যারা যেকোনো পরিস্থিতি থেকে খেলা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে বলে মনে করেন তিনি। এছাড়া ভারতের দলটিও খুব সাজানো ও দুর্দান্ত বলে জানান তিনি।

ভারতীয় সংবাদসংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে (পিটিআই) ব্রায়ান লারা বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের ভালো করা উচিৎ। এই দলে অনেক তারকা ক্রিকেটার আছে যারা দল হয়ে খেললে ভালো করতে পারবে। ভারত শীর্ষ চারে থাকবে। ইংল্যান্ডও ক্যারিবিয়ান অঞ্চলে উপভোগ্য সময় কাটায়, তারা সেমিফাইনালে থাকবে। চতুর্থ দল হিসেবে আমি দেখছি আফগানিস্তানকে। তাদের সেই সামর্থ্য আছে।’

অনেকেই লারার চোখে শীর্ষ চার দলের মধ্যে আফগানিস্তানকে দেখে বেশ অবাক হয়েছেন। তবে আফগানদের সেই সামর্থ্য আছে বলে মনে করেন এই কিংবদন্তি। বিশ্বকাপ টুর্নামেন্ট শুরুর দিনই, অর্থাৎ ২ জুন নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউ গিনির বিপক্ষে মাঠে নামবে ক্যারিবিয়রা।। ‘সি’ গ্রুপে তাদের বাকি তিন প্রতিপক্ষ– নিউজিল্যান্ড, আফগানিস্তান ও উগান্ডা।

;