লিটন-রনির চোখ জুড়ানো ব্যাটিংয়ে বাংলাদেশের ২০২



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আয়ারল্যান্ড বোলারদের তুলোধুনো করে ১৭ ওভারের ম্যাচেও দুইশ টপকেছে বাংলাদেশ। টি-টুয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ড গড়া লিটন দাস সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করেছেন। সিরিজের দ্বিতীয় ম্যাচে নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে ২০২ রান তুলেছে বাংলাদেশ।

ওপেনিং জুটিতে বাংলাদেশ গড়েছে নতুন রেকর্ড। রনি তালুকদারকে নিয়ে লিটন ঝড় তোলেন শুরুতেই। মাত্র ৩.১ ওভারে ফিফটি পূর্ণ করে বাংলাদেশ। ৭.১ ওভারে ১০০ রানে পৌঁছায় স্বাগতিকরা।

মাত্র ১৮ বলে ব্যক্তিগত পঞ্চাশে পৌঁছান লিটন। ২০০৭ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে ফিফটি করেছিলেন মোহাম্মদ আশরাফুল। ১৬ বছর পর সেই রেকর্ড ভাঙেন ক্ল্যাসিক এই ব্যাটার। ৪১ বলে ১০টি চার ও ৩টি ছয়ে ৮৩ রান করে আউট হন বেন হোয়াইটের বলে।

টি-টুয়েন্টিতে যেকোনো উইকেটে সর্বোচ্চ ১৩২ রানের জুটি ছিল বাংলাদেশের। সেটির কাছে গিয়ে রনি সাজঘরে ফেরেন। ২৩ বলে ৪৪ রান করেন আগের ম্যাচের সেরা খেলোয়াড়।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১২ সালে ঘরের মাঠে সর্বোচ্চ রানের জুটিটি গড়েছিলেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। সেটির দ্বারপ্রান্তে গিয়ে থামলেন লিটন দাস ও রনি তালুকদার। তার আগে ছোট ফরম্যাটে বাংলাদেশের ওপেনিং জুটির রেকর্ড গড়েছেন দুজনে।

টি-টুয়েন্টিতে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে নাঈম শেখ ও সৌম্য সরকারের ১০২ রানের ওপেনিং জুটির রেকর্ড ভেঙেছেন লিটন ও রনি। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে ১২৪ রানের ওপেনিং জুটি গড়েছেন তারা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য ৩ ওভার কমিয়ে ১৭ ওভারে আনা হয়েছে। টসে হেরে ব্যাট করতে নেমে আগ্রাসী ব্যাটিং শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার লিটন ও রনি। তৌহিদ হৃদয় ১৩ বলে ২৪ রান করেন। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ২৪ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন।

 

   

স্বপ্নের পথে যাত্রা হুইলচেয়ার ক্রিকেট দলের



নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
স্বপ্নের পথে যাত্রা হুইলচেয়ার ক্রিকেট দলের

স্বপ্নের পথে যাত্রা হুইলচেয়ার ক্রিকেট দলের

  • Font increase
  • Font Decrease

স্বপ্ন এশিয়া কাপ জয়। স্বপ্ন পূরণ করতে আজ মঙ্গলবার নেপাল যাচ্ছে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল। হিমালয়ের দেশে আগামী ৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক হুইলচেয়ার ক্রিকেট এশিয়া কাপ।

দ্বিতীয়বারের মতো আয়োজিত আন্তর্জাতিক হুইলচেয়ার ক্রিকেট এশিয়া কাপে অংশ নিচ্ছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল এবং শ্রীলংকা। আগামী ৪ অক্টোবর নেপালের ত্রিভুবন বিশ^বিদ্যালয় স্টেডিয়ামে শুরু হচ্ছে এই আয়োজন। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ প্রথম লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ ও নেপাল। আগামী ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান দ্বিতীয়বারের মতো শিরোপার জন্য প্রস্তুত হলেও ভারতে সিরিজে জয় এবং ট্রাইনেশন সিরিজে ভারতকে হারানোর অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল। শিরোপা জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাপোর্টেড দলটি এরইমধ্যে নিয়েছে প্রস্তুতি। পাকিস্তান এবং নেপালের যৌথ উদ্যোগে আয়োজিত এবারের আন্তর্জাতিক হুইলচেয়ার ক্রিকেট এশিয়া কাপে অংশগ্রহনে বাংলাদেশ দলকে সহায়তা করছেন বিসিবির পরিচালক ও ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়। পাশাপাশি দলটির সার্বিক সহযোগিতায় আছে ‘যুবার পে।’ দলটির জনসংযোগ পার্টনার হিসেবে রয়েছে ইনফো পাওয়ার প্রাইভেট লিমিটেড। 

বাংলাদেশে দলে অধিনায়ক মো. মহসিন (উইকেট কিপার) এর নেতৃত্বে খেলবেন রিপন উদ্দিন (অল রাউন্ডার), সাজ্জাদ হোসেন (ব্যাটসম্যান), রবিন গেয়েইন (অল রাউন্ডার), লিটন মৃধা (অল রাউন্ডার), স্বপন দাওয়ান (বোলার), মহিদুল ইসলাম (অল রাউন্ডার), মোরশেদ আলম (বোলার), আহাদুল ইসলাম (ব্যাটসম্যান), উজ্জ্বল বৈরাগী (অল রাউন্ডার), রাজন হোসেন (অল রাউন্ডার), রনি গেয়েইন (বোলার) এবং সালমান ইয়ামিন (ব্যাটসম্যান) ।

আগামী ৪ অক্টোবর সকাল সাড়ে নয়টায় নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আগামী ৫ অক্টোবর দুপুর দুইটায় শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে মহসিনের দল। ভারতের বিপক্ষে আগামী ৭ অক্টোবর সকাল সাড়ে নয়টায় ও এরপর দিন দুপুর দুইটায় পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

তাছাড়া এশিয়া কাপের সকল আপডেট পাওয়া যাবে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট টিমের ভেরিফাইড ফেইসবুক পেইজে। https://www.facebook.com/wheelchaircricketbd

;

প্রস্তুতি ছাড়াই বিশ্বকাপে মাঠে নামবে ভারত



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় ভারতকে নিয়ে বড় স্বপ্ন সমর্থকদের। বিশ্বকাপের আগে তাই সেরা প্রস্তুতিটাই নিতে চেয়েছিল রোহিত শর্মার দল। তবে শেষ পর্যন্ত সেটি হয়ে উঠেনি। বৃষ্টির কারণে দুটি প্রস্তুতি ম্যাচের একটিতেও মাঠে নামা হয়নি তাদের। ফলে কোনো প্রস্তুতি ছাড়াই একমাত্র দল হিসেবে বিশ্বকাপে মাঠে নামতে হবে তাদের।

বিশ্বকাপের আগে দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলছে দলগুলো। সেরা কম্বিনেশন বাছাই করতে যা বড় ভূমিকা রাখবে। সেখানে বাকি দলগুলোর চেয়ে খানিটকা পিছিয়েই পড়ল ভারত।

গত ৩০ অক্টোবর গৌহাটিতে ইংল্যান্ড ম্যাচের পর এবার তিরুবনন্তপুরমে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটিও বৃষ্টিতে ভেসে গেছে। দুই ম্যাচের কোনটিতেই মাঠে গড়ায়নি একটি বলও। উল্টো ‍গৌহাটি থেকে তিরুবনন্তপুরমে রোহিতদের ভ্রমণ করতে হয়েছে ৬ হাজার কিলোমিটারের বেশি।

এই ভ্রমণ আরও বাড়বে তাদের। কেননা, আগামী ৮ অক্টোবর চেন্নাইয়ে নিজেদের প্রথম ম্যাচ সামনে রেখে সেখানে রওনা হতে হবে তাদের। যেখানে তাদের প্রতিপক্ষ হবে আসরের অন্যতম ফেভারিট অস্ট্রেলিয়া। প্রস্তুতি ছাড়া ও টানা ভ্রমণ ক্লান্তিতে ম্যাচটি অবশ্য সহজ হওয়ার কথা নয় ভারতের জন্য। তাছাড়া দু’দলের সবশেষ দেখায়ও ভারতকে ৬৬ রানে হারিয়েছে অজিরা।

;

ইউরোপের রাজা খাতা খুললেন এশিয়ায়



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সহজ কথায় ইউরোপিয়ান ফুটবলের সিংহাসন দীর্ঘদিন আগলে রেখেছিলেন রোনালদো। চ্যাম্পিয়নস লিগের রাজা বলা হয় পর্তুগিজ সুপারস্টারকে। চ্যাম্পিয়নস লিগে রেকর্ড ১৪৫ গোল করে অবশেষে নিজেই ইউরোপ ছেড়েছেন। যোগ দিয়েছেন সৌদি আরবের ক্লাব আল নাসরে। সেই তিনি এবার খাতা খুলেছেন এশিয়ান শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা এএফসি চ্যাম্পিয়নস লিগে।

প্রথম সবকিছুর সঙ্গেই জড়িয়ে থাকে গভীর আবেগ। বহু বছর পরেও যা স্মৃতিতে রয়ে যায়। সেই শুরুটাই এবার এএফসি চ্যাম্পিয়নস লিগে পেলেন রোনালদো। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর নতুন শুরুর দিনে তার দল তাজিকিস্তানের ক্লাব ইস্তিকললের বিপক্ষে ৩–১ গোলের জয় পেয়েছে। টুর্নামেন্টে যা আল নাসরের দ্বিতীয় জয়।

আগের ম্যাচে গোল না পেলেও গোলে সহায়তা করেছিলেন সিআর সেভেন। এ ম্যাচে আর অপেক্ষা নয়, নিজেই প্রতিপক্ষের জালে বল জড়িয়ে পিছিয়ে পড়া দলকে পথ দেখিয়েছেন রোনালদো। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি আল নাসরকে। ৭২ থেকে ৭৭; ৫ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে দলকে ৩-১ গোলের জয় এনে দেন তালিসকা।

এই গোলটি যে বিশেষ কিছু ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে সে কথায় জানিয়েছেন রোনালদো, ‘দলের সবার জন্য ম্যাচটা দারুণ ছিল। এএফসি চ্যাম্পিয়নস লিগে ১ম গোল করতে পেরে আনন্দিত। আশা করি আমরা জিততেই থাকব।’

;

অর্থের জন্যই ভারতে ধারাভাষ্য দেবেন রমিজ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ভারত বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে জলঘোলা কম হয়নি। তখনকার বোর্ড প্রধান রমিজ রাজা তো ভারতকে এক প্রকার হুমকিই দিয়ে বসেছিলেন। বিবৃতি দিয়ে জানিয়েছিলেন রোহিত শর্মারা এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না আসলে পিসিবিও ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে বাবরদের পাঠাবে না।

পরে অবশ্য রমিজ রাজা বোর্ড প্রধান থেকে সরে দাঁড়ালে পরিবর্তন আসে দৃশ্যপটে। এমনকি রমিজ নিজেও বিশ্বকাপে ধারাভাষ্য দিচ্ছেন। অবশ্য তার অমন শক্ত অবস্থানের পরও ভারতে ধারাভাষ্য দিতে যাওয়াকে ভালোভাবে নিতে পারেনি পাকিস্তানের সাবেক ক্রিকেটার দানিশ কানেরিয়া। রমিজ টাকার জন্যই এমনটা করেছেন বলে মনে করেন তিনি।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে রমিজের ইউ-টার্ন নিয়ে প্রশ্ন তুলে ৬১টি টেস্ট খেলা এই সাবেক ক্রিকেটার বলেন, ‘রমিজ রাজা পূর্বে বলেছেন, বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান। কিন্তু এখন তিনি নিজেই অর্থের জন্য ভারতে ধারাভাষ্য দিচ্ছেন।’

কানেরিয়া আরও বলেন, ‘সে সময় তিনি কিছু সাহসী কথা বলেছিলেন। আমার কথা হলো, আপনি যদি তখন এই ধরণের বিবৃতি দেবেন। তবে আপনার কথায় অটল থাকা উচিত। এটা আত্মসম্মানের বিষয়। যখন তিনি বলেছেন পাকিস্তান ভারতে যাবে না, তখন তারও ধারাভাষ্য দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করা উচিত ছিল। আমি এই ইউ-টার্ন পছন্দ করিনি।’

;