তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে যুব কাবাডি (অনূর্ধ্ব-১৮ বালক ও বালিকা) প্রতিযোগিতার দ্বিতীয় দিন আজ। এদিন আয়োজিত হয়েছে মোট ২০টি ম্যাচ।
আজ ১৬ ফেব্রুয়ারি (রবিবার) আয়োজনের দ্বিতীয় দিনেই জমে উঠেছে প্রতিযোগিতা। রাজধানীর পল্টন ময়দানে টান টান উত্তেজনার প্রতিটি ম্যাচে উৎসবমুখর ছিল পরিবেশ।
বালক বিভাগে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ফরিদপুরকে ৩৫-৩৪ পয়েন্টে জামালপুর,সাতক্ষীরাকে ৩৩-৩২ পয়েন্টে সিলেট,ময়মনসিংহকে ৩৪-৩২ পয়েন্টে বরিশাল, জয়পুরহাটকে ১৯-১৪ ব্যবধানে গোপালগঞ্জ, জয়পুরহাটকে ৪২-২৫ পয়েন্টে হারিয়েছে বিপেএসপি।
আর বালিকা বিভাগের খেলায় নড়াইল ৪৪-১৬ পয়েন্টে গোপালগঞ্জকে, ফরিদপুর ২২-১৩ পয়েন্টে সাতক্ষীরাকে, জয়পুরহাট ৪৪-১২ পয়েন্টে মৌলভীবাজারকে, রাঙ্গামাটি ২৩-১২ পয়েন্টে বগুড়াকে, মাদারীপুর ২৫ - ২২ পয়েন্টে নীলফামারীকে, বরিশাল ৩০-২৮ পয়েন্টে রংপুরকে, জামালপুর ৫৪-১৬ পয়েন্টে খাগড়াছড়িকে এবং হবিগঞ্জ ১৮-১২ পয়েন্টে কিশোরগঞ্জকে হারিয়েছে।
দিনের সব খেলা শেষে ম্যাচসেরা খেলোয়াড়দের হাতে আর্থিক পুরস্কার তুলে দেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ ও যুগ্ম সচিব ইসরাইল হাওলাদার।
এর আগে গতকাল বর্ণাঢ্য আয়োজনে পর্দা উঠে যুব কাবাডির জাতীয় পর্বের। বালক বিভাগে ১৭ টি ও বালিকা বিভাগে ১৬ টি সহ মোট ৩৩ টি দল খেলছে জাতীয় পর্বে। উভয় বিভাগে চারটি করে গ্রুপ। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল যাবে সেমিফাইনালে। তাই প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ দলগুলোর জন্য। ১৮ ফেব্রুয়ারি টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
গত ২০ জানুয়ারি শুরু হয় যুব কাবাডি প্রতিযোগিতা। ৬১ জেলার মোট ৩৩৯ টি উপজেলা নিয়ে আয়োজিত হয়েছিল এ প্রতিযোগিতা। বালক ও বালিকা মিলিয়ে অংশ নেয়া দলের সংখ্যা ছিল ৫২৯ টি। ৬১টি জেলায় মোট সাত হাজার চারশো ছয় জন খেলোয়াড় অংশ নিয়েছিল। সেখান থেকে ৪৪৮ জনের সঙ্গে বিকেএসপির ১৪ জন মিলে মোট ৪৬২ জন খেলোয়াড় এখন জাতীয় পর্বে খেলছে।