বিস্ময়কর ডাবল সেঞ্চুরিতে অজিদের জেতালেন ম্যাক্সওয়েল



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস হয়ে সবশেষ নাম হতে পারত অস্ট্রেলিয়া! আফগানদের ২৯২ রানের জবাবে ৯১ রানে ৭ উইকেট হারানোর পর সেই সম্ভাবনাই জোড়াল হচ্ছিল। লজ্জার মুখে পড়তে বসেছিল অজিরা। তবে না অজিদের দম্ভ মাটিতে নুয়ে পড়তে দেয়নি গ্লেন ম্যাক্সওয়েল। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে লড়াইটা চালিয়ে গেছেন।

লম্বা সময় ব্যাট করায় একটা সময় পা দুটিও আর চলতে চাইছিল না। তবে তিনি থামেননি। দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। রচিত করেছেন হার না মানার এক মাহকাব্য। জয়ের পথে খেলেছেন ১২৮ বলে ২০১ রানের এক মহাকাব্যিক ইনিংস। যা বিশ্বকাপে তার ক্যারিয়ার সেরা। আর তাতেই থেমেছে আফগান রূপকথা। একই সঙ্গে এ জয়ে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে অজিদের।

বিশ্বকাপে টানা তৃতীয় জয়সহ অষ্টম ম্যাচে এসে আসরে পঞ্চম জয় তোলার ক্ষণ গুনছে তখন আফগানরা। অজিদের হারালেই চওড়া হবে আফগানদের সেমি ফাইনালে উঠার রাস্তাটা। সে পথটা প্রস্তুত করেছিল আফগান বোলাররা। মুম্বাইয়ে সেমিফাইনালের পথে এগিয়ে যাওয়ার ম্যাচে অস্ট্রেলিয়াকে রীতিমতো নাস্তানাবুদ করে আফগানরা। একশ রানের আগেই নেই ৭ উইকেট। তখনও জয় থেকে ২০০ রান দূরে ম্যাক্সওয়েলের অস্ট্রেলিয়া।

শুরুতে সঙ্গ পাননি লাবুশেন, স্টয়নিস ও স্টার্কের কাছ থেকে। তবে দমে যাননি তিনি। ব্যাট হাতে শাসন করেছেন ম্যাচের পুরোটা সময়। তাতে অন্যপ্রান্তে প্যাট কামিন্স ডট বল খেললেও কখনোই রানের চাপে পড়েনি অজিরা। ভাগ্য নাকি সাহসীদের পক্ষে থাকে। ম্যাক্সওয়েলেরও তায় হলো। নয়তো তার অমন সহজ দুটি ক্যাচ কেনই বা মিস করতে যাবে আফগান ফিল্ডাররা।

সুযোগটা লুফে নিয়েছেন ম্যাক্সওয়েলও। সেঞ্চুরির পর থেকেই সমস্যা হচ্ছিল পায়ে। একটা সময় তো মাঠে শুয়ে ব্যথায় কাতরাতে হয়েছে তাকে। পরিস্থিতি এমন হয়েছিল যে ব্যাট হাতে নামা শুরু করেছিলেন অ্যাডাম জাম্পা। বাদ সাধলেন ম্যাক্সওয়েল। সিদ্ধান্ত নিলেন পা বেইমানি করলেও লড়াইয়ের শেষ না দেখে উইকেট ছাড়বেন না তিনি। এরপর সিঙ্গেল এড়িয়ে কেবল চার-ছক্কায় মন দিলেন।

একেকটি শট যেন একেকটি মহাকাব্য। কি শট খেলেননি ইনিংসে। পুরোটা সময় আফগান বোলাদের নাজেহাল করে ছেড়েছেন। পায়ের ব্যথা চেপে রেখে শেষটাই হেসেছেন। হাসিয়েছেন। সতীর্থদের ভাসিয়েছেন আন্দদে। দলের জয় পেতে যখন প্রয়োজন ১৫ রান। ডাবল সেঞ্চেুরি হাকাতে তখন ম্যাক্সওয়েলেরও প্রয়োজন ১৫। এরপর শেষ তিন বলে দুটি ছক্কা ও একটি চার মেরে নিজের ডাবল সেঞ্চুরি আদায় করে নিয়েছেন। ম্যাচ জয়ের গল্পটা নিজেই লিখেছেন ম্যাক্সওয়েল। দলকে জিতিয়েছেন ১৯ বল ও ৩ উইকেট হাতে রেখে।

এর আগে সেমিফাইনালের পথে এগিয়ে যাওয়ার ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় আফগানরা। ১ উইকেট খরচায় স্কোরবোর্ডে ১২০ রান জমা করে দলটি। এরপর উইকেটে থিতু হয়ে একে একে ফিরে যান রহমত, শহিদি, ওমরজাই ও নবীরা। তবে লক্ষ্যে অবিচল থেকে বিশ্বকাপে নিজের অভিষেক সেঞ্চুরি তুলে নেন ইব্রাহিম জাদরান। তার ১২৯ রানেই ইনিংসেই অস্ট্রেলিয়াকে ২৯২ রানের চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে আফগানরা। যদিও ম্যাক্সওয়েলের কাছে শেষ পর্যন্ত হার মানতে হয়েছে তাদের।

   

এশিয়ান অ-১৪ টেনিসের পর্দা উঠছে কাল



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

শুরু হচ্ছে এশিয়ান অনূর্ধ্ব-১৪ টেনিস প্রতিযোগিতা ২০২৪। আগামীকাল (রবিবার) বিকেল ৫টায় শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে পর্দা উঠবে এই প্রতিযোগিতার।

জানা গেছে, বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি এবং বাংলাদেশ সরকারের নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন।

এশিয়ান টেনিস ফেডারেশন স্বীকৃত এই প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ টেনিস ফেডারেশন।

গত বছরের অক্টোবরেও বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল এশিয়ান অনূর্ধ্ব-১৪ টেনিস প্রতিযোগিতা।

আগামী ১৩-১৭ মে পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।

;

‘পরের ম্যাচেই কামব্যাক করবো’, বললেন শান্ত



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ম্যাচ জিতেছে বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজে এতে ৪-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা। তবে এই ম্যাচে জয়ের থেকেই বেশি আলোচনা হচ্ছে যে বিষয়ে তা হলো বরাবরের মতোই টাইগারদের ব্যাটিং ব্যর্থতা।

শুরুতে টস হেরে ব্যাটিংয়ে যেয়ে এদিন দলকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন ওপেনার তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। তারা যেই বেগে রান তুলছিলেন তাতে মনেই হচ্ছিল যে নির্ধারিত ওভার শেষে ২০০ এর ঘর ছুঁয়ে ফেলবে বাংলাদেশ। তবে ১১ ওভার শেষে যেখানে বিনা উইকেটে রান ছিল ১০০, সেখানে ১৪৩ রানেই অলআউট হয় বাংলাদেশ। এত কম রানের ব্যবধানে সবকটি উইকেট হারিয়ে ফেলার নজির এই প্রথমবার গড়ল টাইগাররা।

কেন এই ছন্দপতন? মাত্র ২২ রানের মধ্যেই কিভাবে বাংলাদেশে হারাল তাদের আটটি উইকেট! দায়ভারটা খুব স্বাভাবিকভাবেই পড়ে মিডল অর্ডারের ব্যাটারদের ওপর। ওপেনাররা তাদের দায়িত্ব নৈপুণ্যের সঙ্গে পালন করলেও এদিন ব্যাট হাতে ব্যর্থ ছিল বাংলাদেশের ভরসার অন্যতম জায়গা – মিডল অর্ডার।

ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক শান্ত বলেন, ‘তামিম ও সৌম্য যেভাবে ব্যাটিং করেছে, আমরা তাদের নিয়ে খুবই খুশি। উইকেট তেমন একটা ভালো ছিল না। তবে আমাদের আরেকটু সাবধানে ব্যাটিং করা উচিত ছিল। আশা করছি পরের ম্যাচেই কামব্যাক করব।’

ব্যাট হাতে ব্যর্থতাটা যদিও বোলিং দিয়ে পুষিয়ে দিয়েছেন বাংলাদেশের বোলাররা। জাতীয় দলের জার্সি গায়ে অনেকদিন পর নেমেই নিজেদের ঝলক দেখিয়েছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। এছাড়াও তাসকিনও দুর্দান্ত ব্বোলিং করেছেন।

তাই বোলারদের প্রশংসা করতে ভুলেননি টাইগার অধিনায়ক, ‘পুরো সিরিজে আমাদের বোলাররা খুব ভালো বোলিং করেছে। সাকিব দলে ফেরায় সবার আত্মবিশ্বাসও অনেক বেড়েছে। তাদের (বোলার) কাছে আমাদের প্রত্যাশা মূলত এমনই। আশা করছি তারা এটা চালিয়ে যাবে।‘

;

রিচার্লিসন-কাসেমিরোকে ছাড়াই ব্রাজিলের কোপা আমেরিকা স্কোয়াড ঘোষণা



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

কোপা আমেরিকার দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে নিয়ে দর্শক ও সমর্থকদের উত্তেজনার পারদ সর্বদাই থাকে তুঙ্গে। আসন্ন কোপা আমেরিকার দল ঘোষণা করবে তারা এই অপেক্ষাতেই ছিল সমর্থকরা। অবশেষে শুক্রবার রাতে কোপার দল ঘোষণা করল ব্রাজিল। যেখানে আছে একের অধিক চমক।

২৩ সদস্যের এই স্কোয়াডে নেই অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো। এছাড়াও দলে নেই রিচার্লিসন, গাব্রিয়েল জেসুসের মতো তারকারাও। কোচ দরিভাল জুনিওরের আমলে এটিই হতে চলেছে ব্রাজিলের মেজর কোনো টুর্নামেন্ট। প্রথমবারের মতো দল নির্বাচনেই তিনি এই চমক দিবেন তা বেশিরভাগ সমর্থকই চিন্তাও করেননি।

ব্রাজিল জাতীয় দলে অভিষেক হয়েছে দুই তরুণ ফুটবলারের। তারা হলেন গুয়েলার্মে অ্যারেনা ও ইভানিলসন। এছাড়াও চোট কাটিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরবেন গোলরক্ষক অ্যালিসন বেকার।

আগামী ২০ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হবে কোপার এবারের আসর। যেখানে আগামী ২৪ জুন কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকা মিশন শুরু করবে গতবারের রানার্স-আপরা। টুর্নামেন্টে গ্রুপ ‘ডি’-তে কলম্বিয়া ও প্যারাগুয়ের বিপক্ষে লড়বে ব্রাজিল।

কোপা আমেরিকায় ব্রাজিলের দল:

গোলরক্ষক: অ্যালিসন, এদারসন, বেন্তো।

ডিফেন্ডার: বেরালদো, এদের মিলিতাও, গাব্রিয়েল, মারকিনিয়োস, দানিলো, ইয়ান কুতো, গিলের্মে আরানা, ওয়েন্দেল।

মিডফিল্ডার: আন্দ্রেয়াস পেরেইরা, ব্রুনো গিমারাইস, দ্গলাস লুইস, জোয়াও গোমেস, লুকাস পাকেতা।

ফরোয়ার্ড: এনদ্রিক, ইভানিলসন, গাব্রিয়েল মার্তিনেল্লি, রাফিনিয়া, রদ্রিগো, সাভিনিও,  ভিনিসিয়ুস জুনিয়র। 

;

পিএসজি ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন এমবাপে



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চলতি মৌসুম শেষে নিজের বর্তমান ক্লাব পিএসজি ছাড়ছেন কিলিয়ান এমবাপে তা বেশ কয়েকদিন ধরেই সবার জানা ছিল। ফ্রেঞ্চ এই ক্লাব ছেড়ে তার পরবর্তী গন্তব্য কোথায় সে গুঞ্জনও সকলেরই জানা। তবে এবার আনুষ্ঠানিকভাবে নিজেই ভিডিও বার্তার মাধ্যমে নিজের বিদায়ের ঘোষণাটি দিয়ে ফেললেন বিশ্বকাপজয়ী এই ফরাসি তারকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে শুক্রবার রাতে নিশ্চিত করে নিজের ভক্তদের জানিয়েছেন তিনি যে, এটিই ছিল পিএসজির হয়ে তার শেষ মৌসুম। রবিবার লিগের ম্যাচে তুলুজের বিপক্ষের ম্যাচটিই হবে পিএসজির জার্সিতে তার শেষ ম্যাচ।

গতরাতে পোস্ট করা সেই ভিডিওতে তিনি বলেছেন, ‘আমি আপনাদেরকে জানাতে চাই, পিএসজির হয়ে এটিই ছিল আমার শেষ মৌসুম। আমি আর মেয়াদ বাড়াচ্ছি না। রবিবার পার্ক দে প্রিন্সেসে আমার শেষ ম্যাচ খেলব আমি।‘

মোনাকো ছেড়ে ২০১৭ সালে পিএসজিতে যোগ দেন সময়ের অন্যতম সেরা এই ফরোয়ার্ড। সাত বছর টানা নিজের ধারাবাহিক পারফরম্যান্স ধরে রেখেছেন। গোল করা এবং করানো দুই ক্ষেত্রেই ভূমিকা পালন করে গেছেন। পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে মোট ৩০৬ ম্যাচে ২৫৫ গোল করেছেন এমবাপে। অ্যাসিস্ট আছে ১০৮টি।

পিএসজি ছেড়ে কোথায় যাচ্ছেন কিলিয়ান এমবাপে? সবাই প্রায় নিশ্চিতই যে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদই হতে চলেছে তার পরবর্তী ক্লাব। তবে তার মুখ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা শোনার অপেক্ষায় আছেন সমর্থকরা।

;