আগের দুই ম্যাচের দুটিতেই হেরেছে অস্ট্রেলিয়া। তৃতীয় ম্যাচ ফসকে গেলেই সিরিজ খুয়াতে হবে অজিদের। এমন ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরুটা ভালোই করেছিল অজিরা। ২৪ রানেই তুলে নিয়েছিল ভারতের দুই ব্যাটারকে।
এরপর অবশ্য গল্পটা নিজের করে নিয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। ওপেনিংয়ে নেমে ইনিংস শেষে করে এসেছেন এই ওপেনার। তুলে নিয়েছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। অপরাজিত ছিলেন ৫৭ বলে ১২৩ রানে। তার ওই ইনিংসেই ৩ উইকেট খরচায় ২২২ রান জমা করে ভারত।
এদিন শুরুটা ভালো না হলেও সময়ের সঙ্গে গুছিয়ে উঠেছে ভারত। ২৯ রানে ৩৯ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরার আগে দলকে পথ দেখিয়ে যান অধিনায়ক সূর্যকুমার যাদব। সেই পথে দলকে টেনেছেন ঋতু। তিলক ভার্মাকে নিয়ে ইনিংস শেষে করে এসেছেন। উইকেটে আর কোনো আঘাত আসতে দেননি দু’জনে।
শেষ দিকে অজি বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়েছেন এই দুই ব্যাটার। প্রথম ১০ ওভারে ৮০ রান করা ভারত শেষ ১০ ওভারে করেছে ১৪২ রান। এর মধ্যে শেষ ওভারেই ভারত করেছে ৩০ রান। ম্যাক্সওয়েলের ওই ওভারে তিনটি ছয় ও দুটি চার এসেছে। আর তাতেই রানের পাহাড় গড়া হয়েছে ভারতের। ব্যাট হাতে ২৪ বলে ৩১ রানে অপরাজিত ছিলেন ভার্মা। ঋতুর ইনিংসটি সাজানো ছিল ১৩টি চার ও ৭টি ছক্কায়।