ফের ফিল্ডিংয়ে টাইগাররা, ইমনের অভিষেক



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
বাংলাদেশ-জিম্বাবুয়ে ক্রিকেট সিরিজ

বাংলাদেশ-জিম্বাবুয়ে ক্রিকেট সিরিজ

  • Font increase
  • Font Decrease

তৃতীয় ম্যাচেও টস ভাগ্য কথা বলেনি বাংলাদেশের হয়ে। ফের টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে জিম্বাবুয়ে। যে কারণে শুরুতে বল হাতে মাঠে নামছে টাইগাররা।

বাংলাদেশের একাদশে তিনটি পরিবর্তন এসেছে। মুনিম শাহরিয়ারের বদলে অভিষেক হচ্ছে পারভেজ হোসেন ইমন। নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলামের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন নাসুম আহমেদ ও মাহমুদউল্লাহ রিয়াদ।

জিম্বাবুয়ের একাদশেও তিনটি পরিবর্তন এসেছে। ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড নাগারভা এবং তানাকা চিভাঙ্গার জায়গায় একাদশে এসেছেন জন মাসারা, ভিক্টর নিয়াউচি ও ব্র্যাড ইভান্স।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ এ সমতায় রয়েছে দুদল। আজ যারা জিতবে সিরিজ ট্রফি তারাই জিতবে। 

বাংলাদেশ একাদশ: লিটন দাস, পারভেজ হোসেন, এনামুল হক, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), আফিফ হোসেন, মাহাদী হাসান, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।

জিম্বাবুয়ে একাদশ: রেজিস চাকাভা, ক্রেইগ এরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জংওয়ে, জন মাসারা, ভিক্টর নিয়াউচি ও ব্র্যাড ইভান্স।

   

অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না বাংলাদেশ



বার্তা২৪ স্পোর্টস
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আগের দুই ম্যাচ হেরে বিদায় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশ। শেষ ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় না হলেও অন্তত লড়াইয়ের প্রত্যাশা ছিল। সেই চাওয়াও অপূর্ণ থেকে গেল। এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের রাউন্ড ২-এর খেলায় অস্ট্রেলিয়ার কাছে ৪-০ গোলে হেরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল।

অস্ট্রেলিয়ার সঙ্গে আগের দুই দেখায় বাংলাদেশের মেয়েরা আলো ছড়িয়েছিলেন। একবার লড়াই করে হেরেছিলেন তো অন্যবার তো অজিদের আটকেই দিয়েছিলেন তারা। তবে এবার চিত্র ভিন্ন।

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে ভিয়েতনামের কাছে ২-০ এবং ফিলিপাইনের কাছে ৩-১ গোলে হেরে শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ।

হ্যানয়ের ন্যাশনাল ইয়ুথ ফুটবল সেন্টার মাঠে খেলা শুরু হতে না হতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় মিনিটে ডান প্রান্তের ক্রস ধরে বল জালে জড়িয়ে দেন সিয়েন্না ডেল। বিরতির পর ৫৬, ৬১ এবং ৭৫ মিনিটে আরও তিন গোল করে বাংলাদেশকে একাই ডুবিয়ে দেন সিয়েন্না।

বাছাইপর্বে তিন ম্যাচের সবগুলো হেরে এখন শুন্য হাতে দেশে ফিরতে হচ্ছে রুমাদের।

;

বিশ্রামে তামিম-লিটন, শেষ ওয়ানডেতে অধিনায়ক শান্ত



বার্তা২৪ স্পোর্টস
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

দ্বিতীয় ওয়ানডের পরই গুঞ্জন ছিল তৃতীয় ওয়ানডেতে তামিম ইকবাল আর অধিনায়ক লিটন দাসের বিশ্রামে যাওয়ার। সে গুঞ্জনটাই সত্যি হয়েছে। শেষ ওয়ানডের স্কোয়াডে নেই এই দু'জন। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের অধিনায়ক হচ্ছেন নাজমুল হোসেন শান্ত।

শুধু শান্তই নয়, বাংলাদেশ দলে ফিরে এসেছেন আরও একাধিক ক্রিকেটার। মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলামদেরও বিশ্রাম থেকে ফিরিয়ে আনা হয়েছে স্কোয়াডে।

স্কোয়াড–

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন।

;

বিপিএলে কোন দলে কার ঠাঁই, দেখে নিন চূড়ান্ত স্কোয়াড



বার্তা২৪ স্পোর্টস
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আগামী জানুয়ারিতে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। সে আসরকে সামনে রেখে রবিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত ড্রাফটের মাধ্যমে স্কোয়াড চূড়ান্ত করেছে ফ্র্যাঞ্চাইজিরা।

অবশ্য ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে দেশি-বিদেশি শীর্ষ ক্রিকেটারদের অনেককেই দলভুক্ত করে ফ্র্যাঞ্চাইজিগুলো। চলুন এক নজরে দেখে নেওয়া যাক বিপিএলের সাত দলের পূর্ণাঙ্গ স্কোয়াড।

কুমিল্লা ভিক্টোরিয়ানস

ধরে রাখা ও সরাসরি চুক্তি - লিটন দাস, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, মোহাম্মদ রিজওয়ান, সুনীল নারাইন, তাওহিদ হৃদয়, মঈন আলি, আন্দ্রে রাসেল, ইফতেখার আহমেদ, জামান খান, খুশদিল শাহ, জনসন চার্লস, নূর আহমেদ, নাসিম শাহ, রশিদ খান।

ড্রাফট থেকে - মৃত্যুঞ্জয় চৌধুরি, জাকের আলি অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, রাকিম কর্নওয়াল, ম্যাথু ওয়াল্টার ফোর্ড, ইমরুল কায়েস, মুশফিক হাসান, এনামুল হক।

সিলেট স্ট্রাইকার্স

ধরে রাখা ও সরাসরি চুক্তি - মাশরাফি বিন মুর্তজা, জাকির হাসান, তানজিম হাসান, নাজমুল হোসেন, রায়ান বার্ল, বেন কাটিং, হ্যারি টেক্টর।

ড্রাফট থেকে - মোহাম্মদ মিঠুন, রেজাউর রহমান রাজা, আরিফুল হক, ইয়াসির আলী রাব্বি, রিচার্ড এনগারাভা, দুশন হেমন্ত, নাজমুল ইসলাম অপু, শফিকুল ইসলাম, নাইম হাসান, জাওয়াদ রোয়েন, সালমান হোসেন ইমন।

রংপুর রাইডার্স

ধরে রাখা ও সরাসরি চুক্তি - নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, হাসান মাহমুদ, আজমাতউল্লাহ ওমরজাই, নিকলাস পুরান, সাকিব আল হাসান, বাবর আজম, এহসানউল্লাহ, মাথিশা পাথিরানা, ব্রেন্ডন কিং, ওয়ানিন্দু হাসারাঙ্গা।

ড্রাফট থেকে - রনি তালুকদার, শামীম হোসেন পাটোয়ারী, রিপন মণ্ডল, হাসান মুরাদ, মাইকেল রিপন, ইয়াসির মোহাম্মদ, আবু হায়দার রনি, ফজলে রাব্বি, আশিকুজ্জামান।

ফরচুন বরিশাল

ধরে রাখা ও সরাসরি চুক্তি - মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, ইবরাহিম জাদরান, তামিম ইকবাল, শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি, দুনিথ ভেল্লালাগে।

ড্রাফট থেকে - মুশফিকুর রহিম, রকিবুল হাসান, সাইফউদ্দিন, সৌম্য সরকার, ইয়ানিক কারিয়াহ, কামরুল ইসলাম রাব্বি, প্রিতম কুমার, তাইজুল ইসলাম, প্রান্তিক নওরোজ নাবিল, দিনেশ চান্দিমাল।

খুলনা টাইগার্স

ধরে রাখা ও সরাসরি চুক্তি – নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান, এনামুল হক, এভিন লুইস, ফাহিম আশরাফ, ধনঞ্জয়া ডি সিলভা, শেই হোপ, ওয়াসিম জুনিয়র।

ড্রাফট থেকে - আফিফ হোসেন, রুবেল হোসেন, পারভেজ হোসেন ইমন, হাবিবুর রহমান সোহান, কাসুন রাজিথা, দাসুন শানাকা, মুকিদুল ইসলাম, আকবর আলী, সুমন খান।

দুর্দান্ত ঢাকা

ধরে রাখা ও সরাসরি চুক্তি - তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরীফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন। চাতুরঙ্গা ডি সিলভা, সিয়াম আইয়ুব, ওসমান কাদির।

ড্রাফট থেকে- সাইফ হাসান, ইরফান শুক্কর, আলাউদ্দিন বাবু, মেহরব হোসেন,  লাহিরু সামারকুন, সামিরা সামারাবিক্রমা, নাঈম শেখ, সাব্বির হোসেন, জসিমউদ্দিন।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

ধরে রাখা ও সরাসরি চুক্তি - শুভাগত হোম, জিয়াউর রহমান, নিহাদউজ্জামান, শহিদুল ইসলাম, মোহাম্মদ হারিস, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ হাসনাইন, স্টিভেন এসকান্দি।

ড্রাফট থেকে- তানজিদ হাসান তামিম, আল-আমিন হোসেন, সৈকত আলী, ইমরানুজ্জামান, কার্টিস ক্যামফার, বিলাল খান, শাহাদাত হোসেন দিপু, সালাউদ্দিন শাকিল।

;

বিশ্বকাপের আগে বোর্ডের সঙ্গে বাবরদের দ্বন্দ্ব, আসতে পারে বয়কটের ঘোষণা



বার্তা২৪ স্পোর্টস
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বোর্ডের সঙ্গে পাকিস্তানের ক্রিকেটারদের লড়াইটা চিরন্তন। বড় উপলক্ষ্যের আগে বোর্ড আর ক্রিকেটারদের দ্বন্দ্বের খবর নতুন নয়। ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ মাঠে গড়াতে আর বেশি দিন বাকি নেই। তাদের আগেই ‘যথারীতি’ হাজির পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে বাবর আজমদের আর্থিক বিষয় নিয়ে মনোমালিন্যের খবর।

পাকিস্তানের ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান জানাচ্ছে, বিশ্বকাপ খেলতে ঠিক দুই দিন পর ভারতের উদ্দেশে উড়াল দেয়ার কথা ক্রিকেটারদের। কিন্তু এখনো বোর্ডের প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তিতে সই করেননি ক্রিকেটাররা। ধারণা করা হচ্ছে, হয়ত কেন্দ্রীয় চুক্তির বাইরে থেকেই বিশ্বকাপে খেলবেন তারা।

ক্রিকেট পাকিস্তানের প্রতিবেদন সূত্রে জানা যায়, প্রায় চার ধরে পিসিবির কাছ থেকে প্রতিশ্রুত অর্থ পাচ্ছেন না ক্রিকেটাররা। এমনকি তারা ম্যাচ ফি-ও ঠিকঠাক পাচ্ছেন না বলে প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে। এতদিন এই ইস্যুতে নীরবে প্রতিবাদ জানালেও ভবিষ্যতে এই সমস্যার সমাধান না এলে বয়কটের ডাকও আসতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে এক ক্রিকেটার ক্রিকেট পাকিস্তান-কে বলেছেন, ‘আমরা কোনো পারিশ্রমিক ছাড়াই পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে চাই। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, বোর্ডের পৃষ্ঠপোষকদের প্রচার আমরা কেন করবো?’

ওই ক্রিকেটার আরও যোগ করেন, ‘পৃষ্ঠপোষকদের থেকে যেহেতু আমরা লভ্যাংশ পাব না, তাই আমরা প্রচারণামূলক কার্যক্রমের মতো বিষয়গুলোয় অংশ না নেওয়ার কথা ভাবছি।’

উল্লেখ্য, সাদা এবং লাল বলের ক্রিকেটে পাকিস্তানের শীর্ষ ক্রিকেটারদের নতুন চুক্তির প্রস্তাব দিয়েছিল পিসিবি। নতুন চুক্তিতে ক্রিকেটারদের মাসে প্রায় ৪৫ লাখ পাকিস্তানি রুপি দেবে বোর্ড, ট্যাক্সের পর যা ২২-২৩ লাখ রুপিতে দাঁড়াবে। তাই এই অঙ্কটা বাড়ানোর জন্য বোর্ডের সঙ্গে দরকষাকষি করছেন বাবর আজমরা।

;