বিশ্বকাপ থেকে কে কত পেল

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ; একটা স্বপ্ন। যেই স্বপ্ন জয়ের লড়াইটা শুরু হয়েছিল গত ৫ অক্টোবর। ভারতের ১০টি ভেন্যুতে অভিন্ন লক্ষ্যে ক্রিকেট লড়াইয়ে মাঠে নেমেছিল ১০টি দল। গত ১৯ নভেম্বর ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের মধ্যে দিয়ে থেমেছে সেই স্বপ্নের যাত্রা। যেখানে ৯টি দেশের স্বপ্ন ভেঙে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেছে অস্ট্রেলিয়া।

এখন চলছে তারই হিসেবনিকেশ। বিশ্বকাপ জিতে কে কত পেল? বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া বা রানার্সআপ দল ভারতই বা কত টাকা পেল আইসিসির থেকে? বিশ্বকাপে অংশ নেওয়া বাকিদেরই বা উপার্জন হলো কতটা? কিংবা ব্যক্তিগত পারফরম্যান্সে টুর্নামেন্টে মুগ্ধতা ছড়ানো তারকারাই বা কত টাকা উপার্জন করলেন টুর্নামেন্ট থেকে? এসব প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেটপ্রেমীদের মনে।

বিজ্ঞাপন

মূলত, টুর্নামেন্টের প্রাইজমানি আগেই ঘোষণা করেছিল আইসিসি। সেই অনুযায়ী চ্যাম্পিয়ন হয়ে ৪০ লাখ মার্কিন ডলার পেয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশ মুদ্রায় যা ৪৪ কোটি টাকারও বেশি। রানার্সআপ ভারত পেয়েছে ২০ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ২২ কোটি টাকারও বেশি।

এবারের ওয়ানডে বিশ্বকাপের দুই সেমি-ফাইনালিস্ট নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা পেয়েছে ৯ কোটি টাকার বেশি। গ্রুপ পর্বে বিদায় নেওয়া ৬ দলের প্রত্যেকে পেয়েছে ১ লাখ ডলার করে। গ্রুপ পর্বে প্রতি জয়ের জন্য ছিল ৪০ হাজার ডলার করে।

বিশ্বকাপে কে কী পেলো

চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (ট্রফি ও ৪ মিলিয়ন ডলার)
রানার্স-আপ: ভারত (ট্রফি ও ২ মিলিয়ন ডলার)
ফাইনালে ম্যাচসেরা: ট্রাভিস হেড (১৩৭ রান ও ১ ক্যাচ)
টুর্নামেন্ট সেরা: বিরাট কোহলি (৭৬৫ রান, ১ উইকেট ও ৫ ক্যাচ)
সবচেয়ে বেশি রান: বিরাট কোহলি (১১ ইনিংসে ৭৬৫)
সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর: গ্লেন ম্যাক্সওয়েল (অপরাজিত ২০১)
সবচেয়ে বেশি সেঞ্চুরি: কুইন্টন ডি কক (৪টি)
সবচেয়ে বেশি ফিফটি: বিরাট কোহলি (৬টি)
সবচেয়ে বেশি উইকেট: মোহাম্মদ শামি (৭ ইনিংসে ২৪ উইকেট)
সেরা বোলিং ফিগার: মোহাম্মদ শামি (৭/৫৭, প্রতিপক্ষ নিউজিল্যান্ড)
সবচেয়ে বেশি ছক্কা: রোহিত শর্মা (৩১টি)
সবচেয়ে বেশি ক্যাচ: ড্যারিল মিচেল (১১টি)
সবচেয়ে বেশি ডিসমিসাল: কুইন্টন ডি কক (২০টি)