ভারতকে বিদায় করে ফাইনালের দৌড়ে টিকে রইল শ্রীলঙ্কা



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
কুশল মেন্ডিস

কুশল মেন্ডিস

  • Font increase
  • Font Decrease

ভারতের জন্য লড়াইটা ছিল বাঁচা-মরার। সেই লড়াইয়ে জিততে ব্যর্থ হলো রোহিত শর্মার দল। কুশল মেন্ডিস-পাথুম নিসানকার ব্যাটিং দাপটে শ্রীলঙ্কা জিতল ৬ উইকেটের বড় ব্যবধানে। ভারতীয়দের বিদায় করে এশিয়া কাপের ফাইনালে উঠার লড়াইয়ে টিকে রইল লঙ্কানরা। জয়টা ধরা দিলো এক বল বাকি থাকতেই।

ভারতের একটি ম্যাচ এখনো বাকি। তবে আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচ জিতলেও কোনো লাভ হবে না। কাগজে কলমে হলেও পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে শিরোপা জয়ের লড়াইয়ে জিইয়ে রইল আফগানিস্তানও।

পাথুম নিসানকা ও কুশল মেন্ডিসের জোড়া ফিফটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা। ১৯.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে তারা।

দুরন্ত ব্যাটিংয়ে কুশল মেন্ডিস এনে দেন ৫৭ রান। তার ওপেনিং পার্টনার নিসানকা উপহার দেন ৫২ রানের অসাধারণ এক ইনিংস। দুজনে মিলে ৯৭ রানের উদ্বোধনী জুটি বেঁধে গড়েন জয়ের ভিত। ভানুকা রাজাপাকসে ২৫* রান করে অপরাজিত থেকে যান। ১৮ বলে ৩৩* রানের হার না মানা দুরন্ত এক ঝড়ো ইনিংস খেলেন ম্যাচসেরা দাসুন শানাকা।

ভারতের হয়ে তিনটি উইকেট নেন যুজবেন্দ্র চাহাল। একটি উইকেট পান রবিচন্দ্রন অশ্বিন।

তার আগে টস হেরে রোহিত শর্মা-সুর্যকুমার যাদবের নৈপুণ্যে দারুণ ব্যাটিং করে ভারত। সমান তালে বোলিং তোপ দাগিয়েছেন লঙ্কানরাও। সেই বাধা সামলে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে কোহলিরা দাঁড় করায় ১৭৩ রানের লড়াকু পুঁজি।

দলীয় ১১ রানে ওপেনার লোকেশ রাহুলকে ফেরান মহেশ ঠিকশানা। সাজঘরের পথ ধরার সময় তার ব্যক্তিগত দাঁড়িয়েছিল সবে ৬ রান। ভারতের দলীয় সংগ্রহে ২ রান যোগ হতেই পেস বোলিংয়ে ঝড় তুলে ফেলেন দিলশান মাদুশানকা। আগুনে বোলিংয়ের তোপে ভেঙে দেন সাবেক ভারতীয় ক্যাপ্টেন বিরাট কোহলির উইকেট। আগের ম্যাচে ফিফটি হাঁকালেও এ ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি কোহলি।

দ্রুত দুই উইকেট হারিয়ে বিপদেই পড়ে যায় ভারত। তবে উইকেটে থিতু হয়ে পড়েন রোহিত শর্মা চমৎকার ব্যাটিং ঝলকে কাটিয়ে উঠেন বিপর্যয়। রোহিত ৪১ বলে খেলেন ৭২ রানের অসাধারণ এক ইনিংস। তার অধিনায়কোচিত ইনিংসে ছিল ৫ বাউন্ডারি ও ৪ ছক্কা। 

রোহিতের সঙ্গে সূর্যকুমার যাদবের ব্যাট যা একটু কথা বলেছে। সাজঘরে ফেরার আগে তৃতীয় উইকেটে তার সঙ্গে ৫৮ বলে গড়েন ৯৭ রানের দুরন্ত এক পার্টনারশিপ ভারতীয় এ ওপেনার। সূর্যকুমার ২৯ বলে এনে দেন ৩৪ রান। পরে ঋষভ পান্ত ও হার্দিক পান্ডিয়া ব্যাট হাতে চেষ্টার কোনো কমতি রাখেননি। কিন্তু দুজনের ব্যাট থেকেই এসেছে সমান ১৭ রান করে। বোলিং অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন অপরাজিত থেকে যান ১৫* রানে।

শ্রীলঙ্কার হয়ে একাই তিন উইকেট শিকার করেছেন দিলশান মাদুশানকা। তবে খরচ করেন তিনি ২৪ রান। দুটি করে উইকেট নেন চামিকা করুনারত্নে ও দাসুন শানাকা। একটি উইকেট পান মহেশ ঠিকশানা।

   

এক সপ্তাহেই রাজনৈতিক ক্যারিয়ার শেষ পানেসারের



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বেশ ঘটা করেই রাজনীতিতে যোগ দিয়েছিলেন মন্টি পানেসার। জনসম্মুখে তাকে পরিচয় করে দিয়েছিলেন ওয়ার্কার্স পার্টি অব গ্রেট ব্রিটেনের প্রধান জর্জ গ্যালোওয়ে। কিন্তু এত হাঁকডাক দিয়ে রাজনীতির ময়দানে পা রাখার সপ্তাহ যেতে না যেতেই বিদায়ের সুর বাজিয়ে দিলেন সাবেক এই ইংলিশ স্পিনার।

যুক্তরাজ্যের পরবর্তী সংসদ নির্বাচনে পশ্চিম লন্ডনের ইলিং সাউথল থেকে ওয়ার্কার্স পার্টি অব গ্রেট ব্রিটেনের প্রার্থী করা হয়েছিল পানেসারকে। এই দলে যোগ দেয়ার পর ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফে লেখা এক কলামে পানেসার শ্রমিকদের কণ্ঠস্বর হতে চেয়েছিলেন। ভবিষ্যতে প্রধানমন্ত্রী হওয়ার আশাবাদও ব্যক্ত করেছিলেন।

তবে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেয়ার পর সংবাদমাধ্যমে নিজেদের রাজনৈতিক আদর্শ ব্যাখ্যা করতে গিয়ে বিপাকে পড়েছেন পানেসার। টাইমস রেডিও’র সঙ্গে আলাপে ন্যাটোতে যুক্তরাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্নে নিজের অবস্থান ব্যাখ্যা করতে পারেননি তিনি।

এরপরই এক টুইটে রাজনীতি থেকে আপাতত অব্যাহতি নেয়ার ঘোষণা দেন পানেসার, ‘ব্রিটেনের একজন নাগরিক হিসেবে ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। আমি এখন অন্যদেরও সহায়তা করতে চাই। তবে আমি বুঝতে পারছি যে, রাজনীতিতে আমি এখনো নতুন। রাজনীতির মাধ্যমে কীভাবে মানুষকে সাহায্য করা, সেটা আমি এখনো হাতেকলমে শিখছি।’

আর এই কারণেই আপাতত রাজনীতি থেকে দূরে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক এই ইংলিশ স্পিনার, ‘আজ আমি সাধারণ নির্বাচনে ওয়ার্কার্স পার্টি থেকে প্রার্থিতা প্রত্যাহার করছি। সবকিছু শুনতে, শিখতে এবং আমার ব্যক্তিগত এবং রাজনৈতিক মূল্যবোধের সঙ্গে খাপ খায় এমন রাজনৈতিক ঠিকানা খুঁজে পেতে আরও সময় লাগবে।’

;

রোমান সানার বিস্ময়কর ইউটার্ন!



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

দুই মাসেই বদলে গেল দৃশ্যপট! গত মার্চে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে ও আর্থিক বিষয়ে ক্ষোভ ঝেড়ে অবসরের ঘোষণা দিয়েছিলেন রোমান সানা। তবে গত ২ মে ফেডারেশনে চিঠি দিয়ে ক্ষমা চেয়ে আমার আর্চারিতে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন দেশের অন্যতম আলোচিত এই আর্চার।

অবসর ঘোষণার পর নিজের অভিযোগ ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের কাছে তুলে ধরতে তার সঙ্গে দেখাও করতে চেয়েছিলেন রোমান। তবে সেসবই এখন অতীত। জানা গেছে, নিজের ‘বিতর্কিত’ সব মন্তব্যের জন্য যে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, সেজন্য ক্ষমা প্রার্থনা করেছেন তিনি।

একইসঙ্গে অবসর ভেঙে আবার লাল-সবুজের পতাকার প্রতিনিধিত্ব করতে আগ্রহের কথাও জানিয়েছন। তার চিঠির বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীবউদ্দিন আহমেদ চপল সংবাদমাধ্যমকে জানান, ‘রোমান ক্ষমা চেয়ে ফেডারেশনের কাছে চিঠি দিয়েছে। ফেডারেশনে চিঠি জমা হওয়ার পর অফিস আমাকে অবহিত করেছে। সভাপতির কাছে দেওয়া নতুন চিঠিতে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ করেছে।’

তবে রোমান সানার ফেরার পথটা যে মসৃণ হবে না, তার ইঙ্গিত মিলেছেন এই ফেডারেশন কর্তার কথায়, ‘সভাপতি মহোদয় চিঠি দেখে প্রয়োজনবোধে পদক্ষেপ গ্রহণ করবেন। রোমানের বিষয়ে কারো কোনো একক সিদ্ধান্ত নেই, যা হয়েছিল ফেডারেশনের নির্বাহী সভায় এবং সামনে কিছু হলেও সেটা সভার মাধ্যমেই হবে।’

;

বিশ্বকাপের আগে সুসংবাদ পেলেন তাসকিন-মেহেদী-হৃদয়



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বিশ্বকাপের বাকি নেই এক মাসও। ২০ দলের সবচেয়ে বড় এই বিশ্বকাপ সামনে রেখে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। সেই সিরিজে দারুণ পারফরম্যান্স করে এরইমধ্যে জিতে নিয়েছেন সিরিজ। যেখানে প্রথম তিন ম্যাচেই বল হাতে দাপট ছিল তাসকিন আহমেদের।

তৃতীয় ম্যাচে বিশ্রামে থাকলেও প্রথম দুই ম্যাচে সফল ছিলেন শেখ মেহেদী। ব্যাট হাতে তাওহিদ হৃদয় তো পুরো সিরিজে জুড়েই দুর্দান্ত। এমন পারফরম্যান্সের পুরস্কারটাও পেয়েছেন তারা। বিশ্বকাপের আগে নিজ নিজ বিভাগে তাদের সুখবর দিয়েছে আইসিসি।

আইসিসির সবশেষ ব্যাটারদের র‌্যাঙ্কিং তালিকায় লম্বা লাফ দিয়েছেন তাওহিদ হৃদয়। সবশেষ দুই ম্যাচে দলকে জিতিয়ে এক লাফে ২৬ ধাপ এগিয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে তার বর্তমান র‌্যাঙ্কিং ৯১। তাওহিদ সুখবর পেলেও জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন ম্যাচের বাজে ব্যাটিংয়ের প্রভাব পড়েছে নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের র‌্যাঙ্কিংয়ে। ২ ধাপ করে পিছিয়েছেন দু’জনেই। র‌্যাঙ্কিংয়ে লিটনের অবস্থান ৩১ ও শান্তর অবস্থান ৩৫। টি-টোয়েন্টি ব্যাটারদের শীর্ষস্থানটা ধরে রেখেছেন ভারতের সূর্যকুমার যাদব।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন ম্যাচে তাসকিনের শিকার ৬ উইকেট। যেখানে তার বোলিং গড় ছিল ৮.৮৩। এমন পারফরম্যান্সের পর বোলিংয়ে ৬ ধাপ এগিয়েছেন তিনি। বর্তমানে তার অবস্থান ২৬ নম্বরে। অন্যদিকে তার মতোই ৬ ধাপ এগিয়েছেন শেখ মেহেদী। তার অবস্থান ২৩ নম্বরে। বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে ভালো অবস্থান তার। বোলিংয়ের শীর্ষস্থান দখলে রেখেছেন আদিল রশিদ।

;

সাকিব-সৌম্য-মুস্তাফিজকে নিয়ে বাংলাদেশের দল ঘোষণা



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

জিম্বাবুয়ের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ। যেখানে প্রায় দশ মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলে দেখা যাবে সাকিব আল হাসানকে। এছাড়াও ফিরেছেন মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। বাদ পড়েছেন আফিফ ও ইমন। বিশ্রাম দেওয়া হয়েছে শরিফুলকে।

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টানা তিন ম্যাচেই জয় তুলে নিয়ে সিরিজ নিজেদের নামে করে নিয়েছে টাইগাররা। সিরিজের এখনও বাকি দুই ম্যাচ, শেষ দুই ম্যাচের জন্য এবার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে দল প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দশ মাস পর টি-টোয়েন্টি দলে ফিরলেন সাকিব। ডিপিএলে খেলবেন বলে প্রথম তিন ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন টাইগার অলরাউন্ডার। আবারও জাতীয় দলের জার্সি গায়ে ব্যাট ও বল হাতে নিজের ঝলক দেখাতে ফিরলেন তিনি।

এছাড়াও স্কোয়াডে ফেরত এসেছেন সৌম্য সরকার। টাইগার পেসার মুস্তাফিজুর রহমান সদ্য আইপিএল থেকে ফিরে এসে কয়েকদিন ছিলেন বিশ্রামে। চেন্নাইয়ের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করা মুস্তাফিজ এবার দেশের হয়েও বল হাতে গর্জে উঠবেন এমনটাই আশা করছেন সমর্থকরা।

চলতি জিম্বাবুয়ে সিরিজে কোনো ম্যাচ না খেলেই এখন নতুন স্কোয়াড থেকে বাদ পড়লেন আফিফ হোসেন ও পারভেজ ইমন। মুস্তাফিজ ফিরে আসায় আরেক টাইগার পেসার শরিফুল ইসলামকে বিশ্রাম দিয়েছে বোর্ড। সামনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যস্ত সূচি থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ স্কোয়াডঃ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, সৌম্য সরকার, তানভির ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।

;