তবুও ইনিংস হারের লজ্জায় ডুবল টাইগাররা



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
সেঞ্চুরিয়ান লিটন দাস

সেঞ্চুরিয়ান লিটন দাস

  • Font increase
  • Font Decrease

শুরুতে শান্ত-মুমিনুলদের ছোট ছোট কার্যকরী ইনিংসে প্রতিরোধের চেষ্টা। শেষ দিকে লিটন দাস খেললেন বড় ইনিংস। হাঁকালেন দাপুটে এক সেঞ্চুরি। দলের সেই ব্যাটিং লড়াইয়ে সামিল হলেন নুরুল হাসান সোহানও। কিন্তু তারপরও ইনিংস ও ১১৭ রানে হার মানল টাইগাররা। দ্বিতীয় ইনিংসে লাল-সবুজের প্রতিনিধিরা থামে ২৭৮ রানে।

এ ম্যাচে হারলেও দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ এ ড্র করল বাংলাদেশ। ব্যাটে-বলের দুর্বার পারফরম্যান্সে মাউন্ট মাউঙ্গানুইয়ে প্রথম টেস্ট জিতে অবশ্য আগেই এগিয়ে ছিল সফরকারীরা।

আগের দিন ট্রেন্ট বোল্ট, টিম সাউদি ও কাইল জেমিসনের আগুনে বোলিংয়ে ফলো অনে পড়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। আজ তৃতীয় দিনে বল হাতে দাপট দেখালেন কাইল জেমিসন ও নেইল ওয়াগনার। তাদের বোলিং তোপে দুই দিন হাতে রেখেই ইনিংস ব্যবধানে জিতল নিউজিল্যান্ড।

এমন বাজে হারের মাঝে একটা প্রাপ্তি অবশ্য আছে বাংলাদেশের। সেটা আর কিছুই নয়। লিটন দাসের সেঞ্চুরি। টাইগার ক্যাপ্টেন মুমিনুল হকের বিদায়ের পর ব্যাটিং লড়াইটা একাই চালিয়ে যান লিটন দাস। দুরন্ত ব্যাটিংয়ে হাঁকান ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। ১১৪ বলে ১৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ১০২ রানের চমৎকার এক ইনিংস খেলে কাইল জেমিসনের বলে এলবিডব্লিউ'র শিকার হন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ৩৬ রান (৫৪ বলে ৭ বাউন্ডারিতে) নিয়ে তাকে সঙ্গ দিয়ে ফেরেন নুরুল হাসান সোহান। ষষ্ঠ উইকেটে লিটন ও সোহান মিলে ১০৫ বলে গড়েন ১০১ রানের দুরন্ত এক পার্টনারশিপ। 

প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের কারণে ইনিংস হারের লজ্জা এড়ানোই একমাত্র লক্ষ্য ছিল বাংলাদেশের। এজন্য দরকার ছিল কেবল বড় ইনিংস। সেজন্য লড়াই করেন মুমিনুল হক। ক্যাপ্টেন হিসেবে চেষ্টার কোনো ত্রুটি রাখেননি। কিন্তু লাভ হয়নি। ধরা দেয়নি বড় কোনো ইনিংস। ৩৭ রান (৬৩ বলে ৪ বাউন্ডারিতে) নিয়েই সাজঘরে ফিরলেন মুমিনুল। নেইল ওয়াগনারের বলে রস টেলরের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন মুমিনুল।

২৯ রান করে নেইল ওয়াগনারের বলে ট্রেন্ট বোল্টের হাতে ক্যাচ দিয়ে ফেরেন নাজমুল হোসেন শান্ত। ২১ রান করে কাইল জেমিসনের বলে উইকেটের পিছনে টম ব্লান্ডেলের গ্লাভসবন্দী হন ওপেনার সাদমান ইসলাম। আর অভিষিক্ত মোহাম্মদ নাঈমের ব্যাট থেকে আসে ২৪ রান।

নিউজিল্যান্ডের হয়ে চারটি উইকেট শিকার করেন কাইল জেমিসন। তিনটি উইকেট নেন নেইল ওয়াগনার। একটি করে উইকেট পান টেস্ট থেকে বিদায় নেয়া রস টেলর, টিম সাউদি ও ড্যারিল মিচেল। 

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে দ্বিতীয় দিন বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হতেই দিনের খেলাও শেষ হয়ে যায়। ফলে গতকাল আর কেউ মাঠে নামেনি। তৃতীয় দিন সকালে প্রত্যাশা মাফিক অতিথি বাংলাদেশকে ফলো অনে পাঠায় ব্ল্যাক ক্যাপস শিবির।

নিউজিল্যান্ড ৬ উইকেট হারিয়ে ৫২১ রানে প্রথম ইনিংস ঘোষণা করে। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১২৬ রানে গুটিয়ে যায় সফরকারীরা।

ধারণা করা হচ্ছিল, দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামতে পারে নিউজিল্যান্ড। কেননা রস টেলরের এটা বিদায়ী টেস্ট। ব্যাট করলে তার কাছ থেকে ভালো একটি ইনিংস আসতে পারে। তবে বাস্তবে তেমন কিছু হয়নি।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৫২১/৬ (ডি.)। 

বাংলাদেশ প্রথম ইনিংস: ১২৬/১০ ও দ্বিতীয় ইনিংস: (ফলো-অন): ২৭৮/১০ (সাদমান ২১, নাঈম ২৪, শান্ত ২৯, মুমিনুল ৩৭, লিটন ১০২, সোহান ৩৬; জেমিসন ৪/৮২, ওয়াগনার ৩/৭৭, সাউদি ১/৫৪, ড্যারিল ১/১৮ ও টেলর ১/০)।

ফল: নিউজিল্যান্ড ইনিংস ও ১১৭ রানে জয়ী।

সিরিজ: দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ এ ড্র।

ম্যাচসেরা: টম লাথাম।

সিরিজসেরা: ডেভন কনওয়ে।

   

‘ঘরের মাঠে ঘুরে দাঁড়াবে পিএসজি’



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে বুধবার রাতে মুখোমুখি হয়েছিল বরুসিয়া ডর্টমুন্ড ও পিএসজি। খেলা ডর্টমুন্ডের মাঠ সিগনাল ইডুনা পার্কে হলেও বিশ্বজুড়ে ফ্যান ফেভারিট ছিল পিএসজিই। এমনকি শক্তিমত্তার দিক দিয়েও এমবাপেরা ছিলেন এগিয়ে।

তবে ঘরের মাঠে পিএসজিকে ১-০ গোলে হারিয়ে নিজেদের এগিয়ে রাখল ডর্টমুন্ড। ম্যাচের ৩৬তম মিনিটে নিকলাস ফুলক্রুগের একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

ফিরতি লেগে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে ঘুরে দাঁড়াবে দল, এমনটাই প্রত্যাশা করেন পিএসজির কোচ লুইস এনরিকে। যেহেতু ব্যবধানতা মাত্র এক গোলের, সেহেতু একটু চেষ্টা করলেই দ্বিতীয় লেগে জয়্য তুলে নিয়ে ফাইনালে জায়গা করা সম্ভব বলে মনে করছেন তিনি।

ম্যাচ শেষে এনরিকে বলেছেন, ‘এটাই ফুটবল। বেশির ভাগ সময়ই এটা দারুণ, আর কিছু সময় এমনই যায়। আমরা ভিন্ন পরিস্থিতিতে থাকতে চেয়েছিলাম, কিন্তু ম্যাচে সমানে সমান লড়াই হয়েছে।’

গতরাতের ম্যাচে দলের খেলোয়াড়রা বেশ কিছু সুযোগও নষ্ট করেছেন বলে কিছুটা হতাশ পিএসজি কোচ। তিনি বলেন, ‘কেউ বলেনি সেমিফাইনালে ম্যাচটি সহজ হতে যাচ্ছে। ড্রেসিংরুমে ছেলেরা একটু হতাশ। যেহেতু আমাদের সুযোগ ছিল, কিন্তু আমরা দুবার পোস্টে বল মেরেছি। আপনাকে মানতে হবে, এটা ব্যতিক্রমী একটি স্টেডিয়াম। কিন্তু আমি নিশ্চিত, আমরা প্যারিসে আরও শক্তিশালী থাকব। আমাদের হারানোর কিছু নেই।‘

লুইস এনরিকের কথা থেকে এটা পরিষ্কারভাবেই বোঝা যায় যে, নিজেদের মাঠে সর্বোচ্চটা দিয়েই খেলতে নামবে পিএসজি। কাঙ্ক্ষিত পারফরম্যান্স দিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করতে মরিয়া তারা।

;

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের দল ঘোষণা করল পাকিস্তান



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজ দুটিকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ধরে গুরুত্বের সঙ্গেই খেলবে পাকিস্তান। আসন্ন সিরিজকে উদ্দেশ্য করে ১৮ সদস্যের দল ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আয়ারল্যান্ডের ঘরের মাঠে তাদের বিপক্ষে শুরু হবে পাকিস্তানের প্রথম সিরিজ। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১০ মে মুখোমুখি হবে দু’দল। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হিবে যথাক্রমে ১২ ও ১৪ মে।

আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ তিনটি শেষ করেই পাকিস্তান দল উড়াল দিবে ইংল্যান্ডে। সেখানে চার ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিটি হবে ২২ মে। পরের ম্যাচগুলো হবে যথাক্রমে ২৫, ২৮ ও ৩০ মে।

পাকিস্তান স্কোয়াডঃ

বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আমির, মোহাম্মদ রিজওয়ান, ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলি আঘা, শাদাব খান, শাহিন আফ্রিদি ও উসমান খান।

;

ম্যাচ হারা প্রসঙ্গে যা বললেন চেন্নাই অধিনায়ক



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বুধবার রাতে ঘরের মাঠেও জয় তুলে নিতে পারেনি চেন্নাই সুপার কিংস। চিপকের মাঠে চেন্নাইকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে পাঞ্জাব কিংস। আইপিএলের চলতি আসরে মুস্তাফিজুর রহমানের শেষ ম্যাচ ছিল এটি, যেখানে কোনো উইকেট না পেলেও তিনি বল হাতে ছিলেন দারুণ।

এই হারের জন্য মূলত শিশিরকে দায়ী করেছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। এছাড়া প্রথম ইনিংসে ব্যাট হাতে নেমে তাদের দলীয় রানও কিছু কম হয়েছে বলে স্বীকার করেছেন তিনি।

ম্যাচ পরবর্তী পুরষ্কার বিতরণী মঞ্চে রুতুরাজ বলেছেন, ‘সম্ভবত আমাদের ৫০-৬০ রান কম হয়েছে। পিচের কথা ভেবে আমাদের প্রথমে ব্যাটিং করতে হয়েছিল। পিচ ভালো ছিল না। এটি পরে ব্যাটিংবান্ধব হতে শুরু করে। এরপর শিশির এবং ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম, কোনো কিছুই আসলে আমাদের সাহায্য করেনি।‘

চেন্নাইয়ের বোলাররা এদিন তেমন কিছু করে দেখাতে পারেননি। বোলারদের প্রসঙ্গে অধিনায়ক জানান, ‘এটাই সত্যিকারের সমস্যা। যেখানে আপনি উইকেট নিতে চাইবেন কিন্তু আপনার হাতে উইকেট নেওয়ার মতো মাত্র দুজন বোলার আছে। এর সঙ্গে শিশিরের কারণে স্পিনাররা নিজেদের কাজ ঠিকমত করতে পারছিলেন না। বলা যায় একটি কঠিন দিন গেছে আমাদের। তবে আমাদের সামনে আরও চার ম্যাচ বাকি আছে, আমরা এমন দুরাবস্থা কাটিয়ে উঠতে চাই।‘

দল হারলেও এদিন ব্যক্তিগত অর্জন ঠিকই আদায় করে নিয়েছেন রুতুরাজ। চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ ৪৮ বলে ৬২ রান এসেছে তার ব্যাট থেকেই। আর এই ইনিংসের মাধ্যমে চলতি আইপিএলে বিরাট কোহলিকে টপকিয়ে অরেঞ্জ ক্যাপ এখন তার দখলে।

;

রোনালদোর জোড়া গোলে ফাইনালে আল নাসর



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বড় ও গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করে দলকে জেতানো যেন তার অভ্যাস। ইউরোপিয়ান ফুটবলে এই দায়িত্ব পালন করে এসে এখন সৌদির লিগেও এই কাজটি প্রতিনিয়তই করে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বুধবার রাতে কিং কাপের সেমিফাইনালে আল খালিজকে ৩-১ গোলে হারিয়েছে আলো নাসর, যেখানে জোড়া গোল করেছেন পর্তুগিজ এই মহাতারকা।

এদিন ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে ফেলতে থাকে আল নাসর। একের পর এক আক্রমণে আল খালিজের ডিফেন্স লাইন যখন নড়বড়ে, তখনই সুযোগ বুঝে নিজের প্রথম গোলটি আদায় করেন রোনালদো। ১৭তম মিনিটে খালিজের গোলরক্ষক ইব্রাহিম সেহিকের ভুলকে কাজে লাগান তিনি।

৩৭তম মিনিটে পেনাল্টির সুযোগ পায় আল নাসর, দক্ষতার সঙ্গে গোল আদায় করে দলের হয়ে ব্যবধান বাড়ান সাদিও মানে। দুই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা। বিরতির পর ৫৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটির দেখা পান রোনালদো।

ম্যাচের শেষভাগে যেয়ে ৮২তম মিনিটে দলের হয়ে একটি গোল শোধ দেন আল তোরাইস। তাতেও কোনো লাভ হয়নি, হার নিয়েই মাঠ ছেড়েছে তারা।

গত মঙ্গলবার আল ইত্তিহাদকে হারিয়ে ফাইনালে জায়গা করে দিয়েছে আল হিলাল। গতরাতে ফাইনালের টিকিট নিশিচত করল আল নাসর। ৩১ মে জেদ্দার কিং আবদুল্লাহ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

;