চাপ সামলে লড়াকু সংগ্রহের পথে ইংল্যান্ড
বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্স-আপ নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ১১৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ইংলিশরা। তবে সেই চাপ সামলে বড় সংগ্রহের পথে এগোচ্ছে তারা। ৪৪ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৪৭ রান তুলেছে জস বাটলারের দল।
এদিন শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকেন দুই ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। তবে ইনিংস বড় করতে পারেননি মালান। দলীয় ৪০ রানের মাথায় ম্যাট হেনরির অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে ফিরলেন এই ইংলিশ ব্যাটার (১৪)। দারুণ শুরু এনেও শেষ পর্যন্ত থিতু হতে পারেননি বেয়ারস্টো। স্পিনার মিচেল স্যান্টনারের বলে ব্যক্তিগত ৩৩ রানে ফেরেন এই উইকেটরক্ষক ব্যাটার।
হ্যারি ব্রুককে নিয়ে প্রাথমিক ধাক্কা সামলে এগোতে থাকেন ইংলিশদের তারকা ব্যাটার জো রুট। তবে সেখানে এবার বাধা দেন বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা বাঁহাতি স্পিনার রাচিন রবীন্দ্র। মিশ্র এক প্রতিক্রিয়ায় মনে রাখবেন বিশ্বকাপে বল হাতে নিজের প্রথম ওভারের কথা। পর পর তিন বলে তিনটি বাউন্ডারি হজমের পর চতুর্থ এবং ওভারের শেষ বলে তুলে নেন ব্রুকের (২৫) উইকেট।
ইনিংসের অর্ধেক ওভার না শেষ হতেই আবারও চাপে পড়ে ইংল্যান্ড। কিউইদের পার্ট-টাইম বোলার গ্লেন ফিলিপসের শিকার হয়ে ফেরেন মঈন আলী (১১)।
অধিনায়ক জস বাটলারকে নিয়ে রানের চাকা সচল রেখে এগোচ্ছেন রুট। তুলে নেন একদিনের ক্রিকেটের ক্যারিয়ারের ৩৭তম ফিফটি। অপর প্রান্তে সাবলীল ভঙ্গিতে ব্যাট করতে থাকেন বাটলার। ৩৪তম ওভারে ৪২ বলে ৪৩ রান করে হেনরির দ্বিতীয় শিকার হয়ে ফেরেন তিনি। জবাবে ভাঙে ম্যাচে এখন পর্যন্ত ইংলিশদের ৭০ রানের সর্বোচ্চ জুটি।
দলীয় ২২১ রানে কিউইদের বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি ট্রেন্ট বোল্টের (বর্তমানে ৪০ উইকেট) বলে ফেরেন লিয়াম লিভিংস্টোন (২০)।
আরেক প্রান্তে উইকেট সামলে রেখেছেন এক বছরেরও বেশি সময় পর ফিফটির দেখা পাওয়া রুট। ৮২ বলে অপরাজিত আছেন ৭৪ রানে। এগোচ্ছেন ওয়ানডে ক্যারিয়ারে ব্যক্তিগত ১৭তম সেঞ্চুরির দিকে।