বাংলাদেশের ফুটবল ও বিশ্বকাপ ক্রিকেট ছাড়াও টিভিতে যা থাকছে আজ



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ে প্লে–অফের দ্বিতীয় লিগে মালদ্বীপের মুখোমুখি বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় সন্ধ্যা পৌনে ৬টায় মাঠে নামবে দল দুটি। অন্যদিকে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ধর্মশালায় বাংলাদেশ সময় দুপুর ২ টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। এছাড়াও, টিভিতে যা যা থাকছে আজ।   

 

বিশ্বকাপ ক্রিকেট

নিউজিল্যান্ড–নেদারল্যান্ডস

দুপুর ২টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস ১, গাজী টিভি, টি স্পোর্টস

 

বিশ্বকাপ ফুটবল বাছাইপর্ব

বাংলাদেশ–মালদ্বীপ               

বিকেল ৫টা ৪৫ মিনিট, নিউজ ২৪ ও টি স্পোর্টস ডিজিটাল

 

ইউরো বাছাইপর্ব

ফিনল্যান্ড–কাজাখস্তান

রাত ১০টা, সনি স্পোর্টস ২

 

সান ম্যারিনো–ডেনমার্ক

রাত ১২টা ৪৫ মিনিট, সনি স্পোর্টস ১

 

ইংল্যান্ড–ইতালি

রাত ১২টা ৪৫ মিনিট, সনি স্পোর্টস ২

 

উত্তর আয়ারল্যান্ড–স্লোভেনিয়া

রাত ১২টা ৪৫ মিনিট, সনি স্পোর্টস ৩

 

সার্বিয়া–মন্টেনেগ্রো

রাত ১২টা ৪৫ মিনিট, সনি স্পোর্টস ৫

 

 

   

মেসি ছাড়াও আর্জেন্টিনা অন্যতম ফেভারিট: এনদ্রিক



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

জুনের ২০ তারিখ থেকে যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হচ্ছে লাতিন আমেরিকার সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা। যেখানে বরাবরের মতোই দর্শক এবং সমর্থকদের মূল আকর্ষণ যে দুটো দলের প্রতি তারা হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল।

খুব স্বাভাবিকভাবেই অন্য যেকোনো দলের তুলনায় এই দুই দলের সমর্থক পুরো বিশ্বজুড়েই বেশি। তবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন এবং কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেটিনা এবার ব্রাজিলকেও ছাড়িয়ে বেশি দর্শকপ্রিয়, এমনটা মনে করেন ব্রাজিল দলেরই তরুণ ফরোয়ার্ড এনদ্রিক ফিলিপে।

বয়স এখনো ১৮-ও পূর্ণ হয়নি এনদ্রিকের। ইতোমধ্যেই বিশ্বের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদে খেলাটা নিশ্চিত হয়ে আছে তার। এর আগে ব্রাজিল দলের হয়ে নিজের প্রথম কোপা আমেরিকা আসরেও মাঠে নামতে দেখা তাকে এই তরুণকে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ডায়রিও ওলেকে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আর্জেন্টিনা সবসময়ই ফেবারিট, এমনকি মেসিকে ছাড়াও। আর্জেন্টিনায় সবসময়ই বেশ কয়েকজন তারকা থাকে এবং তাদের কেউই নিজেরাই চ্যাম্পিয়ন হতে পারেনি। মেসি না থাকলেও যেকোনো প্রতিযোগিতায় আর্জেন্টিনা সবসময়ই ফেভারিটদের মধ্যে অন্যতম। তাদের হারানো সবসময়ই কঠিন হবে।’

অপরদিকে ক্লাব ক্যারিয়ারে নিজের ভবিষ্যৎ নিয়ে বেশ উচ্ছ্বসিত এনদ্রিক। তিনি বলেন, ‘ভিনি আমাকে খুব ভালোভাবে গ্রহণ করেছে। সে আমাকে শহর, ক্লাব এবং দল সম্পর্কে অনেক কিছু বলেছে এবং আমি নিশ্চিত সে আমাকে আরও অনেক সাহায্য করবে, বিশেষ করে রিয়াল মাদ্রিদে খেলার মাঠে।‘

;

আউটকাম নিয়ে ভাবাটা আমি পছন্দ করি না: শান্ত



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। এর ঠিক আগে বিসিবি থেকে প্রকাশিত হচ্ছে ‘গ্রিন রেড স্টোরি’ শিরোনামে ধারাবাহিক সাক্ষাৎকার। যেখানে বাংলাদেশ স্কোয়াডের ক্রিকেটাররা নিজেদের লক্ষ্য, ভাবনা ও উদ্দেশ্য নিয়ে কথা বলেছেন। এবারের পর্বে দলের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারাটা সব ক্রিকেটারের জন্যই গর্বের, আর তা যদি হয় বিশ্বকাপের মতো বড় মঞ্চে তাহলে তো আরও বেশি গর্বের। শান্ত বলেন, ‘টিমের হয়ে প্রতি ম্যাচেই কন্ট্রিবিউট করতে চাই। ক্যাপ্টেন হয়ে যাওয়াতে খুব বেশি যে দায়িত্ব বেড়ে গেছে জিনিসটা সেরকম না। আমি প্রত্যেকটা সময় এঞ্জয় করতে চাই এবং টিমকে যেন কিছু একটা দিতে পারি এটাই আমার মূল লক্ষ্য থাকবে।‘

স্কোয়াডে সবচেয়ে অভিজ্ঞ বলতে আছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। এই দুইজনের দলে ত্থাকাটাও বড় একটা শক্তি। অধিনায়ক বলেন, ‘অনেক বড় একটা প্লাস পয়েন্ট এ ধরণের ক্রিকেটার যখন টিমে থাকে। দলের নতুন তরুণরা তাদের থেকে অনুপ্রেরণা পাবে আমার কাছে মনে হয়। পাশাপাশি তাদের ক্যাপ্টেনসি করারও অভিজ্ঞতা আছে, তাই আমি আশা করি টাফ টাইমে যেকোনো ধরণের হেল্প আমাকে তারা করবেন।‘

দলের সকলের প্রতিই তিনি সমান আশাবাদী। তবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের থেকে তার আকাঙ্ক্ষা একটু হলেও বেশি, ‘আলাদাভাবে যদি বলেন সাকিব ভাইয়ের এক্সপেরিয়েন্সটা যদি টিমের সবার সাথে তিনি শেয়ার করেন তাহলে বাকিরা অনেক উপকৃত হবে। অলরেডি সেটা উনি করেনও। আলাদাভাবে তার কাছ থেকে এটাই চাওয়া থাকবে।‘

ফলাফল নিয়ে আগেই বেশি ভাবতে চান না শান্ত। নিজেদের খেলাটার প্রতি মনোযোগী থাকতে হবে এমনটাই বলেন তিনি, ‘আউটকাম নিয়ে চিন্তা করাটা আমি খুব একটা পছন্দ করিনা। আমাদের প্রসেসটা আর প্রিপারেশনের জায়গায় আমরা যদি কাজগুলো ঠিকভাবে করতে পারি তাহলে আমার মনে হয় রেজাল্টটা ভাল আসবে।‘

দেশের বাইরে দর্শকদের সমর্থন পাওয়াটা খুব সৌভাগ্যের ব্যাপার বলে জানালেন অধিনায়ক, ‘দেশের বাইরে যখন সাপোর্টাররা সাপোর্ট করেন এটা একটা বাড়তি অনুপ্রেরণা। আমাদের দেশে মানুষ যেভাবে ক্রিকেট ফলো করে ক্রিকেটের পাশে থাকে এটা অবশ্যই টিমকে ইন্সপায়ার করে। আলাদা করে তাদের কাছে চাওয়া থাকবে আল্লাহ না করুক ওয়ার্ল্ডকাপে যদি কোনো খারাপ সিচুয়েশনে পরি, ওই সময়টায়ও যেন টিমের পাশে থাকে আর সাপোর্ট করে।‘

দল নিয়ে কতটুক আশা আছে তার এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘সম্ভাবনা আমি আসলে বলতেই চাই না। কারণ আপনিও চান যে বাংলাদেশ টিম কাপ জিতুক, সবাই তাই চায়। ক্যাপ্টেন হিসেবে আমার কাছে সবচেয়ে বেশি ইম্পরট্যান্ট হলো  আমরা আমাদের প্রিপারেশন ঠিকমতো নিয়েছি কিনা, আমাদের ছোট ছোট কাজগুলা করছি কিনা, আমাদের প্রসেসটা ঠিকাছে কিনা। এই জিনিসগুলা যদি আমরা ঠিকমতো করতে পারি ঠিকভাবে মেইন্টেন করতে পারি, প্রত্যেক ম্যাচে আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, রেজাল্ট উইল কাম।‘

;

লা লিগার মৌসুমসেরা জুড বেলিংহাম



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড থেকে ২০২৩-২৪ মৌসুমের শুরুতে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে আসেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। ডর্টমুন্ডে দারুণ ছন্দে থাকা ২০ বছর বয়সী এই তরুণ মাদ্রিদে এসেও নিজের ফর্মটা ধরে রাখতে পারবেন কিনা এ বিষয়ে অনেকেই সন্দেহ পোষণ করেছিলেন। তবে মৌসুমের শুরু থেকেই রিয়ালের জার্সি গায়ে তিনি দেখিয়ে গিয়েছেন নিজের ঝলক। অবশেষে লা লিগার মৌসুমসেরা ফুটবলারের খেতাব জিতলেন তিনি।

গতকাল মঙ্গলবার লা লিগা থেকে প্রকাশিত হয়েছে সদ্য শেষ হওয়া মৌসুমের বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার পাওয়া ফুটবলারদের নাম। যেখানে ২০২৩-২৪ মৌসুমের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন বেলিংহাম। এতে অভিষেক মৌসুমেই তিনি করলেন বাজিমাত।

সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে রিয়াল মাদ্রিদের হয়ে ৪১টি ম্যাচে মাঠে নেমেছেন এই ইংলিশ মিডফিল্ডার। যেখানে গোল করেছেন মোট ২৩টি। লিগে ২৮ ম্যাচে মাঠে নেমে ১৯ গোলের পাশাপাশি ৬টি অ্যাসিস্টও আছে তার নামের পাশে।

ভিডিওবার্তায় নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেছেন, ‘পুরষ্কারটির জন্য ধন্যবাদ। এটা জিততে পারাটা আমার জন্য অনেক সম্মানের ব্যাপার। আমি দুঃখিত যে সরাসরি উপস্থিত হতে পারিনি। চ্যাম্পিয়নস লিগের ফাইনালের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছি। আমার ওপর বিশ্বাস রাখার জন্য আমি আমার সতীর্থ, স্টাফ এবং কোচকে এই পুরষ্কার উৎসর্গ করতে চাই। পাশাপাশি সমর্থকদের অবদানের কথাও বলতে হয়। রিয়াল বিশ্বের সেরা ক্লাব। এই ক্লাবের হয়ে খেলতে পারা সবসময় অনেক আনন্দের।‘

;

গম্ভীরই হতে যাচ্ছেন ভারতের পরবর্তী কোচ?



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন রাহুল দ্রাবিড়, এ কথা বেশ কয়েকদিন আগেই জানিয়ে রেখেছে বিসিসিআই এবং দ্রাবিড় নিজেও। ক্রিকেটবিশ্বে এবং ভারত দলের সমর্থকদের প্রধান আকর্ষণ এখন ভারতের পরবর্তী কোচ কে হবেন তা নিয়ে। যদিও এ নিয়ে হচ্ছে নানা জল্পনা-কল্পনাও। কারণ কোচের পদে একাধিক নাম জমা পড়লেও কারও নামই নিশ্চিত করে বলা হয়নি।

তবে এত নামের ভিড়েও যে নামটি আলাদা করে সবার নজরে আছে, সেটি হলো গৌতম গম্ভীর। সদ্য শেষ হওয়া আইপিএলের ১৭তম আসরে কলকাতা নাইট রাইডার্সকে তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তুলে নিতে যিনি পালন করেছেন অনবদ্য ভূমিকা। তার কোচিং এবং মেন্টরশিপেই এই সাফল্যে পৌঁছেছে কলকাতা।

ভারতের বেশিরভাগ গণমাধ্যমের তথ্যমতে, পরবর্তী কোচ হিসেবে গম্ভীরকেই চায় বিসিসিআই। সম্প্রতি কলকাতাকে শিরোপা জেতানো ছাড়াও এর আগে ভারত দলে ক্রিকেটার হিসেবে ২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ এর ওয়ানডে বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরেছেন তিনি।

বিসিসিআইয়ের এক সূত্র নাম না প্রকাশ করে পিটিআইকে জানিয়েছে, ‘সময়সীমা ঠিক আছে। তবে বিসিসিআই তাদের চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে আরও কিছু সময় নিবে। এই মুহূর্তে দলটি জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ব্যস্ত থাকবে।‘

খেলোয়াড় ও মেন্টর হিসেবে অভিজ্ঞতা এবং যোগ্যতা বিচার করলে উপরের দিকেই থাকবে গম্ভীরের নাম। তাই তো বিসিসিআই সচিব জয় শাহও যে গম্ভীরকেই ভারতের কোচ হিসেবে চান এ বিষয়েও শোনা যাচ্ছে গুঞ্জন। আইপিএলের ফাইনাল শেষে মাঠের পাশে জয় শাহ ও গম্ভীরের দীর্ঘক্ষণ আলাপচারিতা যেন জন্ম দিয়েছে নতুন সম্ভাবনার। তাই ভারতের হেড কোচ হিসেবে গম্ভীরের আগমণ এখন শুধু সময়ের অপেক্ষা বলেই ধরে নিচ্ছেই বেশিরভাগ সমর্থক।

;